ব্যবসায়ের শেয়ার বিক্রয় দলিল করার নিয়ম

আমরা যখন কোন ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করি তখন যদি একের অধিক কয়েকজন মিলে ব্যবসায়ের মালিক থাকি সেক্ষেত্রে যদি কোন এক মালিক তার ব্যবসায়ের অংশটুকু অন্যকারো কাছে বিক্রি করে দিতে যায় তখন কিভাবে এই বিক্রয় দলিলটি করতে হয় সেটাই এই পোষ্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। এই লেখাটি পড়লে কিভাবে ব্যবসায়ের শেয়ার বিক্রয় দলিলটি করতে হয় তা জানতে পারবেন এবং কি কি বিষয়গুলো দলিলে লিখতে হয় তা জানতে পারবেন।
ব্যবসায়ের শেয়ার বিক্রয় দলিল টি লিখতে গেলে প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডে দলিলটি লিখতে হবে যা নিম্নে একটি ফরমেট দেওয়া হলো, যেটা দেখে আপনার তথ্য মতে লিখতে হবে। তারপর লেখা শেষে পেইজ সেটাপ করে ৩০০টাকার ষ্ট্যাম্পে প্রিন্ট করতে হবে এবং সহি স্বাক্ষর করলেই হয়ে যাবে।
নিচে শেয়ার বিক্রয় দলিল এর নমুনা ফরমেট তুলে ধরা হলোঃ-
বিসমিল্লাহির রাহমানির রাহিম
শেয়ার বিক্রয় দলিল
নাম:………….., পিতা:…………………ঠিকানা:………………. জাতীয়তা- বাংলাদেশী, ধর্ম- ইসলাম, পেশা- ব্যবসা।
-প্রথম পক্ষ / বিক্রেতা।
নাম:………….., পিতা:…………………ঠিকানা:………………. জাতীয়তা- বাংলাদেশী, ধর্ম- ইসলাম, পেশা- ব্যবসা।
-দ্বিতীয় পক্ষ / ক্রেতা।
আমি ১ম পক্ষ, মেসার্স এরফান ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরী, ঠিকানা- ৯২/১, নাজিমউদ্দিন রোড, চকবাজার, ঢাকা-১১০০ এর একজন শেয়ার হোল্ডার বিদ্যমান থাকিয়া নগদ টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় আমি আমার মালিকানার শেয়ার হস্তান্তর করিতে চাহিলে ২য় পক্ষ তাহার মালিকাধীন শেয়ার মূল্য বাবাদ ২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা প্রদান করিতে চাহিলে উক্ত মূল্যই সর্বচ্চো বাজার দর যাচাই করিয়া ২য় পক্ষ ক্রেতার নিকট অদ্য ১১/০৬/২০১৮ইং তারিখে বিক্রয় করিলাম।
চলমান পাতা-২
পাতা-২
উক্ত বেকারির একটি দোকান যাহা নন্দীপাড়ায় অবস্থীত এরফান বেকারি নামে উক্ত দোকান খানার শেয়ার ২য় পক্ষ ১ম পক্ষ মোঃ ময়েজ উদ্দিন এর নিকট হস্তান্তর করিলাম।
মোঃ ময়েজ উদ্দিন এর এরফান বেকারির শেয়ারের কোন প্রকার ঋন থাকিলে ২য় পক্ষ খুরশেদ আলম নিজ দায়ে বহন করিবেন। এবং নন্দীপাড়ায় অবস্থীত ঢাকা বেকারি নামে উক্ত দোকান খানার সকল ঋন ১ম পক্ষ মোঃ ময়েজ উদ্দিন খান বহন করিবেন।
চলমান পাতা-৩
পাতা-৩
এতদ্বার্থে স্বেচ্ছায়, স্বজ্ঞানে, সুস্থ শরীরে, সরল মনে, অন্যের বিনা প্ররোচনায় অত্র দলিল পাঠ করিয়া ও পাঠ করাইয়া, শুনিয়া, উহার সম্যক মর্ম ভালভাবে অবগত হইয়া বিক্রির সমুদয় টাকা নগদ হাতে হাতে বুঝিয়া পাইয়া উপস্থিত স্বাক্ষরকারী স্বাক্ষীগণের মোকাবেলায় অত্র বিক্রয় দলিল আপনার বরাবরে সহি সম্পাদন করিয়া দিলাম। ইতি, তারিখঃ-
সাক্ষীগণঃ ১। ২। ৩। | ১ম পক্ষ বিক্রেতার স্বাক্ষর ২য় পক্ষ ক্রেতার স্বাক্ষর |
আশা করি উপরের ফরমেটটি দেখে আপনাদের যদি এধরনের এগ্রিমেন্ট করার দরকার হয় তাহলে করতে পারবেন।
এ বিষয়ে আর কোন তথ্য জানার দরকার হলে কমেন্ট করে জানাতে পারেন।
ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।
আরো জানুনঃ-
- কিভাবে স্কুলের প্রশ্নপত্র তৈরি করতে হয়, প্রশ্নপত্র বানানোর নিয়ম
- জমির মালিকানা সংক্রান্ত হলফনামা করার নিয়ম