মাতার নাম ও বয়স সংশোধন হলফনামা করার নিয়ম

যে কোন ডকুমেন্ট বা সার্টিফিকেট এ নামের বানান ভুল হলে বা নাম ভুল আসলে তখন এফিডেভিট করে তারপর ঠিক করতে হয় আবার বয়স বা জন্ম তারিখ সংশোধন করার জন্যও হলফনামা করে সঠিক করে নিতে হয়। কিন্তু মাতার নাম ও নিজের বয়স যদি একসাথে সংশোধন করতে হয় তাহলে কিভাবে হলফনামা (এফিডেভিট) করতে হয় সেটাই এই পোষ্টের মাধ্যমে জানতে পারবেন। এই পোষ্টে মাতার নাম ও বয়স সংশোধন সংক্রান্ত হলফনামার একটি নমুনা ফরমেট নিম্নে দেওয়া হবে যে ফরমেটটি দেখে বুঝতে পারবেন কিভাবে হলফনামাটি করতে হয় এবং ফরমেটটির তথ্য পরিবর্তন করে নতুন ভাবে আরেকটি এরকম হলফনামা তৈরি করতে পারবেন।
নিচে মাতার নাম ও বয়স সংশোধন সংক্রান্ত হলফনামা এর নমুনা ফরমেট তুলে ধরা হলোঃ-
নোটারী পাবলিকের কার্যালয় বাংলাদেশ, ঢাকা।
মাতার নাম ও বয়স সংশোধন সংক্রান্ত হলফনামা
আমি, মোঃ মজিবুর, পিতা- মোঃ খুরশেদ, মাতা- ছাকিরা বেগম, ঠিকানা: গ্রাম-আদেল মুন্সীর কান্দি বড় কেশবপুর, পোষ্ট- হোগলারমাঠ, উপজেলা/থানা- শিবচর, জেলা- মাদারীপুর, পেশা- ব্যবসা, ধর্ম-ইসলাম, জাতীয়তা- বাংলাদেশী এই মর্মে হলফ করিতেছি যে,
১. আমি বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি বটে। আমি আইনগতভাবে যেকোন বৈধ সিদ্ধান্ত নেওয়ার অধিকারী।
২. আমার পাসপোর্ট যাহার নং AY 1514455-এ আমার মাতার নাম ছাকিরা বেগম (Chakira Begum) এবং আমার জন্ম তারিখ ১২ ফেব্রুয়ারী ১৯৭৭ইং আছে।
৩. আমার জাতীয় পরিচয় পত্রে যাহার নং ৬৪১৮৭৫৪-এ ভুল বসতঃ আমার মাতার নাম ছাবেরা খাতুন এবং আমার জন্ম তারিখ ০৬ জানুয়ারী ১৯৮৬ইং হইয়াছে।
৪. প্রকৃত পক্ষে পাসপোর্ট অনুযায়ী আমার মাতার নাম হইবে ছাকিরা বেগম (Chakira Begum) এবং আমার জন্ম তারিখ হইবে ১২ ফেব্রুয়ারী ১৯৭৭ইং।
চলমান পাতা # ২
(পাতা-২)
৫. এখন থেকে সর্বত্র আমার মাতার নাম হইবে ছাকিরা বেগম (Chakira Begum) এবং আমার জন্ম তারিখ হইবে ১২ ফেব্রুয়ারী ১৯৭৭ইং।
উপরে বর্ণিত বিবরণসমূহ আমার জ্ঞান মতে সত্য জানিয়া অদ্যকার তরিখে নোটারী পাবলিকের সম্মুখে অত্র হলফনাময় আমার নিজনাম দস্তখত করিলাম। ইতি, তারিখঃ ২০/০৭/২০১৯ইং
———————-
হলফকারীর স্বাক্ষর
হলফকারী আমার পরিচিত এবং তিনি আমার সম্মুখে অত্র হলফমায় তাহার নিজ নাম দরখাস্ত করিয়াছেন।
——————
এডভোকেট
আরো জানুনঃ-
- ক্ষমতা অর্পন ও না-দাবী নামা এবং ওয়ারিশ সংক্রান্ত হলফনামা করার নিয়ম
- জন্ম তারিখ সংশোধনের হলফনামা তৈরি করার নিয়ম
- অবিবাহিত সংক্রান্ত হলফনামা করার নিয়ম
- ডকুমেন্ট হারিয়ে গেলে এফিডেভিট করার নিয়ম, Affidavit of Lost Original Document
- ফ্ল্যাট বন্ধকী দলিল লেখার নিয়ম, ফ্ল্যাট বন্ধক চুক্তিপত্র