ওয়েবসাইট নলেজটেক নলেজ

৫টি সেরা খুবই দরকারী ওয়েবসাইট যা প্রত্যেকের জানা উচিত, Top 5 Most Useful Websites

ইন্টারনেটে আমরা যা কিছু দেখি না কেন সেগুলো কোন না কোন ওয়েবসাইটের মাধ্যমেই দেখে থাকি। এবং আমরা ইন্টারনেট থেকে যেসব সুবিধা গুলো পেয়ে থাকি তা কোন না কোন ওয়েবসাইটের মাধ্যমেই পাই। সেক্ষেত্রে বলা চলে ইন্টারনেট হল ওয়েবসাইট এর ভান্ডার। যেখানে অসংখ্য বিলিয়ন বিলিয়ন ওয়েবসাইট আছে। তো আমরা এসব ওয়েবসাইটের মধ্যে কতগুলোরই বা সুবিধা সম্পর্কে জেনে থাকি, বেশির ভাগই আমাদের অজানা থেকে যায়। তাই আজকে ৫টি ওয়েবসাইটের কথা বলল যা আমাদের বেশির ভাগই দরকার হতে পারে এবং মোটামোটি সবারই এই সাইটগুলো সম্পর্কে জেনে থাকা ভাল, কারন বলা তো যায় না কোন সময় কোন ওয়েবসাইটটি আমাদের দরকার হয়ে যেতে পারে। তবে যারা ইন্টারনেট এর ক্ষেত্রে সুবিধা সম্পর্কে প্রতিনিয়ত জানতে চান বা প্রতিদিন ইন্টারনেট ব্যবহার ও ইন্টারনেটে বিভিন্ন রকমের কাজ করে থাকেন তাদের জন্য আমাদের পোষ্টটি জানার মতই হবে এবং কাজের হবে।

তাহলে চলুন কথা না বাড়িয়ে ৫টি সেরা ওয়েবসাইট সম্পর্কে জেনে নেওয়া যাকঃ-

১। Bugmenot.com

Bugmenot.com এই ওয়েবসাইটটি হলো অন্য ওয়েবসাইটের ইউজার আইডি ও পাসওয়ার্ড প্রদান করে। এই সাইটটির মাধ্যমে আপনি অনেক ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করে ইউজার আইডি পাসওয়ার্ড না তৈরি করেও ইউজার আইডি ও পাসওয়ার্ড পেতে পারেন। উদাহরণ সরূপ আপনি যখন Quora.com বা Pinterest.com এ দুইটা ওয়েবসাইট ব্যবহার করতে চান তাহলে প্রথমেই আপনাকে এ দুটি ওয়েবসাইটে ইমেইল দিয়ে রেজিষ্ট্রেশনের মাধ্যমেই লগিং করতে পারবেন, আর আপনি যদি চান আমি এ ওয়েবসাইটে রেজিষ্ট্রেশন করব না শুধু ব্যবহার করে চলে আসবো তাইলে আপনি Bugmenot এই ওয়েবসাইটটির মাধ্যমে অন্যের শেয়ার করা আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগিং করে সুবিধা নিতে পারেন। আপনি যে ওয়েবসাইটটির ইউজার আইডি পাসওয়ার্ড দরকার সে ওয়েবসাইটের লিংকটি কপি করে এনে Bugmenot ওয়েবসাইটের সার্চ বক্সে লিংকটি দিয়ে সার্চ করলেই আপনাকে ওই ওয়েবসাইটে লগিং করার জন্য ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবে, তখন সেগুলো নিয়ে লগিং করতে পারেন। Bugmenot এর মাধ্যমে আইডি পাসওয়ার্ড নিয়ে আপনি চাইলে ছোট খাট কাজ করে নিতে পারেন যেমন ওয়েবসাইট টেস্ট, রিভিউ বা অন্যান্য সুবিধা নিতে পারেন যাতে আপনার অরিজিনাল ইমেইল আইডিতে প্রভাব পরবে না।

২। Virustotal.com

Virustotal ওয়েবসাইটটি মূলত একটি অনলাইন ভাইরাস স্ক্যানিং করার মত ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মাধ্যমে কোনো ওয়েবসাইট এর URL এ ভাইরাস বা ম্যালওয়্যার আছে কিনা তা জানতে পারবেন। আমরা প্রতিদিন অনেক ওয়েবসাইট ভিসিট করে থাকি অনেক কারনে যেমন কিছু দেখার জন্য, পড়ার জন্য,  শিখার জন্য অথবা কোনো ফাইল বা সফটওয়্যার ডাউনলোড করার জন্য কিন্তু আমরা এইটা কখনোই ভাবি না যে ঐ সব ওয়েবসাইট গুলোতে কোন ভাইরাস আছে কিনা। তবে আমরা যদি চাই Virustotal ওয়েবসাইট টুল এর মাধ্যমে আমরা যেকোন কিছু ডাউনলোড বা শেয়ার করার আগে যেকোন ওয়েবসাইট এর লিংকটি Virustotal এর মাধ্যমে ভাইরাস স্ক্যানিং করে নিতে পারি এবং জেনে নিতে পারি এই সাইটটি আমাদের জন্য সেফ না আনসেফ। শুধু মাত্র যে অনলাইনের লিংক এনেই চেক করতে পারবো তা নয় আমরা চাইলে আমাদের কম্পিউটারে থাকা ফাইলগুলোকেও Virustotal এর মাধ্যমে স্ক্যান করে নিতে পারি এবং যাচাই করতে করতে পারি।

