৫০টি সবচেয়ে দরকারী ওয়েবসাইট, Top 50 most useful websites
এই পোষ্টে ৫০টি সবচেয়ে দরকারী ওয়েবসাইট (Top 50 most useful websites) এর সাথে পরিচিত হবো। যে ওয়েবসাইট গুলো আমাদের নিত্যদিনের প্রয়োজন হয়ে থাকে।
আজকের এই পৃথিবী ইন্টারনেট এর কল্যানে অনেক অনেক দোড় এগিয়ে গিয়েছে। তবে ইন্টারনেট এর মধ্যে আমরা যা কিছুই দেখি না কেন বা ইন্টারনেট এর মাধ্যমে যত সুবিধাই নেই না কেন সব কিছুই কোন কোন ওয়েবসাইটের মাধ্যমে দেখে থাকি বা সুবিধা নিয়ে থাকি। তবে আমাদের মাইন্ডের মধ্যে অনেকেরই এটা কাজ করে ইন্টারনেট মানে ফেসবুক, ইউটিউব, গুগল, ইমেইল, ইমু এগুলোই হয় কিন্তু ইন্টারনেট এ যে কি কি ধরনের আরো কতকি সুবিধা নেওয়া যায় তা অনেকের কাছেই এখনো অজানা, আসলে তাই হওয়ার কথা কারন ইন্টারনেট এর মধ্যে যত ওয়েবসাইট আছে তা আমরা যদি একটা একটা দেখি তাহলে সারা জীবন শেষ করতে পারবো না। যার কারনে আমাদের যখন যে প্রয়োজনীয় যেসব সাইট গুলো আছে সেগুলো আমরা জানার চেষ্টা করি এবং ব্যবহার করার চেষ্টা করি।
আমরা প্রতিনিয়তই গুগলের সার্চের মাধ্যমে জানতে চাই আমাদের প্রয়োজনীয় ওয়েবসাইটটি কোনটি। এক্ষেত্রে আমাদেরকে গুগল অনেকটা সহজ করে দিয়েছে কিভাবে আমাদের চাহিদা মোতাবেক ওয়েবসাইটটি পেতে পারি। আমাদের কাজের প্রয়োজন লিখে বা কি চাচ্ছি এ ধরনের ওয়ার্ড লিখে গুগলে সার্চ দিলেই আমাদেরকে ওই পারপাস ওয়েবসাইটগুলো সামনে এনে দেয়।
আজকে আমরা জানব ইন্টারনেট এর ওয়েবসাইটের মধ্যে আমাদের খুবই দরকারী ৫০টি সেরা ওয়েবসাইট সম্পর্কে (top 50 websites in the world) যে ওয়েবসাইট গুলো সম্পর্কে আমাদের জানার দরকার ও এগুলো আমাদের অনেক প্রয়োজনীয়। এই website list অনেক popular websites এগুলো top trending websites হিসেবে পরিচিত।
৫০টি সবচেয়ে দরকারী ওয়েবসাইট
তাহলে চলুন জেনে নেওয়া যাক (top 50 most visited websites in the world) ইন্টারনেটে ৫০টি প্রয়োজনীয় ওয়েবসাইট সম্পর্কেঃ
১। Blogger.com এই সাইটের মাধ্যমে আপনি নিজের একটি ওয়েবসাইট খুলতে পারবেন ফ্রিতে। যেখানে আপনি লেখা লেখি করতে পারবেন ও চাইলে আর্টিকেল পাবলিশ করে এডসেন্স এড করে টাকাও ইনকাম করতে পারবেন।
২। WikiHow.com এই ওয়েবসাইটের মাধ্যমে যেকোন সমস্যার সমাধান পাবেন এবং প্রশ্নের উত্তর পাবেন। যেকোন বিষয় কিভাবে করতে হয় বা সমাধান কি জানতে পারবেন। WikiHow একটি অনেক কাজের ওয়েবসাইট।
৩। ClipConverter.cc এই ওয়েবসাইটটির মাধ্যমে ইউটিউব এর ভিডিও কনভার্ট করে ডাউনলোড করতে পারবেন।
