ইউটিউব নলেজওয়েবসাইট নলেজটিউটোরিয়াল ভিডিওটেক নলেজ

১০টি কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড ওয়েবসাইট, Free Video Website

আজকে ১০টি কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড ওয়েবসাইট সম্পর্কে জানাব। যে সাইট গুলোর মাধ্যমে যেকোন ভিডিও ডাউনলোড করা যাবে (Free Video Website)।

আমরা ইউটিউব চ্যানেল এর জন্য বা অনেক প্রয়োজনে বিভিন্ন ধরনের ভিডিও দরকার হয়ে থাকে। সেক্ষেত্রে যদি আমরা অন্যের ভিডিও কপি করি বা অন্যের ব্যবহার করা ভিডিও ডাউনলোড করে ইউটিউবে বা অন্যান্য প্লাটফরম গুলোতে নিজের বলে চালিয়ে দেই তাহলে কপিরাইট আইন অনুযায়ী আমাদের চ্যানেল বা অন্যান্য প্লাটফরম গুলোতে সমস্যা হয়। এমনকি অন্যের ভিডিও ব্যবহার করাতে আমাদের ইউটিউব চ্যানেলও বাতিল হয়ে যায়।

কিন্তু আমাদের অনেক সময় অনেক ধরনের ভিডিও বা কিছু কিছু দৃশ্য দরকার হয় যা আমাদের নিজেদের থাকে না। তাই এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আজকে ১০টি ওয়েবসাইটের কথা বলব (Top 10 copyright free video sites), যেগুলোর মাধ্যমে ভিডিও নিলে আমাদের ইউটিউব চ্যানেল হোক আর অন্যান্য প্লাটফরমই হোক কোন ধরনের সমস্যা হবে না। এই ভিডিও গুলো ১০০% ফ্রি ভিডিও, কোন ধরনের কপিরাইট স্টাইক আমাদের চ্যানেলে আসবে না।

মুল কথা হলো আমরা যদি একজন ইউটিউবার হয়ে থাকি, ব্লগার হয়ে থাকি, ডিজাইনার হয়ে থাকি বা অনলাইন কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকি তাহলে আমাদের যদি হাই কোয়ালিটি স্টক ফ্রি স্টক ভিডিও  ফুটেজের দরকার হয় তাহলে নিঃসন্দেহে আজকের দেখানো ওয়েবসাইট গুলোর মাধ্যমে ভিডিও ডাউনলোড করে ব্যবহার করতে পারেন।

তাহলে চলুন জেনে নেওয়া যাক কপিরাইট ফ্রি ভিডিও ডাউনলোড ওয়েবসাইট সম্পর্কেঃ

 

১. Pexels

আমাদের লিস্টের প্রথমেই যে ওয়েবসাইটটির কথা বলব, যে সাইটের মাধ্যমে কপিরাইট ফ্রি স্টক ভিডিও ডাউনলোড করতে পারবো সে  সাইট হল পিক্সেলস ডট কম। এই সাইটটি অনেক অনেক জনপ্রিয় একটি সাইট যে সাইটের মাধ্যমে কপিরাইট ফ্রি ফটো ও ভিডিও ডাউনলোড করা যায়। এই সাইটটির মাধ্যমে খুব সহজেই যেকোন ধরনের ভিডিও ডাউনলোড করা যায়।

আপনি এই সাইটে যাওয়ার পর দেখবেন নিচের দিকে কিছু ক্যাটাগরি আছে Home, Discover, Videos, Leaderboard, Challenges, এ সকল ক্যাটাগরি থেকে আপনি যদি ভিডিও ডাউনলোড করতে চান তাহলে Videos ক্যাটাগরিতে ক্লিক করুন, এরপর দেখবেন সকল ধরনের ভিডিও গুলো আপনার সামনে প্রদর্শিত হচ্ছে।

আপনি যদি কোন নামে সার্চ দিয়ে পছন্দমত ভিডিও আনতে চান তাহলে একটু উপরে দেখুন সার্চ বক্স আছে সেখানে যেকোন নাম লিখে সার্চ করুন তাহলে সে রিলেটেড ভিডিও আসবে আপনার কাছে।

আপনার যদি কোন ভিডিও পছন্দ হয় তাহলে ভিডিওর নিচে দেখবেন ডাউনলোড আইকন আছে সেটিতে ক্লিক করলেই খুব সহজেই আপনার ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে। আপনাকে কোন সাইনআপ করতে হবে না, কোন টাকা দিতে হবে না, কোন ধরনের ক্রেডিট দিতে হবে না।

