ডকুমেন্ট ফরমেট

আম-মোক্তারনামা দলিল তৈরি করার নিয়ম, পাওয়ার অফ অ্যাটর্নি নমুনা

এই পোষ্টে আম-মোক্তারনামা দলিল তৈরি করার নিয়ম বা পাওয়ার অফ অ্যাটর্নি নমুনা এবং আমমোক্তারনামা দলিলের নমুনা ফরমেট পেয়ে যাবেন।

আম-মোক্তারনামা দলিল কি

আম-মোক্তারনামা যেটাকে পাওয়ার অব অ্যাটর্নিও বলা হয়ে থাকে। আম-মোক্তার নামা হল কোন এক দরকারে প্রয়োজনে আইনি ভাবে কারোকে সম্পত্তি দেখাশুনা করার দায়িত্ব দেওয়া, ভোগদখল বা বেচা কেনা করার জন্য পাওয়ার দেওয়া অথবা নিজের পক্ষে অন্য কাউকে ক্ষমতা প্রদান করাকে আম-মোক্তারনামা বা পাওয়ার অব অ্যাটর্নি বলা হয়।

আমমোক্তার নামা কেন দরকার হয়

কেউ যদি বিদেশ থাকে সেক্ষেত্রে তার সম্পত্তি দেখা শুনা করার জন্য বা প্রয়োজনে বেচা কেনা করার জন্য দরকার হতে পারে। আবার কেউ যদি অসুস্থ থাকে বা অন্যান্য কাজে ব্যস্ত থাকে সেক্ষেত্রে অন্য কাউকে ক্ষমতা প্রদান করে থাকে সে যেন তার হয়ে যেকোন পরিস্থিতিতে মোকাবেলা করতে পারে বা লেনদেন করতে পারে।

পাওয়ার অব অ্যাটর্নি আইন

আম-মোক্তার নামা আইনি ভাবে কিভাবে করতে হয়? আপনি যদি বিদেশে থাকেন তাহলে ঐ দেশের এম্বেসির মাধ্যমে আপনার পাওয়ার অব অ্যাটর্নির ডকুমেন্ট পাঠাতে হবে, এই এম্বেসী হইতেই সহি স্বাক্ষর ও এদেশের আইনি ভাবে পাওয়ার অব অ্যাটর্নি তৈরি করে নিতে হয়। আবার আপনি যদি দেশেই থাকেন আর যেকোন কারনে অন্য কাউকে আপনার পক্ষে ক্ষমতা প্রদান করতে চান তাহলে নোটারী পাবলিকের মাধ্যমে আম-মোক্তার নামা তৈরি করতে পারেন।

তবে আজকে আমরা এই পোষ্টের মাধ্যমে কিভাবে আম-মোক্তারনামা দলিল তৈরি করতে হয় সেটাও জানানোর চেষ্টা করব। নিম্নে পাওয়ার অব এটর্নি দলিল লেখার নিয়ম বা আম-মোক্তারনামার একটি ফরমেট দেওয়া হলো, এই ফরমেট অনুযায়ী আপনার তথ্য দিয়ে তৈরি করে নিতে পারেন, তৈরি করার পর নোটারী পাবলিকের মাধ্যমে এডভোকেট দিয়ে নোটারী করে নিলেই আপনার পাওয়ার অব অ্যাটর্নি দলিলটি হয়ে যাবে।

আমমোক্তারনামা দলিলের নমুনা

নিচে আমমোক্তারনামা দলিল তৈরি করার নিয়ম ফরমেট দেওয়া হলোঃ-

আম-মোক্তারনামা দলিল

নাম:………….., পিতা:…………………ঠিকানা:………………. জাতীয়তা- বাংলাদেশী, ধর্ম- ইসলাম, পেশা- ব্যবসা।

—-প্রথম পক্ষ/ আমমোক্তার দাতা।

নাম:………….., পিতা:…………………ঠিকানা:………………. জাতীয়তা- বাংলাদেশী, ধর্ম- ইসলাম, পেশা- ব্যবসা।