৪। Autodraw.com এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে সুন্দর সুন্দর অঙ্কন করতে পারা যায় বা ড্রয়িং করতে পারবেন, এই ওয়েবসাইটটি হলো অনলাইন ড্রংয়িং টুল (drawing tool)।
৫। Screenshot.Guru এই ওয়েবসাইটটি দিয়ে যেকোন ওয়েবসাইটের স্ক্রিনশট নেওয়া যাবে খুব সহজে।
৬। Fast.com এই ওয়েবসাইটে গেলে আপনার ইন্টারনেট এর স্পিড কত জানতে পারবেন বা ইন্টারনেট স্পিড চেক করার সেরা ওয়েবসাইট।
৭। Virusscan.jotti.org এই ওয়েবসাইট এর মাধ্যমে আমাদের কম্পিউটারের যেকোন ফাইল স্ক্যান করে দেখা যাবে কোন ম্যালওয়ের ভাইরান আছে কিনা, এই স্ক্যানারটি একদম ফ্রি ব্যবহার করা যাবে।
৮।Copychar.cc এই ওয়েবসাইটটি অনেক মজার একটি ওয়েবসাইট এখানে আপনি অনেক ধরনের সিম্বল, ইমুজি পেয়ে যাবে যা আপনার অনেক সময় সাইটটি কাজে দিবে। এই সাইটের সিম্বল বা emoji গুলোতে ক্লিক করলেই কপি হয়ে যাবে তারপর আপনি নিয়ে ব্যবহার করতে পারেন।
৯। Codecademy.com এই ওয়েবসাইটটি হলো যারা ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভোলাপ নিয়ে কাজ করে তাদের জন্য অনেক অনেক কাজের ওয়েবসাইট। এখানে বিভিন্ন কোডিং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম যেমন python, css, php , sql, web-development এসব language অনলাইনে শেখার জন্য সেরা ওয়েবসাইট।
১০।Iconfinder.com এই ওয়েবসাইটটি অনেক দরকার একটি সাইট এখানে আপনি লোগো তৈরিতে বা ব্লগ অথবা যেকোন প্রয়োজনের জন্য হাজার হাজার আইকন ফ্রিতে পেয়ে যাবেন।
১১। pexels.com এই ওয়েবসাইটে ফ্রি ছবি ও ভিডিও পাবেন (free stock images, free stock video) যা আপনার নিজের ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলে ব্যবহার করতে পারবেন।
১২। Everytimezone.com এই ওয়েবসাইট দিয়ে পৃথিবীর যেকোন দেশের জায়গার টাইম দেখা যাবে।
১৩। Grammarly.com এই সাইটটি আপনার ব্রাউজারে সেট করার মাধ্যমে অনলাইনে যেকোন কিছুতে ইংরেজি লেখার ক্ষেত্রে গ্রামার ভুল হলে তা অটোমেটিক ঠিক করে দিবে। আপনি যদি ইংলিশে লেখা লেখি করেন তাহলে এই Grammarly সাইটটি টুলটি অনেক অনেক কাজে দিবে।
১৪। Translate.google.com গুগল ট্রান্সলেট এর কথা জানে না এমন মানুষ পাওয়া যাবে না। কারন গুগল ট্রান্সলেট দিয়ে আপনি যেকোন ভাষাকে অন্য ভাষায় অনুবাদ করা যায় (Translate to any language)। যা আমাদের সবার নিত্য দিনের জন্যই দরকার হয়।
১৫। Kleki.com এই ওয়েবসাইটের মাধ্যমে ড্রয়িং পেইন্টিং এবং sketch তৈরি করা যাবে।
