ওয়েবসাইট নলেজটেক নলেজ

ডোমেইন কেনার আগে যা জানা খুবই জরুরী

ওয়েবসাইটের জন্য ডোমেইন কেনার আগে যা জানা খুবই জরুরী তা নিয়ে আজকের এই আর্টিকেলটি সাজানো হয়েছে।

আমরা যখনই নিজের একটি ওয়েবসাইট এর কথা চিন্তা করব তখনই আমাদের প্রথমেই একটি ডোমেইন এর প্রয়োজন হবে। এই ডোমেইনটি নেওয়ার আগে আমাদের কি কি বিষয় জানা উচিত তা নিয়ে আজ আলোচনা করব।

একটি ওয়েবসাইট এর জন্য ডোমেইনই তার পরিচয় করিয়ে থাকে। ডোমেইন এর নামটি হল ওয়েবসাইটের নাম। একটি ডোমেইন একটি ভবিষ্যতও বটে। ডোমেইন নাম রাখার সময় অনেক চিন্তা ভাবনায় আমরা পরে যাই কি নাম রাখব তবে ডোমেইন নাম রাখার সময় অবশ্যই আমাদের চিন্তা করে একটি ইউনিক নাম রাখতে হবে।

ডোমেইন কেনার আগে চুরিকৃত কিনা জেনে নিন

অনেক সময় অনেকে অন্যের ওয়েবসাইট হ্যা’ক করে বা অন্যকোন উপায়ে ডোমেইন এর নাম নিয়ে নেয়। আপনি যদি এসব চুরিকৃত ডোমেইন ব্যবহার করেন তাহলে ভষ্যিতে সমস্যায় পরতে পারেন। তাই ডোমেইন কেনার সময় এই বিষয়টা মাথায় রাখা উচিত।

ডোমেইন এর বানান ভুল কিনা

আমরা যখনই একটি ডোমেইন নাম চিন্তা করব বা বেছে রাখব তখন সব শেষে এই ডোমেইন নামটি অবশ্যই বানান চেক করে নেব। ডোমেইন এর বানান যদি শুদ্ধ না হয় তাহলে ভবিষ্যতে আপনি এই ডোমেইনটি যদি বিক্রি করতে চান তাহলে সমস্যা হবে। ডোমেইন নামের ভুলের কারনে ভিজিটরও হারাতে পারেন কারন ভিজিটর প্রথমেই যদি দেখে আপনার ওয়েবসাইটের নামই ভুল তাহলে তাদের বিশ্বস্ততা হারাবেন। তাই ডোমেইন কেনার আগে অবশ্যই ডোমেইন এর বানান চেক করে নিন।

ডোমেইনটি ব্ল্যাকলিস্টেট কিনা

আপনি যে ডোমেইনটি কিনবেন চিন্তা করেছেন সে ডোমিনটি আগে কেউ ব্যবহার করেছে কিনা জেনে রাখবেন। অনেক সময় ডোমেইন ব্ল্যাক লিস্টে থেকে থাকে সেক্ষেত্রে এ ধরনের ডোমেইন কিনলে আপনি সমস্যায় পরবেন কারন আপনি যদি গুগল এডসেন্স দিয়ে ইনকাম করতে চান তাহলে আপনি ব্ল্যাকলিস্টেট ডোমেইন দিয়ে করতে পারবেন না। domain banned checker নামের ওয়েবসাইট থেকে ডোমেইন কেনার আগে ডোমেইনটি ব্ল্যাকলিস্টেট কিনা চেক করে নিবেন।

ডোমেইনটির ট্রেড মার্কের জটিলতায় কিনা

ডোমেইন কেনার আগে ট্রেডমার্কের কোন জটিলতা আছে কিনা চেক করে নিবেন। trademarkia ও uspto এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে চেক করে নিতে পারেন ট্রেডমার্কগত কোন সমস্যা আছে কিনা। যদি থেকে থাকে তাহলে এসকল ডোমেইন এরিয়ে চলুন।

ডোমেইন এর ইতিহাস জেনে নিন

আপনি ডোমেইন কেনার আগে যে ডোমেইনটি কিনবেন ভাবছেন সে ডোমেইনটি আগে কেউ ব্যবহার করেছে কিনা চেক করে নিবেন যদি ব্যবহার করে থাকে তাহলে কি ধরনের ওয়েবসাইটে ব্যবহার করেছে সেটাও জেনে নিবেন। archive এই ওয়েবসাইটের মাধ্যমে ডোমেইন এর হিস্টোরি চেক করে নিতে পারেন।

ডোমেইন এর নাম কেমন হওয়া দরকার

আমরা যখন ডোমেইন কিনতে চাই তখন কি ধরনের নাম ব্যবহার করব তা নিয়ে চিন্তা থাকি। তবে ডোমেইন কেনার আগে নাম রাখার ব্যাপারে কিছু অভিজ্ঞতার দরকার আছে। ডোমেইন এর শেষে .কম ব্যবহার করুন কারন .কম সার্চ র‌্যাকিং ভাল। ডোমেইন এর নাম সংক্ষিপ্ত ও ইউনিক নতুন নাম রাখার চেষ্টা করুন। সহজেই মানুষ মনে রাখতে পারেন এমন ধরনের নাম দিন। বেশি বড় নাম রাখা ঠিক নয় যতটুকু পারেন দুই শব্দের মধ্যে নাম রাখার চেষ্টা করুন অথবা সংক্ষিপ্ত নাম দিন। সার্চ র‌্যাংকিং শব্দ দেওয়ারও চেষ্টা করতে পারেন। যে ধরনের ওয়েবসাইট খুলবেন তার সাথে মিল রেখে ডোমেইন নাম দেওয়ার চেষ্টা করুন।

ডোমেইন এর দাম যাচাই করে নিন

ডোমেইন কেনার আগে অবশ্যই দাম যাচাই বাচাই করে দেখুন কি রকম দাম নেয়। অনলাইনে যাচাই করে দেখা যায় একেক কোম্পানী ডোমেইন এর দাম একেক রকম নিয়ে থাকে। এসব ক্ষেত্রে দাম যাচাই করে ভাল কোম্পানীর দেখে ডোমেইন নিলেই ভাল।

কাদের কাছ থেকে ডোমেইন কিনব

ডোমেইন কেনার আগে যাদের কাছ থেকে নিবেন তাদের সম্পর্কে ভাল ভাবে খুজ খবর নিন, তারপর ডোমেইন ক্রয় করুন। যদি ভাল কোম্পানী থেকে ডোমেইন না নেন তাহলে হয়রানীর স্বীকার হতে পারেন। আর একটি ডোমেইন একটি ভবিষ্যত যদি আপনার ডোমেইনটি নিয়ে ভবিষ্যত চিন্তা ভাবনা থাকে তাহলে অবশ্যেই বিশ্বস্থদের কাছ থেকেই ডোমেইন কিনুন।

একটি ডোমেইন আপনার ভবিষ্যত সম্পদ হিসেবে কাজ করবে তাই ডোমেইন কেনার আগে অবশ্যই উপরোল্লিখিত বিষয়গুলো মাথায় রেখে ডোমেইনটি ক্রয় করবেন আশা করি।

ডোমেইনের তথ্য জানুন

আরো পড়ুন-

Quick Bangla

বাংলা তথ্যভিত্তিক ওয়েবসাইট হিসেবে পরিচালিত এই সাইটটি। তাই বাংলায় অনেক ধরনের তথ্যই এখানে পেয়ে যাবেন। আশা করি সঠিক তথ্য বিষয়বস্তু জানতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please Turn off ad blocker