ওয়েবসাইট নলেজটিউটোরিয়াল ভিডিওটেক নলেজ

৫টি ফ্রি ওয়েবসাইট দিয়ে অনলাইনে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন

এই পোষ্টের ৫টি ফ্রি ওয়েবসাইট দিয়ে অনলাইনে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করার মাধ্যম জানতে পারবেন। (Photo Background Remover Online)

 আমাদের অনেক কাজে বা দরকারে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে ছবির নিজস্ব যে ব্যাকগ্রাউন্ড থাকে তাকে পরিবর্তন করে অন্য দৃশ্য বসানোর দরকার হতে পারে বা শুধু খালি ট্রান্সপেরেন্ট রাখার দরকার হতে পারে। তবে আমরা এই কাজ প্রফেশনাল ভাবে ফটোশপ এর মাধ্যমে করে থাকি। মানে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য ফটোশপ এর সাহায্যে করে থাকি।

ফটোশপের মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে গেলে আমাদের ফটোশপ এর প্রফেশনাল ভাবে কাজ শিখার প্রয়োজন হয়, তারপর আবার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়।

তবে আজ ৫টি অনলাইন ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ওয়েবসাইট সম্পর্কে বলব যেগুলোর মাধ্যমে মাত্র কয়েক মিনিটেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ (photo background remove) করতে পারবেন খুব সহজেই।

এই ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে মোবাইল বা কম্পিউটার এই দুটির মাধ্যমে করতে পারবেন।

অনলাইনে ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন

তবে চলুন জেনে নেওয়া যাক (Online photo background removal website) ৫টি ফ্রি অনলাইন ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ ওয়েবসাইট সম্পর্কেঃ-

১। Remove bg  এর মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন

অনলাইনের মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য Remove.bg ওয়েবসাইটটি খুবই জনপ্রিয় একটি সাইট। ইন্টারনেটে সব থেকে বেশি ব্যবহৃত ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সাইট হিসেবে পরিচিত।

এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে কম্পিউটার বা মোবাইলের মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ বা সরিয়ে ফেলতে পারবেন। ফটোশপ যেমন একটি সফটওয়্যার সেক্ষেত্রে এটি কোন সফটওয়ার না এটি হলো একটি ওয়েবসাইট।

এই ওয়েবসাইটটি ব্যবহার করাও খুবই সহজ। আপনি যদি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে মোবাইল বা কম্পিউটার থেকে  Remove.bg ওয়েবসাইটটিতে যেতে হবে, এই ওয়েবসাইটটিতে যাওয়ার পরে আপনি যে ছবির ব্যাকগ্রাউন্ড সরাতে চান সেই ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ অপশন এর মাধ্যমে ছবিটি আপলোড করে খুব সহজেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন।

২। Slazzer এর মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন

ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ  করার জন্য আরেকটি ওয়েবসাইট হলো Slazzer.com  ওয়েবসাইট। এই ওয়েবসাইটটিও খুবই শক্তিশালি ভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে সক্ষম। এটার মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড সাদা বা অন্যান্য সলিড কালারও ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসতে পারবেন।

এই ওয়েবসাইট একুরিট ভাবে ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনার কাজের মান বাড়িয়ে তুলবে। আপনি এই Slazzer সাইটটির মোবাইল এপও পেয়ে যাবেন, ফটোশপ প্লাগিন, ওয়ার্ডপ্রেস প্লাগিনসহ উইন্ডোস লিনাক্স ও ম্যাক এর জন্যও অফলাইন সফটওয়ার পেতে পারেন।

৩। PhotoScissors এর মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন

সেরা জনপ্রিয় অটোমেটিক ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ ওয়েবসাইট হলো photoscissors.com ওয়েবসাইট। এই সাইটটির মাধ্যমেও মাত্র একটি ক্লিকে কমপ্লিট ভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন।

এখান থেকে আপনি একটি ক্লিকে ছবির ব্যাকগ্রাউন্ড সরিয়ে ট্রান্সপেরেন্ট ইমেজ এর মত্ ছবি পেতে পারেন। আবার খুব সহজে ব্যাকগ্রাউন্ড এর ফোরগ্রাউন্ড সরিয়ে সেখানে সলিড কালার যুক্ত করার মাধ্যমে ছবি এডিট করতেও পারেন। এছাড়াও এই সাইটটির মাধ্যমে আপনি ম্যানুয়ালিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সম্পূর্ণ নিয়ন্ত্রণ  করতে পারবেন।