—-দ্বিতীয় পক্ষ/আমমোক্তার গ্রহীতা।

পরম করুনাময় মহান আল্লাহ তায়ালার নাম স্মরন করিয়া রাজারবাগস্থিত পৈত্রিকওয়ারিশসূত্রে প্রাপ্ত সম্পত্তি দেখাশুনা, রক্ষনা-বেক্ষনের ও মামলা মোকদ্দমা পরিচালনা করার জন্য আমি প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষকে ক্ষমতা প্রদান করিলাম। অত্র দলিলের মাধ্যমে ২য় পক্ষ অত্র সম্পত্তির জন্য যেখানে যা করার, যেখানে যাওয়া দরকার সে সকল কর্ম সম্পাদন করিবেন। বর্তমানে আমি দলিল দাতা শারিরিক অসুস্থতার জন্য উক্ত সম্পত্তি দেখাশুনা ও শাসন সংরক্ষন, তদারক আমার পক্ষে সম্ভব নয়। নিম্ন তফসিল ভূক্ত সম্পত্তি দেখাশুনা, শাসন, সংরক্ষন করা ও মামলা মোকদ্দমা ইত্যাদি পরিচালনা করার জন্য একজন বিশ্বস্ত দক্ষ আমমোক্তার নিয়োগ করা একান্ত আবশ্যক হওয়ায় অত্র দলিল গ্রহীতাকে নিম্ন তফসিল বর্ণিত সম্পত্তির আমমোক্তার নিযুুক্ত করিয়া নিম্ন বর্ণিত দায়িত্ব অর্পন করিলাম।

চলমান পাতা-২

(পাতা-২)

১. যেহেতু আপনি আমমোক্তার গ্রহীতা সম্পত্তির শাসন, সংরক্ষনসহ যাবতীয় কার্যকলাপ আমার নাম ব-কলামে আপনার নাম সহি স্বাক্ষর করিতে পারিবেন এবং আমার নাম ব-কলামে সহি স্বাক্ষর দিয়া যে কোন মামলা মোকদ্দমা বাদী হিসেবে নালিশ দাখিল করিতে পারিবেন। এবং বিবাদী হিসেবে জবাব প্রদান, কাগজপত্র দাখিল করিতে, উত্তোলন, সোলেনামা, যাবতীয় করিতে পারিবেন, ডিক্রি জারী ও দখল গ্রহণ করিতে পারিবেন।
২. যেহেতু আমার উপরোক্ত আম মোক্তার কোট, কাচারি যে কোন সরকারী অফিস, সিভিল ক্রিমিনাল, রেভিনিউ সেটেলম্যান্ট, জর্জ কোট, হাই কোট, সুপ্রিম কোট, থানা নির্বাহী অফিসারের কার্যালয়, সিটি কর্পোরেশন অফিস, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে কোন ঋণদান সংস্থার কার্যালয়, যে কোন প্রকার ব্যাংক ও সরকারী প্রতিষ্ঠান সমূহ, আধা সরকারী ও বেসরকারী অফিস আদালত সমূহে নিম্ন তফসিল বর্ণিত জোত জমির বিষয় আমার হইয়া নিযুক্তীয় আমমোক্তার সাহেব প্রয়োজনীয় কার্যকলাপ পরিচালনা করিতে পারিবেন।
৩. যেহেতু উপরে উল্লেখিত শর্তাদী আমার জবানীতে লিখিত হওয়ায় যাবতীয় কার্যাদী আমার কার্য বলিয়া বিবেচিত ও গন্য হইবে।

চলমান পাতা-৩

(পাতা-৩)

৪. নিযুক্তীয় আমমোক্তার সাহেব তফসিল বর্ণিত সম্পত্তি দাগ খতিয়ান সংশোধনী দলিল দ্বারা বা আদালতের মাধ্যমে রেকর্ড সংশোধন করাইতে পারিবেন। যাহা আমার করনীয় বলিয়া বিবেচিত ও গন্য হইবে।
৫. যেহেতু নিম্ন তফসিলভূক্ত সম্পত্তির ব্যপারে আমি দলিল দাতা যাহা যাহা করিতাম, যা আইনত বৈধ তাহা অত্র আমমোক্তার দলিল গ্রহীতা করিতে পারিবেন।

