টিউটোরিয়াল ভিডিওডকুমেন্ট ফরমেট

মাসিক গাড়ি ভাড়ার চুক্তিপত্র লেখার নিয়ম | চুক্তিনামা নমুনা

মাসিক গাড়ি ভাড়ার চুক্তিপত্র লেখার নিয়ম সম্পর্কে জানুন। চুক্তিনামা নমুনা ও ভিডিও দেখুন এবং ফরমেট ফ্রি ডাউনলোড করে নিন।

মাসিক গাড়ি ভাড়ার চুক্তিপত্র লেখার নিয়ম

আমাদের নিজেদের কোম্পানীর বা ব্যবসায়ের জন্য যখন গাড়ী থাকে না বা গাড়ী কম থাকে তখন অন্যের কাছ থেকে মাসিক চুক্তি করে গাড়ী ভাড়া নিতে হয়। আমরা যখন অন্যের কাছ থেকে গাড়ি ভাড়া নিই তখন গাড়ীটির মাসে ভাড়া কত, কত তারিখে টাকা দিবেন, গাড়ীটি চলার জন্য তেল বা গ্যাস কে বহন করবে, ড্রাইভারের বেতন কে দিবেন ও এরকম আরো শর্তাবলী নিয়ে গাড়ীটি ভাড়া নিতে একটি চুক্তিপত্র তৈরি করে রাখতে হয়। আজকে এই লেখার মাধ্যমে জানতে পারবেন গাড়ি ভাড়া নেওয়ার চুক্তিপত্র এর নিয়ম কানুন।

নিম্নে গাড়ি ভাড়া নেওয়ার চুক্তিপত্র বা চুক্তিনামা নমুনা তুলে ধরা হলোঃ-

মাসিক গাড়ি ভাড়ার চুক্তিপত্র

মোঃ রায়হান ইসলাম, মোঃ খুরশেদ আলম, ঠিকানা-৩৪/১, তেজগাঁও, ঢাকা, জাতীয়তা-বাংলাদেশী, ধর্ম-ইসলাম, পেশা-ব্যবসা।

———প্রথম পক্ষ।

এবং

ডালচাল লিমিটেড এর পক্ষে ইহার ব্যবস্থাপনা পরিচালক ফখরুল আলম। হেড অফিস- রোড-১০, বাসা-১৯, মোহাম্মদপুর, ঢাকা। (যা’ দ্বারা উত্তরাধিকারী, প্রতিনিধিত্বকারী বা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তিকে বুঝাবে)

———— দ্বিতীয় পক্ষ।

দ্বিতীয় পক্ষ ৩ টন করে পণ্য ধারণ ক্ষমতা বিশিষ্ট ২টা গাড়ি ভাড়া নিচ্ছে যার চুক্তিপত্র উপর্যুক্ত প্রথম পক্ষ ও দ্বিতীয় পক্ষের মধ্যে অদ্য ৩১-১২-২০২০খ্রি. তারিখে সম্পাদিত হলো।


চলমান পাতা-০২

পাতা নং-০২

চুক্তির বিবরণী এবং শর্তসমূহ নিম্নে উল্লেখ করা হইলঃ

১) প্রথম পক্ষ দুইটি গাড়ি, গাড়ি নাম্বার, ঢাকা মেট্রো-শ ১১-০৯৫০ এবং গাড়ি নাম্বার, ঢাকা মেট্রো -শ ১১-০১২১২, প্রতিমাসে বডি ভাড়া বাবদ মোট টাকা ৭২,০০০/- (বাহাত্তর হাজার টাকা মাত্র)। দ্বিতীয় পক্ষের সাপেক্ষে ভাড়া দেওয়া হবে।
২) প্রতি মাসের গাড়ি ভাড়া এবং অন্যান্য পাওনা (যদি থেকে থাকে) তা পরবর্তী মাসের সাত (০৭) তারিখের মধ্যে পরিশোধ করতে হবে। পর পর দুই মাসের ভাড়া ও অন্যান্য বিল (যদি থেকে থাকে) পরিশোধে ব্যর্থ হলে ১৫ (পনের) দিনের নোটিশ প্রদান সাপেক্ষে তৃতীয় মাস শেষ হলে চুক্তি বাতিল করা হবে।
৩) গাড়ির তেল ও ড্রাইভারের বেতন ২য় পক্ষ বহন করবে।
৪) গাড়ির ছোটো খাটো মেরামত ২য় পক্ষ বহন করবে। আর গাড়ির বড় ধরনের সমস্যা হলে ১ম পক্ষ বহন করবে। এছাড়াও এর বহিঃভুত কারনে যে সমস্যা গুলো হবে তা ১ম পক্ষ ও ২য় পক্ষ এক সাথে বসে তা সমাধান করবে।
৫) যে ব্যবসার জন্য গাড়ি বরাদ্দ করা হবে উহা ছাড়া অন্য কোন ব্যবসা করা যাবে না।
৬) প্রথম পক্ষ বরাদ্দকৃত গাড়ি ভাড়া সেন্ট্রাল মার্কেট বাজার ব্যবস্থাপনা কমিটির অনুমোদন ক্রমে বৃদ্ধি বা পুনঃনির্ধারণ করতে পারবেন ছয় মাস পর।

