ইউটিউব নলেজটেক নলেজ

১৫টি সেরা ইউটিউব চ্যানেল নিশ আইডিয়া

এই পোষ্টে ১৫টি সেরা ইউটিউব চ্যানেল নিশ আইডিয়া পাবেন। কোন বিষয় নিয়ে ইউটিউব শুরু করলে ভালো হবে তার লাভজনক চ্যানেল আইডিয়া পেয়ে যাবেন। (Youtube Channel Ideas Bangla)

ইউটিউব চ্যানেল এর জন্য ভিডিও বানানোর সেরা ১৫টি আইডিয়া নিয়ে আজকের এই আর্টিকেলটি। এই পোষ্টের মাধ্যমে ১৫টি ইউটিউব চ্যানেল তৈরি করার সবচেয়ে সেরা আইডিয়া সম্পর্কে জানতে পারবেন। এই আইডিয়া থেকে যে কোন একটি বিষয় বেছে নিয়ে আপনার ইউটিউব চ্যানেল শুরু করতে পারেন। ইউটিউবের চ্যানেল তৈরিতে যে নিশ বা টপিক নিয়ে আলোচনা করব এই নিশ গুলো খুবই জনপ্রিয় ও প্রয়োজনীয় টপিক। এই বিষয় নিয়ে ভালভাবে কাজ করতে পারলে ইউটিউবে খুব সহজেই সাকসেস হওয়া সম্ভব।

ইউটিউব চ্যানেল নিশ আইডিয়া

নিম্নে দেখানো হবে ১৫টি সেরা ইউটিউব ভিডিও তৈরির আইডিয়া বা ইউটিউব নিশ আইডিয়া। নতুনদের জন্য সেরা ও লাভজনক ইউটিউব চ্যানেল আইডিয়া বলতে পারেন। (Youtube Video Content Ideas)

নিম্নে সংক্ষেপে দেখানো হলো কি কি টপিক নিয়ে আলোচনা করা হবেঃ-

1. Entertainment Channel

2. Health Channel

3. Products Unboxing

4. Tech & Gadgets Reviews

5. How-to Videos

6. Gaming Videos

7. Travel Vlogging

8. Cooking Videos

9. Educational Tutorials

10. Price Comparison

11. Motivational Channel

12. Mobile Tutorial Channel

13. Screen Recording Videos

14. Funny Videos Channel

15. Experimental Videos

1. Entertainment Channel

ইউটিউবে এন্টারটেইনমেন্ট চ্যানেল খুলতে পারেন। যারা ইউটিউবে গিয়ে ভিডিও দেখে থাকে তাদের মধ্যে বেশিরভাগই বিনোদনমূলক ভিডিও দেখে থাকে। এন্টারটেইনমেন্ট ভিডিও সবার কাছেই একটি গ্রহণযোগ্যতা থাকে।আপনি যদি Entertainment চ্যানেল খুলেন আর ভিডিওর কোয়ালিটি যদি ভাল হয় তাহলে সফলতা খুবই তাড়াতাড়ি পাওয়া সম্ভব।

2. Health Channel

আমরা সবাই কমবেশি স্বাস্থ্য বিষয়ক সচেতন হয়ে থাকি। আপনি যদি ইউটিউবে চ্যানেল খুলতে চান তাহলে স্বাস্থ্য বিষয়ক চ্যানেল খুলতে পারেন। কারন এই ভিডিওকে মোটামোটি সবাই পছন্দ করে থাকে। আপনার ভিডিওর মান যদি ভাল হয় আর ভিডিওতে যদি সঠিক তথ্য দিতে পারেন, তাহলে Health Channel খুলে রাতারাতি পপুলার চ্যানেলে পরিনত হতে পারেন।

3. Products Unboxing

আমাদের সবারই কোন না কোন পন্য কিনার দরকার হয়ে থাকে। এক সময় আমরা যেকোন প্রডাক্ট কিনার আগে যারা ঐ পন্যটি কিনেছে তাদের কাছে জিজ্ঞাস করে নিতাম ঐ পন্যটি কেমন ও দাম কেমন। এখন আমরা কোন কিছু কিনার আগে অনলাইনে যাচাই করে নেই অন্য কেউ কি বলে ঐ পন্য সম্পর্কে। আপনি যদি ইউটিউবে চ্যানেল খুলতে চান তাহলে Products Unboxing ভিডিও করতে পারেন, মানে যেকোন পন্য নিয়ে মতামত দিতে পারেন এই পন্যটি কেমন এবং দাম কেমন।

4. Tech & Gadgets Reviews

বর্তমান পৃথিবীতে টেকনোলজির যেসব পন্য রয়েছে তা আমাদের নিত্য দৈনন্দিনের চলার সাথি হিসেবে কাজ করে। বর্তমানে টেকনোলজির পন্য কিনতে হয় সবারই। ছোট থেকে বড় সবারই চাহিদা রয়েছে টেকনোলজির যেসব পন্য রয়েছে তার উপর। তাই আপনি চাইলে বিভিন্ন টেকনোলজি পন্য নিয়ে রিভিউ করতে পারেন বা বিভিন্ন প্রযুক্তিগত পন্য গুলোর সম্পর্কে বলতে পারেন, কি কি সুবিধা অসুবিধা রয়েছে পন্যটির।

