৫টি ফ্রি অনলাইন ভাইরাস স্ক্যানার ওয়েবসাইট
এই পোষ্টের মাধ্যমে ৫টি ফ্রি অনলাইন ভাইরাস স্ক্যানার ওয়েবসাইট টুলস সম্পর্কে জানতে পারবেন। (Free online virus scan)
অনলাইনের কার্যক্রম বাড়ার সেই সাথে বেড়েই চলেছে ভাইরাস, স্পাইওয়ার, ম্যালওয়্যার, হ্যাকিংসহ বিভিন্ন অনলাইন থ্রেট। এই সমস্যা সমাধান এর জন্য আমাদের সবার কম্পিউটারেই একটি করে এন্টিভাইরাস টুল সবসময়ের জন্য ইনস্টল রাখতে হয়েই থাকে। যাতে করে আমাদের কম্পিউটারে থাকা গুরুত্বপূর্ণ ফাইল ও ব্যাক্তিগত তথ্য গুলোকে ভাইরাস থেকে রক্ষা করা যায়। তবে এন্টিভাইরাস সফটওয়্যার ছাড়াও ইন্টারনেট এ এরকম বিভিন্ন অনলাইন ফ্রি ভাইরাস স্ক্যানিং টুল (free online virus scan) আছে বা অনলাইন এন্টিভাইরাস ওয়েবসাইট আছে যা আমাদেরকে একই ভাবে নিজস্ব গুরুত্বপূর্ণ ফাইলস গুলোকে সুরক্ষিত রাখতে সাহায্য করে থাকে।
আজকের এই লেখার মাধ্যমে জানাবো এরকমই ৫টি সেরা ফ্রি অনলাইন ভাইরাস স্ক্যানিং ওয়েবসাইট বা টুল (free antivirus online scan) এর কথা। এই এন্টিভাইরাস স্ক্যানার গুলো দ্বারা আমাদের কম্পিউটারে যদি কোন ক্ষতিকারক মালিসিয়াস ভাইরাস থাকে তাকে ডিটেক্ট করে রিমুভ করার সাহায্য করে থাকে। তার সাথে সাথে আমাদের কম্পিউটারে যেন কোন প্রকার ভাইরাস অথবা ম্যালওয়্যার দ্বারা আক্রান্ত না হতে পারে তার জন্য আগাম ব্যবস্থা নেওয়া যেতে পারে।
শুরুতে জানিয়ে রাখা ভাল যেহেতু এই লেখার মাধ্যমে আমরা জানবো ফ্রি ভাইরাস স্ক্যানিং অনলাইন ওয়েবসাইট এর কথা তাই এসব এর মধ্যে রিয়েল টাইম স্ক্যান যা এন্টিভাইরাস সফটওয়্যার দিয়ে থাকে তা এসব এর মধ্যে পাবেন না।
আপনাকে ওয়ান টাইম অথবা ম্যানুয়াল ভাবে স্ক্যানিং করা লাগবে। নিচের উল্লেখিত ফ্রি অনলাইন এন্টিভাইরাস ওয়েবসাইট গুলির মধ্যে, সবগুলিই ব্রাউজার এর মধ্যে কাজ করবে না কিছু থাকবে যা আপনাকে সফটওয়্যার ডাউনলোড করে স্ক্যানিং করা লাগবে।
৫টি ফ্রি অনলাইন ভাইরাস স্ক্যানার ওয়েবসাইট
তবে চলুন জেনে নেওয়া যাক (free antivirus online scan) সেরা ৫টি ফ্রি অনলাইন ভাইরাস স্ক্যানিং এন্টিভাইরাস ওয়েবসাইট সম্পর্কেঃ-
১। VirusTotal
ফ্রি অনলাইন ভাইরাস স্ক্যানিং এন্টিভাইরাস ভাইরাসটোটাল Virustotal, এই এন্টিভাইরাস ফ্রি ও ওপেন সোর্স একটি অনলাইন স্ক্যানার ভাইরাস যা ম্যালওয়্যার ও ইউআরএল স্ক্যানিং সার্ভিস হিসেবে কাজ করে।
