ওয়েবসাইট নলেজটিউটোরিয়াল ভিডিওটেক নলেজ

ওয়েব ব্রাউজার শর্টকাট সমূহ, Browser shortcut keys

এই পোষ্টের মাধ্যমে ওয়েব ব্রাউজার শর্টকাট সমূহ (Browser shortcut keys) গুলো সম্পর্কে জানতে পারবেন। সকল ব্রাউজারের জন্য প্রয়োজনীয় শর্টকাটস।

প্রত্যেক ওয়েব ব্রাউজারের জন্যই কিছু নিজস্ব শর্টকাট রয়েছে তবে কিছু ব্রাউজারে ইচ্ছাকৃত ভাবে কিছু শর্টকাট সমূহ একই রকম রাখা হয়েছে। এর মধ্যে গুগলক্রোম, ফায়ারফক্স, ইন্টারনেট এক্সপ্লোরার, অপেরা মিনিসহ আরো কিছু ব্রাউজারে একই রকম কমন কিছু শর্টকাট আছে যা এই পোষ্টের মাধ্যমে জেনে নিতে পারবেন।

ওয়েব ব্রাউজার শর্টকাট সমূহ (All Browser Shortcut Keys) নিম্নে আলোচনা করা হলোঃ-

ব্রাউজারের ট্যাব পদ্ধতির শর্টকাট

আমাদের ওয়েবব্রাউজারে যখন অনেকগুলো ট্যাব ওপেন করা থাকে তখন এই ট্যাব গুলোতে যাওয়ার জন্য আমরা মাউসের সাহায্যে ক্লিক করে থাকি কিন্তু আমরা চাইলে Ctrl+ নাম্বার কমান্ড করে যেকোন ট্যাব গুলোতে যেতে পারি। যেমন-

Ctrl+1 = প্রেস করলে এক নাম্বার পজিসনে যে ট্যাবটি থাকবে সেটিতে যাওয়া যাবে।

Ctrl+2 = প্রেস করলে দুই নাম্বার পজিসনে যে ট্যাবটি থাকবে সেটিতে যাওয়া যাবে। এভাবে ১ থেকে ৮ নাম্বার পর্যন্ত কমান্ড করলে ওয়েবসাইটে বিভিন্ন ওয়েবসাইট ওপেন করা গুলোতে যাওয়া যাবে।

Ctrl+9 = প্রেস করলে সর্বশেষ যে ট্যাব এ ছিলেন তাতে ফিরে যাওয়া যাবে।

Ctrl+T = প্রেস করলে নতুন একটি ট্যাব ওপেন হবে।

ব্রাউজারের কমন শর্টকাট

Ctrl+N = প্রেস করলে নতুন আরেকটি ব্রাউজার উইন্ডো ওপেন হবে।

Alt+F4 = প্রেস করলে তৎক্ষনাত ব্রাউজারটি বন্ধ হয়ে যাবে।

Ctrl+Left Click = করলে ব্যাকগ্রাউন্ড ট্যাবে লিঙ্ক ওপেন হবে।

Shift+Left Click = করলে লিঙ্ক নতুন একটি ব্রাউজার উইন্ডোতে ওপেন হবে।

Ctrl+Shift+Left Click = করলে লিঙ্ককে ফরগ্রাউন্ড ট্যাবে ওপেন হবে।

ব্রাউজারের ন্যাভিগেশন শর্টকাট

Alt+Left Arrow, Backspace = আগের পেইজে যাওয়ার যাবে।(click to go back)

Alt+Right Arrow অথবা Shift+Backspace = আগের পেইজ থেকে পরের পেইজে যাওয়ার জন্য এই কমান্ড ব্যবহার করা যায়। (click to go forward)

Escape = কোন পেইজ লোড হচ্ছে ওপেন হওয়ার জন্য তখন চাইলে Escape চেপে লোড হওয়া বন্ধ করা যাবে।

F5 = পেইজকে রিলোড করতে ব্যবহার হয়।

Alt+Home = হোম পেইজ ওপেন করা যায়।

ব্রাউজারের জুম শর্টকাট

Ctrl এবং + বা Ctrl এবং মাউস এর চাকাটি উপরের দিকে ঘুরালে = জুম ইন হবে।

Ctrl এবং – বা Ctrl এবং মাউস এর চাকাটি নিচের দিকে ঘুরোলে = জুম আউট হবে।

Ctrl+0 = পেইজ ডিফল্ট ভাবে যতটুকু জুম সেটিং ছিল ততটুকু ফিরে আসবে।

F11 = ফুলস্ক্রিন মোড চালু করার জন্য ব্যবহার করা হয়।

ব্রাউজারের স্ক্রলিং শর্টকাট

উপরের দিকের এরো = ব্যবহার করলে পেইজ উপরের দিকে স্ক্রল করবে বা উপরের দিকে উঠবে।

Space বা নিচের দিকের এরো = ব্যবহার করলে পেইজ নিচের দিকে স্ক্রল করে বা যাবে।

Home = পেইজের সবচেয়ে উপরে নিয়ে যাবে।

End = পেইজের একদম নিচে যাবে।

Middle Click = মাউসের সাহায্যে স্ক্রল করার জন্যে।

ব্রাউজারের এড্রেসবার শর্টকাট

Ctrl+L, Alt+D, F6 =  এড্রেসবারে মাউসের কারসার যায় বা এড্রেসবার ফোকাস হয় যাতে করে কোন কিছু লিখা যায়।