5. How-to Videos

প্রযুক্তির এই দুনিয়ায় সবাই এখন অনলাইনের মাধ্যমে জানতে চায় বিভিন্ন প্রশ্নের উত্তর। আমরা অনেক কাজের জন্য ইউটিউবের মাধ্যমে যেকোন বিষয় সম্পর্কে জানতে চায়, যেমন- যেকোন টেক বিষয়ক কিভাবে করতে হয়, কিভাবে করব, কিভাবে করা যায়। আপনি যদি কোন কিছুর পারদর্শি হয়ে থাকেন তাহলে ইউটিউবে ওই বিষয় নিয়ে চ্যানেল খুলতে পারেন আর দেখাতে পারেন এটা কিভাবে করতে হয় বা ওই টার কাজ কিভাবে করতে হয়। যেমন- আপনি যদি কম্পিউটার সম্পর্কে ভাল জানেন তাহলে বিভিন্ন সফটওয়্যার কিভাবে ইন্সটল করতে হয় বা বিভিন্ন সফটওয়্যারের কাজ কিভাবে করতে হয় তা ভিডিও আকারে দেখিয়ে ইউটিউব চ্যানেলের মাধ্যমে শেয়ার করতে পারেন।

6. Gaming Videos

আপনি যদি গেম খেলতে পছন্দ করে থাকেন তাহলে গেমিং ভিডিও তৈরি করে ইউটিউব চ্যানেলে পাবলিশ করতে পারেন। এখনকার টিন এজাররা গেম খেলতে বেশি পছন্দ করে আর আপনি যদি গেমিং চ্যানেল করেন তাহলে আপনার ভিডিও দেখে শিখবে কিভাবে গেমটি খেলতে হয় এবং কিভাবে গেমটির সুবিধা নেওয়া যায়।

7. Travel Vlogging

আপনার যদি ঘুরতে পছন্দ করে থাকেন এবং বিভিন্ন নতুন নতুন জায়গায় যেতে পছন্দ হয় তাহলে আপনি ট্রাভেল ব্লগিং ভিডিও তৈরি করতে পারেন। আপনি যেসব জায়গায় যাবেন সে জায়গাটির বিবরণ ও সুবিধা অসুবিধা নিয়ে কথা বলতে পারেন এবং ভিডিও আকারে তৈরি করে চ্যানেলে আপলোড করতে পারেন।

8. Cooking Videos

আপনি যদি ভাল রান্না পারেন তাহলে ইউটিউবে বিভিন্ন মজাদার আনকমন রান্নার ভিডিও শেয়ার করতে পারেন। জীবনে চলার জন্য আমাদেরকে রান্না করে খেতে হয়েই থাকে আর রান্না করাটাও একটা শিখার বিষয়, তাই সবারই আগ্রহ থাকে নতুন নতুন রান্না সম্পর্কে জানার জন্য। রান্নার ভিডিও গুলো খুব ভাল চলে ইউটিউব চ্যানেলে।

9. Educational Tutorials

আপনি যদি শিক্ষা বিষয়ক কোন একটা সাবজেক্ট এর উপর দক্ষতা থেকে থাকে, তা আপনি ইউটিউব চ্যানেলের মাধ্যমে শিখাতে পারেন। যেমন-আপনি যদি ইংলিশ শেখাতে ভাল পারেন তাহলে ইংলিশ শেখানোর জন্য একটি চ্যানেল খুলতে পারেন। আপনি যদি অংক ভাল পারেন তাহলে অংক শেখাতে পারেন। আপনি যদি আরবি সাবজেক্ট ভাল পারেন তাহলে আরবি নিয়ে শিক্ষনীয় ভিডিও তৈরি করতে পারেন। মোট কথা হলো আপনি যে বিষয় ভাল পারেন তা নিয়ে Educational Tutorials তৈরি করতে পারেন।

10. Price Comparison

বাজারে বিভিন্ন ধরনের কোম্পানীর একই প্রোডাক্ট থাকে আর আপনি যদি দুইটি কোম্পানীর পন্য নিয়ে আলোচনা করতে পারেন, কোন কোম্পানীর প্রোডাক্ট কেমন, কোন প্রোডাক্ট কি রকম দাম বা দাম এর দিক থেকে কোন কোম্পানীর প্রোডাক্ট সবচেয়ে বেশি, এধরনের কমপিটিশন করে ভিডিও তৈরি করতে পারেন। তাহলে এই ভিডিও গুলোও অনলাইনে মানুষ বেশি দেখে।