১৬। Faxzero.com এই সাইটটি ব্যবহার করে অনলাইনের মাধ্যমে ফ্রি ফ্যাক্স পাঠাতে পারবেন। তবে যদিও এখন ফ্যাক্স এর বেশি একটা প্রচলন নেই।
১৭। Tinychat.com এই সাইটটির মাধ্যমে নিজস্ব ভিডিও চ্যাট রুম তৈরি করা যাবে।
১৮। namecheap.com – এই সাইটের মাধ্যমে ওয়েবসাইটের জন্য কম দামে ডোমেইন ও হোস্টিং প্ল্যান নিতে পারবেন, যা বিশ্বে অনেক পপুলার একটি সাইট।
১৯। Squoosh.app এই সাইটটির মাধ্যমে আপনার যেকোন ছবিকে কমপ্রেস করে নিতে পারবেন। এই সাইটে গিয়ে ফাইল আপলোড এর এখান থেকে শুধু যে ছবিটির সাইজ কমাতে চান সেটি আপলোড করে Compress Quality এর এখান থেকে সাইজ কমাতে বাড়াতে পারবেন, সেটিং অপশন থেকে আরো কিছু সুবিধা পেয়ে যাবেন।
২০। Typing.com এই ওয়েবসাইটটি স্টুডেন্টসদের জন্য অনেক কাজের একটি সাইট। এই সাইটে গিয়ে বিভিন্ন কৌশলে বা গেমস খেলে কম্পিউটারের টাইপিং স্পিড বাড়িয়ে নেওয়া যাবে।
২১। Powtoon.com এই ওয়েবসাইট ব্যবহার করে এনিমেশন কার্টুন ভিডিও (animated cartoon videos) তৈরি করা যাবে ফ্রিতে ৩ মিনিট।
২২। Filehippo.com এই সাইটটির মাধ্যমে ফ্রিতে কম্পিউটারের সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন।
২৩। Thunkable.com এই সাইটটি দিয়ে এন্ড্রয়েড অ্যাপ তৈরি করতে পারবেন ফ্রিতে। যেকোন কোডিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে না জেনেই এই সাইটটি দিয়ে android app তৈরি করা যায়।
২৪। Wikipedia.org এই ওয়েবসাইটটি অনেক অনেক প্রয়োজনীয় একটি ওয়েবসাইট, এই সাইটটির মাধ্যমে পৃথিবীর বিখ্যাত জায়গা, প্রাণী, লোক ইত্যাদি বিখ্যাত সব কিছু সম্পর্কে জানতে পারবেন। উইকিপেডিয়া বাংলা ভাষায়ও পড়তে পারবেন।
২৫। Google Drive হয়তো গুগল ড্রাইভ এর কথা সবাই জানেন, একটি জিমেইল খুললেই সাথে ১৫ জিবির ফ্রি গুগল ড্রাইভ পেয়ে যাবেন যেখানে আপনার ছবি ভিডিওসহ অন্যান্য ডকুমেন্ট এর ব্যাকআপ রাখতে পারবেন যা আপনি পরবর্তীতে যেকোন জায়গা থেকে জিমেইল এ লগিং করে ড্রাইভ থেকে প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো নিতে পারবেন।
২৬। Quora.com অনলাইন জগতে সবচেয়ে বড় প্রশ্ন উত্তর দেওয়ার একটি প্লাটফরম, কোয়ারা এর মাধ্যমে আপনি যেকোন প্রশ্ন করতে পারবেন ও চাইলে অন্যদের প্রশ্ন করা গুলোতে উত্তরও দিতে পারবেন।
২৭। Upwork.com ফ্রিল্যায়েন্সিং করার জন্য ওয়েবসাইট। এই সাইটটির মাধ্যমে অনলাইনে আয় করতে পারবেন। এখানে digital marketer , content writer, logo design, graphic design, web development, app development এর মত ইত্যাদি কাজ করা যায়।