ডাউনলোড হয়ে গেলে সে ভিডিও আপনি যেকোন ধরনের কাজে ব্যবহার করতে পারবেন। আপনি যদি বিভিন্ন সাইজ অনুযায়ী ভিডিও ডাউনলোড করতে চান। তাহলে যে ভিডিওটি ডাউনলোড করতে চান সেটির উপর ক্লিক করে ভিডিওটি ওপেন করুন প্রথমে

তারপর উপর দিকে দেখবেন Free download একটি অপশন আছে সেটিতে এরো চিহ্ন আছে এই এরো আইকনে ক্লিক করলেই দেখবেন বিভিন্ন সাইজের মাধ্যমে ভিডিওটি ডাউনলোড করার অপশন আছে। আপনার যে সাইজটি দরকার সে সাইজটি সিলেক্ট করে ডাউনলোড দিন তাহলেই আপনার কাঙ্খীত সাইজের ভিডিও ডাউনলোড হবে।

সবচেয়ে বড় বিষয় হলো এই সাইটে যাওয়ার পর Sponsored Videos iStock নামের কিছু ভিডিও আছে সে ভিডিও গুলোতে ক্লিক করবেন না। এই ভিডিও গুলো দরকার হলে আপনাকে কিনতে হবে।

এই Sponsored Videos যেখানে লেখা থাকবে বা Sponsored Videos লেখার নিচে যে ভিডিও গুলো থাকবে সেগুলো অন্য সাইটের ভিডিও যা এই ওয়েবসাইটে বিজ্ঞাপন হিসেবে দেখানো হচ্ছে।

অনেকেই এই Sponsored Videos ভিডিওতে ক্লিক করে তারপর বলে থাকে যে টাকা চায়। আসলে এই ভিডিও গুলো বিজ্ঞাপন হিসেবে দেওয়া থাকে এই সাইটে।

যেকোন সাইটে গেলে যদি দেখেন Sponsored Videos বা Sponsored Photos লেখা থাকে তাহলে সেগুলোই বিজ্ঞাপন আর এই বিজ্ঞাপনগুলোতে গেলে আপনাকে টাকা দিয়ে ডাউনলোড করা লাগবে।

২. Pixabay

দ্বিতীয় লিস্টে বলব Pixabay ওয়েবসাইটটি কথা। এই সাইটটিও আমার খুবই পছন্দের সাইট। এই ওয়েবসাইটের মাধ্যমেও ছবি ও ভিডিও এ দুই ধরনেরই ডাউনলোড করতে পারবেন।

Pexels ওয়েবসাইটের মত হুবুহু এই সাইটটির কাজ। তবে এই সাইটে গেলে উপরের দিকে প্রথমেই দেখবেন কিছু ক্যাটাগরি আছে এর মধ্যে Photos, Illustrations, Vectors, Videos, Music, Sound Effects এই ক্যাটাগরি থেকে আপনার যদি ভিডিও দরকার হয় তাহলে Videos এ ক্লিক করবেন তাহলে ভিডিও গুলো সামনে আসবে।

তাছাড়াও এখানে যে সার্চ বক্সটি আছে সে সার্চ বক্সের সাইডে দেখবেন একটি এরো চিহ্ন আছে এবং পাশে ভিডিও লেখা থাকবে বা যে ক্যাটাগরি সিলেক্ট থাকবে সে ক্যাটাগরিটি দেখাবে।

আপনি যদি অন্য কোন ক্যাটাগরিতে যেতে চান তাহলে এই এরো চিহ্নতে ক্লিক করে বিভিন্ন ক্যাটাগরি পরিবর্তন করতে পারেন।

যেমন- আপনি যদি ইমেজ ক্যাটাগরিতে থাকেন তাহলে ভিডিও ক্যাটাগরিতে যেতে পারবেন। আপনি যে ক্যাটাগরি সিলেক্ট করবেন সে অনুযায়ী আপনাকে সার্চ করে এনে দেবে।

Pexels ওয়েবসাইটে যেমন ভিডিও আসার সাথে সাথে ভিডিও মধ্য নিচের দিকে ডাউনলোড আইকন আসে আর সেটিতে ক্লিক করলেই ভিডিও ডাউনলোড হয় একটু সুবিধা রয়েছে ভিডিও চাইলে ওপেন করতে হয় না।

কিন্তু Pixabay ওয়েবসাইটে আপনাকে ভিডিওটি ওপেন করতে হবে ক্লিক করে তারপর ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করতে হবে।

