ওয়েবসাইট নলেজকম্পিউটার নলেজটিউটোরিয়াল ভিডিওটেক নলেজ

দ্রুত টাইপিং শেখার কৌশল, গেমস খেলে টাইপিং শেখার সহজ উপায়

এই পোষ্টে দ্রুত টাইপিং শেখার কৌশল জানতে পারবেন। এবং গেমস খেলে টাইপিং শেখার সহজ উপায় সম্পর্কেও জানতে পারবেন।

দ্রুত টাইপিং শেখার কৌশল সম্পর্কে আলোচনা

এখন এই কম্পিউটার জেনারেশনে যেকোন কাজ করতেই টাইপিং আপনাকে জানতেই হবে। আমাদের চাকুরি ক্ষেত্রে হোক বা জীবন চলার পথেই হোক কম্পিউটার ও মোবাইলে টাইপিং জানার প্রয়োজন পরেই। তবে টাইপিং আয়েত্বে আনা সহজ বিষয় না, দ্রুত টাইপিং শেখার কৌশল দরকার হয় এবং বিভিন্ন পন্থায় টাইপিং করে প্রথমে কম্পিউটারের কীবোর্ডটি আয়ত্ব করতে হয় তবেই আস্তে আস্তে টাইপিং করার স্পীড আসে হাতের মধ্যে। আমরা যদি প্রথমে কীবোর্ডের ইংরেজি অক্ষর গুলো আয়েত্বে আনতে পারি তাহলে আমরা যারা বাংলা টাইপিং করতে চাই আমাদের জন্য বাংলা টাইপিং করা অনেক সহজ হয়ে যায়। তাই আজ ইংরেজি টাইপিং শেখার সহজ উপায় বলব যার মাধ্যমে বাংলা টাইপিং করাও সহজ হয়ে যাবে।

অনেক সময় অনেকেই প্রথম অবস্থায় ভেবে বসে আমাকে দিয়ে দ্রুত টাইপিং করা সম্ভব নয় বা দ্রুত টাইপিং শিখাও সম্ভব নয় কারন এই কীবোর্ড এর অক্ষর গুলো না দেখে টাইপিং করা সহজ বিষয় নয়। কিন্তু এখানে একটি উদাহরন দিতে চাই তা হল আপনি দেখে থাকবেন যারা সাইকেল চালানো শিখে তারা প্রথম দিনই কিন্তু সাইকেল চালানো শিখতে পারে না, প্রথমে যে সাইকেল চালানো শিখবে তার জন্য আরেকজন সাইকেল ধরে রাখতে হয় তারপর সে সাইকেল এ উঠে বসে তারপর যিনি সাইকেল ধরে রেখেছেন তিনি ধরে রাখে কিন্তু যিনি সাইকেল চালাবেন তাকে সাইকেল ধরে রাখা ব্যক্তি সাইকেল চালানো শিখানোর জন্য বলে দেয় সামনের দিকে তাকিয়ে নিচের দিকের পেডেল চালাতে থাকো, এভার যিনি সাইকেল চালাচ্ছেন তিনি কিন্তু কোমর বাকা করে দেন, পরে যান সাইকেল থেকে বা নিচের পায়ের দিকে খেয়াল করে ফেলেন। কিন্তু এভাবে করে করে কিছু দিনের মধ্যেই পুরোপুরি সাইকেল চালানো শিখে ফেলেন যে কেউ।

এভাবে টাইপিং শেখার সময়ও বিভিন্ন কৌশল জানতে হয় তারপরই কম্পিউটারে কম্পোজ শিখা যায়। তবে আপনি যে ভাষারই কম্পোজ করতে চান প্রথমে আপনাকে কীবোর্ড এর অক্ষর গুলোকে হাতের আঙ্গুলের আয়েত্বে আনতে হবে।

টাইপিং শিখার জন্য আজকে ৫টি গেমস বা এপ্লিকেশন এর কথা বলব যেগুলোর মাধ্যমে খুব সহজেই আপনার টাইপিং দক্ষাতা বাড়ানো যাবে। বিভিন্ন গেমস এর মাধ্যমে typing practice করতে পারেন যার মাধ্যমে মজায় মজায় online typing practice করে typing test করে নিতেও পারবেন।

গেমস খেলে টাইপিং শেখার সহজ উপায়

তবে চলুন জেনে নেই ৫টি ফ্রি ওয়েবসাইটের মাধ্যমে দ্রুত টাইপিং শেখার কৌশল ও গেমস বা এপ্লিকেশন গুলো সম্পর্কেঃ-

১। Speed Typing Online 

স্পিড টাইপিং অনলাইন এই ওয়েবসাইটটিতে আপনি যখন টাইপিং শিখতে যাবেন তখন এই সাইটটি বিখ্যাত গল্প, গানের কথা বা মজার মজার ঘটনা লিখা আকারে আসবে আপনার সামনে যেগুলোকে দেখে দেখে টাইপিং করতে হবে। টাইপিং করার সময় এই গেমটির যেখানে লেখা গুলো থাকবে আর আপনি যখন টাইপিং করবেন তখন লেখার লিখবেন তখন সঠিক অক্ষর গুলো সবুজ রঙের হয়ে যাবে এবং যেগুলো ভুল অক্ষর হবে সেগুলো লাল রঙ হয়ে যাবে। আপনার টাইপিং এর সময় শেষ হলে টেস্ট রেজাল্ট (Test Results) দিবে, সেক্ষেত্রে রেজাল্টে টাইপিং স্পিড, ভুল এন্ট্রি, নির্ভুলতাসহ একটি পরিসংখ্যান তুলে ধরবে। এই ওয়েবসাইটটির মাধ্যমে টাইপিং করার সময় কোন কোন জায়গায় ভুল হয়েছে বুঝতে পারবেন এবং সেসব অক্ষরগুলো টাইপিং এর ক্ষেত্রে উন্নতি করতে পারবেন।

