৫টি ফ্রি ডাউনলোড ম্যানেজার সফটওয়ার (Free download manager)
এই পোষ্টে ৫টি ফ্রি ডাউনলোড ম্যানেজার সফটওয়ার সম্পর্কে তথ্য দেওয়া হবে (Free download manager)। যেগুলো ফ্রিতে ব্যবহার করতে পারবেন।
আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি আমাদের অনেক সময় বিভিন্ন কাজের জন্য বা দরকারে ফাইল ডাউনলোড করতে হয়। এই ডাউনলোড করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকি। অনেক ক্ষেত্রেই ডিফল্ট ব্রাউজারে ডাউনলোড ম্যানেজার ব্যবহার করে থাকি।
আমরা অনলাইনে যেসব ডাউনলোড ম্যানেজার গুলি পায় তাদের ভিতরে বেশিরভাগই পেইড সফটওয়ার হয়ে থাকে। যা আমাদের কিনে নিতে হয়। কিন্তু আজকে আমরা যে ৫টি ডাউনলোড ম্যানেজার এর কথা বলল সেগুলো ফ্রি ডাউনলোড ম্যানেজার যেগুলো ব্যবহার করতে কোন টাকা লাগবে না। তবে একটি পেইড সফটওয়্যারে যেসব ফিচারস থাকে এই ফ্রি ডাউনলোড ম্যানেজারে তাই পেয়ে যাবেন। লেখাটি সম্পূর্ন পড়লে আমরা যে ডাউনলোড ম্যানেজার IDM এর কথা জেনে থাকি সে রকমই ফ্রি ডাউনলোড ম্যানেজার সম্পর্কে জানতে পারবেন।
৫টি ফ্রি ডাউনলোড ম্যানেজার সফটওয়ার
নিম্নে ৫টি ফ্রি ডাউনলোড ম্যানেজার সফটওয়ার সম্পর্কে পয়েন্ট বাই পয়েন্ট বিস্তারিত আলোচনা করা হলো। কিভাবে পাওয়া যাবে এবং কিভাবে ডাউনলোড করে ইন্সটল করা যাবে তাও বলা হলোঃ-
১।Free Download Manager (FDM)
এই ডাউনলোড ম্যানেজার এর নামটি পড়লেই বুঝা যায় এটি একটি ফ্রি সফটওয়্যার। যার নামই Free Download Manager (FDM)। একটি পেইড সফটওয়ারের মধ্যে যা পাবেন তা এই সফটওয়ারটির মধ্যেই পেয়ে যাবেন। এই সফটওয়্যারটি খুব সহজেই যেকোন ব্রাউজারের মধ্যে ইন্টগ্রেট হয়ে যায়। মানে যেকোন ফাইল ডাউনলোড করার সময় যে ব্রাউজারই ব্যবহার করুন তা এই Free download manager সফটওয়্যার এর মাধ্যমে ডাউনলোড করতে পারা যায়। এই সফটওয়্যারটির মাধ্যমে ডাউনলোড এর সময় চাইলে ডাউনলোড থামিয়ে রাখতে পারবেন মানে pause করে রাখতে পারবেন আবার যখন চাইবেন তখন ডাউনলোড চালু করতে পারবেন মানে resume করতে পারবেন। টুরেন্ট ফাইল ডাউনলোড বা জিপ ফাইল ইত্যাদি ডাউনলোড করার আগে তা প্রিভিউ করে দেখার মতো সমস্ত বৈশিষ্ট্যগুলি এই সফটওয়্যারে পেয়ে যাবেন।
২। JDownloader
ফ্রি ডাউনলোড ম্যানেজার জে ডাউনলোডার
আমরা ইন্টারনেটের মাধ্যমে কম্পিউটারে যে সব ফ্রি ডাউনলোড ম্যানেজারস গুলি ব্যবহার করি তার মধ্যে জনপ্রিয় সেরা ডাউনলোডার হল jdownloader। এই সফটওয়্যারটি একটি সম্পূর্ন ফ্রি ডাউনলোডার কোন ধরনের এডও দেখতে পাওয়া যায় না এটির মাধ্যমে।
jdownloader free download manager এটার ফিচারস নিয়ে বলতে গেলে তবে ডাউনলোড প্লে, স্টপ ও রিজিউম, মাল্টিপোল ফাইল ডাউনলোডসসহ শিডিউল ডাউনলোডও পেয়ে যাবেন। তাছাড়াও ইউটিউব ও তারমত সাইটগুলো থেকে সরাসরি বিভিন্ন ফাইল ফরমেটে ডাউনলোড করা যাবে।
