টিউটোরিয়াল ভিডিওডকুমেন্ট ফরমেট

অভিজ্ঞতার সনদপত্র লেখার নিয়ম, Experience Certificate Format

অভিজ্ঞতার সনদপত্র লেখার নিয়ম সম্পর্কে জানুন এবং নিজেই তৈরি করুন। অভিজ্ঞতা সার্টিফিকেট যেকোন জায়গায় চাকরি করতে দরকার হয়ে থাকে। (Experience Certificate Format)

অভিজ্ঞতা সার্টিফিকেট কিভাবে করবেন, আমরা যখন কোন জায়গা চাকরি করে থাকি বা কাজ করে থাকি, সেখান থেকে যখন চাকরি ছেড়ে দেই বা চাকুরিতে থাকা অবস্থায়ও ওই কোম্পানী বা প্রতিষ্ঠান থেকে একটি অভিজ্ঞতা সার্টিফিকেট (experience certificate) নেওয়ার প্রয়োজন পরে থাকে।

কারন আপনি যদি নতুন কোন জায়গায় চাকুরির আবেদন করেন তাহলে আপনাকে পূর্বের চাকুরির একটি অভিজ্ঞতা সনদ নতুন চাকুরি ক্ষেত্রে দেওয়ার প্রয়োজন হতে পারে। আপনি যদি বিদেশে চাকরি বা কাজের জন্য যান মানে ওয়ার্ক ভিসায় তাহলে আপনি যে কাজের ভিসায় বিদেশ যাচ্ছেন সে কাজের উপর একটি অভিজ্ঞতা সার্টিফিকেট দেওয়ার প্রয়োজন হতে পারে।

কথা হলো আপনি যেকোন জায়গায় চাকরি করেন আবার বিদেশে কাজের জন্যই যান অভিজ্ঞতার সনদপত্র দরকার হতে পারে, অনেক সময় অনেক জায়গায় অভিজ্ঞতা সার্টিফিকেট চায় না বা দেওয়ার দরকার পরে না। তবে ভাল কোম্পানীতে চাকুরির জন্য পূর্বের অভিজ্ঞতার সনদ চেয়ে থাকবে বা দিতে হবেই।

এখন কথা হল কিভাবে লিখবেন অভিজ্ঞতা সার্টিফিকেট যদি আপনি নিজে বানাতে চান বা শিখতে চান কিভাবে অভিজ্ঞতা সার্টিফিকেট তৈরি করতে হয়। অরিজিনালি যেটা হয় সেটা হলো যে কোম্পানীতে চাকুরির করবেন সে কোম্পানীর প্যাডের মধ্যে আপনার নাম ঠিকানাসহ আপনি কত দিন যাবত চাকুরি করেছেন এবং কিভাবে চলা ফেরা করেছেন তার একটি সনদ মাত্র। সবশেষে সার্টিফিকেট এর নিচে কোম্পানীর সিনিয়র কর্মকর্তার স্বাক্ষর ও সিল দিতে হয়।

নিম্নে কিছু অভিজ্ঞতা সার্টিফিকেট এর নমুনা ফরমেট দেওয়া হলো যেগুলো ইংলিশে লেখা হয়েছে। অভিজ্ঞতার সনদপত্র বেশিরভাগই ইংরেজিতে হয়ে থাকে।

বেশির ভাগ ইংরেজিতে ভিজিটর সার্চ দেয় experience certificate format word, experience certificate format , store keeper experience certificate format , bank experience certificate format, hotel waiter experience certificate format, garments experience certificate format, experience certificate format bangladesh, job experience certificate format, download experience certificate format in ms word বাংলায়ও সার্চ দেয় “অভিজ্ঞতার সনদপত্র লেখার নিয়ম”।

কিন্তু আজকের এই পোষ্টের মাধ্যমে কিছু ফরমেট দেখানো হবে একেক পদবীর ফরমেট নমুনা অনুসারে। আর যেগুলো পদবীর ফরমেট দেওয়া হলো না সেক্ষেত্রে অভিজ্ঞতা সার্টিফিকেট এর নমুনাটি রেখে নাম ঠিকানা কোম্পানী ও পদবী পরিবর্তন করে তৈরি করে নিতে পারেন।

কিছু পদবী উল্লেখ করছি যেগুলো বেশিরভাগই বিদেশে ওয়ার্ক ভিসায় যেতে দরকার হয় যেমন- “Pipe Fitter” “Marketing Executive” “ Air-condition Technician   ” “Gas Cutting, Welding, Power Tools Cutting, Grinding, Drilling Machines, Oil & Gas Cutting, Electrician Lath & A/C” “Safety Officer” “Auto Painter” “Electrician” “Duct Man”  “Camp In charge” “Steel & Pipe Fabricator ” “Shuttering Carpenter” “A/C Pipe Fitter”  “Mason”  “Office Admin” “Security Guard” “Construction Helper” “Iron Worker” এই ইনভাইটেড কমার (“”) এর ভিতরে যেসব পদবী গুলো আছে সেগুলোর মধ্যে যদি আপনার পদবী থেকে থাকে তাহলে এগুলো নিয়ে নিচের ফরমেট এর মধ্যে যেখানে পদবীটি আছে সেটাকে পরিবর্তন করে দিবেন।