২। Typing test

 টাইপিং টেস্ট ওয়েবসাইটটিতে যাওয়ার পর প্রথমেই START TEST নামের বাটনটিতে ক্লিক করলেই কিছু লেখা আসবে সে লেখাগুলো দেখে দেখে টাইপিং করতে বলবে, তারপর দেখবেন অনেক গুলো ধাপ আছে টাইপিং শেখার জন্য যেমন- Typing Tests, Typing Course, Tricky Keys, TypeRush Race, Typing Games  এই নামের ক্যাটাগরি গুলো দেখতে পাবেন এগুলোতে ক্লিক করলে বিভিন্ন ধরনের টাইপিং করার জন্য অপশন দিবে, গাড়ীর গেমস এর ক্ষেত্রে গাড়ী প্রতিযোগীতায় থাকবে এবং গেমসের নিচে লেখা আসবে সে লেখাগুলো আপনি যত দ্রুত টাইপিং করতে পারবেন আপনার গাড়ি তত স্প্রিডে যাবে এবং বিজয়ি হবেন। এর মধ্যে টাইপিং শেখার অনেকগুলো কোর্স রয়েছে যেগুলো গেমসের মত করে আনন্দের সাথে খেলায় খেলায় টাইপিং শিখা সম্ভব। এরকমই বিভিন্ন কৌশলের মাধ্যমে টাইপিং শেখা যাবে এই সাইটটির মাধ্যমে।

৩। ZType — Space Invaders Meet Webster

ZType এই ওয়েবসাইটটি দিয়ে গেমসের মাধ্যমে আপনাকে টাইপিং শিখাবে, খুবই মজার একটি গেমস। এখানে গেমস খেলার সময় বিভিন্ন শব্দ আসবে যে শব্দ গুলো টাইপ করার পর মিসাইলের মত শব্দ গুলোর সাথে বোমা গুলো ধ্বংস হবে। যেমনটি বন্দুকের গুলি করে কোন কিছু ধ্বংস করার মত। তবে লেখা গুলো নির্ধারিত সময়ের মধ্যে লিখতে হবে। তো এই গেমটি খেলার মাধ্যমে আপনার টাইপিং স্পিড বেড়ে যাবে।

৪। The Most Dangerous Writing App

The Most Dangerous Writing App এই নামের টাইপিং শিখার অপশনটিতে আপনি আপনি নতুন এক ধরনের টাইপিং শেখার কৌশল দেখবেন। এখানে আপনি টাইপিং শুরু করার সাথে সাথে টাইমিং চলতে থাকবে এর মধ্যে যদি টাইপিং বন্ধ করে দেন তাহলে লেখাগুলো আস্তে আস্তে মুছে যাবে। তবে আপনি যে সময়টি দেওয়া থাকবে সে সময় পর্যন্ত টাইপিং করতে পারবেন, সময় শেষ হওয়া পর্যন্ত আপনি আপনার লেখার ভুল গুলো সুধরাতে পারবেন না।

৫। free typing game

www.freetypinggame.net এই ওয়েবসাইটটি আমার কাছে দরুন লেগেছে, কারন এই সাইটে যাওয়ার পর উপরের দিকে প্রথমে খেয়াল করবেন কয়েকটি ক্যাটাগরি হল গেমস, লেসন, টেস্ট, স্কোরবোর্ড ও কাস্টমাইজ। আপনি যখন গেমস এ যাবেন সেখানে অনেক গেমস আছে যেগুলো খেলার মাধ্যমে টাইপিং শিখতে পারবেন, গেমস গুলোও খুবই মজার, তারপর লেসন থেকে জানতে পারবেন কিভাবে হাতের আঙ্গুল গুলোকে রাখতে হয় কীবোর্ডে এবং কিভাবে কম্পোজ করতে হয়, তারপর টেস্ট গেলেও সেখানে একটি বক্সে কিছু লেখা থাকে, লেখাগুলোর মত টাইপিং করার মাধ্যমে টাইপিং শিখতে পারবেন।

শেষ কথাঃ

আশা করি টাইপিং শেখার কৌশল হিসেবে ৫টি গেমস ভাল লাগবে এবং কম্পিউটারে টাইপিং শেখার নিয়ম হিসেবে যে কৌশলটি বলা হলো তা আপনাদের কম্পিউটারে কম্পোজ শিখতে বৃহৎ কাজে দিবে। যদি লেখাটি ভাল লেগে থাকে কমেন্ট করে জানাতে পারেন এবং লেখাটি শেয়ার করে রাখতে পারেন। ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।

গেমস খেলে দ্রুত গতিতে টাইপ করার কৌশল সম্পর্কে জানুন

আরো পড়ুন-

Quick Bangla

বাংলা তথ্যভিত্তিক ওয়েবসাইট হিসেবে পরিচালিত এই সাইটটি। তাই বাংলায় অনেক ধরনের তথ্যই এখানে পেয়ে যাবেন। আশা করি সঠিক তথ্য বিষয়বস্তু জানতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please Turn off ad blocker