বাংলা টেক ব্লগ ওয়েবসাইট তালিকা, All Bangla Tech Blog Website List

বাংলা টেক ব্লগ ওয়েবসাইট তালিকা গুলো দেখে নিন, All Bangla Tech Blog Website List
বাংলা ভাষায় বাংলাদেশী টেক বিষয়ক কিছু ওয়েবসাইটের সাথে পরিচিতি করব এই পোষ্টে। আমরা যারা টেকনোলজি পছন্দ করি যারা টেক রিলেটেড লিখা পেতে চাই বা টেক বিষয়ে জানতে চাই তাদের জন্য আজকের এই পোষ্টটি। বাংলা ভাষায় কিছু টেক ওয়েবসাইটের কথা বলব বা লিংক দেব যেগুলো ওয়েবসাইটে গেলে আপনারা টেকনোলজি বিষয়ক পোষ্ট পাবেন।
নিচে বাংলা টেক সাইট গুলোর বর্ণনা ও তালিকা দেওয়া হলোঃ-
টেক টিউন
techtunes এই ওয়েবসাইটতে বর্তমানে বাংলা ভাষায় অনেক অনেক জনপ্রিয় একটি ওয়েবসাইট এখানে গেলে আপনি টেক বিষয়ক পোষ্ট পাবেন যা আমাদের জন্য অনেক হেল্পফুল হয়ে থাকে। এই ওয়েবসাইটে চাইলে আপনি নিজেও লিখতে পারবেন এবং লিখার মাধ্যমে ইনকামেরও ব্যবস্থা রয়েছে।
সাম হয়ার ইন ব্লগ
somewhereinblog এই ওয়েবসাইটেও আপনি টেক বিষয়ক পোষ্ট পাবেন সাথে সাথে অন্যান্য বিষয়ক লেখাও পাবেন। এটিও বাংলা ভাষায় ব্লগ সাইট হিসেবে ভাল একটা জায়গা করে নিয়েছে।
টেক শহর
techshohor এই ওয়েবসাইটটিকেও টেক বিষয়ক ব্লগ সাইট হিসেবেই মুলত সাইটটি তৈরি করা হয়েছে। আমার নিজেরও অনেকটা পছন্দের একটি সাইট, যেকোন বিষয় খুবই ক্লিয়ার ভাবে বুঝানোর চেষ্টা করে লেখা মাধ্যমে। ওয়েবসাইটটি সিম্পলের মধ্যে খুবই সুন্দরভাবে সাজানো হয়েছে।
বাংলা টেক ২৪
banglatech24 এই ওয়েবসাইটটিতেও টেক বিষয়ক পোষ্ট পাবেন যারা টেক বিষয় জানতে চান এই সাইটটির মাধ্যমে জানতে পারবেন।
হৈচৈ বাংলা
hoicoibangla এই ওয়েবসাইটটি খুব সুন্দর ভাবে সাজানো গোছানো ভাবে তৈরি করেছে। এখানেও আপনি টেকনোলজি বিষয়ক পোষ্ট পাবেন তবে আপনি যদি চান লেখাটি পড়ার পর লেখাটি কপি করে কম্পিউটারে লেখাটি রেখে দিবেন সেটা এই ওয়েবসাইটে পারবেন না কারন তারা তাদের ওয়েবসাইটের লেখা যেন কেউ কপি করতে না পারে সেই অপশন বন্ধ করে রেখেছে।
টিউনার পেইজ
tunerpage এই ওয়েবসাইটতে গেলেও আপনি টেক বিষয়ক পোষ্ট ক্যাটাগরি পাবেন। তবে এটার মধ্যে আরেকটি ক্যাটাগরিও রয়েছে তা হলো অনলাইন কোর্স অপশন আপনি চাইলে কিছু পেমেন্টের বিনিময়ে টেক রিলেটেড অনলাইন কোর্সও করতে পারেন।
টেক জুম
techzoom এই ওয়েবসাইটতেও টেকনোলজি নিয়ে পোষ্ট করে থাকে চাইলে এই সাইটের মাধ্যমে টেক বিষয়ক পোষ্ট দেখতে পারেন।
টেক জানো
techjano এই ওয়েবসাইটটিতে টেক বিষয়ক পোষ্ট পাবেন তবে টেক বিষয়ক এর পাশাপাশি অন্যান্য দৈনন্দিন খবরাখবরের পোষ্ট দেখাতে পাওয়া গেল।
