ওয়েবসাইট নলেজটিউটোরিয়াল ভিডিওটেক নলেজ

নিজের পাসওয়ার্ড ও অন্যের পাসওয়ার্ড জানার উপায়

এই পোষ্টের মাধ্যমে নিজের পাসওয়ার্ড ও অন্যের পাসওয়ার্ড জানার উপায় সম্পর্কে জানতে পারবেন। আশা করি এই আর্টিকেলটি অনেকের কাজে দিবে।

আমরা ইন্টারনেট কম বেশি সবাই ব্যবহার করে থাকি। এই ইন্টারনেট চালানোর ক্ষেত্রে দুইটি ব্রাউজার অনেক জনপ্রিয় তা হলো গুগল ক্রোম ও মজিলা ফায়ারফক্স, এই দুইটি ব্রাউজারের মাধ্যমে আমাদের পরিচিতদের সোস্যাল মিডিয়া বা যেকোন ব্যবহার করার আইডি পাসওয়ার্ড কিভাবে বের করতে পারি বা আমাদের নিজেদের ব্যবহার করা সোস্যাল মিডিয়া বা অন্যান্য যেকোন কিছুর আইডি পাসওয়ার্ড কিভাবে সুরক্ষিত রাখতে পারবো এই নিয়ে আজকের এই লেখাটি। এই লেখাটি পড়ার মাধ্যমে গুগলক্রোম ও মজিলা ফায়ারফক্স ব্রাউজারের এমন একটি ট্রিকস জানতে পারবেন যা আপনার নিজের আইডি পাসওয়ার্ড সুরক্ষিত রাখতে পারেন ও চাইলে অন্যের পাসওয়ার্ডও অনেকক্ষেত্রে জানতে পারবেন।

নিজের পাসওয়ার্ড ও অন্যের পাসওয়ার্ড জানার উপায়

তবে মুল কথায় আসা যাক, আমরা যখন গুগলক্রোম ও মজিলা ফায়ারফক্স ব্রাউজারে যেকোন কিছুর ক্ষেত্রে আইডি পাসওয়ার্ড দেই তখন সঙ্গে সঙ্গে আমাদেরকে এই ব্রাউজারের পক্ষ থেকে একটি নোটিফিকেশন আকারে মেসেজ দেয় আমরা কি ওই পাসওয়ার্ড টি সেভ করে রাখতে চাই কিনা তখন আমরা অনেক সময়ই সেভ দিয়ে দেই। অনেক সময় ইচ্ছাকৃতভাবেও সেভ দেই আবার অনেক সময় অনিচ্ছাকৃতভাবেও সেভ দেই। ইচ্ছাকৃতভাবে সেভ দেই এই কারনে যে, যেন পরবর্তিতে যেন লগিং করতে গেলে আর পাসওয়ার্ড টাইপ করতে না হয়।

যখন আমরা পাসওয়ার্ড সেভ দিয়ে ফেলি তখন ওই ব্রাউজারে ইউজার আইডি ও পাসওয়ার্ড সেভ হয়ে থাকে। আপনি যদি নিজের কোন আইডি পাসওয়ার্ড বের করতে চান সেই ব্রাউজার থেকে বের করতে পারেন।

আবার অন্য কেউ যদি আপনার কম্পিউটারে কোন কিছু লগিং করে থাকে, লগিং করার সময় যদি পাসওয়ার্ড সেভ দিয়ে দেয় সেক্ষেত্রে আপনি চাইলে ওই আইডি পাসওয়ার্ড পেতে পারেন। যদি কারো ফেসবুক পাসওয়ার্ড জানতে চান বা নিজের ফেসবুক পাসওয়ার্ড জানার উপায় জানতে চান। তাহলে নিচে দেখানো পন্থায় পাসওয়ার্ড বের করে আনতে পারেন বা অন্যকারো ফেসবুক পাসওয়ার্ডও এভাবে বের করতে পারেন যদি সেভ দিয়ে থাকে।