৩।Download Accelerator Plus (DAP)
অ্যাক্সিলারেটর প্লাস (ডিএপি) ফ্রি ডাউনলোডার
ইন্টারনেট এর ডাউনলোড ম্যানেজার হিসেবে ডাউনলোড অ্যাক্সিলারেটর প্লাস (Download Accelerator Plus) কে DAP নামেও পরিচিত, এই সফটওয়ারটি ডাউনলোড এর ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে এবং ফ্রি ডাউনলোড ম্যানেজার টুল। এটি একটি সেরা সফটওয়্যার হিসেবেও বিবেচিত হয়ে থাকে।
এই সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য এই লিংকে থেকে ডাউনলোড করুন- http://www.speedbit.com, এই বৈশিষ্ট্য হলো- এটি মাল্টি-থ্রেড এক্সিলারেশন ইঞ্জিন, ফ্রি ভিডিও ডাউনলোডার, যেকোনো ব্রাউজার থেকে ভিডিও ডাউনলোড করুন।
৪। EagleGet
আইডিএম এর মতই ডাউনলোড ম্যানেজার
ঈগলগেট হল মডার্ন ডাউনলোডার যা অল ইন ওয়ান ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার হিসেবে কাজ করে এবং যেকোনো ধরণের ফাইল ডাউনলোড এর জন্য কাজ করে। ঈগলগেট এর এক্সটেনশনটি ব্রাউজারে যেমন ক্রম, ফায়ারফক্স এবং ওপেরা মেনু ইত্যাদিতে খুব সহজেই কাজ করে থাকে। তাই যেকোনো ফাইলের ডাউনলোড লিংকে ক্লিক করলেই দ্রুততার সাথে EagleGet ক্যাচ করতে সক্ষম হয়ে তা আপনার সামনে ডাউনলোড মেনু তুলে ধরবে। ঈগলগেট অন্যান্য ডাউনলোড ম্যানেজারের মতোই ডাউনলোড স্পিড এক্সেলারেট করে থাকে। যার ফলে অন্যসব সাধারণ ডাউনলোড স্পিডের থেকেও কয়েকগুন্ বেশি স্পিডে ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড করা যায়। আর ফিচার হিসেবে উপরের বাকি ডাউনলোড ম্যানেজারদের মতই কাজ করে। তবে এর সবচেয়ে সেরা বিষয় হলো এই সফটওয়্যারের মাধ্যমে ম্যালওয়্যার চেকারটি যা আপনাকে যেকোন ফাইল ডাউনলোড করার সময় ভাইরাস ফাইল গুলো ডাউনলোড করা থেকে বিরত থাকতে সাবধান করে দিবে।
৫। FlashGet
ফ্ল্যাশগেট ফ্রি ডাউনলোড ম্যানেজার সফটওয়্যার
আজকের এই পোষ্টের সর্বশেষ যে সফটওয়্যারটির কথা বলব তা হলো FlashGet Free Download Managers এটি একটি ১০০% ফ্রি এবং ফাস্ট ডাউনলোড সফটওয়্যার। আমরা এটির মাধ্যমে টরেন্ট এবং সাধারণ ফাইল ডাউনলোড করার পাশাপাশ pause ও resume বা schedule এবং মাল্টিপল ফাইল ডাউনলোডসহ করা যায়। অনেক অনেক জনপ্রিয় এবং সেরা ডাউনলোড ম্যানেজার হিসেবে পরিচিত। তবে তার দুর্বল দিক হলো HTTPS ডাউনলোড সাপোর্ট করে না ও ক্রম ব্রাউজারের মাধ্যমে ডাউনলোড ট্র্যাক করতে পারে না।
শেষ কথা হলোঃ কম্পিউটারের জন্য সর্ব সেরা শ্রেষ্ঠ ডাউনলোড ম্যানেজার হল আইডিএম কিন্তু আমরা এটাও জানি IDM সফটওয়্যার ফ্রি না। এটাকে কিনে নিতে হয়। তবে আজকের ফ্রি সফটওয়্যার গুলো আইডিএম বিকল্প হিসেবে আমরা কাজ করতে পারি, এই সফটওয়্যার গুলো সেরাদের সেরা হিসেবে চলে আসছে।
আরো জানুন-