৫টি সফটওয়্যার ডাউনলোড সাইট (Free Software Download Sites)
এই পোষ্টের মাধ্যমে ৫টি সফটওয়্যার ডাউনলোড সাইট (Free Software Download Sites) সম্পর্কে জানব। যে ওয়েবসাইট দিয়ে সফটওয়ার ডাউনলোড করতে পারবেন।
আমরা সবাই কম বেশি ফ্রি সফটওয়্যার ব্যবহার করার চিন্তা করে থাকি। কিন্তু কোথা থেকে ফ্রি সফটওয়্যার পাব তা খুজেও থাকি। আপনাদের যেন বেশি খুজাখুজি করতে না হয় তার জন্য এই আর্টিকেলটি। আজকের এই পোষ্টের মাধ্যমে ৫টি ওয়েবসাইট দিয়ে যেকোন সফটওয়্যার ডাউনলোড করার উপায় সম্পর্কে বলব।
এবং ৫টি ফ্রি ওয়েবসাইটের সাথে পরিচয় করিয়ে দেব। যে ওয়েবসাইট গুলোর মাধ্যমে আপনাদের কাঙ্খিত সফটওয়্যার গুলো ডাউনলোড করে নিতে পারবেন।
৫টি ফ্রি সফটওয়্যার ডাউনলোড সাইট (Free Software Download Sites) সম্পর্কে নিম্নে আলোচনা করা হলোঃ
FileHippo
আমরা প্রথমেই পরিচয় হবো filehippo.com ওয়েবসাইটের সাথে। এই ওয়েবসাইটটি খুবই জনপ্রিয় ফ্রিতে সফটওয়্যার ডাউনলোড করার জন্য। এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনার যে সফটওয়্যারটি দরকার সেটির নাম দিয়ে সার্চ করতে পারেন, সার্চ করলেই সে সফটওয়্যারটির এনে দিবে আপনার কাছে।
FileHorse
আমরা দ্বিতীয় নাম্বারে পরিচয় হবো filehorse.com ওয়েবসাইটের সাথে। এই ওয়েবসাইটটিও অনেক জনপ্রিয় ফ্রি সফটওয়্যার ডাউনলোড করার জন্য। আপনি দেখে থাকবেন আপনি যদি গুগলে কোন সফটওয়্যার ফ্রিতে পাওয়ার জন্য সার্চ দেন তাহলে এই FileHorse বা FileHippo এই দুটি ওয়েবসাইট গুলোই আপনার কাছে সার্চে নিয়ে আসবে।
Get into pc
আমরা তৃতীয় নাম্বারে পরিচয় হবো getintopc.com ওয়েবসাইটের সাথে। এই ওয়েবসাইটটি থেকে আমি অনেক সফটওয়্যার ডাউনলোড করেছি, এই সাইটে অনেক কাজের কিছু কিছু সফটওয়্যার পাওয়া যায় যা অন্যকোন কোন জায়গা থেকে পাইনি বললেও চলে।
LO4D
আমরা চতুর্থ নাম্বারে পরিচিত হবো lo4d.com ওয়েবসাইটের সাথে। এই সাইটটি থেকেও সফটওয়্যার ডাউনলোড করতে পারেন ও বিভিন্ন সফটওয়্যার পাওয়া যায়।
100Downloads
পঞ্চম নাম্বারে পরিচয় হবো 100-downloads.com ওয়েবসাইটের সাথে। হয়তো এই ওয়েবসাইটটিতে অনেকেই চিনে থাকেন, কারণ এই সাইটটি মোটামোটি সবার সাথে পরিচিত একটি সাইট। আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারবেন।
আশা করি যারা অনলাইনের মাধ্যমে ফ্রি সফটওয়্যার খুজে থাকেন আপনারা উপরে দেখানো ৫টি ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের কাঙ্খিত সফটওয়্যার খুজতে পারেন এই ওয়েবসাইট গুলোতে।
আরো জানুন-
- বিশ্বের শীর্ষ ৫০০টি জনপ্রিয় ওয়েবসাইট তালিকা, Top 500 Websites in the world
- ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার, 5 Best Free Video Editing Software
- কিভাবে ভোটার আইডি কার্ডের ছবি পরিবর্তন করবেন, Nid ছবি পরিবর্তন করার নিয়ম
- ভোটার এলাকা পরিবর্তন করার নিয়ম সমূহ ও কি কি কাগজপত্র দরকার হয়
- জিমেইল এড্রেস ও পাসওয়ার্ড ভুলে গেলে কি করণীয়, Gmail password recovery
আমার মনে হয় ফ্রি সফটওয়্যার ডাউনলোড ওয়েবসাইট হিসেবে FileHippo সবচেয়ে best মনে হয়।