আর্টিকেল ইউনিক কিনা চেক করার উপায় (Best Plagiarism Checker)
এই পোষ্টে আর্টিকেল ইউনিক কিনা চেক করার উপায় জানতে পারবেন (Best Plagiarism Checker)। ওয়েবসাইটের লেখা কপি কিনা কিভাবে চেক করা যায়।
আপনার লেখাটি অন্য ওয়েবসাইটে হুবুহু আছে কিনা জানতে প্ল্যাগারিজম চেকার নামে কিছু ওয়েবসাইটের মাধ্যমে চেক করিয়ে নেওয়া যায়। আর এই চেক করার সাইট গুলোর একটা লিস্ট দেওয়া হয়েছে এই পোষ্টে। এখানে জানতে পারবেন কি কি সাইটের মাধ্যমে লেখা কপি কিনা চেক করার উপায় সম্পর্কে।
আর্টিকেল প্ল্যাগারিজম ফ্রি কিনা কিভাবে দেখব
আমাদের লেখা বা আর্টিকেল যতই সুন্দর, আকর্ষনীয় ও তথ্য বহুল হোক না কেন, যদি সেটি অন্যের লেখা হয়ে থাকে সেটির কোন মূল্য থাকে না। কারণ সেটি অন্যের লেখা কপি করা হয়েছে। গুগলে অন্যের লেখা নিজে পোষ্ট করলে প্ল্যাগারিজম কনটেন হলে ঐ পোষ্টকে Rank করাবে না বরং ওই ওয়েব সাইটটিকে চিহ্নীত করে পোরো সাইটকেই ব্ল্যাক লিস্টে রাখতে পারে।
তাই আমরা নিজে লিখি বা অন্যের লিখা নেই নিজের সাইটের জন্য তাহলে অবশ্যই সেটির প্ল্যাগারিজম চেক করে নেওয়া উচিত। তবে যারা জানেন না প্ল্যাগারিজম কি তাহলে বলে নেই প্ল্যাগারিজম হল কপি কনটেন্ট, কোন আর্টিকেল কারো কাছ থেকে কপি করা কিনা বা নিজের লেখা অন্যের লেখা সাথে মিলে গেল কিনা ।
আর্টিকেল ইউনিক কিনা চেক করার উপায়
তবে চলুন জেনে নেই কিভাবে চেক করব প্ল্যাগারিজম কনটেন্ট কিনা–
- copyscape.com এই সাইটটি প্ল্যাগারিজম চেক করা সবথেকে জনপ্রিয়। যদিও এই সাইটটি পেইড ভার্সন।
আমরা এই সাইট সম্পর্কে না বলে কিছু ফ্রি সাইট সম্পর্কে জানব:
নিম্নে ৫টি ওয়েবসাইট দেখানো হলো (Plagiarism Checker)
১। duplichecker.com এই সাইটটি খুব ভাল একটি টুল, এই টুলের মাধ্যমে খুব সহজেই আপনার লেখা প্ল্যাগারিজম চেক করে নিতে পারেন। আমার কাছে এই সাইটটি খুবই ভাল লেগেছে। এই সাইটটিতে যাওয়ার পর লেখা পেস্ট করার একটি বক্স পাবেন সেখানে পেস্ট করে একটু নিচের দিকে একটি অপশন আছে চেক প্ল্যাগারিজম লেখা আছে ইংলিশে সেখানে ক্লিক করলেই লেখা গুলো প্রসেসিং হতে থাকবে প্ল্যাগারিজম ইউনিক কিনা বা কোন ওয়েব সাইটে লেখাটি আছে কিনা।কত পারসেন্ট ইউনিক মানে নিজের বা কত পারসেন্ট অন্যের লেখা সেটিও দেখিয়ে দেবে। খুব স্পষ্ট ভাবেই রেজাল্ট দিয়ে থাকে। আপনি চাইলে ডকুমেন্ট ফাইল আপলোড করেও চেক করতে পারেন এবং লিংক এনেও চেক করতে পারেন। তবে যারা এই সাইটে রেজিষ্ট্রেশন করবে তারা ৫০ বার চেক করতে পারবে।
২। plagiarisma.net এই ওয়েবসাইটটির মাধ্যমেও আপনার লেখা চেক করে নিতে পারেন।এই সাইটটিতে যাওয়ার পরও একটু নিচের দিকেই দেখবেন একটি বক্স আকার আছে যেখানে লেখা পেস্ট করে তারপর চেক ডুপ্লিকেট কনটেন্ট এ ক্লিক করলেই রেজাল্ট এসে পরবে, কোন কোন জায়গায় লেখাটি আছে কিনা বা থাকলেও লিষ্ট আকারে এসে পরবে সেখানে ক্লিক করলেই নিয়ে যাবে ওই পোষ্টে।
৩। paperrater.com এই ওয়েব সাইটটির মাধ্যমে লেখা চেক করতে পারেন। এই সাইটটিতে যাওয়ার পর ইউজ নাউ ফ্রি তে ক্লিক করলেই লেখা চেক করার অপশন বক্স এসে পরবে তারপর লেখা পোষ্ট করে বা ফাইল আপলোড করে চেক করতে পারেন। তবে এই সাইটটি ইংরেজি লেখা চেক করতে পারবেন বাংলা লেখা চেক করতে পারবেন না।
৪। copyleaks.com এই সাইটটিও খুব ভাল। এখানেও আপনি প্ল্যাগারিজম কনটেন্ট চেক করিয়ে নিতে পারেন তবে এই সাইটে আরো অনেক অপশন আছে যা এই আর্টিকেল রিলেটেড। তবে এই সাইটের যাওয়ার পর আপনি হোম মেনু থেকে প্ল্যাগারিজম চেকার নামের ক্যাটাগরিতে ক্লিক করলেই চেক করার অপশন এসে পরবে। সেখান থেকে চেক করিয়ে নিতে পারবেন। তবে রেজিষ্ট্রেশন করে চেক করলে বেশি বেশি চেক করতে পারবেন, যদি রেজিষ্ট্রেশন না করা থাকে তাহলে ১০ টা পেইজই করতে পারবেন।
৫। plagiarismchecker.com এই সাইটটিতে আপনি একেবারে ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এখানেও আপনি কন্টেন্ট রাইটিং চেক করাতে পারবেন।
এই পাঁচটি সাইটের মাধ্যমে ফ্রিতে প্ল্যাগারিজম চেক করাতে পারেন। আপনার লেখা অন্যের লেখা খুব সহজেই চেক করে নিতে পারেন। আশা করি লেখাটি ভাললেগেছে।যদি ভাল লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন লেখাটি কেমন লেগেছে। ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।
আরো জানুন-