জন্ম তারিখ সংশোধনের হলফনামা তৈরি করার নিয়ম

জন্ম তারিখ সংশোধনের জন্য কিভাবে হলফনামা তৈরি করতে হয় তা এই পোষ্টের মাধ্যমে জানতে পারবেন। জন্ম তারিখ সংশোধনের হলফনামা এর দুটি নমুনা ফরমেট নিম্নে উল্লেখ করা হলো, যে নমুনা ফরমেটটি দেখে জন্ম তারিখ সংশোধেরন হলফনামা আপনি নিজেও তৈরি করতে পারবেন। হলফনামাটি মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে লিখার পর সেটিকে পেইজ সেটাপ করে ষ্ট্যাম্পে প্রিন্ট করে নোটারী করা যাবে। এ পোষ্টে জন্ম তারিখ সংশোধনের নমুনা ফরমেটটির তথ্য পরিবর্তন করে আপনিও পারবেন হলফনামা তৈরি করার।
নিচে জন্ম তারিখ সংশোধনের হলফনামা এর নমুনা ফরমেট তুলে ধরা হলোঃ-
নোটারী পাবলিকের কার্যালয় ঢাকা, বাংলাদেশ
জন্ম তারিখ সংশোধনের হলফনামা
আমি, মোঃ মামুন চৌধুরী, পিতা- ফারুক হোসেন চৌধুরী, বয়স-৪২, সাং-৬৬০, মালিবাগ, থানা-মতিঝিল, জেলা- ঢাকা, পেশা-ব্যবসা, ধর্ম-ইসলাম, জাতীয়তা- বাংলাদেশী এই মর্মে হলফ করিতেছি যে,
১. আমি বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি বটে। আমি আইনগতভাবে যেকোন বৈধ সিদ্ধান্ত নেওয়ার অধিকারী।
২. আমার কন্যা জান্নাতুল ফেরদৌস সায়মা আমার ঔরশে আমার স্ত্রীর গর্ভে ১৭/১২/১৯৯৪ইং জন্ম গ্রহণ করে। কিন্তু ভুল বশতঃ ভর্তির সময়ে আমার কন্যার জন্ম তারিখ ১৭/১২/১৯৯৪ইং-এর স্থলে ১৭/১২/১৯৯২ইং লিপিবদ্ধ হইয়াছে। অথচ আমার কন্যার প্রকৃত জন্ম তারিখ হইবে ১৭/১২/১৯৯৪ইং।
৩. অদ্য হইতে নবম শ্রেণীতে ভর্তির আবেদনে আমার কন্যার জন্ম তারিখ ১৭/১২/১৯৯২ইং এর পরিবর্তে ১৭/১২/১৯৯৪ইং হইবে।
উপরে বর্ণিত বিবরণসমূহ আমার জ্ঞান মতে সত্য জানিয়া অদ্যকার তরিখে নোটারী পাবলিকের সম্মুখে অত্র হলফনাময় আমার নিজনাম দস্তখত করিলাম।
——————–
হলফকারীর স্বাক্ষর
হলফকারী আমার পরিচিত এবং তিনি আমার সম্মুখে
অত্র হলফমায় তাহার নিজ নাম দস্তখত করিয়াছেন।
——————
এডভোকেট
নোটারী পাবলিক-এর কার্যালয় বাংলাদেশ ঢাকা
“ভুল সংশোধনের হলফনামা”
আমি মোঃ নাজিম উদ্দিন, (জন্ম তারিখ ২৪-০৩-১৯৮৬ইং), পিতা: মোঃ রশিদ মিয়া, মাতা- মোসাঃ রাহেলা বেগম, সাং- গ্রাম- খিলগ্রাম, পোঃ- ডোসার, উপজেলাঃ কালকিনি, জেলাঃ মাদারীপুর, বর্তমানে-বাসা নং ৪৪, মাদারটেক, ডাকঘর-বাসাবো-১২১৪, থানা- সবুজবাগ, জেলা- ঢাকা, ধর্ম-ইসলাম, পেশা- ব্যবসা, জাতীয়তা- বাংলাদেশী এই মর্মে হলফ পূর্বক ঘোষণা করিতেছি যে,
১. আমি বাংলাদেশের একজন সুনাগরিক ও স্থায়ী বাসিন্দা এবং অত্র হলফনামা স্বাক্ষর করার মত যোগ্য এবং প্রাপ্ত বয়স্ক বটে।
২. আমার জাতীয় পরিচয় পত্রে ওউ ঘড়.- ১৯৭৫৫৫৫-এ ভুলক্রমে আমার জন্ম তারিখ ২৪/০৩/১৯৭৫ইং ভুল তথ্য মুদ্রিত হয়। কিন্ত প্রকৃত পক্ষে আমার জন্ম তারিখ ২৪/০৩/১৯৮৬ইং হইবে। ফলে এখন থেকে আমার সমস্ত বিষয়ক কাগজপত্র সহ অন্যান্য যাবতীয় বিষয়ের আমার জন্ম তারিখ ২৪/০৩/১৯৮৬ইং হইবে।
চলমান পাতা-০২
পাতা-০২
উপরোক্ত হলফনামায় আমার বক্তব্য জ্ঞান ও বিশ্বাস মতে সম্পূর্ণ সত্য জানিয়া সহি স্বাক্ষর করিলাম।
ইতি, তাং-
———————-
হলফকারির স্বাক্ষর
হলফকারিনী আমার পরিচিত। তিনি আমার সম্মুখে
স্বাক্ষর করিলে আমি তাহাকে সনাক্ত করিলাম।
———————–
এডভোকেট
আরো পড়ুন ও জানুন-
- অবিবাহিত সংক্রান্ত হলফনামা করার নিয়ম
- ডকুমেন্ট হারিয়ে গেলে এফিডেভিট করার নিয়ম, Affidavit of Lost Original Document
- ফ্ল্যাট বন্ধকী দলিল লেখার নিয়ম, ফ্ল্যাট বন্ধক চুক্তিপত্র
- জমি বন্ধক রাখার দলিল লেখার নিয়ম, জমি বন্ধকী চুক্তি পত্র
- চাকরিতে যোগদান পত্রের নমুনা, যোগদান পত্র লেখার নিয়ম, Job Joining Letter Format
“২. আমার জাতীয় পরিচয় পত্রে ওউ ঘড়.- ১৯৭৫৫৫৫-এ ভুলক্রমে আমার জন্ম তারিখ”
এখানে “ওউ ঘড়.” মানে কি