টিউটোরিয়াল ভিডিওডকুমেন্ট ফরমেট

রাজনৈতিক সিভি লেখার নিয়ম, Political CV Format Bangladesh

এই পোষ্টে রাজনৈতিক সিভি লেখার নিয়ম (Political CV Format Bangladesh) সম্পর্কে জানতে পারবেন। সিভি নমুনা পেয়ে যাবেন যাতে করে বুঝতে সহজ হয়।

আমাদের ব্যাক্তি জীবনে অনেক প্রয়োজনে সিভি তৈরি করার প্রয়োজন পরে। যেমন চাকুরীর জন্য সিভি, বিয়ের জন্য সিভি বা বায়োডাটা প্রয়োজন পরে আবার যারা রাজনৈতিক এর সাথে জড়িত তাদেরও অনেক সময় সিভি/জীবন বৃত্তান্ত তৈরি করতে হয়। এই বায়োডাটা বা জীবন বৃত্তান্ত হল নিজের সম্পর্কে তুলে ধরা। আজকে এই পোষ্টের মাধ্যমে তুলে ধরবো কিভাবে রাজনৈতিক জীবন বৃত্তান্ত তৈরি করবেন। এবং রাজনৈতিক সিভি এর নমুনা ফরমেট তুলে ধরা হবে।

রাজনৈতিক সিভি লেখার নিয়ম

রাজনৈতিক সিভি যাকে পলিটিক্যাল বায়োডাটা বা রাজনৈতিক জীবন বৃত্তান্ত নামে ডেকে থাকে। অন্যান্য সিভি লেখার নিয়ম থেকে রাজনৈতিক সিভি লেখার নিয়ম কিছু ভিন্ন হয়ে থাকে। কারণ এটা চাকরির জন্য সিভি লেখার নিয়ম নয়। একজন চাকরীজীবির চাকরির অভিজ্ঞতা দিয়ে তিনির সিভিটি সাজাতে হয়। কিন্তু একজন রাজনৈতিক ব্যক্তির সিভিটি তার রাজনীতির জীবনের কর্মকান্ড ও সমাজের তার ভূমিকা কি তা নিয়ে জীবন বৃত্তান্তটি বা সিভি খানা তৈরি করতে হয়। আবার একজন চাকুরীজীবীর CV টি একটি অফিসে দিতে হয় যেখানে তার চাকরি করতে ইচ্ছুক। কিন্তু একজন রাজনৈতিক ব্যক্তির CV টি আরেকজন উপরের লেভেলের রাজনৈতিক ব্যক্তির কাছে দিতে হয় তার পদন্নতির জন্য বা পদ পজিশন পাওয়ার জন। তাই চাকরিজীবি বা অন্যান্য প্রয়োজনের সিভির তুলনায় পলিটিক্যাল বায়োডাটার ভিন্নতা রয়েছে অনেকাংশে।

“রাজনৈতিক সিভি নমুনা” নিচে তুলে ধরা হলোঃ-

আল্লাহ সর্ব শক্তিমান

জয় বাংলা                                                                                                                    জয় বঙ্গবন্ধু

মোঃ খুরশেদ আলম

সুলতানপুর, সদর, বি-বাড়ীয়া।

ফোনঃ ০১৭১৫

রাজনৈতিক লক্ষ্য ও উদ্দেশ্যঃ

স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে সর্বদা দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। যোগ্য পিতার যোগ্য উত্তরসূরি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মানস কণ্যা মমতাময়ী মা, দেশরত শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে “রূপকল্প ভিশন-২০৪১” বাস্তবায়নের জন্য সর্বদা বাংলাদেশ মুজিব সৈনিক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী, দেশরতœ শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে সর্বদা কাজ করে যাচ্ছি এবং যেতে চাই।

রাজনৈতিক অবস্থানঃ

  • প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ সুলতানপুর ইউনিয়ন শাখা, ১৯৬৮ইং
  • মুক্তিযোদ্ধা কমান্ডার,  বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা কমান্ড, ১৯৮৫ইং হইতে অদ্যাবধি পর্যন্ত।
  • সিনিয়র সহ-সভাপতি,   বাংলাদেশ আওয়ামীলীগ সদর উপজেলা শাখা, ১৯৮৮ হইতে ২০১২ইং পর্যন্ত
  • সদস্য,  বাংলাদেশ আওয়ামী যুবলীগ বি-বাড়ীয়া জেলা শাখা, ১৯৭৭ইং
  • ক্রীড়া সম্পাদক,   বাংলাদেশ আওয়ামী যুবলীগ সদর শাখা , ১৯৭৪ইং
  • ক্রীড়া সম্পাদক,   সদর উপজেলা ক্রীড়া সংস্থা, ১৯৮৫ইং হইতে ১৯৯৩ইং
  • সভাপতি,   বাংলাদেশ আওয়ামীলীগ সদর উপজেলা শাখা, ২০১২ইং হইতে অদ্যাবধি পর্যন্ত।