এসব সাইট এর  ক্ষেত্রে আপনার বিশেষ কোনো গ্রাফিক্স বা ছবি এডিটিং স্কিলের কোন প্রয়োজন নেই, ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বা সমস্ত বিষয়টিই খুবই সহজে বা কিছু সেকেন্ডেই করে ফেলতে পারবেন। PhotoScissors এর মধ্যে  ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ ফিচারস ছাড়াও আরো বিভিন্ন ফিচারস পেয়ে যাবেন।

৪।Removal.ai এর মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন

Remove.bg এবং Removal.ai সাইটটি দুটি সম্পূর্ণ আলাদা সাইট, তবে এদের কাজের ধরন একই। এছাড়াও আপনি Remove.bg থেকেও বেশ কিছু অধিক ফিচারস বা বৈশিষ্ট্য  Removal.ai  এ সাইটে পেয়ে যাবেন।

এর আগে যেসব সাইট গুলোর কথা বলা হয়েছে এগুলোর মতোই এখানেও ক্লিক এন্ড ড্র্যাগ করে ছবি আপলোড করলেই অটোমেটিক এই সাইট খুবই সহজে সেই ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেবে  আপনাকে আবার আপনি নিজের পছন্দ মত আবার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন সেক্ষেত্রে সলিড কালার বা নিজের কোন পছন্দের ব্যাকগ্রাউন্ড ছবি দ্বারাও পরিবর্তন করতে পারবেন।

আর আপনি যদি চান একসাথে অনেক গুলি ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে যাকে আমরা সাধারণত Bulk Removal বলা হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি Removal.ai সাইট থেকে ফ্রি উইন্ডোজ সফটওয়ার টি ডাউনলোড করার মাধ্যমে Bulk photo background remove করতে পারেন খুব সহজে।

৫। Adobe Photoshop Express এর মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন

এই আর্টিকেলটির সবশেষে বলব সেরা অনলাইন ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার ওয়েবসাইট হল Adobe Photoshop Express এই সাইটটি ওয়েব বেসড ভার্শন যার সাহায্যে ছবি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন।

এই সাইটটি Adobe এর ফ্রি টুল হিসেবে পরিচালিত হয়ে আসছে, তবে আপনাদের অবশ্যই  জেনে রাখা ভাল বাকি সাইটগুলির মত এখানেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন ঠিক কিন্তু তত ভালো একুরিট ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না, এখানে আপনাকে ম্যানুয়ালি কিছু কাজ করার মাধ্যমেই ব্যাকগ্রাউন্ডটি পরিপূর্ণ ভাবে রিমুভ করতে পারবেন।

তবে আপনি যদি কিছু একটা সময় ব্যয় করে ম্যানুয়ালি কাজ করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেন তাহলে অন্যগুলো সাইট থেকেও ভাল আউটপুট পাবেন। এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সাথে সাথে আরো বেশ কিছু বিভিন্ন ফিচারস পেতে পারেন যা আপনার অন্যান্য সাইট থেকে অনেক বেশি ইউনিক কাজ করতে পারবেনে।

এই সাইটটিতে রিসাইজ ও ক্রপ ইমেজ করতে পারবেন, ইমেজ লাইট অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড Blur করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড আর্ট ইফেক্ট add ইত্যাদি করতে পারবেন।

শেষ কথাঃ

আশা করি আপনাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার এই ৫টি সাইট গুলি মাধ্যমে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন ও আপনার যাদের অনলাইনের মাধ্যমে খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাদের জন্য খুবই কাজে দিবে এই সাইটগুলো। যদি আর্টিকেলটি ভাল লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে রাখুন যেন পরবর্তীতে কাজে লাগে ও কারো জানার প্রয়োজন হলে যেন জানতে পারে আপনার একটি মাত্র শেয়ারে। ধন্যবাদ।

৫টি ওয়েবসাইট দিয়ে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখতে নিচের ভিডিওটি দেখুনঃ-

ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভ করুন মাত্র ১ ক্লিকে, ভিডিওটি দেখুন

আরো জানুন-

Quick Bangla

বাংলা তথ্যভিত্তিক ওয়েবসাইট হিসেবে পরিচালিত এই সাইটটি। তাই বাংলায় অনেক ধরনের তথ্যই এখানে পেয়ে যাবেন। আশা করি সঠিক তথ্য বিষয়বস্তু জানতে পারবেন।

Related Articles

One Comment

  1. আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ । আমি বিগত কয়েকদিন যাবত ছবির ব্যাগ্রাইন্ড পরিবর্তন নিয়ে সামান্য টেনশনে ছিলাম। উপৃত হলাম।
    আপনি কল করবেন সেই প্রত্যাশায় রইলাম।
    আবারও ধন্যবাদ ।
    আবদুল ওয়াহাব মাস্টার।
    ০১৬৭০-৪৩৪১৮১।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please Turn off ad blocker