ইউটিউব নলেজওয়েবসাইট নলেজটেক নলেজ

ইউটিউব ভিডিও টেক্সট বানিয়ে পড়ার উপায়, youtube video to text converter

এই পোষ্টে ইউটিউব ভিডিও টেক্সট বানিয়ে পড়ার উপায় সম্পর্কে জানতে পারবেন। ভিডিও থেকে কথা গুলো লেখা আকারে নিয়ে আসতে পারবেন।

ভিডিও টু টেক্সট কিভাবে করব/ youtube video to text converter online free : লক্ষ লক্ষ মানুষ আজ প্রতিদিন ইউটিউবে ভিডিও দেখে থাকেন এর মধ্যে ট্রেইলার, নাটক, মুভি বা সিরিজ এবং টিউটোরিয়াল দেখার জন্য আমরা ইউটিউব ব্যবহার করে থাকি।

তবে পরিসংখ্যান অনুযায়ী বলা যেতে পারে ইউটিউবে প্রতিদিন যতজন ভিজিটররা ভিডিও দেখেন তার অর্ধেক সংখ্যক ভিজিটররা শুধুমাত্র বিভিন্ন রকম টেকনিক ট্রিকস দেখার জন্যই ইউটিউব ব্রাউজ করে থাকেন। অর্থাৎ কিভাবে তৈরি করে, কিভাবে করে, সমাধান কিভাবে করবো  এরকম ইত্যাদি জানার জন্য ইউটিউবে বেশি ব্রাউজ করে থাকে।  আমরা যখন এসকল ট্রিক্স ভিডিও দেখি তখন যদি ভিডিও দেখার সাথে সাথে ভিডিওর কথাগুলো লিখিত আকারে  পায় তাহলে আরো বেশি উপকৃত হতে পারি অনেকেই।

অনেকেরই ভিডিও দেখার সাথে সাথে ভিডিওর কথাগুলো যদি লিখিত আকারে পাওয়া যায় তাহলে অনেক সুবিধা হয়েই থাকে। কারন অনেক সময় অনেক টিউটোরিয়াল আছে যেগুলো শুধু দেখি বা শুনে মনে রাখা পুরোপুরি সম্ভব হয় না, সেক্ষেত্রে যদি ভিডিওর কথা গুলো লেখা আকারে পাওয়া যায় তাহলে যে জায়গাগুলোর কথা গুলো মনে থাকবে না সেগুলো আবার দেখে নেওয়া যেতে পারে, এরকম অনেক কাজের লাগবে ভিডিওর কথাগুলো লেখা আকারে পেলে।

ইউটিউব ভিডিও টেক্সট বানিয়ে পড়ার উপায়

তবে চলুন জেনে নেওয়া যাক কিভাবে আমরা ভিডিও থেকে টেক্স ( youtube video to text ) কনভার্ট করব বা ভিডিও থেকে টেক্স আকারে কিভাবে পাব।

প্রথমেই আমাদেরকে ইন্টারনেট এর যেকোন একটি ব্রাউজার ওপেন করতে হবে তারপর ব্রাউজারে লিখতে হবে videoticle.com  ওয়েবসাইটে যাওয়ার পর এখন আমরা আমরা ইউটিউবে যাব তারপর যে ভিডিওটিকে লেখা আকারে পেতে চাই তার সর্টলিংক টি নেব মানে ভিডিওটি চালু করার পর শেয়ার অপশন থেকে লিংকটি নিতে হবে কিন্তু ভিডিও ওপেন না করে শুধু ব্রাউজারের উপরের বার থেকে লিংক নিলে হবে বা ভিডিওতে রাইট বাটন ক্লিক করে লিংক নিলে হবে না। শুধু মাত্র ভিডিও ওপেন করার পর ভিডিওর লিংকটি কপি করে নিতে হবে তবেই Videoticle টিতে কাজ করবে।

এখানে আরো কিছু কথা বলে রাখি অনেক সময় অনেক লিংক Videoticle ওয়েবসাইটে সার্চ করার পর এরোর দেখাতে পারে। আবার ইংলিশ ভিডিও বেতিত অন্য ভাষার ভিডিও গুলোও এরোর দেখাতে পারে কারন এই সাইটটি এখনো পরিপূর্নভাবে প্রকাশ পায়নি। তবে এটি করতে পারেন ইংলিশ ভিডিও দেখে চাইলে ইংলিশ লেখা হলে সেটিকে অন্য ভাষায় ট্রান্সলেট করে দেখতে পারেন।

