ওয়েবসাইট নলেজটেক নলেজ

৫টি ওয়েবসাইটে লোগো দিয়ে ফ্রিতে QR Code তৈরি করার নিয়ম

এই পোষ্টে ৫টি ওয়েবসাইটে লোগো দিয়ে ফ্রিতে QR Code তৈরি করার নিয়ম জানতে পারবেন। বিনামূল্যে কিউআর কোড তৈরি করুন। (qr code generator free)

আমরা যদি জানতে চাই কিউ আর কোড কি? বার কোড কি? Qr code এর কাজ কি? বারকোড কিভাবে তৈরি করে? বা কিউ আর কোড রিডার কিভাবে করব? অথবা Qr কোড কিভাবে তৈরি করে? qr code generator free online কিভাবে পাব, qr code scanner online কিভাবে করব? এসব প্রশ্ন যদি থাকে তাহলে আজকের লেখাটি আপনার জন্যই।

QR Code কোড কি?

QR code হলো কোন লিংক বা যেকোন তথ্যকে একটি পিকচার আকারে তৈরি করা, যে ছবিটির মধ্যে আপনার তথ্য লুকায়িত থাকবে, যেটি স্ক্যান করলে তথ্য গুলো দেখাবে বা বেরিয়ে আসবে। এই ছোট কোডের মধ্যে আপনি চাইলে অনেক তথ্য রেখে দিতে পারেন, যেটাতে প্রযুক্তি হিসেবে একটা বিশাল ভূমিকা রয়েছে। বার কোড ও কিউ আর একই কাজ কিন্তু দেখতে কিছুটা ডিফারেন্ট হিসেবে আমরা বুঝে থাকি।

আমাদের অনেক প্রয়োজনে qr code তৈরি করার প্রয়োজন হয়। আপনি যদি কোন কোম্পানীর বা যেকোন প্রতিষ্ঠানে পক্ষ থেকে QR Code তৈরি করেন তখন অনেক সময় আপনাকে কিউআর কোডের ভিতরে মাঝখানে আপনার প্রতিষ্ঠানের লোগোটি দেখানো প্রয়োজন পরতে পারে। যদি আমরা qr code এর মাঝখানে আমাদের লোগোটি ব্যবহার করতে হয় তাহলে কিভাবে করবো এবং qr code লোগোসহ ফ্রিতে অনলাইনের মাধ্যমে কিভাবে করব সেটাই আজকে জানবো। অনেক সময় আমরা এই qrcode তৈরি করার জন্য টাকা খরচ করে থাকি। আজকে এই আর্টিকেল এর মাধ্যমে ৫টি ফ্রি অনলাইন ওয়েবসাইটের কথা বলব যে সাইট গুলো মাধ্যমে লোগোসহ qr code তৈরি করতে পারবেন।

লোগো দিয়ে ফ্রিতে QR Code তৈরি করার নিয়ম

তবে চলুন জেনে নেই ৫টি ফ্রি ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে লোগোসহ কিউ আর কোড তৈরি করবঃ-

১। 4qrcode.com

4qrcode ওয়েবসাইটটির মাধ্যমে qr code তৈরি করতে পারবেন এবং এই সাইটটির অনেক বিশেষত্ব আছে তার মধ্যে QR Code generator ক্যাটাগরি থেকে qr code তৈরি করা যাবে ও লোগো দিয়ে qr code তৈরি করতে পারবেন। এই ওয়েবসাইটের মাধ্যমে Link, Text,  Email,  Phone,  SMS,  WhatsApp,  Skype, Zoom, WIFI, VCard, Event, PayPal, Bitcoin এসব কিছুই QR Code করে নিতে পারবেন। আপনি যদি লিংক QR Code করতে চান তাহলে প্রথমে আপনার লিংকটি কপি করে নিতে হবে তারপর এখানের লিংকের অপশনে ক্লিক করে লিংকের বক্সে লিংকটি দিয়ে দিতে হবে এবং এর নিচে আবার অনেক ধরনের অপশন পাবেন এর মধ্যে কালার অপশন থেকে কিউআর কোডের পিকচারটির কালার পরিবর্তন করতে পারবেন, ডিজাইন এর অপশন থেকে QR Code এর ডিজাইন স্টাইলটি পরিবর্তন করতে পারবেন, লোগো অপশন থেকে আপনার নিজের লোগোটি দিয়ে দিতে পারবেন যা QR Code এর মাঝখানে আসবে, ফ্রেম এর অপশন থেকে QR Code এর ছবিটির সাইডে বিভিন্ন ফ্রেম ব্যবহার করতে পারবেন, অপশন এর জায়গাটিতে QR Code এর সাইট পরিবর্তন করতে পারবেন।

