টিন সার্টিফিকেট বাতিল করার নিয়ম সম্পর্কে জেনে নিন
আজকের এই লেখার মাধ্যমে টিন সার্টিফিকেট বাতিল করার নিয়ম সম্পর্কে জানতে পারবেন। টিন সার্টিফিকেট কেন বাতিল করতে হয় জানুন। (How to cancel tin certificate)
সরকারী খাতে আমাদের আয়কর প্রদানের জন্য বা আমাদের ব্যবসা সংক্রান্ত কাজের জন্য এবং বিভিন্ন প্রয়োজনে আমাদেরকে বাধ্যতামূলকভাবে টিন সার্টিফিকেট তৈরি করতে হয়। তাছাড়াও আমরা যেভাবেই ইনকাম করি না কেন, বৎসর দুই লাখ টাকার উপরের ইনকাম হিসেবে আমাদেরকে আয়ের একটা কমিশন সরকারী খাতে জমা দিতে হয়, এটাকেই আয়কর বলা হয় আর এই আয়কর দেওয়ার জন্য টিন সার্টিফিকেট তৈরি করতে হয়।
তাছাড়াও ব্যাংকিং কাজে বা আমাদেরকে দেশের অনেক কাজের সুবিধা নেওয়ার জন্য টিন সার্টিফিকেটটি তৈরি করতে হয়। কিন্তু কথা হল আমাদের যদি সেরকম ইনকাম না থাকে আর আমরা যদি টিন সার্টিফিকেট (tin certificate) তৈরি করে থাকি আর সেই টিন সার্টিফিকেটটি যদি বাতিল করতে চাই তাহলে কি করতে হবে? আজকের এই লেখায় জানতে পারবেন কিভাবে টিন সার্টিফিকেট বাতিল করতে হয়। (how to cancel tin certificate in bangladesh)
টিন সার্টিফিকেট বাতিল করা কেন জরুরী?
আপনার যদি মনখুশি টিন সার্টিফিকেট খুলে থাকেন বা আপনার যদি টিন সার্টিফিকেট থেকে থাকে আর আপনি যদি আয়কর প্রদান না করেন তাহলে পরবর্তীতে যদি আপনি ব্যবসা প্রতিষ্ঠান খুলেন বা টাকা পয়সার মালিক হন যেখানে আপনাকে টিন সার্টিফিকেট এর দরকার পরবেই তখন কিন্তু যদি আয়কর জমা দিতে চান তাহলে আপনাকে চক্রবর্তি হারে জরিমানা দিয়ে আয়কর জমা দিতে হবে। আপনি যখন থেকে টিন সার্টিফিকেট তৈরি করেছেন তখন থেকেই জরিমানা দিয়ে আসতে হবে। তাছাড়াও একজন ব্যক্তি শুধুমাত্র একটি টিন সার্টিফিকেট তৈরি করতে পারে, কারন টিন সার্টিফিকেট তৈরি করতে জাতীয় পরিচয়পত্র দিয়ে টিন সার্টিফিকেট তৈরি করতে হয়, যেহেতু জাতীয় পরিচয়ত্রের সার্ভারের সাথে ই-টিন সার্ভারের কানেকশন থাকে তাই একজন ব্যক্তি লাইফে শুধু একটি টিনই করতে পারবেন। আপনি চাইলেও আগের টিন সার্টিফিকেট বাদ দিয়ে নতুন ভাবে টিন সার্টিফিকেট তৈরি করতে পারবেন না।
তাই আপনার যদি টিন সার্টিফিকেট এমনিতেই খুলে থাকেন বা আপনার টিন সার্টিফিকেট যদি দরকার না হয় অথবা আপনার ব্যবসা ছিল কিন্তু এখন ব্যবসা নেই সে ক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেট বাতিল করার দরকার হতে পারে। আবার কারো নামে যদি সম্পত্তি থাকে আর তিনি যদি মৃত্যুবরণ করেন আর তিনির নামে যদি টিন সার্টিফিকেট থেকে থাকে তাহলেও টিন সার্টিফিকেটটি বাতিল করার প্রয়োজন রয়েছে, না হলে অনেক সমস্যার পড়ার সম্ভবনা রয়েছে।
টিন সার্টিফিকেট বাতিল করার নিয়ম
আপনার টিন সার্টিফিকেট যদি বাতিল করার প্রয়োজন হয় আর আপনি আপনার টিন সার্টিফিকেটটি বাতিল করতে চান তাহলে আপনাকে উপকর অফিসে গিয়ে আপনার টিন সার্টিফিকেটটি বাতিল করার জন্য আবেদন করতে হবে। আমরা কিন্তু অনলাইনের মাধ্যমে টিন সার্টিফিকেট তৈরি করতে পারি কিন্তু টিন সার্টিফিকেট বাতিল করতে গেলে অনলাইনে করা যায় না, টিন সার্টিফিকেট বাতিল করার জন্য আপনার টিন সার্টিফিকেটে যে উপকর অফিসের (Income Tax Office) ঠিকানা দেওয়া আছে সে ঠিকানা গিয়ে বাতিল করতে হবে।
টিন সার্টিফিকেট বাতিল করার জন্য যে যে কাগজপত্র সঙ্গে নিতে হবে-
১। জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন নিতে হবে।
২। টিন সার্টিফিকেট এর ফটোকপি নিতে হবে।
৩। আয়কর প্রদানের ফটোকপি নিতে হবে (যদি থাকে)।
৪। কেউ মৃত হলে তার মৃত হওয়ার সনদ নিতে হবে।
৫। টিন সার্টিফিকেট বাতিল করার কারন এর উপযুক্ত প্রমানপত্র রাখতে হবে।
এ সমস্ত কাগজপত্র সঙ্গে নিয়ে উপকর বিভাগের অধীনে আপনাকে জমা দিতে হবে আর সেখান থেকে আপনাকে একটি ফর্ম দিবে যা আপনার তথ্যের ভিত্তিতে পূরন করে জমা দিতে হবে। টিন সার্টিফিকেট বাতিল হয়ে গেলে একটি কপি আপনাকে দিয়ে দিবে। বা পরবর্তীতে গিয়ে জেনে আসতে পারবেন আপনার টিন সার্টিফিকেটটি বাতিল হয়েছে কিনা।
শেষ কথা হলো- যাদের টিন সার্টিফিকেট (tin certificate) তৈরি করা আছে আর সেই টিন সার্টিফিকেট যদি বাতিল করতে চায় তাহলে কিভাবে বাতিল করতে হয় টিন সার্টিফিকেট তা এই আর্টিকেল এর মাধ্যমে জানতে পারলেন।
আশা করি যাদের টিন সার্টিফিকেট বাতিল করার দরকার তিনিরা এই লেখাটি পড়ার মাধ্যমে উপকৃত হলেন এবং যদি লেখাটি ভাল লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন।
লেখাটি পড়ার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।
আরো জানুন-
- মাইক্রোসফট ওয়ার্ড এর দরকারী সকল শর্টকাট গুলো জেনে নিন
- টিন সার্টিফিকেট হারিয়ে গেলে তথ্য ভুলে গেলে অনলাইন থেকে বের করার নিয়ম
- ইউটিউবের ভিডিও বানানোর ১৫টি সেরা আইডিয়া, Youtube Channel Ideas
- কিভাবে কম্পিউটার ভাল রাখা যায় সকল টিপস এন্ড ট্রিকস জানুন
- কম্পিউটার মাউসের ৫টি অজানা টিপস ও ট্রিকস