ডকুমেন্ট ফরমেট

ক্ষমতা অর্পন, না-দাবী নামা, ওয়ারিশ সংক্রান্ত হলফনামা করার নিয়ম

এই পোষ্টে ক্ষমতা অর্পন, না-দাবী নামা, ওয়ারিশ সংক্রান্ত হলফনামা করার নিয়ম সম্পর্কে জানতে পারবেন। এবং ফ্রিতে লেখাগুলো নিয়ে নিজের মত কাজ করতে পারবেন।

ওয়ারিশ সংক্রান্ত হলফনামা করার নিয়ম

কোন ব্যক্তি জীবন বীমা করে যদি মৃত্যুবরণ করে তাহলে পরবর্তীতে তিনির ওয়ারিশগণ যখন জীবন বীমার টাকা উঠাতে যায় তখন ক্ষমতা অর্পন ও না-দাবী নামা এবং ওয়ারিশ সংক্রান্ত হলফনামা তৈরি করে ষ্ট্যাম্পে প্রিন্ট করে সহি স্বাক্ষর করে জীবন বীমা অফিসে জমা দিতে হয়।

যদি বীমা কারীর ওয়ারিশ একাধিক হয় সেই ক্ষেত্রেই ক্ষমতা অর্পন ও না-দাবী নামা টি করে দিতে হয় আর যদি শুধু একজনই হয় ওয়ারিশ সে ক্ষেত্রে এটার দরকার হবে না। তবে ওয়ারিশ সংক্রান্ত হলফনামা টি দিতে হয়ই।

আজকে এই পোষ্টের মাধ্যমে জানতে পারবেন কিভাবে ক্ষমতা অর্পন ও না-দাবী নামা এবং ওয়ারিশ সংক্রান্ত হলফনামা তৈরি করতে হয়। এই পোষ্টে নিম্নে ক্ষমতা অর্পন ও না-দাবী নামা এবং ওয়ারিশ সংক্রান্ত হলফনামার নমুনা ফরমেট দেওয়া হলো, যে নমুনা ফরমেটটি দেখে চাইলে তথ্য পরিবর্তন করে আরেকটি তৈরি করা সম্ভব হবে।

এই ফরমেটটি শুধু মাত্র যে জীবন বীমার ক্ষেত্রেই শুধু ব্যবহার করতে পারবেন তা কিন্তু নয়, আপনি চাইলে যেকোন প্রয়োজনে ক্ষমতা অর্পন ও না-দাবী নামা এবং ওয়ারিশ সংক্রান্ত হলফনামাটির তথ্য গুলো পরিবর্তন করে যে দরকারে ব্যবহার করার প্রয়োজন সেভাবেই তৈরি করে নিতে পারেন। সেই ক্ষেত্রে এই ফরমেটটি আপনাকে হেল্প করবে।

নিচে ক্ষমতা অর্পন ও না-দাবী নামা এবং ওয়ারিশ সংক্রান্ত হলফনামা নমুনা ফরমেট তুলে ধরা হলোঃ-

বরাবর নোটারী পাবলিক বাংলাদেশ, ঢাকা।

ক্ষমতা অর্পন ও না-দাবী নামা

আমরা, ১) সুমাইয়া আক্তার (বয়স ২৬) জাতীয় পরিচয় পত্র নং ২৬১৬৮৬০২৮১৮০৮, ২) ইয়াসমিন আক্তার (বয়স ২৪) জাতীয় পরিচয় পত্র নং ২৬১৬৮৬০২৮৮৩৪৪, ৩) আফিয়া আক্তার (বয়স ১৮), আমাদের পিতা- মরহুম মোঃ খোকন মিয়া, পিতা- মরহুম বাসার উদ্দিন, মাতা- মরহুম আমেনা বেগম, স্থায়ী ঠিকানা- মানিকদিয়া জয়নববাগ, ওয়ার্ড নং ০৮, ইউনিয়ন পরিষদঃ দক্ষিণগাঁও, থানা- সবুজবাগ, জেলা ঃ ঢাকা, পেশা- ০১নং ও ৩নং গৃহিনী, ২নং ছাত্রী, ধর্ম ইসলাম, অদ্য হলফপূর্বক ঘোষণা করিতেছি যে,
১। আমরা হলফকারিনীগণ সকলেই জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক এবং হলফনামা সম্পাদনের উপযুক্ত বটে।


