ডকুমেন্ট ফরমেট

নামের বানান সংশোধনের হলফনামা, নাম পরিবর্তনের এফিডেভিট নমুনা

এই পোষ্টে নামের বানান সংশোধনের হলফনামা কিভাবে তৈরি করে জানেতে পারবেন। নাম পরিবর্তনের এফিডেভিট এর নমুনা পেয়ে যাবেন।

নাম পরিবর্তনের এফিডেভিট নমুনা বর্ণনা

আমাদের যখন সার্টিফিকেট বা অন্যান্য কাগজপত্রে নিজের নামের বানান ভুল চলে আসে তখন এই নামের বানানটি সংশোধন করার জন্য কিভাবে নোটারী পাবলিক এর মাধ্যমে হলফনামা তৈরি করতে হয় তা নিয়ে আজকের এই লেখাটি। নামের বানান সংশোধন করার জন্য কিভাবে হলফনামা তৈরি করতে হয় তা জানানোর চেষ্টা করব। নাম সংশোধন করার নিয়ম কি জানতে পারবেন ও নামের বানান সংশোধন করার হলফনামা তৈরি করার নিয়ম জানতে পারবেন এবং নাম পরিবর্তনের এফিডেভিট এর নমুনা সম্পর্কে জানতে পারবেন।

নিচে নামের বানান সংশোধন করার হলফনামা নমুনা ফরমেট এবং নাম পরিবর্তনের এফিডেভিট নমুনা দেওয়া হলো, যাতে করে যে কেউ বাংলা এবং ইংলিশে নাম পরিবর্তন করার প্রসেস করতে পারে।

নিম্নে “নামের বানান সংশোধনের হলফনামা” দেওয়া হলোঃ-

হলফনামা

বরাবর, নোটারী পাবলিক, ঢাকা, বাংলাদেশ

আমি মোঃ ফখরুল আলম রাসেল, পিতা-মোঃ খুরশেদ আলম, মাতা-রানুয়ারা বেগম, ঠিকানাঃ গ্রাম-বিরামপুর, পো-হাবলাউচ্চ, থানা-বি-বাড়িয়া, জেলা-বি-বাড়িয়া। জাতীয়তা-বাংলাদেশী, পেশা- ব্যবসা, ধর্ম-ইসলাম, এই মর্মে হলফ পূর্বক ঘোষনা করিতেছি যে, আমার নামের সঠিক বানান মোঃ ফখরুল আলম রাসেল এবং জন্ম তারিখঃ ১৪-০২-১৯৮৬ ইং কিন্তু ভুল বশতঃ লেখা হয়েছে (ফখরুল আলম রাসেল এবং জন্ম তারিখ- ১৬-০৪-১৯৮৭ইং । তাই আমি আমার নামের সঠিক বানানটি হলো (মোঃ ফখরুল আলম রাসেল) এবং সঠিক জন্ম তারিখ হলো (১৪-০২-১৯৮৬ ইং)। তার স্বপক্ষে আমি আমার যাবতীয় কগজপত্র পেশ করছি।

চলমান পাতা-২

পাতা-২

এতদ্বার্থে আমি হফলকারী স্বেচ্ছায়, সুস্থ্য শরীরে, সুস্থ্য মস্তিস্কে অন্যের বিনা প্ররোচনায় হলফনামা পড়িয়া ও পড়াইয়া , শুনিয়া ও শুনাইয়া, বুঝিয়া ও বুঝাইয়া ইহার মর্ম ভালভাবে অবগত হইয়া শুদ্ধ স্বীকার অত্র হলফ নামায় নিজ নাম সহি স্বাক্ষর প্রদান করিলাম। ইতি তাং-

হলফকারীর স্বাক্ষর

হলফকারী আমার পরিচিত এবং আমার সম্মুখে স্বাক্ষর করিয়াছে। আমি তাহাকে সনাক্ত করিলাম।

……………………………
সনাক্তকারীর স্বাক্ষর

নিচে আরেকটি ইংলিশে “নাম পরিবর্তনের এফিডেভিট নমুনা” দেওয়া হলোঃ-

­­BEFORE THE NOTARY PUBLIC, DHAKA, BANGLADESH

AFFIDAVIT TO CORRECTION OF NAME

MRS. JANNAT ARA BEGUM, wife of MD. MAMUN MIA, Mother’s Name- Monoara Begum, Present Address: 66, P.O. Basabo, P.S. Sabujbag, Dhaka, Permanent Address: Vill- Rupsha Munshibari, P.O- Rupsha Bazar, P.S- Faridgonj, Dist- Chandpur by  profession- Service, by faith- Muslim, by Nationality- Bangladeshi do hereby solemnly affirm and declare as follows:-

  1. That I am permanent citizen and national of Bangladeshi by Birth.
  2. That my Son, Riaz Ahmed, was passed in the SSC Examination in the year of 2008 from Bangladesh Open University. 
  3. That in the certificate of SSC Examination his name is wrong fully stated as Reza Ahmed instead of Riaz Ahmed.
  4. That his actual & correct name is Riaz Ahmed. That is affidavit is shown by me as a piece of documentary evidence in support of my correct and actual name and this Affidavit shall be submitted before the authority concern if and when required.

The statements Made above are true to the best of my knowledge and belief and in truth, whereof I swear and signed this affidavit.

_________________

Deponent

The deponent is known to me, he is identified by me and he signed before me.

_________________

Advocate

“এফিডেভিট হলফনামা নমুনা” প্রিন্ট করার নিয়ম

তবে নিজেদের প্রয়োজনে এমএস ওয়ার্ডে লেখার পর এটিকে পেইজ সেটাপ করে নিতে হবে। পেইজ সেটাপ করার জন্য  প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল মেনু থেকে পেইজ সেটাপে যেতে হবে বা পেইজ লেআউট (page layout) থেকে মার্জিন (margins) থেকে কাস্টমস (customs) অপশনে যেতে হবে। তারপর পেপার অপশন থেকে লিগ্যাল সাইজ করে দিতে হবে। তারপর margins অপশন থেকে উপরে মানে টপে 4.5 ইঞ্চি রাখতে পারেন, লেফট ও রাইট এ 1ইঞ্চি রাখতে পারেন। তারপর নিচে মানে বোটমে 1.5 ইঞ্চি রাখতে হবে। তারপর পেইজ সেটাপটি ওকে করে দিতে হবে।

এবার আপনি প্রিন্টারে প্রিন্ট করতে পারেন। যেকোন হলফনামা বাংলাদেশ আইন অনুসারে ২০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প যা ১০০ টাকার ২টি ষ্ট্যাম্প পেপারে প্রিন্ট করতে হয়। আপনি দুই পেইজে ভাগ করে প্রিন্ট করে নিতে পারেন।

শেষ কথাঃ

আশা করি নামের বানান সংশোধনের হলফনামা এবং নাম পরিবর্তনের এফিডেভিট নমুনা সম্পর্কে উপরে দেখানো মতে জানতে পারলেন। যাদের হলফনামা এফিডেভিট নমুনা প্রয়োজন তিনিদের জন্য খুবই সহায়ক হবে এই পোষ্টটি। এছাড়াও কোন কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।

আরো পড়ুন-

Quick Bangla

বাংলা তথ্যভিত্তিক ওয়েবসাইট হিসেবে পরিচালিত এই সাইটটি। তাই বাংলায় অনেক ধরনের তথ্যই এখানে পেয়ে যাবেন। আশা করি সঠিক তথ্য বিষয়বস্তু জানতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please Turn off ad blocker