রাজনৈতিক ভূমিকাঃ

  • ১৯৬৯ সালে গণঅভ্যূত্থানের সময় সুলতানপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে আন্দোলনে নেতৃত্ব দেই।
  • ১৯৭০ইং এর নির্বাচনে সুলতানপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে বলিষ্ঠ ভূমিকা পালন করি।
  • ১৯৭১ইং মহান মুক্তিযুদ্ধে ১১নং সেক্টরে মুজিব বাহিনীর সদস্য হিসেবে অংশগ্রহণ করি। 
  • ১৯৭৪ইং হইতে ১৯৭৬ইং দুইবার গণবাহিনীর আক্রমনের কবলে পড়ি।
  • স্বৈরাচার বিরুধি ৯০ এর আন্দোলনে পুলিশি নির্যাতনের শিকার হই।
  • ১/১১ মিছিল মিটিং এ জোড়ালো অগ্রণীভূমিকা পালন করি।

পারিবারিক রাজনৈতিক তথ্যাবলিঃ

পিতা :মৃত মজিবুর রহমান, সমাজসেবক।
চাচা  খোকন মিয়া, শিক্ষানুরাগী, সমাজসেবক, মুক্তিযোদ্ধা সংগঠক, সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ সুলতানপুর ইউনিয়ন শাখা ১৯৭৩ইং।
বড় ভাই: মোঃ বাক্কার মিয়া, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগ সুলতানপুর ইউনিয়ন শাখা, ১৯৬৭ইং এবং ১৯৭১ইং মুক্তিযোদ্ধা সংগঠক।
স্ত্রী   :মোছাঃ রানুয়ারা, মহিলা সম্পাদিকা, বাংলাদেশ আওয়ামীলীগ সুলতানপুর উপজেলা শাখা।
ছেলে:মোঃ ফখরুল ইসলাম, সাবেক সহ-সম্পাদক, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ বাংলাদেশ ছাত্রলীগ এবং সদস্য বাংলাদেশ আওয়ামীলীগ নির্বাচন পর্যবেক্ষক সমন্বয়ক উপ-কমিটি দায়িত্বপ্রাপ্ত বি-বাড়ীয়া, ২০১৯।

ব্যক্তিগত অর্জনঃ

হাই জাম্পে দুইবার চট্টগ্রাম বিভাগীয় চ্যাম্পিয়ন, ১৯৬৭ইং হইতে ১৯৬৮ইং।

ব্যক্তিগত তথ্যাবলীঃ

০১।নাম:  মোঃ খুরশেদ আলম (বীর মুক্তিযোদ্ধা মুজিব বাহিনী)।
০২।পিতার নাম মৃত মজিবুর রহমান।
০৩।মাতার নামমৃত উম্মল খায়ের।
০৪।বর্তমান ঠিকানাগ্রামঃ বিরামপুর, পোঃ হাবলাউচ্চ, উপজেলাঃ বি-বাড়িয়া, জেলাঃ বি-বাড়িয়া।
০৫।স্থায়ী ঠিকানা  গ্রামঃ বিরামপুর, পোঃ হাবলাউচ্চ, উপজেলাঃ বি-বাড়িয়া, জেলাঃ বি-বাড়িয়া।
০৬।জন্ম তারিখ  ০১/০১/১৯৫৬ইং।
০৭।লিঙ্গপুরুষ।
০৮। ধর্ম ইসলাম (সুন্নী)।
০৯।জাতীয়তাবাংলাদেশী।
১০।শিক্ষাগত যোগ্যতাএইচ.এস.সি।
১১।মুক্তিযোদ্ধার পরিচয় : বীর মুক্তিযোদ্ধা।

(মোঃ খুরশেদ আলম)

বীর মুক্তিযোদ্ধা

উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ প্রার্থী।

শেষ কথাঃ

আশা করি যাদের রাজনৈতিক বায়োডাটা (Political cv bangla) তৈরি করার প্রয়োজন উপরের এই ফরমেটটি দেখে লিখতে পারবেন। এবং আপনি যেই দলেরই হওন না কেন আপনি এই ফরমেট এর মত করে নিজের তথ্য দিয়ে তৈরি করে নিতে পারবেন। রাজনৈতিক সিভি নমুনা বাংলা ওয়ার্ড ফাইল ডাউনলোড করে নিতে চাইলে কমেন্ট করতে পারেন। এছাড়াও আর কোন কিছু জানার থাকলেও কমেন্ট করতে পারেন। ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।

??রাজনৈতিক সিভি ওয়ার্ড ফাইল ডাউনলোড করুন।

?২য় লিংক Political CV ডাউনলোড

ভিডিও দেখুন- রাজনৈতিক সিভি তৈরি করার নিয়ম?

রাজনৈতিক সিভি তৈরি করার নিয়ম

আরো জানুন-

Quick Bangla

বাংলা তথ্যভিত্তিক ওয়েবসাইট হিসেবে পরিচালিত এই সাইটটি। তাই বাংলায় অনেক ধরনের তথ্যই এখানে পেয়ে যাবেন। আশা করি সঠিক তথ্য বিষয়বস্তু জানতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please Turn off ad blocker