২। আমরা ১ হইতে ৩নং হলফকারীনিদের পিতাঃ মরহুম মোঃ খোকন মিয়া -এর ত্যাজ্যবিত্তে আমরা হলফকারীনিগণকে একমাত্র বৈধ ওয়ারিশ রাখিয়া বিগত ২৯/১২/২০১১ইং তারিখে মৃত্যু বরণ করিয়াছেন, (ইন্নালিল্লাহে ওয়া ইন্নইলল্লাহে রাজিউন)।


৩। আমরা নিম্ন স্বাক্ষরকারিগণ (হলফকারীনিগণ) এই মর্মে অঙ্গীকার পূর্বক হলফ করিতেছি যে, ১ হইতে ৩নং হলফকারীনিগণের পিতা মরহুম মোঃ খোকন মিয়া, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পাণী লিঃ-এ ৫৯৬৩০৩-৩ নং একটি জীবন বীমা চালূ অবস্থায় মূত্যু বরণ করিয়াছেন। তাহার মৃত্যুতে উক্ত ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পাণী লিঃ-এ ৫৯৬৩০৩-৩ নং পলিসীর দাবীদার আমরা সকল হলফকারিগণ।

মৃত্যুকালে তিনি নিম্নবর্ণিত ওারিশগণ রাখিয়া যান। নিম্নবর্ণিত ওয়ারিশগণ ছাড়া তাহার অন্য আর কোন ওযারিশ নাই।

ক্রমিক নংওয়ারিশগনের নামসম্পর্কবয়স
১।সুমাইয়া আক্তার কন্যাকন্যা২৬
২।ইয়াসমিন আক্তার কন্যাকন্যা২৪
৩।আফিয়া আক্তার কন্যাকন্যা১৮

চলমান পাতা # ২

পাতা # ২

বর্তমানে তাহার মৃত্যুতে উক্ত পলিসির সমস্ত আর্থিক সুবিধাদি এবং পলিসি ও ব্যাংক সংক্রান্ত সমস্ত দলিলপত্র / অর্থ উত্তোলন করিবার জন্য আমরা আমাদের বোন ইয়াসমিন আক্তার -কে সমস্ত ক্ষমতা অর্পণ করিলাম।


উপরোক্ত বর্ণনা ও ঘোষণা আমাদের জ্ঞান ও বিশ্বাস মতে সত্য ও নির্ভুল জানিয়া আমরা ওয়ারিশগণ নিজ নিজ নাম স্বাক্ষর করিয়া দিলাম। ইতি, তারিখ- ০৯/০১/২০১৪ইং

