ইউটিউবের ৯টি ফ্রি টুলস, ইউটিউব চ্যানেল খোলার আগে যা জানতে হয়
এই পোষ্টের মাধ্যমে ইউটিউবের ৯টি ফ্রি টুলস সম্পর্কে জানুন। ইউটিউব চ্যানেল খোলার আগে যা জানতে হয়, পুরো লেখাটি পড়ুন।
যারা নতুন ইউটিউব চ্যানেল খুলতে চায়, যারা ইউটিউবিং করে ইউটিউব ভিডিও ভাইরাল করার উপায় জানতে চায়, নতুন অবস্থায় ইউটিউব চ্যানেল খুলতে গেলে কি কি টুলস বা ওয়েবসাইট সম্পর্কে জানতে হয় অথবা ইউটিউব চ্যানেলটি পরিপুর্ণভাবে চালাতে চায় তাদের জন্য বিশেষ ৯টি ফ্রি টুল এর সম্পর্কে আলোচনা করব।
ইউটিউবিং শুরু করার আগেই এই বিষয়টি জানা প্রয়োজন। আর যারা শুরু করে দিয়েছেন তাদেরও এই ৯টি ফ্রি টুলস গুলোর সম্পর্কে জানতে হয়। যে টুল গুলির মাধ্যমে ইউটিউবিং করা আরো সহজ হয়ে পরবে এবং আপনার চ্যানেলকে আরো দ্রুত রান করানো সম্ভব হয়।
ইউটিউবিং করতে গেলে যে কাজ জানতেই হয় বা যেগুলো আপনার দরকার হবেই তা নিয়েই আজ আলোচনা করব। আজকের আলোচনাটি নতুন ইউটিউবারদের জন্য অনেক কাজে দিবে।
যে টুল বা ওয়েবসাইট গুলো সম্পর্কে বলব তার মধ্যে ফ্রি ভার্ষনের কথাও বলব এবং প্রিমিয়াম ভার্ষনের কথাও বলব আপনি চাইলে ফ্রি দিয়েও কাজ চালিয়ে যেতে পারবেন।
তবে চলুন নতুন ইউটিউবারদের জন্য খুবই দরকারী ৯টি ফ্রি অনলাইন টুলস/ওয়েবসাইট এর সাথে পরিচিত হওয়া যাক ও কি কাজে লাগে জানা যাকঃ-
ইউটিউব চ্যানেল খোলার আগে যা জানতে হয়
১। ইউটিউব চ্যানেল ইউনিক নাম তৈরি করার ওয়েবসাইট
YouTube Name Generator Tool, youtube name ideas
আমরা যখনই ইউটিউবে নতুন কোন চ্যানেল খুলতে যায় তখন আমাদের সবচেয়ে বেশি যে চিন্তার বিষয় থাকে তা হল চ্যানেলটির কি নাম দেব। আমরা সবারই চিন্তা হয় চ্যানেল এর জন্য সুন্দর একটি নাম পছন্দ করা এবং নামটি যেন ইউনিক আনকমন হয় বা সবার থেকে আলাদা হয়। ইউটিউব চ্যানেল এর কি নাম দেব এই চিন্তায় থাকি।
সুন্দর আকর্ষনীয় ইউনিক ইউটিউব নাম বের করার জন্য আমরা দুটি অনলাইন টুল এর সাহায্য নিতে পারি, যে ওয়েবসাইট গুলোর মাধ্যমে ইউটিউবের জন্য ইউনিক নাম পাওয়া সম্ভব।
ওয়েবসাইটগুলোর নাম হচ্ছে Name Generator, Spinxo এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজ ভাবে অতি তাড়াতাড়ি ইউনিক নাম জেনারেট করা সম্ভব হয়ে থাকে। এই ওয়েবসাইটে গিয়ে আপনার চ্যানেল এর টপিক অনুযায়ী শব্দ গুলো দিয়ে জেনারেট করতে এই ওয়েবসাইট নিজে থেকে আরো শব্দ মিলিয়ে আপনাকে ইউনিক নাম জেনারেট করে দেবে।
আপনি শুধু মাত্র যে ইউটিউবের জন্যই নাম পছন্দ করতে পারবেন তা কিন্তু নয় আপনি এভাবে নাম জেনারেট করে সোশ্যাল মিডিয়াসহ অন্যান্য প্রয়োজনীয় নামও জেনারেট করে নিতে পারেন। শুধু মাত্র প্রয়োজন আপনি যে নিশ নিয়ে কাজ করতে চান সেই রিলেটেড শব্দ দিয়ে জেনারেট করা।
২. লোগো, চ্যানেল আর্ট ও থাম্বনেইল মেকার ওয়েবসাইট
logo maker online, channel art maker online, channel banner maker online, youtube thumbnail maker online
আমাদের নিজেদের ইউটিউব চ্যানেল খোলার পর সেই চ্যানেলকে সুন্দর ভাবে সাজানোর জন্য প্রথমেই চ্যানেলের জন্য একটি লোগো, চ্যানেল আর্ট দরকার হয় এবং পরবর্তীতে ভিডিওর জন্য থাম্বনেইল বানানোর দরকার হয়।