টেক-টপ-২৪
techtop24 এই ওয়েবসাইটটিতে টেক বিষয়ক পোষ্ট পাবেন। এই ওয়েবসাইটে ফ্রিল্যান্সিং, রিভিউ, প্রযুক্তি, গ্যাজেট, আকর্ষণীয় তথ্য, বিনোদন, শিক্ষা, পাঁচমিশালী সহ অনেক ধরনের ক্যাটাগরির আর্টিকেল পেয়ে যাবেন। আপনি চাইলে এই সাইটে আর্টিকেল লেখার মাধ্যমে ইনকামও করতে পারবেন। আমার কাছে খুবই পছন্দের একটি ওয়েবসাইট।
পিসি হেল্প লাইন বিডি
pchelplinebd এই ওয়েবসাইটটিতে টেক বিষয়ক পোষ্ট করা হয়।
কুইক বাংলা
quickbangla ওয়েবসাইটটিও টেক বাংলায় ব্লগ বিষয়ক সাইট। এখানে টেক বিষয়কেই প্রধানমত প্রাধান্য দেওয়া হয়েছে। সাথে সাথে টুকি টাকি অন্যান্য বিষয়াবলীও প্রয়োজনবেধে পোষ্ট করা হয়। আশা করি এই ওয়েবসাইটটি আপনাদের কাছে প্রাধান্য পাবে। তবে এই ওয়েবসাইটটিতে ভবিষ্যতে আরো বৃহত্তর বাংলা ব্লগ সাইট করার আশা রাখে। এই সাইটে যারা নিয়মিত লিখবে তাদেরকে আর্ন করার ব্যবস্থা রাখা হবে পাশাপাশি ভিজিটররা যেন যেকোন প্রশ্ন করতে পারে এবং উত্তরও যেন পায় সেই ক্যাটাগরিও রাখা হবে। মোটামোটি এই সাইটটি নিয়ে ভবিষ্যত পরিকল্পনা রয়েছে।
বিঃদ্রঃ আমার জানামতে টেক ব্লগ ওয়েবসাইট গুলো উল্লেখ করার চেষ্টা করেছি যদি এর বাহিরেও কারো জানা থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন পরিবর্তিতে পোষ্টে আপডেট করে দেওয়া হবে।
আরো জানুন-
- বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট সমূহের তালিকা, Most popular websites list
- কিভাবে প্রসেসরের গতি বাড়ানো যায়, পিসি ফাস্ট করার উপায়
- বাংলাদেশের দরকারী ওয়েবসাইট লিস্ট, Website list of Bangladesh
- ইউটিউব থেকে ইনকাম করতে কি কি জানতে হয়, all idea youtube channel
- ইন্টারনেটে কিছু অদ্ভুত এবং রহস্যময় ওয়েবসাইট, 20 Unknown Amazing Websites
Nice post
My new bangla mobile review blogger website
bdmobileprices.com
ধন্যবাদ এমন তথ্যবহুল আর্টিকেল শেয়ার করার জন্য। অনেক উপকৃত হলাম।
শ্রেণি উপযোগী ও মানসম্মত কনটেন্ট আপলোড করে বাতায়নকে সমৃদ্ধ করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। লাইক ও পূর্ণ রেটিংসহ আপনার জন্য শুভকামনা রইলো।
আমাদের এক্সচেঞ্জ পরিষেবাদি পেপ্যাল, স্ক্রিল, নেটেলার, পেওনিয়ার, ওয়েব মানি, এবং পারফেক্ট মানি ।
http://www.dollarbuyseller.com
বাংলা টেক সাইট লিস্ট দেখে আরও অনেক সাইট এর সাথে পরিচিত হলাম। আপনাকে অনেক ধন্যবাদ এই পোস্ট করার জন্য ।