৩. Mixkit

Mixkit এই সাইটটিতেও ফ্রি স্টক ভিডিও পেয়ে যাবেন।

এখানে হাই কোয়ালিটির ভিডিও ফুটেজ পাবেন যা আপনার ভিডিও এডিটিং এর ক্ষেত্রে অনেক কাজে লাগবে।

এই ওয়েবসাইটে যাওয়ার পর ভিডিও ক্যাটাগরি থেকে ভিডিও সংগ্রহ করতে পারেন ও সার্চ এর মাধ্যমেও বিভিন্ন ভিডিও পেতে পারেন।

৪. coverr

coverr.co এই ওয়েবসাইটের মাধ্যমে ফ্রি ভিডিও ডাউনলোড করতে পারবেন। এই সাইটে যাওয়ার পর নিচের দিকে ভিডিওর জন্য কিছু ক্যাটাগরি আছে বিভিন্ন নামে নামে, আপনার যে ধরনের ক্যাটাগরির ভিডিও দরকার সেটিতে ক্লিক করলে বিভিন্ন ভিডিও আসবে।

সেখান থেকে চাইলে ভিডিও ডাউনলোড করতে পারেন অথবা সাইটে গেলে সার্চ বক্সের মাধ্যমেও ভিডিও সার্চ করে ডাউনলোড করতে পারেন।

তবে এসব সাইটে গেলে পূর্বে নেয় বিভিন্ন স্পন্সর ভিডিও প্রদর্শন করে সেগুলোতে ক্লিক করলে টাকা চাবে ডাউনলোড করার জন্য, আপনি যদি টাকা দিয়ে ভিডিও কিনতে না চান তাহলে Sponsored Videos iStock অথবা  Popular Shutterstock Videos এসব ভিডিও গুলোতে ক্লিক করবেন না।

৫. Free Nature Stock

এই ওয়েবসাইটের নাম দেখেই বুঝা যায় এই সাইটে ফ্রি ভিডিওর প্লাটফর্ম। এই ওয়েবসাইটের মাধ্যমে খুবই সুন্দর সুন্দর প্রকৃতির বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন। এখানে অনেক ক্যাটাগরির ভিডিও ফুটেজ পেয়ে যাবেন।

৬. Mazwai

এই ওয়েবসাইটে হাই কোয়ালিটির বিভিন্ন সিনেমাটিক ভিডিও পাওয়া যাবে। এই সাইটে ১০ থেকে ২০ সেকেন্ড বা ২ থেকে ৩ মিনিট পর্যন্ত HD এবং 4K ফ্রি ভিডিও পেয়ে যাবেন। যারা ফ্রি ভিডিও সংগ্রহের দরকার হয় এই ওয়েবসাইটের মাধ্যমেও ফ্রি ভিডিও পাওয়া যাবে।

৭. Pikwizard

এই ওয়েবসাইটে বিভিন্ন ক্যাটাগরি অনেক ফ্রি ভিডিও কালেকশন পেয়ে যাবেন।

যারা ফ্রি ভিডিও খুজে থাকেন তিনিরা এই ওয়েবসাইটটি আপনার ভিডিও কালেকশন করার পছন্দ তালিকায় রাখতে পারেন।

৮. FOCA 

focastock এই সাইটের মাধ্যমেও ভিডিও ফ্রিতে ডাউনলোড করতে পারবেন।

এই সাইটে গেলে পছন্দের ভিডিওতে ক্লিক করলেই ভিডিওটি ওপেন হবে এবং সাইডে দেখবেন ডাউনলোড ভিডিও নামের অপশন আছে নীল রঙের সেটিতে ক্লিক করলেই ভিডিওটি ডাউনলোড হয়ে যাবে।

তবে এখানে একটু প্রবলেম মনে হলো এটা যে, এখানে ভিডিও ও ছবি একই সাথে দেখায় আর আপনাকে বেছে নিতে হবে আপনি ছবি নিবেন নাকি ভিডিও নিবেন।

৯. videezy

videezy ওয়েবসাইটে গেলেও ফ্রি ভিডিও পেয়ে যাবেন। যে ফ্রি ভিডিও গুলো ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।

তবে এই সাইটের ভিডিও গুলো ফ্রি এবং পেইড দুই রকমেরই রয়ে থাকে আপনি যদি ফ্রি ভিডিও নিতে চান তাহলে যেগুলো ভিডিওর উপরে Pro লেখা নাই মানে খালি দেখাবে সেগুলোতে ক্লিক করে ডাউনলোড করে নিবেন আর যেগুলো ভিডিওর উপরে সবুজ রঙের মাঝে Pro লেখা আছে সেগুলোতে ক্লিক করলে আপনাকে টাকা দিয়ে কিনতে হবে।