এটি একটি সেরা ভাইরাস স্ক্যানিং ওয়েবসাইট যা এন্টিভাইরাস হিসেবে কাজ করে। Virustotal এর মাধ্যমে যখন আপনার ফাইল অথবা ইউআরএলটি স্ক্যান করবেন তখন এটি জানিয়ে দেবে যে কোন ভাইরাস আছে কিনা বা কোন ম্যালওয়ার ক্ষতিকর কিছু আছে কিনা। এছাড়া এটির নিজস্ব কমিউনিটি আছে যেখানে কোন ম্যালওয়্যার অথবা ভাইরাস ডিটেক্ট হলে তখন অটোমেটিক শেয়ার হয়ে যায়, ফলে অন্যরাও যদি সেই ইউআরএল বা ফাইল স্ক্যান করে থাকে তাতে রিয়েল লাইভ রিভিউ এবং ভাইরাস সংক্রান্ত আপডেট আগাম পেয়ে যায়।
তাই এখন থেকে যদি কোন ফাইল অনলাইন থেকে ডাউনলোড করতে চান তাহলে এই Virustotal ওয়েবসাইট এর মাধ্যমে ইউআরএল স্ক্যান বা যাচাই করে নিবেন।
২।ESET Online Scanner
জনপ্রিয় এন্টিভাইরাস সফটওয়্যার কোম্পানির ESET যা আমরা বেশিরভাগ জনই জেনে থাকি বা শুনে থাকি। আর এই ESET কোম্পানীর পক্ষ থেকে এরাই একটি ফ্রি অনলাইন সার্ভিস রেখেছে যা ESET Online Scanner নামে পরিচিত। ফ্রি অনলাইন এন্টিভাইরাস ওয়েবসাইট টুল এর মধ্যে এটি একটি সেরা ওয়েবসাইট টুল। এখানে আপনার কোন ফাইল আপলোড করার মাধ্যমে স্ক্যান করতে হয় না। এই ওয়েবসাইটে গিয়ে ছোট একটি ফাইল ডাউনলোড করে তা ইনস্টল ছাড়াই কম্পিউটারে রান করা যায়। টুলটি রান করানোর সাথে সাথেই একটি অপশন ওপেন হয় যাতে কম্পিউটার স্ক্যান করার জন্য, এটির মাধ্যমে আপনার কম্পিউটারের সম্পূর্ন পিসি স্ক্যান, কাস্টম স্ক্যান ও কুইক স্ক্যান এর অপশন পেয়ে যাবেন যেটি এন্টিভাইরাস সফটওয়ার এর মতই দেখতে এবং কাজের ক্ষেত্রেও। আপনার ডেস্কটপ কম্পিউটার অথবা ল্যাপটপ এই ESET Online Scanner মাধ্যমে ভাইরাস স্ক্যান ও ম্যালওয়্যার স্ক্যান করতে পারবেন যা অবশ্যই একটি সেরা ফ্রি ভাইরাস স্ক্যানার টুল।
৩। MetaDefender
যেকোন ওয়েবসাইট ভিজিট করার আগেই বা কিছু ডাউনলোড করবার পূর্বে সেই ইউআরএল এই MetaDefender ওয়েবসাইট এর মাধ্যমে স্ক্যান করে আগে জেনে নিতে পারেন এখানে ভাইরাস আছে কিনা।
আপনি যে সাইটটিকে সন্দেহ মনে করবেন সেটির লিংক এনেই MetaDefender এর সাহায্যে চেক করে নিতে পারেন এখানে ভাইরাস, ম্যালওয়্যার আছে কিনা। MetaDefender মাধ্যমে ফাইল, ইউআরএল, আইপি এড্রেস, ডোমেইন, হ্যাশ ও সিভিই ইত্যাদি স্ক্যান করে দেখতে পারবেন।
৪। Kaspersky Threat Intelligence Portal
এখন যে ভাইরাস স্ক্যানিং টুলটির কথা বলব সেটির নাম হলো Kaspersky Threat Intelligence Portal যা Kaspersky এন্টিভাইরাস কোম্পানীর পক্ষ থেকে ফ্রি অনলাইন পরিষেবা। Kaspersky এর সাথে আমরা সবাই কমবেশি পরিচিত আছি এবং এই এন্টিভাইরাস কোম্পানীর সার্ভিস আমরা অনেকেই নিয়ে থাকি যা আমাদের অনেক বিশ্বাস্থ একটি প্রতিষ্ঠান। Kaspersky কোম্পানীর এন্টিভাইরাস খুবই কার্যকর একটি সার্ভিস। তো এই কোম্পানীরই ফ্রি সার্ভিস হিসেবে Kaspersky Threat Intelligence Portal যেটার মাধ্যমে কোন ফাইল, ইউআরএল, আইপি এড্রেস সহ হ্যাশ লুকআপ স্ক্যান করার সুবিধা পেয়ে যাবেন।
