৫টি সেরা ফ্রি কম্পিউটারের স্ক্রিন রেকর্ডার, Free Computer Screen Recorder

আমরা যখন কম্পিউটার বা ল্যাপটপে কোন কাজ করি তখন যদি সেই কাজটিকে ভিডিও আকারে রেকর্ড করতে যাই তখন আমাদের একটি স্ক্রিন রেকর্ডার এর প্রয়োজন পরে, যেটির মাধ্যমে কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিন রেকর্ড করতে পারি।
বিশেষ করে ইউটিউবের টেক ভিডিও তৈরি করার জন্য কম্পিউটার বা ল্যাপটপ এর স্ক্রিন রেকর্ড করার প্রয়োজন হয়। আজকে আলোচনা করব ৫টি সেরা কম্পিউটার স্ক্রিন রেকর্ডার নিয়ে যে গুলো একদম ফ্রিতে ব্যবহার করা যাবে।
১. OBS স্ক্রিন রেকর্ডার obsproject.com
এই লিস্টের প্রথমেই যে স্ক্রিন রেকর্ডারটির নাম বলব তার নাম হচ্ছে OBS স্ক্রিন রেকর্ডার। এটি একটি ওপেন সোর্স সফটওয়ার অর্থাৎ সম্পূর্ণ ফ্রি একটি সফটওয়ার।
OBS সফটওয়্যার দিয়ে আপনি যে শুধু মাত্র স্ক্রিন রেকর্ড করতে পারবেন তা কিন্তু নয়, আপনি অনলাইন স্ট্রিমিংয়ের ক্ষেত্রেও এটিকে ব্যবহার করতে পারবেন।
আপনি যত ধরনের ফ্রি স্ক্রিন রেকর্ডারের নাম শুনে থাকেন না কেন, এই OBS সফটওয়্যার এর উপরে কোন ফ্রি সফটওয়্যারই নেই। এই স্ক্রিন রেকর্ডারটির কোয়ালিটি এবং ফিচার্সের দিক থেকে সর্বসেরা।
এই সফটওয়্যারটি ফ্রি ব্যবহার করতে কোন সময় নির্ধারন করা নেই যে, আপনি শুধু মাত্র নির্দিষ্ট মিনিট পর্যন্তই রেকর্ড করতে পারবেন, আপনার যতটুকু সময় রেকর্ড করার দরকার ততটুকুই রেকর্ড করতে পারবেন। হাই কোয়ালিটি স্ক্রিন রেকর্ড করতে পারবেন এবং স্ট্রিমিং করতে পারবেন।ইন্টারনাল এবং এক্সটার্নাল মাইক্রোফোন সাউন্ড রেকর্ডিং করতে পারবেন।আনলিমিটেড রেকর্ডিং এবং স্ট্রিমিং কোনো ওয়াটারমার্ক ছাড়াই রেকর্ড করতে পারবেন ও ওয়েবক্যাম ব্যবহার করতে পারবেন এবং সম্পূর্ণ ভাবে অ্যাড ফ্রি থাকবে।
২. Free Cam স্ক্রিন রেকর্ডার freescreenrecording.com
free cam হল কম্পিউটার এর জন্য ফ্রি স্ক্রিন রেকর্ডিং সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে স্ক্রিন ফ্রি রেকর্ড (Free screen record) করতে পারবেন।ফ্রিক্যাম সফটওয়্যারটি খুবই সাধারণ। এটি সহজ একটি ফ্রি স্ক্রিন রেকর্ডার যার মধ্যে আপনি ভিডিও এবং অডিও এডিটর পেয়ে যাবেন।
এটির মাধ্যমেই আপনি সহজেই ভিডিওর যে কোন অপ্রয়োজনীয় পার্টস গুলো ডিলিট করতে পারবেন ও অডিওর নয়েস ক্লিয়ার করতে পারবেন এবং অডিওর একুয়ালাইজও করতে পারবেন।
Free cam এর বৈশিষ্ট্য ও ফীচারস গুলো হলো- Free Cam সফটওয়্যার ফ্রি হওয়ার সত্বেও আপনি অ্যাড ফ্রি পাবেন ও কোনো টাইম লিমিট ছাড়াই কম্পিউটার ল্যাপটপ এর স্ক্রিন রেকর্ড করতে পারবেন। হাই কোয়ালিটি রিজুলেশন পাবেন, মাইক্রোফোন এবং কম্পিউটার সাউন্ড রেকর্ডিং করতে পারবেন, ইনবিল্ড ভিডিও এবং অডিও এডিটরও পাবেন, ভিডিও শুধুমাত্র WMV ফাইল ফরমেটে সেভ করতে পারবেন।
৩. Apowersoft – ফ্রি অনলাইন স্ক্রিন রেকর্ডার
ফ্রি অনলাইন স্ক্রিন রেকর্ডার (free online screen recorder Apowersoft) হিসেবে আমাদের এই পোষ্টের তৃতীয় নাম্বারে রাখা হলো। এই রেকর্ডারটি ব্রাউজার বেসড স্ক্রিন রেকর্ডার হিসেবে ফ্রি ব্যবহার করতে পারবেন। এটি ব্যবহার করার জন্য প্রথমেই এটির ওয়েবসাইটে যেতে হবে তারপর সেখান থেকে সফটওয়্যারটি ওপেন করে ডাউনলোড ও ইনস্টল করতে হবে। এটি গেম রেকর্ড করার জন্য উপযুক্ত না তবে প্রেজেনটেশন ও টিউটোরিয়াল ভিডিও রেকর্ড করতে পারবেন। ইনস্টল হওয়ার পর ব্রাউজারের মধ্যেই “Start recording” বাটন দেখতে পাবেন ওখানে ক্লিক করার পরেই আপনার সামনে স্ক্রিন রেকর্ডিংয়ের কন্ট্রোল চলে আসবে ও সেখান থেকে আপনি সহজেই প্রয়োজন মতো স্ক্রিন রিসোলিউশন মাইক্রোফোন এবং ওয়েবক্যাম নির্বাচন করে ও সেটআপ করে রেকর্ডিং শুরু করতে পারবেন।
