কিভাবে প্রসেসরের গতি বাড়ানো যায়, Computer fast korar upay
এই পোষ্টের মাধ্যমে কিভাবে প্রসেসরের গতি বাড়ানো যায় এবং পিসি ফাস্ট করার উপায় সম্পর্কে জানতে পারবেন। (computer fast korar upay)
বর্তমান জগতে কম্পিউটার আমাদের প্রতি দিনের সঙ্গী হিসেবে ধরা যায় তবে অনেক সময় দেখা যায় দীর্ঘক্ষণ এই কম্পিউটারটি চলার পর স্লো হয়ে যায়। তবে কম্পিউটার যখন স্লো কাজ করে তার সমস্যা সমাধানের অনেক গুলো পর্যায় রয়েছে। (how to increase processor speed ghz)
যেমন- আপনার পিসির যদি র্যাম কম থাকে তাহলে র্যাম বাড়িয়ে নিতে পারেন, আপনি যদি গ্রাফিক্স এর কাজ করেন তাহলে গ্রাফিক্স কার্ড লাগিয়ে নিতে পারেন, কম্পিউটারের জাঙ্ক ফাইল গুলো ডিলেট করে দিতে পারেন, সি ড্রাইভে খালি জায়গা না থাকলে কিছু খালি করে নিতে পারেন, এসএসডি কার্ড ব্যবহার করে না থাকলে এসএসডি কার্ড ব্যবহার করতে পারেন, কম্পিউটারটির উইন্ডোস সেটাপ দিয়ে নিতে পারেন।
তবে আজকে একটা পদ্ধতি দেখাবো যার মাধ্যমে আপনার পিসি দীর্ঘক্ষন চলতে চলতে স্লো দেখালে কিভাবে কম্পিউটারটি ফাস্ট করবেন। কম্পিউটারের প্রসেসর এর গতি যখন ভাল থাকে তখন কম্পিউটারের গতিও ভাল হয়ে যায়, তাই আজকে প্রসেসর গতি কিভাবে বাড়ানো যায় সেটাই বলব (How to increase the speed of computer processor)।
আরো জানুন-কিভাবে কম্পিউটার ভাল রাখা যায় সকল টিপস এন্ড ট্রিকস জানুন
তবে চলুন জেনে নেওয়া যাক কিভাবে কম্পিউটার প্রসেসরের গতি বাড়ানো যায়ঃ
প্রসেসরের গতি বাড়ানোর জন্য যা করতে হবে-
* প্রথমেই আপনার কম্পিউটারের start মেনুতে যেতে হবে সেখান থেকে run এ যান।
* run ওপেন হলে msconfig লিখে Enter চাপুন।
* এখন যে পেজটি আসবে সেখান থেকে boot অপশনটি সিলেক্ট করুন।
* এরপরে advance option এ ক্লিক করুন তারপর number of processor এ টিক চিহ্ন দিয়ে দিন।
* এখন আপনার processor অনু্যায়ী processor সিলেক্ট করে দিন।
* এবার ok দিয়ে বেরিয়ে যান।
* সর্বশেষে কম্পিউটারটি restart দিয়ে দিন।
এবার কম্পিউটারটি ওপেন হওয়ার পর খেয়াল করে দেখবেন আগের তুলনায় পিসি ফাস্ট কাজ করছে।
আশা করি উপরোল্লেখিত বর্ণনা অনুযায়ী জানতে পারবেন কিভাবে কম্পিউটার ফাস্ট করা যায় (How to make computer fast), কম্পিউটারের গতি কিভাবে বাড়ানো যায় বা যাদের কম্পিউটার স্লো কাজ করে সাধারণত প্রসেসরের গতি বাড়ানোর উপায় কি আছে জানতে পারলেন।
লেখাটি ভাল লেগে থাকলে কমেন্ট করে জানাতে পারেন। লেখাটি পড়ার জন্য ধন্যবাদ।
স্লো কম্পিউটার ফাস্ট করতে জানতে নিচের ভিডিওটি দেখুনঃ-
আরো জানুন-
- বাংলাদেশের দরকারী ওয়েবসাইট লিস্ট, Website list of Bangladesh
- ইউটিউব থেকে ইনকাম করতে কি কি জানতে হয়, all idea youtube channel
- ইন্টারনেটে কিছু অদ্ভুত এবং রহস্যময় ওয়েবসাইট, 20 Unknown Amazing Websites
- ১০টি ফ্রি কম্পিউটার সফটওয়্যার যা অবশ্যই ইনস্টল করা দরকার
- কম্পিউটার মাউসের ৫টি অজানা টিপস ও ট্রিকস
- কম্পিউটারের প্রয়োজনীয় সফটওয়্যার সমূহের তালিকা
আলহামদুলিল্লাহ্।