নিচের ইংলিশ অভিজ্ঞতার সনদপত্র বাংলা অনুবাদ করলে যে অর্থ গুলো হয় তা তুলে ধরছি-

অভিজ্ঞতা সার্টিফিকেট

যাহার জন্য প্রযোজ্য

প্রত্যয়ন করা যাইতেছে যে মোঃ মেহেদী ইসলাম, পিতা-মোঃ মোবারক উদ্দিন, মাতা- মনোয়ারা বেগম, গ্রাম-ধর্মদেশ, সদর, রংপুর, বাংলাদেশ, তিনি এই কোম্পানিতে ০২ ফেব্রুয়ারি ২০১৫ থেকে ০৫ই মার্চ ২০১৭ইং তারিখ পর্যন্ত “মার্কেটিং এক্সিকিউটিভ” হিসাবে কাজ করছেন। তিনি সক্রিয়, আন্তরিক এবং কঠোর পরিশ্রমী।

তিনি কোম্পানির শৃঙ্খলাবিরোধী কোনো কর্মকাণ্ডে অংশ নেননি। তিনি একটি ভাল নৈতিক চরিত্রের অধিকারী। তিনি একজন ভাল শারীরিক তরুণ, সৎ এবং আন্তরিক, একজন ভাল চরিত্র বহন।

আমি তার জীবনের প্রতিটি সাফল্য কামনা করি।

মোঃ আবুল হাসনাত
পরিচালন অধিকর্তা

Experience Certificat

TO WHOM IT MAY CONCERN

This is to certify that Md. Mehedi Islam Son of Md. Mubarak Uddin & Monoara Begum, Vill-Dormdash, Sadar, Rongpur, Bangladesh, He is worked in this company as a “Marketing Executive” from 02nd February 2015 to 05th March 2017. He is an active, sincere, and hard worker.

He did not part in any activities against the discipline of the Company. He bears a good moral character. He is young of good physique, honest and sincere, and bears a good moral character.

I wish him every success in life.

Md. Abul Hasnat

Managing Director

অভিজ্ঞতা সার্টিফিকেট নমুনা

অভিজ্ঞতার সনদপত্র ইংলিশ ফরমেট

To Whom It May Concern

This is to Certify that Md. Abdul Hoque, Son of Md. Rashedul Hoque, Golachipa College Road, Galachipa, Narayanganj Sadar, Narayanganj. Bangladesh has been working in M/S Nahar Traders as ‘Manager’ from 01/10/2010 to now.

I have observed that Md. Abdul Hoque is a hard-working and flexible staff.

We wish her all the best.

Md Fakhrul

Proprietor

M/S Nahar Traders

Exprience Certificat

TO WHOM IT MAY CONCERN

This is to certify that Tahmina Akter Tania Son of Mohammad Tangir Ali, Bangladesh. He worked in this company as a “Beautician” from 2008 To 2015.  He is an active, sincere, and hard worker.

We have no objection to him. So far our knowledge he does not offend any crime achieving. He comes from a Muslim religious family.

I wish him every success in life.

Sultan Parveen

Director

অভিজ্ঞতার সনদপত্র ইংলিশ ফরমেটঃ-

Experience Certificat

This is to certify that Sujon Rana, S/o Rashid Miah was our employee as a Diesel Mechanics from 1st January 2011 to till now.

During his service with us, he has delivered his responsibilities with good and higher satisfaction to his superiors and he has good interpersonal communication skills.

The office has befitted by virtue of his friendly and modest approach towards all his superiors and staff. He is always available to carry out additional responsibilities whenever entrusted to him.

We recommend his good conduct and behavior, his moral seriousness, and good dealing with the organization; his collaboration with us to make our activities successful.

We wish him a bright future ahead and anticipate every success for him.

Yours Sincerely

Haji Ali Ahmed

Proprietor

United Servicing Workshop   

ভিডিও দেখুন- অভিজ্ঞতার সনদপত্র, Experience Certificate Tutorial Bangla

অভিজ্ঞতার সনদপত্র

??অভিজ্ঞতা সনদ ডাউনলোড করুন

আরো পড়ুন-

  

Quick Bangla

বাংলা তথ্যভিত্তিক ওয়েবসাইট হিসেবে পরিচালিত এই সাইটটি। তাই বাংলায় অনেক ধরনের তথ্যই এখানে পেয়ে যাবেন। আশা করি সঠিক তথ্য বিষয়বস্তু জানতে পারবেন।

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please Turn off ad blocker