এতদ্বার্থে স্বেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ শরীরে সরল মনে অন্যের বিনা প্ররোচনায় অত্র দলিল পাঠ করিয়া শুনিয়া উহার সারমর্ম ভাল ভাবে অবগত হইয়া উপস্থিত স্বাক্ষীগনের মোকাবেলায় অত্র আম-মোক্তার নামা দলিল সহি সম্পাদন করিয়া দিলাম । ইতি, তারিখঃ

আম-মোক্তারকৃত সম্পত্তির তফসিল পরিচয়

জিলা ঢাকা সদর জয়েন্ট সাব রেজিষ্ট্রিারী অফিস সূত্রাপুর। থানা সাবেক তেজগাঁও তৎপর মতিঝিল বর্তমানে সবুজবাগ অধীন। ঢাকা কালেকক্টরীর ১২২৫নং তৌজিভূক্ত সাবেক ২৮৬নং হালে ১০নং মৌজা রাজারবাগ স্থিত। সি.এস- ১২৫নং, এস.এ ৪৯১ নং, আর.এস ২২২৯নং খতিয়ানের লিখিত সি.এস. ২০০নং এস.এ ১৪২৪ এবং আর.এস ৭৫২৪নং দাগের মোট জমির পরিমাণ ০.২৯ শতাংশ ইহার কাতে আমি দলিল দাতার পৈত্রিকসূত্রে প্রাপ্ত ১৪২৮ অযুতাংশ দলিল দ্বারা আমমোক্তারকৃত সম্পত্তি বটে।

চলমান পাতা-৪

(পাতা-৪)

আম-মোক্তারকৃত সম্পত্তির চৌহদ্দী

উত্তরেঃ আর. এস. ৭৫২৫ ও ৭৫২৫নং দাগ
দক্ষিণেঃ আর. এস. ৭৫২২নং দাগ
পূর্বেঃ আর. এস. ৭৫২৩ ও ৭৭২৮নং দাগ
পশ্চিমেঃ আর. এস. ৭৭২৫নং দাগ

অত্র আমমোক্তার দলিল ৪ (চার) পাতায় কম্পোজকৃত এবং ৩ (তিন) জন স্বাক্ষী বটে।

স্বাক্ষীগণের স্বাক্ষরঃ
১।

২।

৩।


আমমোক্তার দাতার স্বাক্ষর

আমমোক্তারনামা দলিল বাতিলের নিয়ম

আর যদি কেউ জানতে চায় পাওয়ার অব এটর্নি বাতিল করার নিয়ম বা আম-মোক্তারনামা দলিলটি কিভাবে বাতিল করব? তাহলে বলব আপনি যদি নির্দিষ্ট একটি সময়ের জন্য পাওয়ার দিতে চান তাহলে এই দলিলের মধ্যে এত তারিখ থেকে এত দিয়ে দিতে পারেন, তাহলেই ওই তারিখ শেষ হলেই আম-মোক্তারনামা দলিলটিও অকার্যকর হয়ে যাকে। আবার আপনি যেভাবে পাওয়ার অব এটর্নিটি তৈরি করলেন ঠিক সেই ভাবেই আরেকটি তৈরি করতে হবে আম-মোক্তারনামাটি বাতিল বলে লিখে। তাহলেই আমমোক্তারনামাটি বাতিল হয়ে যাবে। আপনি যদি বিদেশ থাকেন তাহলে ঐ এম্বেসির মাধ্যমেই ডকুমেন্ট পাঠিয়ে বাতিল করতে পারবেন আবার আপনি যদি দেশে থেকে নোটারী পাবলিকের মাধ্যমে করেন তাহলে ঐ নোটারী পাবলিকের মাধ্যমেই বাতিল করতে পারবেন।