৩।temp-mail.org

Temp-Mail এই সাইটটির মাধ্যমে টেম্পোরারি ইমেইল আইডি নেওয়া যায়। অর্থাৎ  এই ওয়েবসাইটটির মাধ্যমে  ফ্রিতে টেম্পোরারি ইমেইল এড্রেস পেয়ে যাবেন যা আপনি কোনো ওয়েবসাইটের একাউন্ট তৈরি করতে বা যেকোন ফাইল ডাউনলোড করার ক্ষেত্রে ইমেইল এড্রেস গুলি ব্যবহার করতে পারবেন। যেমন অনেক ওয়েবসাইট আছে যেগুলোতে ভিজিট করতে  গেলে অথবা কোনো ফাইল ডাউনলোড করতে গেলে আমাদের কাছে ইমেইল আইডি চেয়ে থাকে, সে সময় আমাদের নিজের পার্সোনাল ইমেইল আইডি ব্যবহার করে Temp-Mail ব্যবহার করলে স্পেমিং এর চান্স থাকে না।

৪. Remove.bg

আমরা যখন কোনো যেকোন ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই তখন আমরা ফটোশপ এর মত কোন প্রফেশনাল ফটো এডিটরের দরকার হয়ে থাকে। ফটোশপের মাধ্যমে যখন ফটো থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাই তখন এই ফটোশপের কাজ ভালভাবে জানতে হয় আর ফটোশপের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে কিছুটা সময়েরও প্রয়োজন হয় কিন্তু আমরা যদি Remove.bg ওয়েবসাইটের মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করি তাহলে খুব অল্প সময়ে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। Remove bg ওয়েবসাইটটিতে যাওয়ার পর যে ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেটি  আপলোড করে কিছু সেকেন্ড এর মধ্যেই ঐ ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যাবে। এখানে কোন এডিটিং টুল এর ব্যবহার জানতে হবে না আপলোড করার কিছু সেকেন্ড অপেক্ষা করলে অটোমেটিক নিজে নিজেই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে। খুব তাড়াতাড়ি পারফেক্ট ভাবে যেকোন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে Remove bg এই ওয়েবসাইটি অনেক কাজের হয়ে থাকে।

৫। Fakespot.com

আমরা যখন Amazon থেকে কোন কিছু কিনি আমরা তখন সেই প্রডাক্টির রিভিউস গুলি দেখে থাকি, রেটিং দেখি এবং এর মতো অন্য প্রোডাক্ট গুলোর সাথে কম্পেয়ার করার পরই পছন্দ হলে তবেই তা কিনে থাকি। Fakespot ওয়েবসাইট আমাদের এই কাজ গুলোকে খুব সহজ করে দেয়। আপনি যদি Amazon এর যে প্রোডাক্টটি ক্রয় করতে চান তার লিংক এনে Fakespot ডট কম এ পেস্ট করে এনালাইজ করলে Fakespot আমাদেরকে ওই প্রডাক্টির ওভারভিউ ও সব ডিটেলস দিয়ে দেয়। যেমন প্রডাক্টির কতগুলো পজিটিভ ও নেগেটিভ রিভিউস আছে এবং সে গুলো কি কি? প্রডাক্টির কোন বৈশিষ্ট্য গুলো ভাল বা কোন গুলো খারাপ বা প্রডাক্টির রিভিউ গ্রেড কত সেইসাথে এই প্রোডাক্টটি আমাদের জন্য লাভবান হবে কিনা, সে বিষয়েও Fakespot ওয়েবসাইট আমাদের জানিয়ে দেয়। অর্থাৎ আমরা  যদি Amazon এর যে কোনো প্রোডাক্ট  কিনবার আগে যেই বিষয় গুলো একটা একটা করে যাচাই করতে হত Fakespot এই ওয়েবসাইটটি থেকে যাচাই করতে পারবো খুব সহজে  এবং কোনো ফেক প্রডাক্ট ক্রয় করা থেকে বিরতও থাকতে পারব।

শেষ কথা হলো আশা করি যে ৫টি ওয়েবসাইট এর কথা এই আর্টিকেলটিতে বলা হল সেগুলো অবশ্যই আপনারদের কাজে দিতে কারন আমারও এই সাইট গুলো খুবই কাজে লাগে প্রায় সময়ই। যদি লেখাটি ভাল লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লেখাটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ তৈরি করে দিবেন। ধন্যবাদ লেখাটি পড়ার জন্য। আল্লাহ হাফেজ।  

আরো পড়ুনঃ-

Quick Bangla

এই ওয়েবসাইটে সবচাইতে প্রাধান্য দেওয়া হয় টেক বিষয় গুলোকে তবে পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় বাংলা ব্লগ বিষয়ও পেয়ে যাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button