২৮। Canva.com অনলাইনে সবচেয়ে পপুলার ফটো ইডিটর ওয়েবসাইট। এখানে thumbnail, logo design, image design, resume, card design, post card design, info graphic, poster ডিজাইন এর মত অনেক ধরনের কাজ করা যায়।
২৯। Google map দ্বারা বিশ্বের যেকোন জায়গার ঠিকানা খুজে বের করা যায়। আপনি গুগল ম্যাপ এ গিয়ে যে ঠিকানাটি লিখবেন বা যে নামটি দিবেন সেটি কোথায় অবস্থিত কত দূর আসপাশের কি কি আছে সবকিছুই দেখতে পারবেন।
৩০। Ringtonemaker.com এই ওয়েবসাইটের মাধ্যমে যেকোন মিউজিক দিয়ে রিংটোন বানাতে পারবেন।
৩১। bbc.com/bengali মানে BBC news bangla এই সাইটে বিশ্বের সকল latest খবর পেয়ে যাবেন।
৩২। PdfPro.co মাধ্যমে পিডিএফ ফাইল অনলাইনে এডিট করতে পারবেন।
৩৩। Alibaba.com এই সাইটের মাধ্যমে দেশ-বিদেশের বিভিন্ন মেনুফেকচারার, এক্সপোর্টার্স ও সাপ্লায়ার্সদের কাছ থেকে যেকোন ধরনের পণ্য সামগ্রী কিনে নিজের জায়গা থেকে রিটেইল বা হোলসেলার হিসেবে পন্য বিক্রি করতে পারবেন।
৩৪। Duolingo.com এই ওয়েবসাইটের মাধ্যমে French, German, Italian, Spanish, Arabic, Hindi, Italian, Japanese, Chinese ইত্যাদি আরো অনেক দেশের ভাষা ফ্রি শিখতে পারবেন।
৩৫। temp-mail.org এই সাইটটির মাধ্যমে টেম্পরারি ইমেইল এড্রেস তৈরি করতে পারবেন, আপনি যদি কোন প্রয়োজনে শুধু একবার ব্যবহার করার জন্য কোন ইমেইল এড্রেস দরকার হয় তাহলে এই সাইটটি থেকে ইমেইল এড্রেস নিতে পারেন এবং কাজ শেষে ওয়েবসাইটটি কেটে দিলেই ইমেইল এড্রেসও নষ্ট হয়ে যাবে।
৩৬। banglaconverter.org এই সাইটটির মাধ্যমে বাংলা ফন্ট বিজয় থেকে অভ্র বা অভ্র থেকে বিজয় ফন্টে কনভার্ট করতে পারবেন।
৩৭। codecanyon.net এই সাইটটি হলো থিম ফরেস্ট Envato Market যেখানে ওয়েবসাইট থিম, ওয়েবসাইট কোড, ভিডিও, অডিও, গ্রাফিক্স, ফটো, 3D Files কিনতে পারবেন।
৩৮। prnt.sc এই সাইটটির মাধ্যমে আপনার যেকোন ডকুমেন্ট আপলোড করে লিংক নিয়ে যেকারো সাথে ইমেইল বা অন্যান্য ভাবে শেয়ার করতে পারবেন, যে লিংকের মাধ্যমে ফাইলটি দেখতে বা ডাউনলোড করতে পারবে, সেক্ষেত্রে আপনি কোন ফাইল পাঠাতে এমবি সাইজের কোন জামেলা পোহাতে হবে না।
৩৯। qr-code-generator.com এই সাইটটির মাধ্যমে লোগো ছাড়া বা লোগো সহ কিউআর কোড তৈরি করতে পারবেন।
৪০। amazon.com বিশ্বের সর্ববৃহৎ অনলাইন মার্কেটপ্লেস, যেখানে আপনি প্রয়োজনীয় পন্য কিনতে পারবেন।
৪১। youtube.com এই সাইটটি সম্পর্কে সবাই জানে ভিডিও শেয়ারিং এর সর্ববৃহৎ সাইট।
