ওয়েবসাইট নলেজকম্পিউটার নলেজটেক নলেজ

বাংলাদেশ অনলাইন শপিং ওয়েবসাইট লিস্ট, Online Shopping Sites Bangladesh

অনলাইনের মাধ্যমে কেনাকাটা করার সহজ মাধ্যম হল অনলাইন শপিং সাইট (Online shopping sites) সমূহ। আজকের এই জেনারেশনে সারা পৃথিবীতেই অনলাইনের মাধ্যমে কেনাকাটা করার ভূমিকা তৈরি হয়েছে। অনলাইনে শপিং করার মাধ্যমে সময় বাচানো যায় এবং বাজার দরের চেয়ে কম মূলে পন্য পাওয়া যায় তাই এখন সবার মাঝে পছন্দের এক জায়গা তৈরি হয়েছে অনলাইনে শপিং করা। আস্তে আস্তে সকল ব্যবসা ই-কমার্সের দিকে জোকে পড়ছে। তাছাড়া যেকোন পন্য যেমন-নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল ডাল তেল থেকে শুরু করে জামা-কাপড় আসবাবপত্র ইলেক্ট্রনিকসহ যাবতীয় সব কিছুই ই-কমার্সের মাধ্যমে অনলাইনে বিক্রি হচ্ছে।বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও এই অনলাইন শপিং এর যে বিশাল জায়গা তৈরি হয়েছে তাতে কোন সন্দেহ নেই।

এখন জেনে নেওয়া যাক বাংলাদেশের ৫টি সেরা জনপ্রিয় অনলাইন শপিং ওয়েবসাইট সম্পর্কে-

১। দারাজ

২০১৪ সালে প্রতিষ্ঠিত হয় দারাজ বাংলাদেশে। অনেকদিন সময় ধরে দারাজ বাংলাদেশ অনলাইন শপিং করার এক আস্থা তৈরি করেছে। দারাজ জনপ্রিয় হওয়ার কারন হলো তারা দ্রুত পণ্য ডেলিভারি দিয়ে থাকে। দারাজ এ অনেক ধরনের পণ্য পাওয়া যায়। তাছাড়া দারাজে অফার, ডিল ডিসকাউন্ট ও পণ্যের বৈচিত্রতা তো রয়েছেই। তবে আরেকটি প্লাস পয়েন্ট হলো তারা অরিজিনাল ব্র্যান্ডের পণ্য সরবরাহ করে থাকে যা মানুষের কাছে আস্থাভাজন হয়েছে।

২। ইভ্যালি

বাংলাদেশের কোম্পানী ইভ্যালি ২০১৯ সাথে প্রতিষ্ঠা হয়। তাদের আজকের এই অবস্থানের কারন হলো তারা অবিশ্বাস্য কম দামে অফার দিয়ে পন্য বিক্রি করে থাকে। যদিও তাদের অনেক দূরনামও রয়েছে তারা ঠিকমত পন্য ডেলিভারি করতে পারে না। অনেকেই তাদের কাছ থেকে পন্য অর্ডার করার পর আজকের দিনেও পন্যটি পাচ্ছে না বলেও নিউজ হচ্ছে। তবে একথাও সত্য যে তারা কম দামে পন্য দিয়েছে এবং অনলাইনে তাদের একটি অবস্থানও তৈরি করেছে।

৩। আজকের ডিল

আজকের ডিল(AjkerDeal) বাংলাদেশের ই-কমার্স শুরু হওয়ার প্রথম দিক দিয়েরই প্রতিষ্ঠান।  চাকুরি খোঁজার মত যে ওয়েবসাইট বিডিজবসের সহ প্রতিষ্ঠান হলো আজকের ডিল ডট কম ই-কমার্স ওয়েবসাইট। সকল ধরনের ক্যাটেগরির পণ্য অনলাইনে কেনাকাটা জনপ্রিয় অনলাইন শপ আজকের ডিল ডট কম ওয়েবসাইট।

৪। চাল ডাল

চালডাল ডট কম (Chaldal ) ওয়েবসাইটটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি অনলাইন শপ। ২০১৩ সালে প্রতিষ্ঠা হয় এই প্রতিষ্ঠানটি। চালডাল, ফ্রেশ ফুড, সবজী, মাংস, ডেইরি, গ্রোসারি, ব্যক্তিগত পণ্য ও গৃহস্থালির পণ্য সবই হোম ডেলিভারি করে থাকে এই অনলাইন শপটি। তবে এই প্রতিষ্ঠানটি এখনো ঢাকার বাইরে তাদের সেবা প্রদান শুরু করেনি।

৫। আলিশা মার্ট

আলিশা মার্ট (Alesha Mart) বাংলাদেশের অনলাইন শপিং হিসেবে জনপ্রিয় হয়ে উঠেছে তবে ২০২১ সালেই এই সাইটটি চালু হয়েছে। এই আলিশা মার্ট (Alesha Mart) থেকে প্রায় সকল ধরনের ক্যাটেগরির পণ্য অনলাইনে কেনাকাটা করা সম্ভব হয়ে থাকে।

আশা করি নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি যাদের অনলাইন শপিং করার প্রয়োজন হয় আর এই সাইট সমূহ গুলো সম্পর্কে অবগত ছিলেন না তারা এই পোষ্টের মাধ্যমে জানতে পারবেন। যদিও আরো অনেক এরকম সাইট আছে যেগুলোর মাধ্যমে অনলাইনে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রয় করা যায়।

যদি কারো ভাল কোন এরকম অনলাইন শপিং সাইট সম্পর্কে জানা আছে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।

Quick Bangla

এই ওয়েবসাইটে সবচাইতে প্রাধান্য দেওয়া হয় টেক বিষয় গুলোকে তবে পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় বাংলা ব্লগ বিষয়ও পেয়ে যাবেন।

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button