এই লোগো চ্যানেল আর্ট থাম্বনেইল তৈরি করার জন্য আমাদের ফটো এডিটিং সফটওয়্যার এর দরকার হয় এবং এই সফটওয়্যার এর কাজ সম্পর্কে ভালভাবে জানতে হয়। মানে ফটোশপ এর কাজ জানতে হয়। শুধু ফটোশপ জানলেই হবে না এডভান্স লেবেলের কাজ জানতে হয়। যদি আমরা এই ফটোশপ সম্পর্কে ভালভাবে না জানি বা জানলেও আমরা এই তিনটি কাজ লোগো ডিজাইন চ্যানেল আর্ট থাম্বনেইল তৈরি করা খুব সহজেই করতে পারি এবং খুবই এডভান্স লেবেলের ভাবেই তৈরি করে নিতে পারি।
লোগো ডিজাইন চ্যানেল আর্ট থাম্বনেইল তৈরি করার জন্য Canva & Fotor এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে তৈরি করে নিতে পারি খুবই সহজে। এই দুটি ফটো এডিটর ওয়েবসাইটে ইউটিউবের জন্য লোগো, চ্যানেল আর্ট ও ভিডিও থাম্বনেইলের টেম্পলেট পেয়ে যাবেন, আপনাকে নিজে থেকে কিছুই তৈরি করতে হবে না শুধু সেখান থেকে টেমপ্লেটটি বেছে নিয়ে কিছু কিছু কাস্টমাইজ করে আপনার মনমত করে নিয়ে ডাউনলোড করলেই হয়ে যাবে।
এই ওয়েবসাইটগুলোতে কাজ করার জন্য বেশি একটা দক্ষতারও দরকার হয় না, যে কেউ এখানে কাজ করতে পারবে।
৩. ফ্রি ভিডিও ইডিটিং সফটওয়ার
free video editing software, Free video editor for youtube, Shotcut & Lightworks, ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার ফর ইউটিউবার
আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করতে যাই তখন এর আগে ভিডিওটিকে আমাদের ইডিট করে নিতে হয়। ইউটিউব শুরু করার সময় আমাদের সফটয়্যার কিনে তারপর ভিডিও ইডিট করা সম্ভব হয়ে উঠে না। আপনি যদি ভিডিও ইডিটিং করতে চান তাহলে Shotcut বা Lightworks এই দুটি সফটয়্যার ব্যবহার করতে পারেন, এই দুটি সফটয়্যার অনলাইনে ফ্রিতে পেয়ে যাবে। দুটি সফটওয়ার ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। খুব সহজেই এই দুটি সফটয়্যার এর মাধ্যমে ভিডিও ইডিটও করে নিতে পারেন।
৪. ইউটিউবের জন্য ইন্ট্রু তৈরি করা
online intro maker , YouTube intro maker
আমরা যারা ইউটিউবের ভিডিও তৈরি করি আমাদের মধ্যে অনেকেই আছেন ভিডিওর জন্য ইন্ট্রো ব্যবহার করা পছন্দ করে থাকেন কারন ভিডিওতে ইন্ট্রো ব্যবহার করলে ভিডিওটি আরো আকর্ষনীয় হয় এবং ইন্ট্রো এর ভিডিও এর চ্যানেল এর নামটিও সুন্দর ভাবে ফুটে উঠে, যার কারনে বেশির ভাগ ইউটিউবারই ভিডিওতে ইন্ট্রো ব্যবহার করতে চাই।
ফ্রিতে ইন্ট্রো তৈরি করার জন্য দুইটি ওয়েবসাইটের সাহায্য নিতে পারেন, ওয়েবসাইট গুলো হলো Panzoid & Renderforest এই সাইট গুলোর মাধ্যমে ফ্রিতেই ইন্ট্রো তৈরি করতে পারেন, চাইলে এই সাইট গুলোর মাধ্যমে আউট্রোও তৈরি করতে পারেন যেটা ভিডিওর শেষে দেখা যায়। আর যারা নতুন ইউটিউবার আছেন তাদের জন্য দুইটি ওয়েবসাইট অনেক কাজে দিকে কারন এখানে খুব সহজেই কোন কাজ জানা ছাড়াই ইন্ট্রো (Intro) তৈরি করতে পারবেন ও তৈরি করার জন্য ডাউনলোড করতে পারবেন।
৫. কপিরাইট ফ্রি ভিডিও ওয়েবসাইট ও কপিরাইট ফ্রি ছবি
copyright free video, copyright free images
আমরা যারা ইউটিউবের জন্য ভিডিও তৈরি করে থাকি আমরা সবারই কমবেশি ফ্রি ভিডিও ও ফটো দরকার হয়ে থাকে অনেক সময়। যে যেধরনের ভিডিওই তৈরি করি না কেন?