ক্ষমতা গ্রহণকারীর স্বাক্ষর

———————
ইয়াসমিন আক্তার

ক্ষমতা প্রদানকারীগণের স্বাক্ষর

—————————-
সুমাইয়া আক্তার
আফিয়া আক্তার

———————–
হলফকারীগণের স্বাক্ষর

হলফকারীগণ আমার সম্মুখে সহি- সম্পাদন করিলে

আমি তাহাদিগকে সনাক্ত করিলাম।

———————-
আইনজীবী

বরাবর নোটারী পাবলিক বাংলাদেশ, ঢাকা।

ওয়ারিশ সংক্রান্ত হলফনামা

আমরা, ১) সুমাইয়া আক্তার (বয়স ২৬) জাতীয় পরিচয় পত্র নং ২৬১৬৮৬০২৮১৮০৮, ২) ইয়াসমিন আক্তার (বয়স ২৪) জাতীয় পরিচয় পত্র নং ২৬১৬৮৬০২৮৮৩৪৪, ৩) আফিয়া আক্তার (বয়স ১৮), আমাদের পিতা- মরহুম মোঃ খোকন মিয়া, পিতা- মরহুম বাসার উদ্দিন, মাতা- মরহুম আমেনা বেগম, স্থায়ী ঠিকানা- মানিকদিয়া জয়নববাগ, ওয়ার্ড নং ০৮, ইউনিয়ন পরিষদঃ দক্ষিণগাঁও, থানা- সবুজবাগ, জেলা ঃ ঢাকা, পেশা- ০১নং ও ৩নং গৃহিনী, ২নং ছাত্রী, ধর্ম ইসলাম, অদ্য হলফপূর্বক ঘোষণা করিতেছি যে,
১। আমরা হলফকারিনীগণ সকলেই জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক এবং হলফনামা সম্পাদনের উপযুক্ত বটে।
২। আমরা ১ হইতে ৩নং হলফকারীনিদের পিতাঃ মরহুম মোঃ খোকন মিয়া -এর ত্যাজ্যবিত্তে আমরা হলফকারীনিগণকে একমাত্র বৈধ ওয়ারিশ রাখিয়া বিগত ২৯/১২/২০১১ইং তারিখে মৃত্যু বরণ করিয়াছেন, (ইন্নালিল্লাহে ওয়া ইন্নইলল্লাহে রাজিউন)।
৩। আমরা নিম্ন স্বাক্ষরকারিগণ (হলফকারীনিগণ) এই মর্মে অঙ্গীকার পূর্বক হলফ করিতেছি যে, ১ হইতে ৩নং হলফকারীনিগণের পিতা মরহুম মোঃ খোকন মিয়া, ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পাণী লিঃ-এ ৫৯৬৩০৩-৩ নং একটি জীবন বীমা চালূ অবস্থায় মূত্যু বরণ করিয়াছেন। তাহার মৃত্যুতে উক্ত ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পাণী লিঃ-এ ৫৯৬৩০৩-৩ নং পলিসীর দাবীদার আমরা সকল হলফকারিগণ।
৪। আমরা আরো ঘোষণাপূর্বক অঙ্গীকার করিতেছি যে, আমরা হলফকারীগণ ব্যতীত মরহুম মোঃ খোকন মিয়া -এর অন্য কোন ওয়ারিশ নাই। যদি কখনো দেখা যায়, সেক্ষেত্রে আমরা হলফকরীগণ সেই দায় দায়িত্ব গ্রহণ করব।

চলমান পাতা # ২

(পাতা-২)

এতদ্বার্থে আমরা হলফকারীগণ উপরের বর্ণনা আমাদের জ্ঞান ও বিশ্বাস মতে সত্য ও নির্ভুল জানিয়া অদ্য ০৪/০১/২০১৪ইং তারিখে উপস্থিত স্বাক্ষীগণের মোকাবেলায় অত্র হলফনামায় নিজ নিজ নাম সহি সম্পাদন করিলাম।


স্বাক্ষীগণের স্বাক্ষর ও নাম, ঠিকানাঃ-

————————-
হলফকারীগণের স্বাক্ষর


হলফকারীগণ আমার সম্মুখে সহি- সম্পাদন করিলে

আমি তাহাদিগকে সনাক্ত করিলাম।

——————–
আইনজীবী

শেষ কথাঃ

আশা করি যাদের ক্ষমতা অর্পন ও না-দাবী নামা এবং ওয়ারিশ সংক্রান্ত হলফনামা করার নিয়ম ও কিভাবে তৈরি করে জানতে চান, উপরের ফরমেটটি দেখে তৈরি করে নিতে পারবেন। পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ।

আরো জানুন-

Quick Bangla

বাংলা তথ্যভিত্তিক ওয়েবসাইট হিসেবে পরিচালিত এই সাইটটি। তাই বাংলায় অনেক ধরনের তথ্যই এখানে পেয়ে যাবেন। আশা করি সঠিক তথ্য বিষয়বস্তু জানতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please Turn off ad blocker