অনলাইন ইনকামওয়েবসাইট নলেজটেক নলেজতথ্য ও প্রযুক্তি

অনলাইনে শপিং করার সুবিধা ও অসুবিধা সমূহ

এই পোষ্টে অনলাইনে শপিং করার সুবিধা ও অসুবিধা সমূহ জানতে পারবেন। অনলাইনের মাধ্যমে কেনাকাটায় ক্ষেত্রে অনেক কিছু জানতে পারবেন। (Online Shopping Benefits)

আজকের এই দিনে অনলাইন শপিং খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। এর কারন হলো এর সুবিধার কারনে। আজকের দিনে সবাই ই-কমার্স এর সুবিধা নিতে চাই। এখন এই সুবিধা শহরকে ছাড়িয়ে গ্রাম লোকালয়ে পর্যন্ত চলে গেছে। আজকে তুলে ধরব অনলাইন শপিং এর সুবিধা গুলো নিয়ে।

অনলাইনে শপিং করার সুবিধা সমূহ

১। ২৪ ঘন্টা শপিং সুবিধাঃ অনলাইনে শপিং এর প্রতিষ্ঠানগুলো তাদের গ্রাহকদের ২৪ ঘন্টাই কেনাকাটা করার সুবিধা দিয়ে থাকে। ওয়েবসাইট অথবা এপসের মাধ্যমেই হোকনা কেন ৩৬৫ দিনের মধ্যে ২৪ ঘন্টাই শপিং করার সুবিধা পায় ক্রেতারা।

২। স্বল্প সময়ে শপিং সুবিধাঃ খুব কম সময়েই ঘরে বসেই যেকোন পন্য যাচাই বাছাই করে অনলাইনের মাধ্যমে কেনাকাটা করা যায়। এখনকার মানুষের এই ব্যস্ততম সময়ের মাঝে কেনাকাটার উপর সময় বের করার প্রয়োজন পরে না, কারন অনলাইনের মাধ্যমেই অল্প সময়ের ব্যবধানে পছন্দের পণ্য ঘরে নিয়ে যাওয়া যায় খুব সহজে। 

৩।পন্যের বৈচিত্র্য সমূহঃ অনলাইনের মাধ্যমে ই-কমার্স ওয়েবসাইটগুলো তাদের পন্য সমূহ গুলো বিভিন্ন রঙ বা ডিজাইন কিংবা বাহারি রকমারির পন্যের বিচিত্রতা এনে থাকে যা একজন ক্রেতাকে আকর্ষণ করে থাকে।  

৪। অবিশ্বাস্য দামঃ ই-কমার্সের মাধ্যমে অনলাইনে যে কেনাকাটা করা হয় তাতে বেশির ভাগই ডিসকাউন্ট সুবিধা দিয়ে থাকে এক্ষেত্রে অনেক কম দামে যেকোন পন্য কেনার একটা সুবিধা থেকে যায়। ডিসকাউন্ট ছাড়াও বাজার মূল্য ঠিক রেখেও পন্য দিয়ে থাকে ই-কমার্সের যারা বিজনেস করে থাকে। আর যেকোন উৎসব উপলক্ষে তখন বিশাল ছাড় এর ব্যবস্থা রাখা হয়। কম দামে দেওয়ার কারন হলো তাদের শো-রুম ভাড়া বেশি বেশি গুনতে হয় না। অনেক ধরনের খরচ আছে যা ই-কমার্স ব্যবসায়ীদের গুনতে হয় না। যার কারনে তাদের খরচ কম হওয়ায় তারা ক্রেতাদের কম মূল্যে পন্য দিতে সক্ষম হয়ে থাকে।

৫। ই-কমার্স এর হোম ডেলিভারি সুবিধাঃ অনলাইনে ই-কমার্স এর সবচাইতে যে সুবিধাটি থাকে তা হল হোম ডেলিভারি সুবিধা। আপনি ঘরে বসেই যে কোন পণ্য পাওয়ার নিশ্চয়তা পাবেন।

অনলাইনে শপিং করার সুবিধা এবং অসুবিধা দুইটাই রয়েছে

অনলাইন কেনাকাটায় শতর্কতাঃ অনলাইনের মাধ্যমে কোন কিছু কেনার আগে অবশ্যই যাদের কাছ থেকে কিনবেন তাদের সম্পর্কে ভালভাবে খোজ খবর নিয়ে তারপর কিনবেন আশা করি। কারন পৃথিবীতে ভাল যেমন রয়েছে তেমনি ভাবে খারাপও রয়েছে। অনেকেই আজকাল অনলাইনের মাধ্যমে ই-কমার্স এর নাম দিয়ে মানুষের সাথে প্রতারনা করে যাচ্ছে। এ সব প্রতারনা থেকে দূরে থাকবেন আশা করি। বিশ্বাস্থ প্রতিষ্ঠান ছাড়া অনলাইনে পেমেন্ট করা থেকে বিরত থাকবেন। পন্যের গুনগত মান যাচাই করার পর টাকা দিবেন।

আরো জানুন-

Quick Bangla

বাংলা তথ্যভিত্তিক ওয়েবসাইট হিসেবে পরিচালিত এই সাইটটি। তাই বাংলায় অনেক ধরনের তথ্যই এখানে পেয়ে যাবেন। আশা করি সঠিক তথ্য বিষয়বস্তু জানতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please Turn off ad blocker