ওয়েবসাইট নলেজটিউটোরিয়াল ভিডিওটেক নলেজ

সৌদি ভিসা চেক করার নতুন নিয়ম, Saudi arabia visa check online

আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে সৌদি ভিসা চেক করার নতুন নিয়ম সম্পর্কে জানব (saudi visa check online)।

এত দিন আমরা enjazit নামের একটি ওয়েবসাইটের মাধ্যমে সৌদি ভিসা চেক করা হতো। এখন নতুন একটি ওয়েবসাইটের মাধ্যমে সৌদি ভিসা চেক করতে হয় নতুন নিয়মের মাধ্যমে। তাই আজ আমরা কিভাবে নতুন নিয়মে সৌদি ভিসা চেক করতে হয় তা জানার চেষ্টা করব।

আমরা যখন ওয়ার্ক ভিসায় সৌদি আরব যেতে চাই বা কাজের জন্য যখন সৌদি যেতে চাই, তখন আমাদের কাছে সৌদি আরবের একটি ভিসা আসে, যে ডকুমেন্ট এর মাধ্যমে আমরা সৌদি আরব যাওয়ার পারমিশন হয়।

সেই ভিসাটি যখন হাতে পাওয়া হয় তখন সেই ভিসাটি সঠিক কিনা যাচাই করার জন্য আমরা অনলাইনের মাধ্যমে চেক করে থাকি। এই অনলাইনে সৌদি ভিসা চেক করার নিয়ম সম্পর্কেই জানব।

তবে আমাদের ভিসা হওয়ার আগে আমাদের প্রথমে মোফা তৈরি হয়, মানে ভিসার জন্য এপ্লাই করার পর যে তথ্যটি প্রথম প্রকাশিত হয় তাকে মোফা বলা হয়ে থাকে।

এই মোফা চেক করার জন্য আমরা (passport number diye saudi visa check) পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে পারি। পাসপোর্ট নাম্বার দিয়ে মোফা চেক করার পদ্ধতিও এই পোষ্টে মাধ্যমে জানতে পারবেন।

তবে চলুন জেনে নেই সৌদি আরবের ভিসা চেক করার পদ্ধতি গুলোঃ-

সৌদি ভিসা চেক করার নতুন নিয়মঃ

আমরা যদি কিভাবে নতুন নিয়মে সৌদি ভিসা চেক করা যায় জানতে চাই তাহলে প্রথমেই আমাদেরকে একটি ওয়েবসাইটে যেতে হবে।

১ম ধাপঃ visa.mofa.gov.sa এই সাইটটিতে যান, যাওয়ার পর দেখবেন পেইজটি আরবি ভাষায় আছে, এখন এই সাইটটি আমাদের বুঝার জন্য ইংলিশ করে নিতে হবে।

ইংলিশ করার জন্য বাম পাশে দেখুন একটি ই আইকনের মত করে আছে সেটিতে ক্লিক করুন পেইজটি ইংলিশ হয়ে যাবে।

এর পর একটু নিচে দেখুন Visitors, Citizens and Residents, Business and Entities এই তিনটি অপশন থেকে Citizens and Residents নামের অপশনটিতে ক্লিক করে অপর পেইজে যেতে হবে।

Saudi visa check onlie

২য় ধাপঃ অপর পেইজে যাওয়ার পর একটু নিচের দিকে দেখুন Visa Delegations নামের একটি অপশন আছে এটার এপ্লাই অপশনটিতে ক্লিক করুন, Visa platform পেইজে নিয়ে যাবে।

৩য় ধাপঃ অপর পেইজে যাওয়ার পর একটু নিচে দেখুন Agree নামের অপশন আছে সেখানে ক্লিক করুন আরেকটি পেইজে নিয়ে যাবে।

৪র্থ ধাপঃ অপর পেইজে যাওয়ার পর একটু নিচে দেখুন Visa Issued Number, Visa Issuing Authority, Sponsor ID, Image Code দিয়ে কিছু অপশন আছে।

এখান থেকে Visa Issued Number এর এখানে আপনার ভিসা নাম্বারটি দিন। Visa Issuing Authority এর এখানে আপনার শহরের নামটি দিন যেমন আমাদের বাংলাদেশের এখান থেকে ঢাকা সিলেক্ট করতে হবে।