৫। Avira
জনপ্রিয় ভাইরাস স্ক্যানার এর মধ্যে Avira হচ্ছে অন্যতম ওয়েবসাইট। অনেক সময় দেখা যায় আমরা বিভিন্ন ফাইল বা ছবি আমাদের মিডিয়ায় শেয়ার করে থাকি যদি সেসব ফাইলগুলিতে কোন ধরনের সন্দেহ মনে হয় তখন আমরা এই Avira এন্টিভাইরাস স্ক্যানার দিয়ে স্ক্যান করে নিতে পারি খুব সহজেই।
ফ্রি অনলাইন ভাইরাস স্ক্যানার সম্পর্কে শেষ কথাঃ
আমরা এখনকার সময় অনেক বেশি ইন্টারনেট ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে অনেক জানা অজানা ওয়েবসাইটে ভিজিট করে থাকি, অনেক সময় অনেক সাইট থেকে বিভিন্ন রকমের ফাইল, ডকুমেন্ট বা ছবি ডাউনলোড করি, তবে আমরা জানি না যেসব সাইট থেকে আমরা ডাউনলোড করছি সেসব সাইটের ফাইল গুলোর মধ্যে কোন ধরনের ভাইরাস আছে কিনা। আমাদের না জানার কারনে অনেক সময় আমাদের অজান্তেই আমাদের কম্পিউটারে সেসব ফাইলের মাধ্যমে ভাইরাস এসে পরে আর আমাদের কম্পিউটারের ক্ষতি করে ফেলে অনেক সময় আমাদের দরকারী ফাইল নষ্ট বা চুরি হয়ে যায়, যা পরবর্তীতে আর আমরা ফিরে পায় না, তখন দুঃখ ছাড়া আর কিছুই করার থাকে না।
আজকের যে (top 5 free virus online scanner) ৫টি ভাইরাস স্ক্যানারের কথা বলা হলো আপনারা চাইলে যেকোন সন্দেহ জনক ফাইল ডাউনলোড করার সময় সেসব ফাইল গুলো স্ক্যান করে নিয়ে তারপর ডাউনলোড বা শেয়ার করতে পারেন।
যদি আর্টিকেলটি ভাল লেগে থাকে তাহলে অনুপ্রেরণামূলক কমেন্ট করতে পারেন অথবা কোন কিছু জানার থাকলে কমেন্ট করে বলতে পারেন, আর অবশ্যই লেখাটি শেয়ার করুন ও অন্যদেরও জানানোর চেষ্টা করুন। ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।
Related Search: free online virus scan, kaspersky online scanner, virus scan free, virus scanner for pc, free online scanner, file virus scanner, free online website virus scanner, best online virus scan
আরো জানুন-
- সকল ব্রাউজারের জন্য প্রয়োজনীয় শর্টকাটস সমূহ, Browser shortcut keys
- একটি কম্পিউটার দিয়ে একাধিক কম্পিউটার তৈরি করুন
- বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট সমূহের তালিকা, Most popular websites list
- কিভাবে প্রসেসরের গতি বাড়ানো যায়, পিসি ফাস্ট করার উপায়
- বাংলাদেশের দরকারী ওয়েবসাইট লিস্ট, Website list of Bangladesh