আপনি যদি লোগো ব্যবহারের দরকার না হয় বা অন্যান্য ডিজাইন গুলো যদি দরকার না হয় তাহলে সেগুলো ব্যবহার না করলেই যেমনটি থাকবে তেমনটি এসে পরবে।

এই সাইটটির আরো বিশেষত্ব হলো এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি QR Code স্ক্যানও করতে পারবেন, আপনার যদি QR Code তৈরি করা থাকে তাহলে এই ওয়েবসাইটের উপরের ক্যাটাগরি থেকে দেখবেন QR Code scanner নামের একটি ক্যাটাগরি আছে সেটিতে গেলে আপনাকে QR Code আপলোড দিতে বলবে কিউআর কোড আপলোড দিলে আপনাকে তার রেজাল্ট দেখাবে, যদি আপনি কোন লিংক কিউআর কোড করে থাকেন তাহলে সেই লিংকটি দেখাবে।

এই ওয়েবসাইটটি খুবই সুন্দর ভাবে অপশন গুলো সাজানো আছে এবং কাজও খুব সহজেই করা যায়। মোটকথা হলো যাদের কিউআর কোড করার প্রয়োজন পরে তারা এই সাইটটির মাধ্যমে খুব সহজেই ফ্রি QR Code করে নিতে পারবেন।

২। qrcodechimp.com

qr code chimp এই সাইটটির মাধ্যমেও QR Code তৈরি করতে পারবেন। এই ওয়েবসাইটটিও খুবই জনপ্রিয় একটি ওয়েবসাইট যার মাধ্যমে লোগোসহ QR Code তৈরি করতে পারবেন, তবে এখানেও অনেক অপশন রয়েছে QR Code তৈরি করতে।প্রথমে এই সাইটটিতে যাওয়ার পর QR Code Generator ক্যাটাগরি থেকে Basic Information অপশন এর মধ্যে লিংক বা টেক্স লিখতে হবে তারপর Design, Color and Decorate QR code অপশনটিতে ক্লিক করলে অনেক গুলো অপশন আসবে যেমন- QR SHAPES থেকে বিভিন্ন স্টাইলের QR code ডিজাইন পাবেন, PRE-DESIGNED থেকেও QR code এর কিছু বিভিন্ন ডিজাইন পেয়ে যাবেন, STICKERS অপশন থেকে QR code এর স্টিকার ধরনের ডিজাইন পাবেন, COLORS অপশন থেকে QR code টির কালার পরির্তন করতে পারবেন, SHAPES এর অপশন থেকেও QR code এর অন্যরকম ডিজাইন পাবেন, LOGOS অপশন থেকে আপনার নিজের লোগো বসাতে পারবেন, DECORATE YOUR PICTURE অপশন থেকে আপনার নিজের ছবি সেট করতে পারবেন, এই অপশন থেকে QR code এর জন্য বিভিন্ন সুবিধা পেয়ে যাবেন।সবশেষে ডাউনলোড এ ক্লিক করলে আপনাকে নাম ইমেইল পাসওয়ার্ড দিয়ে রেজিষ্ট্রেশনের মাধ্যমে ডাউনলোড করতে পারবেন।