এই রেকর্ডারটির দ্বারা- হাই কোয়ালিটি রেকর্ডিং করতে পারবেন, ওয়াটারমার্ক এবং টাইম লিমিট ছাড়া স্ক্রিন রেকর্ড করতে পারবেন, মাইক্রোফোন এবং কম্পিউটার সাউন্ড রেকর্ড করতে পারবেন ও ওয়েবক্যাম রেকর্ডসহ বিভিন্ন ফাইল ফরম্যাটে ভিডিও এক্সপোর্ট করার সুযোগ রয়েছে তবে গেম রেকর্ডিং করার ক্ষেত্রে উপযুক্ত না এই রেকর্ডারটি।
৪. FlashBack Express স্ক্রিন রেকর্ডার
ফ্ল্যাশব্যাক এক্সপ্রেস এই ফ্রি স্ক্রিন রেকর্ডারটি অত্যান্ত ভাল একটি ফ্রি স্ক্রিন রেকর্ডার।
free screen recorder Flashback express সফটওয়্যারটি প্রায় OBS Studio এর মতোই একটি ফ্রি এবং পাওয়ারফুল স্ক্রিন রেকর্ডার। এই সফটওয়্যারটির দুটি ভার্সন পাবেন, একটি ফ্রি এবং আরেকটি প্রিমিয়াম বা পেইড ভার্সন, আমরা চাইলে ফ্রি ভার্সন নিয়েই কাজ করতে পারি।Flashback Express এর ফ্রি ভার্সনটি ব্যবহার করলেও ভিডিওতে কোনো ধরনের ওয়াটারমার্ক বা টাইম লিমিট দেখাবে না। এই সফটওয়্যারটি ব্যবহার করা খুব সহজ।
Flashback Express স্ক্রিন রেকর্ডার এর বৈশিষ্ট্য হলো- ইউসার ফ্রেন্ডলি ইন্টারফেস মানে ব্যবহার করা সহজ, স্ক্রিন এবং সাউন্ড রেকর্ডিং সুবিধা, মাইক্রোফোন রেকর্ডিং, ওয়েবক্যাম ক্যাপচার সুবিধা, সময় লিমিট ও ওয়াটারমার্ক নেই এবং MP4, AVI, WMV ফরম্যাট এ ফাইল সেভ করা যাবে।
৫. CamStudio ফ্রি স্ক্রিন রেকর্ডার
CamStudio ডেস্কটপ রেকর্ডার সফটওয়্যার হিসেবেই বিবেচ্য, এটি একটি ওপেন সোর্স কম্পিউটার স্ক্রিন রেকর্ডার। আপনার যদি একটি হালকা, ছোট এবং কম ফিচারসের ফ্রি স্ক্রিন রেকর্ডার দরকার হয় যা আপনি মাঝে মধ্যে ব্যবহার করবেন তাহলে ক্যামস্টুডিও ব্যবহার করতে পারেন। ক্যামস্টুডিওর বৈশিষ্ট্য হলো- এটি হালকা সফটওয়্যার ও সাধারণ ইন্টারফেসের, এটির মাধ্যমে কোনো টাইম লিমিট এবং ওয়াটারমার্ক পাবেন না, ছোটো খাটো ভিডিও করতে পারেন।
শেষ কথা হলোঃ
ইন্টারনেটে অনেক স্ক্রিন রেকর্ডার রয়েছে। তবে আপনি যদি কোন ফ্রি স্ক্রিন রেকডিং খুজে থাকেন তাহলে, উপরের আলোচনায় ৫টি থেকে যেকোন একটি দিয়ে কাজ করে যেতে পারেন।
আপনি যদি free screen recorder for pc, free online screen recorder, screen recorder windows 7, screen recorder for pc free download, download screen recorder for pc, best screen recorder for pc, screen recorder for windows, free screen recorder windows 10, screen recorder for laptop, এই নাম গুলো দিয়ে অনলাইনে সার্চ করে থাকেন তাহলে আজকের ব্লগটি আপনার জন্যই। যদি আর্টিকেলটি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।
আরো জানুন-
- বিয়ের কার্ড বানানোর নিয়ম, Bangla Biyer Card Format
- ৪০টি অভিজ্ঞতা সনদের ফরমেট, Experience Certificate Format Bangladesh
- সকল ব্রাউজারের জন্য প্রয়োজনীয় শর্টকাটস সমূহ, Browser shortcut keys
- একটি কম্পিউটার দিয়ে একাধিক কম্পিউটার তৈরি করুন
- বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট সমূহের তালিকা, Most popular websites list