৪২। facebook.com এই সাইটটি সম্পর্কেও সবাই জানে মানুষের যোগাযোগ ব্যবস্থার সর্ববৃহৎ প্লাটফরম।
৪৩। Twitter.com জনপ্রিয় সোস্যাল মিডিয়া যা বিশ্বের সবারই জানা, মানুষের যোগাযোগ মাধ্যম হিসেবে পরিচিত।
৪৪। Linkedin.com এই সাইটটিও একটি সোস্যাল মিডিয়া প্লাটফরম, যা সারা বিশ্বে অনেক অনেক জনপ্রিয়।
৪৫। Wordpress.org এই সাইটটিতে ডোমেইন হোস্টিং ব্যবহার করে আপনি সহজে নিজের ওয়েবসাইট পরিচালনা করতে পারবেন, চাইলে ডোমেইন হোস্টিং এড করার মাধ্যমে ওয়ার্ডপ্রেস এর ফ্রি থিম ব্যবহার করতে পারবেন অথবা থিম পারসেস করেও ওয়েবসাইট পরিচালনা করতে পারবেন। ওয়েবসাইট পরিচালনার জন্য সবচাইতে সহজ ওয়ার্ডপ্রেস সাইট, যারা ব্লগিং করেন তাদের জন্য বেস্ট হলো ওয়ার্ডপ্রেস।
৪৬। Whatsapp.com যদিও Whatsapp মোবাইলে ব্যবহার করে মেসেজ, কলিং বা শেয়ারিং এর জন্য, এটি কম্পিউটার ডেস্কটপেও চালানো যায়। Whatsapp.com সাইটে যেয়ে Whatsapp Web এ ক্লিক করে বারকোড মোবাইলের মাধ্যমে স্ক্যান করে কম্পিউটারেও একটিভ হওয়া যায়।
৪৭। Zoom.us এটি এক ডিভাইস থেকে অন্য ডিভাইসের সাথে সংযোগ স্থাপন করে, যেমন-পিসি, ল্যাপটপ, মোবাইল থেকে যেকোন ব্রাউজার দিয়ে এই সাইটের সুবিধা নেওয়া যায়। জুম এর মাধ্যমে মিটিং, অনলাইন ক্লাস, সেমিনার, অনলাইন প্রজেন্টেশন সহ ইত্যাদি অনেক ধরনের সুবিধা পাওয়া যায়।
৪৮। W3schools.com এই ওয়েবসাইটটি অনেক অনেক জনপ্রিয় যারা ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভোলাপ করে থাকে। এই সাইটটির মাধ্যমে ওয়েব ডিজাইন শিখতে পারবেন। পৃথিবীর যত ওয়েব ডিজাইন এন্ড ডেভোলাপার আছে তারাও সবাই এই সাইটটির হেল্প নিয়ে থাকে কারন যখন কোন ডিজাইনের কোডিং মনে থাকে না তখনও এই সাইটটির মাধ্যমে জেনে নিতে পারে।
৪৯। siteprice.com এই সাইটটির মাধ্যমে যেকোন ওয়েবসাইটে মাসে বছরে কত টাকা ইনকাম করে জানতে পারবেন। এই ওয়েবসাইটে গেলে লিংক সার্চ করার অপশন পাবেন সেখানে যেকোন ওয়েবসাইটের লিংক এনে এখানে সার্চ করলে নিচে দেখবেন ভিউ ও ইনকাম কত সে ইনফরমেশন গুলো দেখাচ্ছে।
৫০। bitly.com এই ওয়েবসাইটের মাধ্যমে যেকোন বড় লিংক ছোট করতে পারবেন, তারপর সেই লিংক যেকোন জায়গায় শেয়ার করতে পারবেন।
শেষ কথাঃ
ইন্টারনেটে আরো এরকম অনেক ওয়েবসাইট রয়েছে যেগুলো আমাদের প্রয়োজন পরে থাকে তারমধ্যে আমাদের যেসব ওয়েবসাইট গুলো প্রয়োজন পরেই থাকে, যেগুলো মনে এসেছে সেগুলো জানানোর চেষ্টা করেছি। লেখাটি ভাল লেগে থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।
আরো পড়ুন-