আমমোক্তারনামা দলিলের খরচ

আমমোক্তারনামা দলিলের খরচ কি রকম হয়ে থাকে? আপনি যদি বিদেশ থেকে এম্বেসির মাধ্যমে এদেশে ডকুমেন্ট পাঠান সেটা খরচ বহন করবে আপনার পারিপার্সিক দিক হিসেবে আর যদি দেশের মধ্যে নোটারী পাবলিকের মাধ্যমে পাওয়ার অব অ্যাটর্নি করেন তাহলে সেটা নির্ভর করবে আপনি কিভাবে কাজটি করবেন, আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ডে একটি আম-মোক্তারনামা তৈরি করে ষ্ট্যাম্প পেপারে প্রিন্ট করে শুধু নোটারী পাবলিকের মাধ্যমে এডভোকেট দিয়ে নোটারী করেন তাহলে খরচ কম পরবে হয় ২০০/- বা ৪০০/- টাকা নিতে পারে আর যদি নোটারী পাবলিকের তারাই সব দেয় যেমন ষ্ট্যাম্প পেপার বা লেখাগুলোও লিখে দেয় তাহলে একটু বেশি নিতে পারে, এক্ষেত্রে ১০০ টাকার যতগুলো ষ্ট্যাম্প পেপার লাগবে তত টাকা নিবে আবার লেখার জন্য আলাদা চার্জ করবে এভাবে করে আপনার কাছে চেয়ে বসতে পারে হাজার বারশত টাকা। সবচাইতে ভাল হয় আপনি যদি এই পোষ্টের ফরমেটটি দেখে নিজে নিজেই তৈরি করতে পারেন আর নোটারী পাবলিকের মাধ্যমে নোটারী করতে পারেন।

দলিল প্রিন্ট করার নিয়ম

মাইক্রোসফট ওয়ার্ডে লেখার পর এটিকে পেইজ সেটাপ করে নিতে হবে। পেইজ সেটাপ করার জন্য  প্রথমে এমএস ওয়ার্ডের ফাইল মেনু থেকে পেইজ সেটাপে যেতে হবে বা পেইজ page layout থেকে margins থেকে customs অপশনে যেতে হবে, তাছাড়া ওয়ার্ড ফাইলের বাম পাশে ডাবল ক্লিক করলে পেইজ সেটাপ এসে পড়বে। তারপর পেপার অপশন থেকে লিগ্যাল সাইজ করে দিতে হবে। তারপর margins অপশন থেকে টপে 4.5 ইঞ্চি রাখতে পারেন, লেফট ও রাইটে 1ইঞ্চি রাখতে পারেন। তারপর নিচে বোটমে 1.5 ইঞ্চি রাখতে হবে। তারপর পেইজ সেটাপটি ওকে করে দিতে হবে।

এবার আপনি প্রিন্টারে প্রিন্ট করতে পারেন। যেকোন চুক্তিপত্র বাংলাদেশ আইন অনুসারে বা আইনি গ্রহণযোগ্যতার জন্য ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প যা ১০০ টাকার ৩টি ষ্ট্যাম্প পেপারে প্রিন্ট করতে হয়। আপনি তিন পেইজে ভাগ করে প্রিন্ট করে নিতে পারেন। বেশি পেইজের জন্য কার্টিজ পেপার ব্যবহার করা যায় বা আরেকটি ষ্ট্যাম্প পেপারও ব্যবহার করা যায়।

শেষ কথাঃ

আশা করি যারা আম-মোক্তারনামা তৈরি করতে চান তারা উপরের দেখানো মতে দলিলটি দেখানো মতে তৈরি করতে পারবেন। আজ এ পর্যন্তই কোন কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন।ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।

আরো জানুন-

Quick Bangla

বাংলা তথ্যভিত্তিক ওয়েবসাইট হিসেবে পরিচালিত এই সাইটটি। তাই বাংলায় অনেক ধরনের তথ্যই এখানে পেয়ে যাবেন। আশা করি সঠিক তথ্য বিষয়বস্তু জানতে পারবেন।

Related Articles

6 Comments

  1. bhaiya khub e upokari ekta post diysen,

    kindly amake ektu janaben je am moktar nama dolil korte koto tk stamp lagte pare ? onk upokar hoito

    1. ৩০০ টাকার ষ্ট্যাম্প লাগবে। বাংলাদেশের বর্তমান আইন অনুযায়ী যেকোন চুক্তিপত্র দলিল করতে ৩০০ টাকার ষ্ট্যাম্প পেপার দরকার হয়। ধন্যবাদ কমেন্ট করার জন্য।

  2. Amar akta power of attorny bidesh theke akjon kore dibe.sei dolil kemon hobe,tar akta fomat dorkar.dite parben? English format.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please Turn off ad blocker