মাঝে মাঝেই নিজস্ব ভিডিও বা ছবি ছাড়াও যেকোন ক্যাটাগরির ছবি বা ভিডিও দরকার হতে পারে। এরকম ক্ষেত্রে আমরা কিন্তু অন্যের আপলোড করা ভিডিও এবং ছবি নিজেরা ডাউনলোড করে আপলোড করতে পারব না।
কারন যদি অন্যের ভিডিও বা ছবি যদি আমরা আমাদের চ্যানেলে ব্যবহার করি তাহলে সেটি ইউটিউবের কাছে মারাত্মক অপরাধ হিসেবে চিহ্নিত হয়। যার কারনে ইউটিউবে যদি কেউ অন্যের ভিডিও বা ছবি ব্যবহার করে তাহলে তাকে স্টাইক দিয়ে থাকে। যদি পর পর তিনটি স্টাইক চ্যানেলে চলে আসে তাহলে চ্যানেলটি বন্ধ করে দেওয়ার আসংক্ষা থাকে।
তাই যদি কারো ফ্রি ভিডিও বা ছবি দরকার হয় যেকোন ক্যাটাগরির, তাহলে Pexels, Pixabay এই দুইটি ওয়েবসাইটের মাধ্যমে ফ্রি ভিডিও বা ছবি ডাউনলোড করতে পারবেন, আর এসব সাইট থেকে ডাউনলোড করে নিজেদের ভিডিওতে ব্যবহার করলে কোন কপিরাইট ক্লেইম আসবে না স্টাইক আসবে না, কারন তারা তাদের ভিডিও বা ছবি সবার জন্যই উন্মক্ত করে রেখেছে।
৬. কপিরাইট ফ্রি অডিও
Copyright free music for youtube
আমরা নিজের ইউটিউব চ্যানেল এর জন্য যেমন অন্যের ভিডিও বা ফটো ব্যবহার করা যায় না কপিরাইট স্ট্রাইক এসে চ্যানেল নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি অন্যের অডিও বা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিজের চ্যানেলে ব্যবহার করা যায় না।
আপনি যদি ইউটিউব চ্যানেলের ভিডিওতে অডিও বা মিউজিক ব্যবহার করতে চান তাহলে ইউটিউব এর নিজস্ব অডিও লাইব্রেরি থেকে অডিও ডাউনলোড করে ব্যবহার করতে পারেন। যা আপনার ইউটিউব চ্যানেলে যাওয়ার পর ভিডিও ম্যানেজার অপশনে ক্লিক করলে তারপর বাম পাশের অপশনগুলো থেকে নিচে ইউটিউব লাইব্রেরি পেয়ে যাবেন অথবা ইউটিউব এ এরকম অনেক Copyright Free Audio ইউটিউব চ্যানেল আছে যেখান থেকে অডিও ডাউনলোড করে আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে ব্যবহার করতে পারেন।
এ দুই জায়গা থেকে আপনি অডিও নিয়ে আপনার চ্যানেলে নির্ভয়ে ব্যবহার করতে পারবেন, কোন ধরনের কপি রাইট স্ট্রাইক দেবে না ইউটিউব।
৭. ফ্রি স্ক্রিন রেকর্ডার
Free screen recording software for youtube, screen recording টুল ইউটিউবারদের জন্য
OBS Studio এবং CamStudio এই দুটি সফটওয়ার ফ্রি হিসেবে ব্যবহার করতে পারবেন। যারা কম্পিউটারের স্ক্রিন রেকর্ড করতে চান তাদের জন্য এই দুইটি সফটওয়ার অনেক কাজে দিবে। বিশেষ করে যাদের টেক চ্যানেল রয়েছে তাদের জন্য এই দুটি সফটওয়্যার অনেক দরকার পরবে।