ক্রম ব্রাউজার সেটিং অপশন

ক্রম ব্রাউজারে কিভাবে পাসওয়ার্ড বের করা যায়

ক্রম ব্রাউজারে পাসওয়ার্ড বের করতে বা সেভ হয়ে যাওয়া পাসওয়ার্ড রিমুভ করতে, প্রথমে ব্রাউজারের উপরের করনারে দেখুন তিনটি ডট এর আইকন আছে। সেখানে ক্লিক করলে অনেকগুলো অপশন আসবে, সেখান থেকে সেটিং অপশনে গিয়ে সেখানে অটোফিল নামের একটি অপশন আছে সেখানে ক্লিক করলেই পাসওয়ার্ড নামে অপশনটি এসে পরবে। তারপর পাসওয়ার্ড এ ক্লিক করলে সেভ পাসওয়ার্ড বেরিয়ে আসবে।

যদি পাসওয়ার্ড সেভ দিয়ে থাকেন বা কেউ পাসওয়ার্ড সেভ দিয়ে থাকে তাহলে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন। চোখের মত আইকনটিতে ক্লিক করলে পাসওয়ার্ড দেখা যাবে। চাইলে এখান থেকে পাসওয়ার্ড রিমুভ করতে পারেন বা দেখতে পারেন।

পাসওয়ার্ড রিমুভ করে কিভাবে ভিডিওটি দেখতে পারেন- How to Delete all Saved Passwords Google Chrome

ফায়ারফক্স ব্রাউজারে পাসওয়ার্ড জানার উপায়

ফায়ারফক্স ব্রাউজারের ক্ষেত্রে পাসওয়ার্ড বের করার জন্য যে কাজটি করতে হবে তা হলো প্রথমে ব্রাউজারে যান তারপর ডানপাশের উপরে করনারে দেখুন তিনটি লাইনের একটি আইকন আছে। সেখানে ক্লিক করলে নিচে অনেকগুলো অপশন আসবে সেখান থেকে সেটিং এ যান। তারপর প্রাইভেসি এন্ড সিকিউরিটি অপশনটিতে ক্লিক করুন। এখানে দেখুন Logins and Passwords নামের একটি অপশন আছে সেখানে Autofill logins and passwords এর ডানসাইটে Saved Logins… নামের একটি অপশন আছে।

সেখানে ক্লিক করুন তাহলেই বেরিয়ে আসবে এই ব্রাউজে কতগুলো সেভ দেওয়া পাসওয়ার্ড আছে। এখানেও চোখের মত আইকন পাবেন সেখানে ক্লিক করলে দেখা যাবে পাসওযার্ড আর যদি রিমুভ করতে চান পাসওয়ার্ড তাহলে যেটিকে রিমুভ করতে চান সেটিকে ক্লিক করে সিলেক্ট করে তারপর একটু উপরের দিকে দেখবেন রিমুভ নামের একটি অপশন আছে সেখানে ক্লিক করে দিয়ে পাসওয়ার্ড সেভ হয়ে থাকলে রিমুভ হয়ে যাবে।

শেষ কথাঃ

আশা করি যাদের ব্রাউজারে সেভ হয়ে যাওয়া পাসওয়ার্ড রিমুভ করতে চান বা আইডি পাসওয়ার্ড জানতে চান এই ব্লগটি পড়ার মাধ্যমে জানতে পারলেন, যদি কোন কিছু জানার প্রয়োজন হয় তাহলে কমেন্ট করতে পারেন।

পাসওয়ার্ড জানার জন্য ভিডিওটি দেখতে পারেন-

পাসওয়ার্ড জানার উপায়, অন্যের পাসওয়ার্ড কিভাবে জানবো

আরো জানুন-

Quick Bangla

বাংলা তথ্যভিত্তিক ওয়েবসাইট হিসেবে পরিচালিত এই সাইটটি। তাই বাংলায় অনেক ধরনের তথ্যই এখানে পেয়ে যাবেন। আশা করি সঠিক তথ্য বিষয়বস্তু জানতে পারবেন।

Related Articles

One Comment

  1. আমার আইডি নাম্বার পাসওয়ার্ড জিমেইল চেজ করছি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please Turn off ad blocker