কম্পিউটার ভাল রাখার উপায়, কম্পিউটার স্লো হলে কি করণীয়
এই পোষ্টে কম্পিউটার ভাল রাখার উপায় এবং কম্পিউটার স্লো হলে কি করণীয় জানতে পারবেন। কম্পিউটারের অনেক টিপস এন্ড ট্রিকস জেনে নিন।
কম্পিউটার ভাল রাখার উপায়
কম্পিউটারের যে কাজ গুলো সবারই জানা উচিত (What to do if the computer is slow, How to keep your computer in good condition)
দীর্ঘ দিন চলতে চলতে কম্পিউারের যখন বয়স বেড়ে যায় তখন আস্তে আস্তে স্লো হতে থাকে। কম্পিউটার যখন সামান্যও স্লো হয়ে যায় তখন কাজ করতে গেলে আমাদের অনেক বিরক্ত লাগে। কম্পিউটারের স্পিড বাড়াতে ও কার্যক্ষমতা বাড়াতে কিছু পদ্ধতি সাধারণত অনুসরণ করতে হয় এবং কম্পিউটারটি ভাল রাখতে সাধারণ কিছু কাজ জানা থাকতে কম্পিউটারের সম্পর্কে। আজকে যে পদ্ধতিগুলো বলব সেই পদ্ধতিগুলো কম্পিউটারের কাজ করেন এমন মানুষদের সবারই এগুলো জানা থাকতে হয়।
কম্পিউটার স্লো হলে কি করণীয়
Task manager এর সাহায্যে কম্পিউটার ফাস্ট করা যায়ঃ
উইন্ডোজ ১০ এ স্লো এর ক্ষেত্রে করণীয় কিঃ কম্পিউটারের Start এ গিয়ে রাইট বাটন ক্লিক করুন এরপর task manager অপশনটি ওপেন করুন। startup সিলেক্ট করলে যেসব সফটওয়্যার গুলো আপনি ইনস্টল করেছেন সেগুলোকে দেখতে পাবেন এখানে।
ইনস্টল করা সফটওয়্যার গুলো এর মধ্যে কিছু সফটওয়্যার কম্পিউটার ওপেন করার সাথে সাথে তা কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে কাজ করা শুরু করে দেয় মানে রানিং হয়ে থাকে যার ফলে কম্পিউটার অনেক বেশি স্লো হয়ে পড়ে। এখান থেকে আপনার প্রয়োজনীয় সফটওয়্যার গুলোকে এ্নাবেল করে দিন এবং বাকি গুলোকে ডিজেবল করে দিন।
উইন্ডোজ ৭ এর ক্ষেত্রে স্লো হলে করণীয়ঃ Start এর সার্চবারে লিখুন system configuration তারপর ক্লিক করে ওপেন করুন। এরপর Startup সিলেক্ট করলে উইন্ডোজ-৭ দেখাবে। এখান থেকে যেসব সফটওয়্যারগুলো আপনার প্রয়োজন হয় না তা ডিজেবল করে দিন।
কম্পিউটারের Run এর মাধ্যমে স্পিড বৃদ্ধি করুনঃ
কম্পিউটার স্লো হলে উইন্ডোজ সার্চবারে run লিখুন অথবা কি বোর্ডের উইন্ডোজ বাটনটি চেপে ধরে আর চাপুন, তারপর run অপশনটি ওপেন হলে সেখানে সার্চ করার মত করে একটি dialog box পাবেন এবার এখানে temp লিখে Ok চাপুন এখন যেসব ফাইল আসবে সবগুলো ফাইল ডিলিট করে দিন, ডিলেট করার জন্য সবগুলোকে মাউস দিয়ে সিলেক্ট করতে পারেন বা কন্ট্রোল বাটনটি চেপে ধরে A বাটনটি চাপুন সিলেক্ট হয়ে যাবে। যদি এক দুইটি ফাইল ডিলেট হতে না চায় তাহলে সমস্যা নেই, ডিলেট করার পর ক্রস দিয়ে কেটে দিন যে ফোল্ডারটি ওপেন হয়েছিল।
একই ভাবে আবার run এ গিয়ে %temp% লিখে ওকে করুন তারপর সবগুলো ফাইল ডিলেট করে দিন।
তারপর run এ গিয়ে recent লিখুন ওকে করুন তারপর সবগুলো ফাইল ডিলেট করে দিন।