৩। logodesign.net/qrcode-generator

লোগো ডিজাইন ডট নেট এই ওয়েবসাইটটিতে গেলে ওয়েবসাইটটির একদম নিচে ফোটারের এখানে QR Code Generator নামের একটি ক্যাটাগরি পাবেন এটাতে ক্লিক করতে যে পেইজটিতে নিয়ে যাবে এখানেই Try Our FREE QR Code Generator with a Logo  এই লেখাটি থাকবে, এ লেখাটির নিচেই QR Code তৈরি করার অপশন গুলো দেওয়া হয়েছে, অপশন গুলো হলো- URL, TEXT, PHONE, FACEBOOK, TWITTER, YOUTUBE এগুলো QR Code তৈরি করা যাবে। আপনি যদি URL এ ক্লিক করে তাহলে প্রথমে অপশন আসবে ENTER CONTENT এখানে আপনার লিংকটি দিতে হবে, তারপর COLOR অপশন আসবে এখান থেকে কালার পরিবর্তন করতে পারবেন, তারপর ADD LOGO অপশন থেকে আপনার লোগো দিতে পারবেন, PATTERN অপশন থেকে QR Code এর ডিজাইনটি পরিবর্তন করতে পারবেন।

এই সাইটটিও খুব সন্দর যার মাধ্যমে ফ্রি QR Code তৈরি করতে পারবে লোগোসহ।

৪। qr-code-generator.com

qr-code-generator এই ওয়েবসাইটের মাধ্যমে QR code তৈরি করতে পারবেন। এই সাইটটিতেও খুব সহজেই কিউআর কোড তৈরি করে নিতে পারেন এবং লোগো দিয়েও QR code তৈরি করতে পারবেন। এই সাইটটিতে যাওয়ার পর অনেক গুলো ক্যাটাগরি পাবেন কি কি QR code তৈরি করার যায়। এরমধ্যে আপনি যদি URL ক্যাটাগরিতে ক্লিক করেন তাহলে লিংক দেওয়ার খালি জায়গা পাবেন এবং সাইটের মধ্যেই দেখবেন FRAME অপশন আছে সেটির মাধ্যমে  QR code এর বিভিন্ন ডিজাইন ফ্রেম পাবেন যেগুলো ব্যবহার করতে পারেন, SHAPE & COLOR অপশন থেকে ডিজাইন এবং কালার পাবেন যেগুলোও ব্যবহার করতে পারেন, LOGO অপশন থেকে আপনার নিজের লোগো ব্যবহার করতে পারেন।

৫।goqr.me

go qr এই ওয়েবসাইটটিও অনেক জনপ্রিয় একটি QR code তৈরি করার সাইট। তবে এখানে ফ্রিতে লিংক, টেক্স, ফোন নাম্বার, ইমেইল এসব কিছু খুব সহজেই QR code তৈরি করতে পারবেন। কিন্তু যখন কোন লোগো দিয়ে QR code তৈরি করতে যাবেন তখন সেটি পেইড ভার্সন পাবেন, মানে লোগো দিয়ে QR code তৈরি করতে আপনাকে টাকা খরচ করতে হবে। যদি আপনি লোগো ছাড়া QR code তৈরি করেন তাহলে এই সাইটটি আপনার জন্য বেস্ট একটি ওয়েবসাইট।

শেষ কথাঃ

আশা করি যে ৫টি ফ্রি QR code তৈরি করার ওয়েবসাইট সম্পর্কে বলা হলো এ সাইট গুলোর মাধ্যমে আপনাদের QR code তৈরি করতে পারবেন। আর আর্টিকেলটি ভাল লেগে থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।  

👉👉লোগো দিয়ে ফ্রিতে QR Code তৈরি করার নিয়ম জানতে নিচের ভিডিওটি দেখুন-

Best QR Code Generator Online, QR Code with Logo

আরো পড়ুন-

Quick Bangla

বাংলা তথ্যভিত্তিক ওয়েবসাইট হিসেবে পরিচালিত এই সাইটটি। তাই বাংলায় অনেক ধরনের তথ্যই এখানে পেয়ে যাবেন। আশা করি সঠিক তথ্য বিষয়বস্তু জানতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please Turn off ad blocker