কম্পিউটার নলেজটিউটোরিয়াল ভিডিওটেক নলেজপ্রোডাক্ট রিভিউ

কম্পিউটার কিনতে কত টাকা লাগবে (কম বাজেটের মধ্যে ভাল পিসি)

এই পোষ্টে ফ্রিল্যান্সিংসহ সব ধরনের কাজের জন্য কম্পিউটার কিনতে কত টাকা লাগবে জানতে পারবেন। কম বাজেটের মধ্যে ভাল পিসি ক্রয় করতে কত লাগে।

আপনার যদি প্রশ্ন থাকে- ফ্রিল্যান্সিং এর জন্য কোন কম্পিউটার ভালো হবে, সব ধরনের কাজের জন্য বাজেট পিসি কোনটি হতে পারে, ৩৫ হাজার টাকায় কম্পিউটার কিনতে পাওয়া যায় কিনা, সর্বোপরি কম্পিউটার কিনতে কত টাকা লাগবে পারে জানতে সম্পূর্ণ পোষ্টটি পড়ুন।

আজকে যে কম্পিউটারটির কথা বলব তা দিয়ে আপনি আপনার কম্পিউটারের প্রয়োজনীয় সকল কাজ করতে পারবেন, ভালো কনফিগারেশনের কম্পিউটার পেতে খুব বেশি বাজেটের প্রয়োজন হয় না। তবে বাজেট নির্ভর করবে আপনি কোন ধরনের কাজ করবেন তার উপর। সচারচর আমরা যে সব কাজে কম্পিউটার ব্যবহার করি, যেমন- গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, ফ্রিল্যান্সিং এর কাজ, টাইপিং ও অফিশিয়াল কাজ সমূহ।  অফিশিয়াল কাজের জন্য খুব বেশি দামি কম্পিউটারের প্রয়োজন হয় না।

এই মানের কাজ করতে ৩৫ হাজার টাকার মধ্যে বেশ কার্যকরি কম্পিউটার পাওয়া সম্ভব। তবে এ জন্য আপনাকে সব পার্টস একসাথে লিখে দোকানির কাছে দিতে পারেন অথবা আলাদা আলাদা কিনে নিজেই কনফিগার করতে পারেন এবং দাম যাচাই করেও নিতে পারেন।

বর্তমান বাংলাদেশের ভিতরে কম দামের পিসি সম্পর্কে জেনে নিতে পারবেন বিডিস্টল ডট কম থেকে।

কম্পিউটার কিনতে কত টাকা লাগবে

চলুন দেখে নেওয়া যাক কোন পার্টস এর দাম কি হতে পারে-

* প্রথমে আসি মাদারবোর্ড এ আপনি মাদারবোর্ড নিতে পারেন গিগাবাইট এর। যার বর্তমান বাজার ৭০০০/- টাকা।

* দ্বিতীয় নাম্বারে বলব প্রসেসর, প্রসেসর Intel Core i3 10th Gen যার বর্তমান বাজার মূল্য ১২০০০/- টাকা। বাজেটে এই প্রসেসরও নিতে পারেন।

* এরপর আপনি র‌্যাম হিসেবে নিতে পারেন ৮জিবি যার মুল্য ৩৫০০ টাকার মতো।

* এরপরে হার্ডডিক্স। হার্ডডিস্ক নিতে পারে ১ টেরাবাইটের টোশিবার। যার দাম পড়বে ৩৫০০/- টাকার মতো।

* আপনি চাইলে আপনার কম্পিউটারের স্টোরেজ হিসেবে ব্যবহার করতে পারেন এসএসডি। এই এসএসডি মূলত আপনার পিসিকে আলট্রা ফাস্ট করবে।১২০ জিবি একটি এসএসডি কিনতে আপনার খরচ হবে ২০০০ টাকা ।

* সাধারনত কেসিং এতটা দামি বা ব্র্যান্ডের প্রয়োজন হয় না। তবে কেসিংয়ের দাম পড়বে ২০০০/- টাকার মতো।

* এখন আসি মনিটর, আপনি যদি একটি সাড়ে ১৮ কিংবা ১৯ ইঞ্চি স্যামসাং এলজি ডেল এইচপির এলইডি মনিটর নিতে চান তাহলে আপনার খরচ  ৬০০০/-টাকার মতো পরবে।

* একটি মাউস এফোরটেক কোম্পানির নিতে পারেন যার দাম পড়বে ৩০০/- টাকা।

* এফোরটেক কোম্পানির কিবোর্ডে রয়েছে যার দাম পড়বে ৬০০/- টাকা।

* সাউন্ড সিস্টেম বা স্প্রিকার নিতে পারেন চাইলে কমদামিও ৩০০/- টাকায়ও পাবেন আবার আপনার ইচ্ছে মত দামিও নিতে পারেন অথবা সাউন্ড সিস্টেমের জন্য আপনি মাইক্রোল্যাব-এর সাউন্ড সিস্টেম ব্যবহার করতে পারেন। যেটির মূল্য পড়বে ২৪০০/- টাকার মত।

এই কম্পিউটার দিয়ে ফটোশপ, ভিডিও এডিটিং সফটওয়্যার প্রিমিয়ার প্রো, থ্রিডি অ্যানিমেশনের কাজও করতে পারবেন। পাশাপাশি ফ্রিলায়েন্সিং ও অফিসিয়াল কাজও করতে পারেন।

?আরো জানুন- কম্পিউটারের প্রয়োজনীয় সফটওয়্যার সমূহের তালিকা

এখন চলুন নিচে দেখিয়ে দেই চার্ট আকারে কোন আইটেমের কত দাম এবং মোট কত টাকা লাগবে পিসি তৈরিতে

প্রোডাক্ট এর নামমূল্য
মাদারবোর্ড (ইনটেল)৭০০০/-
প্রসেসর (কোরআই-৩, ১০ জেনারেশন)১১৫০০/-
র‌্যাম ৮ জিবি৩৫০০/-
হার্ডডিক্স ১ টেরাবাইটের (টোশিবার) ৩৫০০/-
এসএসডি (১২০ জিবি )২০০০/-
কেসিং২০০০/-
এলইডি মনিটর (ডেল)৬০০০/-
মাউস৩০০/-
কিবোর্ডে৫৫০/-
নরমাল স্প্রিকার /মাইক্রোল্যাব-এর সাউন্ড সিস্টেম৩০০/- / ২৪০০/-
= ৩৬৬৫০/-
= ৩৪৬৫০/-

কম্পিউটারের দাম জানতে নিচের ভিডিওটি দেখুন-

কম্পিউটার এর দাম বাংলাদেশ

আরো পড়ুন-

Quick Bangla

বাংলা তথ্যভিত্তিক ওয়েবসাইট হিসেবে পরিচালিত এই সাইটটি। তাই বাংলায় অনেক ধরনের তথ্যই এখানে পেয়ে যাবেন। আশা করি সঠিক তথ্য বিষয়বস্তু জানতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please Turn off ad blocker