ডকুমেন্ট ফরমেট

সহজে ক্যাশ মেমো তৈরী করা শিখুন, Cash Memo Format

এই পোষ্টে সহজে ক্যাশ মেমো তৈরী করা শিখুন। Cash Memo Format বা ওয়ার্ড ফাইল ফ্রি ডাউনলোড করে নিন। এখন থেকে সহজেই তৈরি করতে পারবেন।

আমরা যখন কোন কিছু বিক্রি করতে যাই তখন আমাদের সেই পন্যের যাবতীয় বিবরণ ও কয়টি পন্য এবং মূল্য একটি পেইজে লিখে দিতে হয় আর যেই পেইজটিতে লিখা হয় তাকে ক্যাশ মেমো বলা হয়। আমরা যখনই কোন কোম্পানী বা দোকান খুলি তখন যে পন্যটি বিক্রি করি বিক্রিত পন্যের কত টাকা নেওয়া হল এই ক্যাশ মেমোতে লিখে দিতে হয়। তো আজকে আমরা শিখবো কিভাবে ক্যাশ মেমো মাইক্রোসফট এর মাধ্যমে তৈরি করতে হয় (How to Make Cash Memo in Word)।

প্রথমে উপরে কোম্পানী/দোকানের নামটি থাকবে, তারপর নিচে ঠিকানাটি দিতে হবে, এরপর ফোন/মোবাইল নাম্বারটি দিতে হবে, এর নিচে ক্যাশ মেমো লিখে দিতে হবে, তার নিচে একপাশে নাম্বার এবং অন্য পাশে তারিখ দিয়ে দিতে হবে। নিচে নিচে নাম ও ঠিকানা দিয়ে দিতে হবে যে পন্যটি কিনবে তার। এর নিচে টেবিল তৈরি করতে হবে টেবিলের ছকের কলামে সিরিয়াল নাম্বার/সংখ্যা, বিবরণ, কোয়ানটিটি/ওজন, দর, মূল্য দিয়ে দিতে হবে। নিচের টোটাল/সর্বমোট, এডভান্স/অগ্রিম, ডিউ/বাকী দিয়ে দিতে হবে, সর্বশেষে নিচের দিকে অথোরাইজ/কোম্পানী পক্ষের স্বাক্ষর দিয়ে দিতে হবে।cash memo format in word ফাইলটি ডাউনলোড করে কাজ করে নিন যেমনটি বলা হলো, চাইলে ইংলিশে তৈরি করতে পারেন অথবা বাংলায়ও তৈরি করতে পারেন।

cash memo
ক্যাশ মেমো/Cash Memo Format

ক্যাশ মেমোর ছবিটি খেয়াল করুন কিভাবে তৈরি করা হলো অথবা সবার নিচে মূল ফাইলটি শেয়ার করা হলো চাইলে ডাউনলোড করে কাজ করতে পারেন।

সহজে ক্যাশ মেমো তৈরী করা শিখুন (Cash Memo Format)

নিম্নে ক্যাশ মেমো তৈরি করার নমুনা ফরমেটঃ-

Dhaka Enterprise

Banani, Dhaka-1213

Mobile: 017xxxxxxx

CASH MEMO

No………………… Date:………………
Name:
Address:
Sl.DescriptionQnt.RateAmount











Total=
Advance=




Due=

Received by Authorized

?নিচে ভিডিওটি দেখুন- কিভাবে ক্যাশ মেমো তৈরি করে।

মাইক্রোসফট ওয়ার্ডে ক্যাশ মেমো তৈরি করুন

??ক্যাশ মেমো word file download করুন

আরো জানুন-

Quick Bangla

বাংলা তথ্যভিত্তিক ওয়েবসাইট হিসেবে পরিচালিত এই সাইটটি। তাই বাংলায় অনেক ধরনের তথ্যই এখানে পেয়ে যাবেন। আশা করি সঠিক তথ্য বিষয়বস্তু জানতে পারবেন।

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please Turn off ad blocker