৮. ফ্রি কীওয়ার্ড রিসার্চ টুল
Free keyword research tool Google Keyword Planner & Keywordtool.io
কীওয়ার্ড রিসার্চ টুল ইউটিউবারদের জন্য খুবই দরকারী একটি টুল, আমরা অনেক সময় দেখি অনেককে যারা কখনই ভিডিওর জন্য টাইটেল ট্যাগ ডিসক্রিপশন কীওয়ার্ড রিসার্চ টুল দ্বারা কীওয়ার্ড রিসার্চ না করেই ভিডিও আপলোড করে দেয়, কিন্তু কীওয়ার্ড রিসার্চ না করে যখন ভিডিও পাবলিশ করা হয় তখন ভিডিওটি কাঙ্খিত সবার কাছে পৌছায় না ফলে ভিডিওতে ভিউ কম হয়ে থাকে।
আমাদের অবশ্যই যখন ভিডিও আপলোড করবো তখন কীওয়ার্ড রিসার্চ টুল দ্বারা কীওয়ার্ড রিসার্চ (Keyword research) করে তারপরই ভিডিও আপলোড করা উচিত। কীওয়ার্ড রিসার্চ টুল হিসেবে দুটি টুল ব্যবহার করতে পারেন Google Keyword Planner & Keywordtool.io এই দুটি টুল প্রতিটি ইউটিউবারদের অবশ্যই ব্যবহার করা উচিত।
৯. বিশেষ এক্সটেনশন ইউটিউবারদের জন্য TubeBuddy & Vidiq
tube buddy and vidiq extension
ইউটিউবারের জন্য TubeBuddy এবং Vidiq এই দুটি অনলাইন টুল খুবই খুবই দরকারী ফ্রি টুল যা Google Chrome এবং Mozilla Firefox ব্রাউজারের এক্সটেনশন হিসেবে ব্যবহার করতে পারবেন। এই দুটি এক্সটেশন এর মাধ্যমে আপনার ভিডিও এবং চ্যানেল এর এ্যালাইজ করতে পারবেন। এই টুল গুলো মাধ্যমে অনেক ধরনের সুবিধা পাওয়া যায় এর মধ্যে যেমন- ভিডিওর জন্য র্যাংকিং ট্যাগ নিতে পারবেন সেই ট্যাগ গুলো দেওয়ার পর ভিডিওতে কতটুকু র্যাংক করলো বা ভাইরাল হল সেটাও জানতে পারবেন। প্রতিটি ইউটিউবারের উচিত এই দুটি এক্সটেনশন ব্যবহার করা।
আশা করি ইউটিউবের খুবই জরুরী ৯টি টুলস সমূহ জেনে উপকৃত হলেন, বিশেষ করে যারা নতুন ইউটিউবার তাদের জন্য এই পোষ্টটি অনেক অনেক কাজে দিবে। লেখাটি ভাল লেগে থাকলে কমেন্ট করে জানাতে পারেন ও অন্যদের জানানো জন্য শেয়ার করতে পারেন। ধন্যবাদ।
ইউটিউব চ্যানেল খোলার আগে যা জানতে হয়
ইউটিউবে কাজ করতে হলে যে ৯টি ফ্রি টুলস সম্পর্কে জানতে নিচের ভিডিওটি দেখুন-
আরো পড়ুন-
- ৫০ টি সবচেয়ে দরকারী ওয়েবসাইট, Top 50 most useful websites
- ৫টি ওয়েবসাইট দিয়ে ফ্রি QR Code তৈরি করুন, লোগো দিয়ে Qr কোড তৈরি করুন
- দ্রুত টাইপিং শেখার কৌশল, টাইপিং শেখার সহজ উপায় গেমস এবং অ্যাপ্লিকেশন এর মাধ্যমে
- ৫টি ফ্রি ডাউনলোড ম্যানেজার সফটওয়ার, Free download manager