Sponsor ID এর এখানে ভিসাতে থাকা স্পন্সর আইডি নাম্বারটি দিন। Image Code এর এখানের নাম্বারটি দেখে দেখে টাইপ করে দিন, তারপর সার্চ অপশন থেকে সার্চ দিন।

Saudi arabia visa check online

৫ম ধাপঃ এবার দেখুন আপনার ভিসাটি যদি সঠিক হয়ে থাকে তাহলে যে পেইজটি ওপেন হবে সেটিতে আপনার নাম থাকবে।

যদি নাম না থাকে তাহলে বুঝতে হবে আপনার ভিসা নাম্বারটি সঠিক নয়। অনেক সময় অনেক মানুষের একসাথে ভিসা হয় তাই আপনি সার্চ দেওয়ার পর অনেক গুলো মানুষের সাথে আপনার নামটি দেখতে পারবেন সেখান থেকে খুজে নিতে হবে।

সরাসরি ভিসা চেক করার পেইজটিতে যাওয়ার জন্য এই ঠিকানার লিংকে যান।

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক বা পাসপোর্ট নাম্বার দিয়ে মোফা চেক করুনঃ

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করার জন্য বা নতুন নিয়মে সৌদি ভিসা চেক করুন ২০২২ সালে যে ওয়েবপেইজটির মাধ্যমে সৌদি ভিসার মোফা চেক করা হয় তা এই লিংকের মাধ্যমে করতে পারেন।

এখানের লিংকে যাওয়ার পর যদি দেখেন পেইজটি আরবিতে আছে, উপরে বাম পাশে ই আইকনের মত করে একটি সিম্বল আছে সেটিতে ক্লিক করুন, পেইজটি ইংলিশ হয়ে যাবে।

এরপর দেখুন Find Applicant Data নামের একটি ক্যাটাগরি আছে সেখানে অনেক গুলো অপশন আছে সেগুলো পুরণ করতে হবে।

যেমন- Passport Number এর এখানে পাসপোর্ট নাম্বার দিতে হবে, Current Nationality এর এখানে আপনার দেশের নাম দিতে হবে মানে বাংলাদেশ দিতে হবে। Visa Type এর এখানে Work সিলেক্ট করে দিতে হবে। Visa Issuing Authority এর এখানে বাংলাদেশের হিসেবে ঢাকা সিলেক্ট করে দিতে হবে।

Image Code এর এখানের নাম্বার গুলো দেখে দেখে টাইপ করে দিতে হবে। সর্বশেষ নিচের দিকে সার্চ অপশন থেকে সার্চ করলেই আপনার তথ্য গুলো অপর পেইজে চলে আসবে।

মোফা চেক করার নিয়ম

যদি তথ্য না আসে তাহলে বুঝতে হবে আপনার মোফা তৈরি হয়নি।

নতুন নিয়মে সৌদি ভিসা চেক করা সম্পর্কে জানতে নিচের ভিডিওটি দেখুনঃ-

নতুন নিয়মে সৌদি ভিসা চেক করুন

Related Tags:

নতুন নিয়মে সৌদি ভিসা চেক করুন, সৌদি ভিসা চেক করার নিয়ম, সৌদি আরবের নতুন ভিসা চেক করার নিয়ম, সৌদি আরব ভিসা চেক অনলাইন, সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম, সৌদি আরবের ভিসা চেক করার নিয়ম, কিভাবে সৌদি আরবের ভিসা চেক করবেন, সৌদি ভিসা, সৌদি ভিসা চেক করুন নতুন নিয়মে ২০২২, How to check Saudi visa, saudi arabia visa check, saudi arabia visa check by passport number, saudi visa check online, saudi visa check online by passport number, visa check online, visa check online saudi arabia, saudi arabia, saudi arabia visa check online, saudi arabia visa check online bangladesh

আরো পড়ুন-

Quick Bangla

বাংলা তথ্যভিত্তিক ওয়েবসাইট হিসেবে পরিচালিত এই সাইটটি। তাই বাংলায় অনেক ধরনের তথ্যই এখানে পেয়ে যাবেন। আশা করি সঠিক তথ্য বিষয়বস্তু জানতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please Turn off ad blocker