হাওলাত টাকা দেওয়ার অঙ্গিকারনামা, টাকা ধারের চুক্তিপত্র লেখার নিয়ম
আজকে এই পোষ্ট থেকে হাওলাত টাকা দেওয়ার অঙ্গিকারনামা নমুনা পেয়ে যাবেন। এবং টাকা ধারের চুক্তিপত্র লেখার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
টাকা ধারের চুক্তিপত্র লেখার নিয়ম
আমরা যখন পরিচিত কারো কাছ থেকে টাকা গ্রহণ করি তখন অনেক সময় সাদা কাগজে কিছু একটা লিখে স্বাক্ষর করিয়ে থাকি বা চাইলে ষ্ট্যাম্পের উপরে লিখে প্রিন্ট করে স্বাক্ষর করিয়ে রাখি। তবে আজকে আমরা জানবো টাকা ধারের চুক্তিপত্র লেখার নিয়ম বা কিভাবে হাওলাত নেওয়ার টাকার অঙ্গিকারনামা লিখতে হয়। হাওলাত টাকার লেনদেন করার জন্য ষ্ট্যাম্প বা কাগজে কি কি লিখা লাগে, কি কি বিষয় গুলো তুলে ধরতে হয়। তবে এই লেখা গুলো যদি আইনি ভাবে পরবর্তীতে সহায়তা পেতে চান তাহলে ১০০ টাকার তিনটি ষ্ট্যাম্প পেপারে প্রিন্ট দিতে হবে কারন বাংলাদেশ আইনে ৩০০ টাকার নিচের ষ্ট্যাম্প পেপারে প্রিন্ট করলে সেটার আইনি মূল্যায়ন থাকে না।
হাওলাত টাকা দেওয়ার অঙ্গিকারনামা
টাকা ধারের চুক্তিপত্র লেখার নিয়ম হিসেবে এবং হাওলাত টাকা দেওয়ার অঙ্গিকারনামা নিম্নে একটি ফরমেট তুলে ধরা হবে। যেখানে প্রথমেই অঙ্গীকারনামা লিখা থাকবে বড় করে। তারপর প্রথমপক্ষ যিনি টাকা দিবেন এবং দ্বিতীয়পক্ষ যিনি টাকা নিবেন তিনিদের নাম ঠিকানা উল্লেখ করতে হয়। এরপরের অংশে কত টাকা নিলেন দ্বিতীয়পক্ষ এবং কত তারিখে টাকাটি ফিরিয়ে দেবেন তা উল্লেখ করতে হয়। এর মধ্যে যদি কোন ধরনের শর্ত রাখতে চান কেউ তাহলে যেকোন শর্তাবলী দিয়ে দিতে পারেন। এরপর একদম শেষে যিনি টাকা নিবেন তার স্বাক্ষর থাকবে এবং স্বাক্ষীগণের স্বাক্ষর দিতে হবে।
নিচে অঙ্গীকারনামা নমুনা ফরমেট তুলে ধরা হলোঃ-
অঙ্গীকারনামা
মোঃ ফখরুল আলম, পিতা- খুরশেদ আলম, মাতাঃ মোছাঃ রানুয়ারা বেগম, জাতীয় পরিচয়পত্র নং ৬৯৮৩৬৯৭৮৬১, মোবাইল নং-০১৭৩২৪৯১, বর্তমান ঠিকানাঃ বাসা-১৯, রোড-৩, বনানী, ঢাকা, স্থায়ী ঠিকানাঃ গ্রাম-ভাগলপুর, পোঃ ভাগলপুর, থানাঃ বাজিদপুর, জেলাঃ কিশোরগঞ্জ, জাতীয়তা-বাংলাদেশী, ধর্ম-ইসলাম, পেশা-চাকুরী।
—–প্রথম পক্ষ (দাতা)।
মোঃ ………………….., পিতাঃ………………………………, মাতা-…………………………., জাতীয় পরিচয়পত্র নং …………….., মোবাইল নং-…………………., বর্তমান ঠিকানাঃ …………………। স্থায়ী ঠিকানাঃ গ্রাম/মহল্লাঃ …………………, ডাকঘর: …………………, উপজেলাঃ …………………., জেলাঃ ………………….., জাতীয়তা-বাংলাদেশী, ধর্ম-ইসলাম, পেশা-চাকুরী।
—–দ্বিতীয় পক্ষ (গ্রহীতা)।
চলমান পাতা-০২
পাতা নং-০২
প্রথম পক্ষ কর্তৃক আমি দ্বিতীয় পক্ষের টাকা প্রয়োজন হওয়ায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা হাওলাত হিসেবে গ্রহণ করিলাম।
উক্ত টাকা আমি দ্বিতীয়পক্ষ ২৩/১০/২০১৯ইং তারিখ রোজ বুধবার হইতে আগামী এক মাসের মধ্যে ২২/১১/২০১৯ইং তারিখ রোজ শুক্রবার এর মধ্যে পরিশোধের করিব। উক্ত তারিখে টাকা পরিশোধ করা না হইলে আমার বিরুদ্ধে আইন অনুযায়ী যে কোন ব্যবস্থা গ্রহণ করা হইলে আমি দ্বিতীয়পক্ষের কোন আপত্তি থাকিবে না।
চলমান পাতা-০৩
পাতা নং-০৩
এই বিবৃতি আমি দ্বিতীয়পক্ষ স্বেচ্ছায়, সজ্ঞানে এবং বিনা প্ররোচনায় উপস্থিত স্বাক্ষীগণের উপস্থিতিতে নিম্নে আমার সহি সম্পাদন করিলাম।
স্বাক্ষীগণের নাম ও স্বাক্ষর
১। দ্বিতীয় পক্ষের স্বাক্ষর
২। মোঃ …………………….
৩।
অঙ্গীকারনামা প্রিন্ট করার নিয়ম
মাইক্রোসফটে লেখার পর এটিকে পেইজ সেটাপ করে নিতে হবে। ফাইল ওপেন থাকা অবস্থায় বাম পাশে একদম সাইটে ডাবল ক্লিক করে পেইজ সেটাপ অপশনে যেতে হবে। তারপর পেপার অপশন থেকে লিগ্যাল সাইজ করে দিতে হবে। তারপর margins অপশন থেকে উপরে মানে টপে 4.5 ইঞ্চি রাখতে পারেন, লেফট ও রাইট এ 1ইঞ্চি রাখতে পারেন। তারপর নিচে মানে বোটমে 1.5 ইঞ্চি রাখতে হবে। তারপর পেইজ সেটাপটি ওকে করে দিতে হবে।
এখন ৩টি ষ্ট্যাম্প পেপারে লেখাগুলো ভাগ করে প্রিন্ট করে নিতে হবে।
ভিডিও দেখুন- টাকা ধার দেওয়ার চুক্তিপত্র লেখার নিয়ম, চুক্তিপত্র দলিল লেখার নিয়ম👇
আরো জানুন-