ডকুমেন্ট ফরমেট

অবিবাহিত সংক্রান্ত হলফনামা করার নিয়ম

আমাদের অনেক প্রয়োজনে অনেক সময় হলফনামা করার প্রয়োজন হয়। হফলনামা অর্থ দাড়ায় কোন কিছু স্বীকারোক্তি দেওয়া বা ঘোষনা দেওয়া। তবে আজকে এই পোষ্টের মাধ্যমে জানতে পারবেন কিভাবে অবিবাহিত থাকার স্বীকারোক্তি দিয়ে হলফনামা তৈরি করতে হয়। অনেক সময় বিভিন্ন প্রয়োজনে এই অবিবাহিত সংক্রান্ত হলফনামাটি করার প্রয়োজন হতে পারে কারো কারো, সেক্ষেত্রে কিভাবে এই হলফনামাটি করতে হয় বা কি কি বিষয় উল্লেখ করতে হয় এগুলো জানতে পারবেন। নিম্নে একটি অবিবাহিত হলফনামার নমুনা ফরমেট দেওয়া হলো যেটি দেখে বুঝতে পারবেন কিভাবে হলফনামাটি তৈরি করতে হয়।অবিবাহিত বা বিবাহ সংক্রান্ত হলফনামা মাইক্রোসফট অফিস ডকুমেন্টে লিখার পর পেইজ সেটাপ করে তারপর দুটি ১০০ টাকার ষ্ট্যাম্পে প্রিন্ট করে নোটারী পাবলিকের এডভোকেট এর মাধ্যমে নোটারী করে নিলেই হয়ে যাবে হলফনামা। তাছাড়াও মাইক্রোসফট অফিসে লিখার পর চাইলে নোটারী পাবলিকের এর এডভোকেটকে লেখাটি দেখিয়ে তারপর ষ্টাম্পে প্রিন্ট করতে পারেন।

নিচে অবিবাহিত সংক্রান্ত হলফনামা এর নমুনা ফরমেট তুলে ধরা হলোঃ-

নোটারী পাবলিক বাংলাদেশ, ঢাকা

অবিবাহিত সংক্রান্ত হলফনামা

আমি নিম্নস্বাক্ষরকারী মোঃ মুকুল হোসেন, পিতা- আবদুর রহিম, সাং- পূর্ব নন্দীপাড়া ব্যাংক কলোনী, পোঃ বাসাবো, থানা- সবুজবাগ, জিলা ঢাকা-১২১৪, এর একজন বাসিন্দা। এই মর্মে হলফ পূর্বক অঙ্গীকার করিতেছি যে,

১. আমি ঢাকা জেলার সবুজবাগ থানাধীন ৪নং ওয়ার্ডের এক জন স্থায়ী বাসিন্দা এবং জন্ম সূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি বটে। আমি আইনগতভাবে যেকোন বৈধ সিদ্ধান্ত নেওয়ার অধিকারী।
২. আমি মোঃ মুকুল হোসেন দেশে এবং বিদেশে এখন পর্যন্ত কোন বিবাহ বন্ধনে আবদ্ধ হই নাই। যদি ভবিষ্যতে এই বিষয়ে কোন তঞ্চকতা প্রকাশ পায় তাহলে আমি সম্পূর্ণভাবে দায়ী থাকিবো।

চলমান পাতা- ২

(পাতা-২)

উপরে বর্ণিত বিবরণ সমূহ আমার জ্ঞান মতে সত্য জানিয়া অদ্যকার তারিখে নোটারী পাবলিকের সম্মুখে অত্র হলফনামায় আমার নিজনাম স্বাক্ষর করিলাম।

———————
হলফকারীর স্বাক্ষর

হলফকারী আমার পরিচিত এবং তিনি আমার সম্মুখে

অত্র হলফমায় তাহার নিজ নাম স্বাক্ষর করিয়াছেন।

——————-
এডভোকেট

আশা করি যাদের অবিবাহিত সংক্রান্ত হলফনামা করার প্রয়োজন উপরে নমুনা ফরমেটটি দেখানো মতে দেখে তৈরি করতে পারবেন। এছাড়াও পোষ্ট রিলেটেড কোন কিছু জানার দরকার হলে কমেন্ট করে জানাতে পারেন, চেষ্টা করব কমেন্টের উত্তর দেওয়ার জন্য।

ধন্যবাদ পোষ্টটি পড়ার জন্য।

আরো জানুনঃ-

Quick Bangla

এই ওয়েবসাইটে সবচাইতে প্রাধান্য দেওয়া হয় টেক বিষয় গুলোকে তবে পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় বাংলা ব্লগ বিষয়ও পেয়ে যাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button