১০. videvo

videvo.net এই সাইটের মাধ্যমেও খুবই সুন্দর সুন্দর ভিডিও কালেকশন পেয়ে যাবেন। আপনার যদি ফ্রি ভিডিও দরকার হয় তাহলে এই সাইটটির মাধ্যমে ভিডিও সংগ্রহ করে নিতে পারেন।

তবে এই সাইটে কিছু সমস্যা লেগেছে এই কারনে যে এখানে ফ্রি এবং পেইড দুই ধরনের ভিডিও আপলোড করা আছে, এখানে কোন ভিডিও পেইড আর কোন ভিডিও ফ্রি বুঝতে কিছুটা কষ্টকর কারন আপনি ভিডিওর উপর মাউসের কারচার রাখলে দেখবেন ভিডিওর উপর ওয়েবসাইটের আইকন সো করছে,

যেগুলোতে আইকন দেখাবে সেগুলো কিনতে হবে আর যেগুলোতে আইকন দেখাবে না সেগুলো ফ্রি। তবে ভিডিওতে ক্লিক করে ওপেন করলেও ডাউনলোড এর এখানে পেইড বা ফ্রি দেখাবে, তখন বুঝা যায় ঠিক ভাবে।

আরো কিছু ফ্রি ভিডিও ডাউনলোড ওয়েবসাইটওয়েবসাইট সমূহ (Copyright Free Stock Video Sites)

  • * lifeofvids.com
  • * vidsplay.com
  • * dareful.com
  • * splitshire.com

শেষ কথা হলোঃ

কারো যদি ফ্রি ভিডিও দরকার হয় তাহলে আজকের এই পোষ্টের মাধ্যমে যে সব ওয়েবসাইট গুলোর কথা বলা হলো এই সাইটগুলোর মাধ্যমে ফ্রি ভিডিও ফুটেজ ডাউনলোড করতে পারেন (free video download sites)। যারা ভিডিও ইডিটিং এর কাজ করেন বা ইউটিউব এর কাজ হয় তাদের জন্য এই সাইটগুলো অনেক কাজে লাগবে।

উপরের সব গুলো সাইট গুলো থেকে আমার খুবই পছন্দের দুইটি সাইট হলো Pexels ও Pixabay এই সাইট গুলো থেকে আমি প্রায় সময় ভিডিও ও ছবি ডাউনলোড করে থাকি।

বিশেষ করে বলব ওয়েবসাইট গুলোতে যাওয়ার পর Sponsored Videos iStock অথবা  Popular Shutterstock Videos এসব ভিডিও গুলোতে ক্লিক করবেন না, যদি ভিডিও কিনে ব্যবহার করতে না চান।

আশা করি আর্টিকেলটি ভাল লেগেছে। যদি ভাল লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন বা কোন কিছু জানার থাকলেও কমেন্ট করতে পারেন। লেখাটি পড়ার জন্য ধন্যবাদ।

নিম্নে একনজরে দেখে নিন ফ্রি ভিডিও ডাউনলোড ওয়েবসাইট সমূহ গুলোঃ

  • 1. Pexels
  • 2.  Pixabay
  • 3. Mixkit
  • 4. coverr
  • 5. Free Nature Stock
  • 6. Mazwai
  • 7. Pikwizard
  • 8. focastock
  • 9. videezy
  • 10.  videvo
  • 11. lifeofvids.com
  • 12. vidsplay.com
  • 13. dareful.com
  • 14. splitshire.com

Copyright Free Video For Youtube

Related Tag: royalty free videos, creative commons videos, copyright free videos, youtube free clips videvo, copyright strike, royalty free, how to free video footage, free stock footage, free stock video, stock video, non copyrighted videos, content creator, legaly fair use, get free stock footage 10 sources for royalty-free video clips, how to make video use copyright free video, how to viral video on you tube, 4k free stock video royalty free video, 4k video, 4k, legal use of copyright, how to use copyright videos in youtube without any copyright issues in bangla, how to legally use stranded licensed copyrighted video.

আরো জানুন-

Quick Bangla

বাংলা তথ্যভিত্তিক ওয়েবসাইট হিসেবে পরিচালিত এই সাইটটি। তাই বাংলায় অনেক ধরনের তথ্যই এখানে পেয়ে যাবেন। আশা করি সঠিক তথ্য বিষয়বস্তু জানতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please Turn off ad blocker