চলমান পাতা-০৩

 পাতা নং-০৩

৭) দ্বিতীয় পক্ষ চুক্তিপত্রের কোন শর্ত ভঙ্গ করলে কিংবা কোন অবৈধ অথবা প্রথম পক্ষের জন্য ক্ষতিকর, কোন কার্যকলাপে লিপ্ত থাকলে অথবা সময়ে সময়ে প্রথম পক্ষ কর্তৃক আরোপিত কোন আইন সঙ্গত আদেশ বা নির্দেশ অমান্য করলে প্রথম পক্ষ পনের দিনের নোটিশ প্রদান স্বাপেক্ষে সংশ্লিষ্ট গাড়ি বরাদ্দ বাতিল করতে পারবেন।
৮) প্রথম পক্ষ প্রয়োজনে ৩০ (ত্রিশ) দিনের নোটিশে অত্র চুক্তিপত্র বাতিল করতে পারবেন।
৯) এ চুক্তিপত্রের মেয়াদ ০১-০১-২০২১ খ্রিঃ তারিখ হতে ০১-০৭-২০২১ খ্রিঃ তারিখ পর্যন্ত বলবৎ থাকবে। তবে দ্বিতীয় পক্ষের আবেদন ও আলোচনা সাপেক্ষে নির্ধারিত ভাড়ায় চুক্তির মেয়াদ বৃদ্ধি করা যাবে।

প্রথম পক্ষের স্বাক্ষরঃ

১। সাক্ষীর স্বাক্ষর ঃ

২। সাক্ষীর স্বাক্ষর ঃ

দ্বিতীয় পক্ষের স্বাক্ষরঃ

১। সাক্ষীর স্বাক্ষর ঃ

২। সাক্ষীর স্বাক্ষর ঃ

চুক্তিনামা প্রিন্ট করার পদ্ধতি

এমএস ওয়ার্ডে লেখার পর এটিকে পেইজ সেটাপ করে নিতে হবে। পেইজ সেটাপ করার জন্য  প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল মেনু বা পেইজ লেআউট (page layout) থেকে মার্জিন (margins) থেকে কাস্টমস (customs) অপশনে যেতে হবে। তারপর পেপার অপশন থেকে লিগ্যাল সাইজ করে দিতে হবে। তারপর মার্জিন অপশন থেকে উপরে মানে টপে ৪.৫ ইঞ্চি রাখতে পারেন, লেফট ও রাইট এ ১ইঞ্চি রাখতে পারেন। তারপর নিচে মানে বোটমে ১.৫ ইঞ্চি রাখতে হবে। তারপর পেইজ সেটাপটি ওকে করে দিতে হবে।

এবার আপনি প্রিন্টারে প্রিন্ট করতে পারেন। যেকোন চুক্তিপত্র বাংলাদেশ আইন অনুসারে ৩০০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প যা ১০০ টাকার ৩টি ষ্ট্যাম্প পেপারে প্রিন্ট করতে হয়। আপনি তিন পেইজে ভাগ করে প্রিন্ট করে নিতে পারেন।

ভিডিও দেখুন- গাড়ি ভাড়া নেওয়ার চুক্তিপত্র ও মাসিক হিসেবে গাড়ী ভাড়া দেওয়া নিয়ম

গাড়ি ভাড়া নেওয়ার চুক্তিপত্র

আরো জানুন-

???ফরমেট ফ্রি ডাউনলোড করুন এখানে ক্লিক করে।

Quick Bangla

বাংলা তথ্যভিত্তিক ওয়েবসাইট হিসেবে পরিচালিত এই সাইটটি। তাই বাংলায় অনেক ধরনের তথ্যই এখানে পেয়ে যাবেন। আশা করি সঠিক তথ্য বিষয়বস্তু জানতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please Turn off ad blocker