Ctrl+Enter = এড্রেসবারের মধ্যে কোন ওয়েবসাইটের শুধুমাত্র নামটি লিখার পর এই কমান্ড করলে আগে www. এবং পরে .com যুক্ত হয়ে যেয়ে ওয়েবসাইটটি ওপেন হয়।

ব্রাউজারের সার্চ শর্টকাট

Ctrl+K, Ctrl+E = সার্চ ইঞ্জিনের মধ্যে সার্চ করার জন্য যদি ব্রাউজারের মধ্যে যে বিল্টইন সার্চবক্স থাকে সেটিকে ফোকাস করে দেখাবে যেকোন কিছু লিখার জন্য। আর যদি বিল্টইন আলাদাভাবে সার্চ বক্স না থাকে তাহলে এড্রেসবারকেই ফোকাস করে দেখাবে কোন কিছু লিখে আনার জন্য।

Ctrl+F, F3 = ব্রাউজারের যে পেইজে থাকবেন সে পেইজটিতে যদি কোন কিছু সার্চ করতে চাই তাহলে এই কমান্ডের মাধ্যমে সার্চ বক্স আনা যাবে সার্চ করার জন্য।

Alt+Enter = কোন কিছু লিখে ওপেন করার আগে সার্চ বক্সে থাকার সময়   অন্য ট্যাবে সার্চ রেজাল্ট ওপেন করতে হলে এই কমান্ড করতে হয়।

ব্রাউজারের হিস্টোরি এবং বুকমার্কস শর্টকাট

Ctrl+J = ব্রাউজারের মধ্যে ডাউনলোড হিস্টোরি ওপেন হবে।

Ctrl+H = ব্রাউজারের মধ্যে কাজ করার হিস্টোরি ওপেন করা যাবে।

Ctrl+D = যেকোন ওয়েবপেইজে থাকা কালীন এই কমান্ড করলে পেইজটিকে বুকমার্ক করার জন্য অপশন চালু হবে যাতে করে পেইজটিকে বুকমার্ক করে সেভ করে রাখতে পারেন।

Ctrl+Shift+Del = ব্রাউজারের হিস্টোরি মুছার জন্য উইন্ডো ওপেন হবে।

ব্রাউজারের অন্যান্য শর্টকাট সুবিধা সমূহ

Ctrl+P = যেকোন পেইজে থাকাকালীন এই কমান্ড করলে পেইজটি প্রিন্ট দেওয়ার অপশন আসবে।

Ctrl+O = কম্পিউটার থেকে এমনকোন ফাইল ব্রাউজারে ওপেন করারমত অপশন এটি।

Ctrl+S = যেকোন ওয়েবপেইজ সেভ করার অপশন আসবে।

Ctrl+U = ওয়েবপেইজের সোর্স কোড ওপেন করার অপশন এটি। (ইন্টারনেট এক্সপ্লোরার ছাড়া)

F12 = ব্রাউজারের ডেভেলপার টুলস ওপেন করা। (ফায়ার ফক্স ছাড়া)

সকল ওয়েব ব্রাউজার শর্টকাট সমূহ লিস্ট একসাথে আপনাদের সুবিধার জন্য নিম্নে দেওয়া হলোঃ

  • Ctrl+1,2,3,4,5,6,7,8
  • Ctrl+9
  • Ctrl+T
  • Ctrl+N
  • Alt+F4
  • Ctrl+Left Click
  • Shift+Left Click
  • Ctrl+Shift+Left Click
  • Alt+Left Arrow
  • Alt+Right Arrow
  • Shift+Backspace
  • Escape
  • F5
  • Alt+Home
  • Ctrl এবং +
  • Ctrl এবং –
  • Ctrl+0
  • F11
  • Space
  • Home
  • End
  • Middle Click
  • Ctrl+L, Alt+D, F6
  • Ctrl+Enter
  • Ctrl+K, Ctrl+E
  • Ctrl+F, F3
  • Alt+Enter
  • Ctrl+J
  • Ctrl+H
  • Ctrl+D
  • Ctrl+Shift+Del
  • Ctrl+P
  • Ctrl+O
  • Ctrl+S
  • Ctrl+U
  • F12

শেষ কথাঃ

আশা করি উপরোল্লিখিত সকল ব্রাউজারের প্রয়োজনীয় শর্টকাট সমূহ এই পোষ্টের মাধ্যমেই জানতে পারলেন। যারা এই শর্টকাট গুলো সম্পর্কে জানতেন না, তারা এই পোষ্টের মাধ্যমে জেনে উপকৃত হতে পারলেন। লেখাটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

আরো ভালভাবে জানতে নিচের ভিডিওটি দেখুনঃ-

Web Browser Shortcut Keys

Related Tag:

browser shortcut keys, browser shortcut keys chrome, browser shortcut keys settings, browser shortcut keys keyboard, browser shortcut keys windows, browser shortcut keys webpage, chrome browser shortcut keys, web browser shortcut keys, web browser shortcut keys in bangla, internet browser shortcut keys

আরো পড়ুন-

Quick Bangla

বাংলা তথ্যভিত্তিক ওয়েবসাইট হিসেবে পরিচালিত এই সাইটটি। তাই বাংলায় অনেক ধরনের তথ্যই এখানে পেয়ে যাবেন। আশা করি সঠিক তথ্য বিষয়বস্তু জানতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please Turn off ad blocker