একটি কম্পিউটার দিয়ে একাধিক কম্পিউটার তৈরি করুন

একটি কম্পিউটার দিয়ে একাধিক কম্পিউটার তৈরি করুন, Create multiple computers with one computer
আজকে জানব কিভাবে একটি কম্পিউটারের মাধ্যমে দুইটি বা একাধিক কম্পিউটার তৈরি করা যায় মানে একটি ল্যাপটপ বা কম্পিউটারের সাহায্যে একাধিক কম্পিউটার তৈরি করতে পারবেন শুধু মাত্র একটি সফটওয়্যার এর সাহায্যে।
এই সফটওয়্যারটির সাহায্যে আপনি শুধু মাত্র এক্সট্রা মনিটর মাউস কিবোর্ড এর সাহায্যে একটি কম্পিউটার দিয়ে আরেকটি কম্পিউটার তৈরি করতে পারবেন যাতে আলাদা আলাদা কাজ করতে পারবেন যেমন দুইটি কম্পিউটার থাকলে যেভাবে কাজ করা যায়।
আপনার বাসায় যদি একটি কম্পিউটার থাকে আর আপনার ইউজার যদি বেশি থাকে মানে দুই জনে যদি কম্পিউটারে কাজ করতে চান তাহলে এই সফটওয়্যার এর মাধ্যমে দুইটা কম্পিউটার তৈরি করতে পারেন বা আপনার অফিসে যদি একাধিক কম্পিউটার ইউজার থাকে আর আপনি যদি খরচ কমাতে চান তাহলে এই পদ্ধতির মাধ্যমে অনেক খরচ কমাতে পারেন।
যেমন- এই সফটওয়্যার এর মাধ্যমে প্রথমেই আপনার একাধিক কম্পিউটার কিনতে হয় না, একটি কম্পিউটার দিয়ে দুইটি বা তার অধিকও তৈরি করতে পারেন, তারপর বিদ্যুৎ বিলও কম আসবে।

একটি পিসি দিয়ে একাধিক পিসি তৈরি করতে যা লাগবেঃ
একটি হোস্ট কম্পিউটার লাগবে, মনিটর মাউস কিবোর্ড লাগবে যতগুলো পিসি তৈরি করতে চান, আর লাগবে ASTER Multiseat সফটওয়ারটি।
এখন আসি কিভাবে এই সফটওয়ারটি কাজ করে বা কিভাবে ইন্সটল করে ব্যবহার করতে হয়।
তার আগে বলে নেই এই সফটওয়ারটি ৩০ দিনের ফ্রি টায়াল ভার্সন পাবেন এই ফ্রি ট্রায়াল ভার্সন দিয়ে ৩০ দিন ব্যবহার করতে পারবেন আর যদি লাইফটাইম ব্যবহার করতে চান তাহলে আপনাকে পারসেস করতে হবে।
একাধিক পিসি তৈরি করতে প্রথমেই আপনার কম্পিউটার এর সাথে কিবোর্ড মাউস স্প্রিকার মাইক্রোফোন গুলো কানেক্ট করে নিন তারপর মনিটর গুলো কানেক্ট করে নিন।
এরপর সফটওয়ারটি ব্যবহার করার জন্য ibiksoft.com এই ওয়েবসাইটে যেতে হবে তারপর ডাউনলোড করতে হবে। যদি ট্রায়াল ভার্সন হয় তাহলে ট্রায়াল ভার্সন ডাউনলোড করুন আর যদি পারসেস করতে চান তাহলে পারসেস করতে পারেন।
এটি রাশিয়ান কোম্পানি IBIK Ltd তৈরি করেছে যারা সেই ২০০০ সাল থেকে শুরু এখনও পর্যন্ত সারা বিশ্বে ASTER Multiseat Software এর বিতরণ করছে। বাংলাদেশে এটির অফিশিয়াল ডিলার ASTER Bangladesh, এটা একটা রাশিয়ান সফটওয়্যার হলেও আপনি বাংলাদেশেই কিনতে পারবেন বাংলা টাকায়।
সফটওয়ার ডাউনলোড হওয়ার পর সফটওয়্যার এর এখানে গিয়ে মাউসের রাইটবাটন ক্লিক করে রান এডমিনিস্ট্রেশন এ ক্লিক করুন, ইংলিশ সিলেক্ট করে ওকেতে ক্লিক করুন, তারপর ক্রেইট এ রেজিস্টার পয়েন্ট এ ক্লিক করে নেক্সটে যান, এভাবে নেক্সটে যান তারপর এগ্রি দিয়ে নেক্সটে যান ইন্সটল দিন, ফিনিশ ওকে দিন। তারপর ট্রায়াল হলে ক্লিক করুন।
এখন ডেক্সটপে যান মাউসের রাইটবাটন ক্লিক করে স্ক্রিন রেজুলেশনে যান এরপর টু মনিটরের এখানে ক্লিক করে রেজুলেশন রিকমান্ডেশন রেখে ওকে করে দিন।
এখন সফটওয়্যারটি ওপেন করুন ওয়ার্কপ্লেস এ সিলেক্ট রেখে রাইটবাটন ক্লিক করে ইন্ডিকেট ডিভাইস সিলেক্ট করুন এবং প্লেস টুতে কিবোর্ড মাউস সিলেক্ট করে দিন এরপর এপ্লাই করুন।এখন জেনারেল সেটিং এ যান এবং সফটওয়ার এনাভল করে দিন। বেশ হয়ে গেল।
এভাবেই একটি কম্পিউটারকে দুইটি কম্পিউটারে রূপান্তর করুন।
আরো পড়ুন-
- বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট সমূহের তালিকা, Most popular websites list
- কিভাবে প্রসেসরের গতি বাড়ানো যায়, পিসি ফাস্ট করার উপায়
- বাংলাদেশের দরকারী ওয়েবসাইট লিস্ট, Website list of Bangladesh
- ইউটিউব থেকে ইনকাম করতে কি কি জানতে হয়, all idea youtube channel
- ইন্টারনেটে কিছু অদ্ভুত এবং রহস্যময় ওয়েবসাইট, 20 Unknown Amazing Websites