তারপর রান এ গিয়ে prefetch লিখে Ok করুন তারপর সবগুলো ফাইল ডিলেট করে দিন।
তেমনি ভাবে tree লিখুন সার্চ দিন ও কিছু সময় অপেক্ষা করুন দেখবেন কাজ শেষ হলে কালো নোটপ্যাডটিতে যে লেখাগুলো এসেছিল তা এমনিই চলে যেয়ে বন্ধ হয়ে যাবে।
কম্পিউটার ভাল রাখার উপায় সমূহ
কম্পিউটার ভাল রাখতে Disk defragmentation করুনঃ
Disk defragmentation করতে কম্পিউটারের স্টার্ট মেনুতে যান সেখান থেকে সার্চবারে defragment লিখে সার্চ করুন এবং দেখুন defragment and optimize drives নামক অপশনটি ওপেন করুন। optimize drives নামক উইন্ডোটি ওপেন হলে C drive টিকে সিলেক্ট করুন। নিচের দিকে optimize এ ক্লিক করুন।
এই কাজ শেষ হতে বেশ কিছুক্ষন সময় নিবে কারন এটি একইসাথে ড্রাইভটির analyse, optimize ও defragment করে থাকে, তাই আপনাকে এই প্রসেসটি শেষ হতে অপেক্ষা করতে হবে। কাজটি শেষ হবার পর উইন্ডোটি close করে দিন।
আপনার কম্পিউটারের হার্ডড্রাইভটি ভালো রাখতে হলে সপ্তাহে একবার disk defragmentation করতে পারেন। যদি কম্পিউটারে SSD কার্ড লাগানো থাকে তাহলের disk defragmentation করার প্রয়োজন নেই।
কম্পিউটার ভাল রাখতে disk cleanup ব্যবহার করুনঃ
কম্পিউটারের স্টার্ট মেনুতে গিয়ে সার্চ অপশনে disk cleanup লিখে সার্চ করুন। disk cleanup আসার পর এখান থেকে দেখুন ড্রাইভ নামের একটি অপশন আছে সেখান থেকে সি ড্রাইভটি সিলেক্ট করে Ok তে ক্লিক করুন তারপর একটু প্রসেস হয়ে একটি অপশন আসবে সেখান থেকে File to Delete এখান থেকে কিছু কিছু ফাইল টিক চিহ্ন দেওয়া থাকবে কিছু কিছুতে টিক দেওয়া থাকবে না, সবগুলোতে টিক দিয়ে Ok করে দিন তার ডিলেট ফাইল অপশন আসবে সেখান থেকে ডিলেট ফাইল লেখাটিতে ক্লিক করে দিন, এখন ক্লিনিং আপ ড্রাইভ হতে থাকবে এবং প্রসেস হওয়ার পর অটোমেটিক অপশনটি বন্ধ হয়ে চলে যাবে। আবার নতুন করে disk cleanup অপশনটি আনুন এর পর সি ড্রাইভের মত করে সবগুলো ড্রাইভ এভাবে সিলেক্ট করে ক্লিনিং আপ ড্রাইভ করে দিন। এভাবে করে হার্ডডিক্স ড্রাইভ গুলো থেকে জাং ফাইল ডিলেট করার মাধ্যমে ড্রাইভ ভাল রাখতে পারেন এবং কম্পিউটার ফাস্ট রাখতে পারেন।
শেষ কথাঃ
এই যে উপরের কাজ গুলো করা হলো বা প্রক্রিয়াগুলো শেষ করা হলো এখন দেখতে পারবেন আপনার স্লো কম্পিউটার আগের তুলনায় অনেক দ্রুত কাজ করবে।
কম্পিউটারের এই যেসব কাজ গুলো দেখানো হলো এগুলো মাঝে মধ্যেই সবার কম্পিউটারেই করা প্রয়োজন এবং যারা কম্পিউটার অভিজ্ঞ তারা সবাই এই কাজটি করে থাকে।
আর্টিকেলটি ভাল লাগলে বা কোন কিছু জানার থাকলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।
আর্টিকেলটি টিউটোরিয়াল আকারে দেখতে নিচের ভিডিওটি দেখুনঃ-
আরো জানুন-