ডকুমেন্ট ফরমেট

গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হারিয়ে গেলে এফিডেভিট করার নিয়ম

এই পোষ্টে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হারিয়ে গেলে এফিডেভিট করার নিয়ম কি জানতে পারবেন। কিভাবে affidavit তৈরি করতে হয় জেনে নেওয়া যাবে।

অনেক সময় আমাদের দরকারী অরিজিনাল ডকুমেন্ট হারিয়ে যায়। আর সেই ডকুমেন্ট যদি কোন অফিসে জমা দেওয়ার মাধ্যমে সুবিধা নেওয়ার মত থাকে, তাহলে ঐ ডকুমেন্ট হারিয়ে যাওয়ার জন্য একটি এফিডেভিট করার প্রয়োজন হতে পারে। যে অফিসে কাগজপত্র গুলো জমা দেওয়ার দরকার ছিল তাদেরকে এফিডেভিট (হলফনামা) দেওয়ার প্রয়োজন পরে।

যেমন- আপনি যদি কোন লাইফ ইন্সুরেন্স কোম্পানীতে ইন্সুরেন্স করে থাকেন আর আপনার ইন্সুরেন্স এর টাকা উঠাতে গেলে পূর্বে তাদের থেকে দেওয়া ডকুমেন্ট হারিয়ে ফেলেন তাহলে সেক্ষেত্রে একটা ডিসিশন আসতে পারে আপনি একটি এফিডেভিট দেওয়ার মানে হলফনামা দেওয়ার। নিম্নে ইংলিশে একটি ডকুমেন্ট হারিয়ে যাওয়ার এফিডেভিট নমুনা ফরমেট দেওয়া হলো (affidavit of lost original document) যাদের এ ধরনের এফিডেভিট করার প্রয়োজন বা ডকুমেন্ট হারিয়ে গেলে এফিডেভিট করার নিয়ম কি (Rules for affidavit if the document is lost) জানতে চান তারা এই ফরমেটটি দেখে আইডিয়া পাবেন কিভাবে এফিডেভিটটি করতে হবে। এবং যদি হুবুহু এই ফরমেটটির মতই এফিডেভিট করার প্রয়োজন, তাহলে তথ্য গুলো পরিবর্তন করে এফিডেভিটটি করা যাবে।

নিচে ইংলিশে এফিডেভিট করার নিয়ম এর নমুনা ফরমেট দেওয়া হলোঃ-

BEFORE THE NOTARY PUBLIC AT DHAKA

AFFIDAVIT

I, FARDOWSI ALAYA, Wife of Khalil Mia, Mother’s Name: Rezia Khatun of Permanent Address Vill: Jibonnagar, P.O.Changerchor, P.S. Motlab North, Dist: Chandpur, Bangladesh, by nationality Bangladeshi, do hereby Solemnly affirm and declare as follows:-

  1. Since the policy of Insurance BD No. 656055 issued by American life Insurance Company on my life effected, I have not in any way dealt with such policy or done anything which would create any encumbrance of charge thereon.
  2. That I lost my above mentioned policy.
  3. That I am now unable to find the said policy document not withstanding the fact that I have made every proper and diligent search thereof.
  4. That I am absolutely entitled to the full benefits of the said policy free from any charge or encumbrance whatsoever.

Contd. to Page /02

Page-2

That I undertake to return the said policy document to American Life Insurance Company immediately after I receive the same.

That the statements made above are true to the best of my knowledge & belief.

_________________________

Deponent

The deponent is known to me, identified by me

and has signed in my presence

_________________________

Advocate

নিম্নে এফিডেভিট করার নিয়ম অনুযায়ী AFFIDAVIT এর বাংলা অনুবাদ করে দেখানো হলোঃ-

ঢাকায় নোটারি পাবলিক

এফিডেভিট

আমি, ফারদৌসী আলেয়া, স্বামীঃ খলিল মিয়া, মাতাঃ রেজিয়া খাতুন, স্থায়ী ঠিকানাঃ- গ্রামঃ জীবননগর, পোঃ চাঞ্জেরচর, থানাঃ মতলব উত্তর, জেলাঃ চাঁদপুর, বাংলাদেশ, জাতীয়তাঃ বাংলাদেশী, এতদ্বারা দৃঢ়তার সাথে নিশ্চিত করছি এবং নিম্নোক্তভাবে ঘোষণা করছি:-

১. যেহেতু আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির দ্বারা জারি করা ইন্স্যুরেন্স বিডি নং ৬৫৬০৫৫ এর পলিসি আমার জীবনের উপর প্রভাব ফেলেছে, আমি আগে কোনোভাবেই এই ধরনের নীতির সঙ্গে মোকাবিলা করিনি বা এমন কোনো কাজ করিনি যা তাতে কোনো দায়-দায়িত্ব সৃষ্টি করে।

২. আমাকে দেওয়া উল্লিখিত  পলিসি ডকুমেন্ট হারিয়ে ফেলেছি।

৩. আমি এখন উল্লিখিত পলিসি ডকুমেন্টটি খুঁজে পাচ্ছি না, তবে এটি সঠিক এবং পরিশ্রম করে অনুসন্ধান করেছি।

৪. যে কোনও চার্জ বা দায়-দায়িত্ব ছাড়াই আমি উল্লিখিত পলিসির সুবিধা পাওয়ার সম্পূর্ণ অধিকারী৷

চলমান পাতা/০২

পৃষ্ঠা ০২

৫. পলিসি ডকুমেন্টটি আমি পাওয়ার পর সাথে সাথে আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ফেরত দেওয়ার অঙ্গীকার করছি৷

উপরোক্ত বিবৃতিগুলো আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য।

___________________________

সাক্ষী

জবানবন্দী আমার পরিচিত, আমার দ্বারা চিহ্নিত

এবং আমার উপস্থিতিতে স্বাক্ষর করেছে

___________________________

উকিল

শেষ কথাঃ কারো যদি কোন প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট হারিয়ে যায় তাহলে কিভাবে এফিডেভিট করতে হয় এই আর্টিকেলটির মাধ্যমে জানতে পারলেন। affidavit তৈরি করতে চাইলে এখানের ফরমেটটি ফলো করুন এবং চাইলে লেখাগুলো কপি করে নিয়ে নিজের মত করে তৈরি করতে পারেন।

ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।

আরো জানুনঃ-

Quick Bangla

বাংলা তথ্যভিত্তিক ওয়েবসাইট হিসেবে পরিচালিত এই সাইটটি। তাই বাংলায় অনেক ধরনের তথ্যই এখানে পেয়ে যাবেন। আশা করি সঠিক তথ্য বিষয়বস্তু জানতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please Turn off ad blocker