11. Motivational Channel

বিভিন্ন অনুপ্রেরণামূলক, জীবনে সফল হওয়ার মত ও বিভিন্ন মনিষিদের উক্তিমূলক কথাবর্তা নিয়ে Motivational ভিডিও তৈরি করতে পারেন। ইউটিউবে Motivational Channel গুলোর ভিডিও প্রচুর ভিউ হয়। এই ধরনের ভিডিও কম বেশি সবাই শুনতে চায়।

12. Mobile Tutorial Channel

আমরা তো সবাই মোবাইল ব্যবহার করেই থাকি। আর সেই মোবাইল ব্যবহার করার সময় প্রযুক্তিগত অনেক সমস্যায় পরতে হতে পারে বা বিভিন্ন এপস এর সুবিধা সম্পর্কে জানতে হতে পারে। আপনি যদি মোবাইল সম্পর্কে ভাল জানেন তাহলে মোবাইল নিয়ে ভিডিও টিউটোরিয়াল তৈরি করতে পারেন। মোবাইলের বিভিন্ন এপস সম্পর্কে নিয়ে ভিডিও তৈরি করতে পারেন।  

13. Screen Recording Videos

আপনি যদি কম্পিউটারের মাধ্যমে কোন কিছু শিখাতে চান, তাহলে আপনি কম্পিউটারের স্ক্রিন রেকর্ড করে ভিডিও তৈরি করতে পারেন আর সেই ভিডিও ইউটিউব চ্যানেলে আপলোড করতে পারেন।

বিভিন্ন শিক্ষনীয় দেখানো ভিডিও তৈরি করার মাধ্যমে Screen Recording Videos তৈরি করতে পারেন। এই ভিডিও গুলোও অনেক চাহিদা রয়েছে। যেমন- আপনি যদি ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভোলাপ পারেন আর এই কাজটি স্ক্রিন রেকর্ড করে দেখাতে পারেন তাহলেও আপনার ভিডিও ভাল চলবে। এরকমই গ্রাফিক্স ডিজাইন, সফটওয়্যার সংক্রান্ত, কম্পিউটার টিপস এন্ড ট্রিকস ইত্যাদি বিষয় নিয়ে কাজ করে কম্পিউটারের Screen Recording Videos তৈরি করতে পারেন।

14. Funny Videos Channel

ইউটিউবে ফানি ভিডিও কেমন চলে বা কেমন ভিউ হয় তা বলার মত আর নেই। ফানি ভিডিও দেখে না এমন মানুষ পাওয়া বড়ই মুশকিল। ছোট শিশু বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ মানুষ পর্যন্ত ও যেকোন ভাষাভাসির লোকই এই ফানি ভিডিও দেখে থাকে। ফানি ভিডিও চ্যানেল এর লাভ হচ্ছে, এই চ্যানেলের ভিউ বা এই চ্যানেলের ভিডিও সব দেশের মানুষই কম বেশি দেখে থাকেই। আপনি যদি ইন্টারন্যাশনালিভাবে ভাল মানের ফানি ভিডিও তৈরি করতে পারেন তাহলে আপনার চ্যানেলের সীমানা শুধু একটি দেশের মধ্যেই আটকে থাকবে না, সকল দেশের মানুষই এই Funny Videos গুলো দেখবে।

15. Experimental Videos

এই পৃথিবীর যত আবিস্কার হয়েছে তা প্রথমে কোন না কোন গবেষনার মাধ্যমেই আবিষ্কার হয়েছে। আপনি যদি বিভিন্ন Experiment করতে ভালবাসেন তাহলে ইউটিউবে Experimental ভিডিও তৈরি করে পাবলিশ করতে পারেন। এই সব ভিডিও গুলোর দেখার সবারই আগ্রহ থাকে।

শেষ কথাঃ

আশা করি ইউটিউবের চ্যানেল তৈরি করার সবচেয়ে সেরা ১৫টি আইডিয়া সম্পর্কে জানতে পারলেন। আপনি যদি ইউটিউবে কাজ করতে চান আর ইউটিউবের মাধ্যমে ইনকাম করতে চান তাহলে এই আইডিয়া গুলো থেকে যেকোন একটি আইডিয়া নিয়ে আপনিও শুরু করে দিতে পারেন।

আর্টিকেলটি ভাল লেগে থাকলে কমেন্ট করে জানাতে পারেন। কোন কিছু জানার থাকলেও কমেন্ট করতে পারেন।

ধন্যবাদ লেখাটি পড়ার জন্য। 

টেক টিউটোরিয়াল ভিডিও পেতে iT24 Bangla ইউটিউব চ্যানেলটিতে ঘুরে আসুন।

আরো জানুন-

Quick Bangla

বাংলা তথ্যভিত্তিক ওয়েবসাইট হিসেবে পরিচালিত এই সাইটটি। তাই বাংলায় অনেক ধরনের তথ্যই এখানে পেয়ে যাবেন। আশা করি সঠিক তথ্য বিষয়বস্তু জানতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please Turn off ad blocker