বেশ কয়েকটি ওয়েবসাইট রয়েছে যেগুলি বাংলা কথা বলা YouTube ভিডিওগুলির স্বয়ংক্রিয় ট্রান্সক্রিপশন করে দিয়ে থাকে। এখানে জনপ্রিয় কিছু ওয়েবসাইটের নাম দেওয়া হলোঃ-

1. Happy Scribe – happyscribe.com/bn/
2. Maestra – maestraspeech.com/
3. Trint – trint.com/
4. Sonix – sonix.ai/languages/bengali-transcription
5. Temi – temi.com/bengali-transcription

বাংলা ভিডিও থেকে লেখা রেকর্ড করার পদ্ধতি

আরেকটি পদ্ধতি হলো ভিডিওটি চালু করে লেখা রেকর্ড করার পদ্ধতি। এটি একদম ফ্রিতে করতে পারবেন। এই পদ্ধতিতে দুইটি উপায় বলবঃ

প্রথমে বলব speechtyping.com। এই সাইটে যাওয়ার পর দেখুন উপরে মেনু বার থকে speech-to-text-bengali নামের একটি অপশন আছে সেখানে ক্লিক করলে একটি রেকর্ড করার বক্স আসবে সেখানে লাল রঙের একটি রেকর্ড আইকন আছে সেখানে ক্লিক করুন। আর ভিডিওটি চালু করলেই ভিডিওর লেখা গুলো বক্সের ভিতরে লিখতে শুরু হবে। তবে মাঝে মাঝে লেখা বন্ধ হয়ে যেতে পারে তবে তখন রেকর্ড বাটনটি ক্লিক করে বন্ধ করে আবার নতুন ভাবে রেকর্ড বাটনে ক্লিক করুন।

((এই পদ্ধতি অনুসরণ করার আছে আপনার কম্পিউটার থেকে সাউন্ড সিস্টেমে গিয়ে রেকর্ডিং অপশনে যেয়ে মাইক্রোফোন অপশনটি ডিজেবল করে দিন এবং স্টিরিওমিক্স অপশনটি এনাবল করে নিন।))

দ্বিতীয়ত বলব docs.google.com/document। গুগল ডক্স এর মাধ্যমেও উপরের মতই ভিডিওর কথা রেকর্ড করতে পারবেন লেখা আকারে। তার জন্য গুগল ড্রাইবে যান বা সরাসরি গুগল ডকুমেন্টস এ যান। তারপর ব্লাইয়িং পেইজ আসার পর টুলস অপশনে যান সেখান থেকে ভয়েস টাইপিং অপশনে ক্লিক করুন। এরপর দেখুন মাইক্রোফোনের মত একটি আইকন আসছে, সেখান থেকে ভাষাটি বাংলা করে দিন। এখন ভিডিও চালু করে মাইক্রোফোন আইকনটিতে ক্লিক করুন রেকর্ড হতে থাকবে।

তবে উপরের মত আপনার কম্পিউটার থেকে সাউন্ড সিস্টেমে গিয়ে রেকর্ডিং অপশনে যেয়ে মাইক্রোফোন অপশনটি ডিজেবল করে দিন এবং স্টিরিওমিক্স অপশনটি এনাবল করে নিবেন আগেই।

শেষ কথাঃ
মনে রাখবেন যে স্বয়ংক্রিয় ট্রান্সক্রিপশন একটি দরকারী টুল হতে পারে, এটি সর্বদা 100% সঠিক ফলাফল নাও দিতে পারে, বিশেষ করে উচ্চারণ বা পটভূমির শব্দের সাথে। এটি ব্যবহার করার আগে প্রতিলিপিকৃত পাঠ্যটির যথার্থতা পরীক্ষা করা ভাল হবে আপনার জন্য ।

আরো পড়ুনঃ-

Quick Bangla

বাংলা তথ্যভিত্তিক ওয়েবসাইট হিসেবে পরিচালিত এই সাইটটি। তাই বাংলায় অনেক ধরনের তথ্যই এখানে পেয়ে যাবেন। আশা করি সঠিক তথ্য বিষয়বস্তু জানতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please Turn off ad blocker