কম্পিউটার নলেজটিউটোরিয়াল ভিডিওটেক নলেজ

ল্যাপটপ নাকি ডেক্সটপ কোনটি কিনবেন জেনে নিন

এই পোষ্টে ল্যাপটপ নাকি ডেক্সটপ কোনটি কিনবেন জেনে নিন এবং ল্যাপটপ ভালো নাকি কম্পিউটার ভালো জানতে পারবেন।

বর্তমান সময়ে একটি কম্পিউটার আমাদের দরকার পরেই থাকে হওক সেটা কাজ এর জন্য বা লেখাপড়া ও হওক সেটা বিনোদনের জন্যই। আমরা যখন প্রথম কোন কম্পিউটার কিনতে যাই তখন একটি দ্বিধার মধ্যে পরতে হয় ল্যাপটপ নাকি ডেক্সটপ কিনব।

তবে এই দ্বিধা দন্ডে পরাটাও স্বাভাবিক বেপার, কারন এই দুইটার কাজই একই রকম কিন্তু আমাদের পছন্দ হয় বেশির ভাগই ল্যাপটপ কারন এটি ছোট আকৃতির এবং গুছিয়ে যেকোন জায়গায় সুরক্ষিত ভাবে রাখা যায় বা স্মার্টনেশও বটে। আবার এটাও মনে হয় যদি ল্যাপটপ দিয়েই কাজ করা যায় সবকিছু তবে মানুষ ডেক্সটপ কিনে কেন? এই ধরনের প্রশ্নের সম্মুক্ষিন হতে হয় মনের ভিতর আমি নিজেও এটার ভুক্তভুগি।

প্রয়োজনীয়তা দেখে ল্যাপটপ নাকি ডেক্সটপ কিনুন

আমরা যখন কম্পিউটার কিনতে যাব তখন প্রথমেই আমাদের চিন্তা করতে হবে আমরা কি ধরনের কাজের জন্য কম্পিউটারটি কিনতেছি এবং আমাদের কি ধরনের প্রয়োজনীয়তা রয়েছে সে হিসেবেও আমাদের ঠিক করতে হবে।

আমরা ল্যাপটপ কিনব নাকি ডেক্সটপ কিনব আবার ভেবে থাকি ল্যাপটপ ভালো নাকি কম্পিউটার ভালো।

ধরুন আপনি কাজের জন্য কম্পিউটার কিনবেন যদি আপনি অফিসের জন্য কিনে থাকেন তাহলে ডেক্সটপই ভাল মানায় কারন এটিকে আপনার কোন জায়গায় বহন করতে হবে না এবং সুবিধা বেশি হয়ে থাকে।

আর যদি বাসায় কাজ করতে চান তাহলেও ডেক্সটপ কিনতে পারেন যদি কোন জায়গায় বহন করতে না হয়। যদি আপনার মাঝে মধ্যেই বাসা থেকে দূরে কোথাও যেতে হয় আর আপনি এটিকে নিজের সাথে নিয়ে যেতে চান কাজের জন্য তাহলে ল্যাপটপই ভাল হবে।

আপনি যদি শুধুমাত্র পড়াশুনার জন্য কম্পিউটার ব্যবহার করেন আর এটিকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নিয়ে যেতে হবে তাহলে ল্যাপটপ কিনতে পারেন।

আর যদি একজায়গায়ই থাকেন কোন বহনের দরকার হবে না তাহলে ডেক্সটপ কিনতে পারেন। আপনি যদি বিনোদনের জন্য কম্পিউটার কিনেন আর এটিকে যদি বহন করে মাঝে মধ্যে কোথাও কোথাও নিয়ে যেতে হয় তাহলে ল্যাপটপ কিনতে পারেন যদি বহন করতে না হয় তাহলে ডেক্সপট কিনতে পারেন।

ল্যাপটপ ভালো নাকি কম্পিউটার ভালো ব্যবহারে

কম্পিউটার ব্যবহারে ল্যাপটপের যেমন সুবিধা রয়েছে তেমনি ডেক্সটপেরও কিছু কিছু সুবিধা রয়েছে। আপনি যদি ল্যাপটপ কিনেন তাহলে তার সুবিধা হল আপনি চাইলে যেকোন মিটিংয়ে ল্যাপটপটি নিয়ে যেতে পারবেন কাজের সুবিধার্থে বা পড়াশুনার ক্ষেত্রে ক্লাশে নিয়ে যেতে পারবেন সেক্ষেত্রে অনেকটা সুবিধা রয়েছে।

আবার এখন আধুনিক ল্যাপটপ গুলোতে টাচস্ক্রিন পাবেন যার মাধ্যমে আরো দ্রুত কাজ ও সুবিধা পাবেন।

আপনি যদি ডেক্সটপ কিনেন তাহলে এটির মাধ্যমে একদম প্রফেসনালভাবে কাজ করে পারফরমেন্স ভাল পাবেন।

কম্পিউটার মেরামতে সুবিধা কোনটিতে

কম্পিউটার মেরামত বা যন্ত্রাংশ সংযোগ করতে গিয়ে সেক্ষেত্রে ডেক্সটপই ভাল হয়, কারন ডেক্সটপে আপনি চাইলে নিজে নিজেও কোন পার্টস খুলে লাগাতে পারবেন বা যন্ত্রাংশের ভিতরে পরিস্কার পরিচ্ছন্নও করে রাখতে পারেন ও প্রাথমিক কোন সমস্যা দিলে নিজে নিজেও সমাধানের ট্রাই করতে পারেন।

কিন্তু ল্যাপটপ কিনলে আপনিকে বেশির ভাগই যারা ল্যাপটপ ঠিক করে থাকে তাদের কাছে যেতে হবে। এরকম ক্ষেত্রে তারা যেমনটি যেমনটি বলবে আপনাকে মেনে নিতে হবে। ডেক্সটপে চাইলেই কোন নতুন পার্টস এড করে আপডেট করে নিতে পারেন কিন্তু ল্যাপটপে তা বেশির ভাগই সম্ভব হয় না।

ভারী কাজ ও গেম খেলার জন্য কোন পিসি কিনবেন

আপনি যদি কম্পিউটার পিসিতে ভারী কোন কাজ করেন যেমন- গ্রাফিক্স ডিজাইন, ভিডিও ইডিটিং, অ্যানিমেশন, তাহলে ডেক্সটপ পিসি কিনতে পারেন, কারন এসব ভারী কাজ করার জন্য ডেক্সটপই সবচাইতে সবচাইতে ভাল।

আর আপনি যদি গেম খেলার জন্য কম্পিউটার কিনেন তাহলেও ডেক্সটপই কিনতে পারেন কারণ গেম খেলার জন্যও বেস্ট পারফরমেন্স ডেক্সপটই দিয়ে থাকে। আসল কথা হল প্রফেসনাল সারাক্ষন কাজের জন্য ডেক্সটপই সবচাইতে ভাল হয়ে থাকে। মোট কথা হল ল্যাপটপ এর চেয়ে ডেক্সটপই শক্তিশালী হয়ে থাকে।

ল্যাপটপ নাকি ডেক্সটপ কিনবেন?

সবকিছু বিবেচনা করে করে আমরা এটাই বুঝতে পারি যদি প্রফেশনাল ভারী কাজ করেন একজায়গায় থেকে তাহলে ডেক্সটপ নিতে পারেন।

আর যদি কোন জায়গায় কম্পিউটারটি বহন করতে হয়। বা যদি নরমাল কাজ করেন যেমন মাইক্রোসফট অফিস, টুকটাক ফটোশপ বা নেট ব্রাউজিং এবং গাড়িতে বসে বা কোন জায়গায় নিয়ে কাজ করতে চান তাহলে ল্যাপটপ কিনতে পারেন। আর যদি বাজেট কম থাকে তাহলে  নোটবুক কিনতে পারেন।

আরেকটি কথা হল আপনি যে দাম দিয়ে ল্যাপটপ কিনবেন সে দাম দিয়ে এর চাইতে অনেক ভাল পারফরমেন্সের ডেক্সটপ নিতে পারবেন।

তবে আমার সাজেস্ট হল যদি একদম ল্যাপটপ প্রয়োজন না হয় তাহলে ডেক্সটপই নিতে পারেন। আর যদি বাজেট থাকে তাহলে ডেক্সটপ ও ল্যাপটপ দুটোই নিতে পারেন।

ল্যাপটপ নাকি ডেস্কটপ কিনবেন

আরো জানুন-  

Quick Bangla

বাংলা তথ্যভিত্তিক ওয়েবসাইট হিসেবে পরিচালিত এই সাইটটি। তাই বাংলায় অনেক ধরনের তথ্যই এখানে পেয়ে যাবেন। আশা করি সঠিক তথ্য বিষয়বস্তু জানতে পারবেন।

Related Articles

One Comment

  1. আমার কাছে ডেক্সটপই সুবিধা তবে ল্যাপটপ অনেক ক্ষেত্রে দরকার হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please Turn off ad blocker