আল্লাহর ৯৯টি নাম ও মুখস্থ করার সহজ উপায় (99 Names of Allah)

আল্লাহর ৯৯টি নাম ও মুখস্থ করার সহজ উপায় সম্পর্কে জানব। আল্লাহতায়ালার সত্ত্বাবোধক ও গুণবাচক নাম সমূহ ইংলিশ উচ্চারণসহ নামের অর্থ জানতে পারবেন। (99 names of allah)
আল্লাহর ৯৯টি নাম গুলো ইসলাম ধর্ম মত অনুসারে কুরআন ও হাদিস দ্বারা বর্ণিত আল্লাহ্র গুণবাচক নামের একটি তালিকা বা সংকলন। ইসলাম ধর্ম মতে ভিত্তি নাম একটিই আর তা হলো ‘আল্লাহ্’। কিন্তু বিভিন্ন হাদীস অনুসারে আল্লাহ’র ৯৯টি নামের একটি তালিকা পাওয়া যায়।
এর মধ্যে এই নামের সুনির্দিষ্ট কোনো ধারাবাহিকতা নেই। তাছাড়া বিভিন্নভাবে যানা যায় কুরআন এবং হাদিসের বর্ণনা অনুসারে আল্লাহ্’র সর্বমোট নামের সংখ্যা ৯৯টিরও বেশি। যা প্রায় ৪,০০০ (চারহাজার) ও হতে পারে।
আল্লাহ তায়ালার সত্ত্বাবোধক ও গুণবাচক নাম সমূহ গুলো অর্থসহ ইংরেজিতে উচ্চারণসহ এই পোষ্টে পেয়ে যাবেন।(99 names of allah bangla)
আল্লাহর ৯৯টি নাম সমূহ নিম্নে দেওয়া হলোঃ
ক্রমিক | নাম | নামের অর্থ |
১। | আর রাহমান (Ar-Rahman) | পরম দয়ালু |
২। | আর-রাহ়ীম (Ar-Rahim) | অতিশয়-মেহেরবান |
৩। | আল-মালিক (Al-Malik) | সর্বকর্তৃত্বময় |
৪। | আল-কুদ্দুস (Al-Quddus) | নিষ্কলুষ, অতি পবিত্র |
৫। | আস-সালাম (As-Salam) | নিরাপত্তা-দানকারী, শান্তি-দানকারী |
৬। | আল-মু’মিন (Al-Mu’min) | নিরাপত্তা ও ঈমান দানকারী |
৭। | আল-মুহাইমিন (Al-Muhaymin) | পরিপূর্ণ রক্ষণাবেক্ষণকারী |
৮। | আল-আ’জীজ (Al-‘Aziz) | পরাক্রমশালী, অপরাজেয় |
৯। | আল-জাব্বার (Al-Jabbar) | দুর্নিবার |
১০। | আল-মুতাকাব্বিইর (Al-Mutakabbir) | নিরঙ্কুশ শ্রেষ্ঠত্বের অধিকারী |
১১। | আল-খালিক্ব (Al-Khaliq) | সৃষ্টিকর্তা |
১২। | আল-বারী (Al-Bari) | সঠিকভাবে সৃষ্টিকারী |
১৩। | আল-মুছউইর (Al-Musawwir) | আকৃতি-দানকারী |
১৪। | আল-গফ্ফার (Al-Ghaffar) | পরম ক্ষমাশীল |
১৫। | আল-ক্বাহার (Al-Qahhar) | কঠোর |
১৬। | আল-ওয়াহ্হাব (Al-Wahhab) | সবকিছু দানকারী |
১৭। | আর-রজ্জাক্ব (Ar-Razzaq) | রিযিকদাতা |
১৮। | আল ফাত্তাহ (Al-Fattah) | বিজয়দানকারী |
১৯। | আল-আ’লীম (Al-‘Alim) | সর্বজ্ঞ |
২০। | আল-ক্ববিদ্ব (Al-Qabid) | নিয়ন্ত্রণকারী, সরল পথ প্রদর্শনকারী |
২১। | আল-বাসিত (Al-Basit) | প্রশস্তকারী |
২২। | আল-খফিদ্বু (Al-Khafid) | অবনতকারী (কাফির ও মুশরিকদের) |
২৩। | আর-রফীই (Ar-Rafi) | উন্নতকারী |
২৪। | আল-মুই’জ্ব (Al-Mu’iz) | সম্মান-দানকারী |
২৫। | আল-মুদ্বি’ল্লু (Al-Muzil) | (অবিশ্বাসীদের) বেইজ্জতকারী |
২৬। | আস্-সামি (As-Sami) | সর্বশ্রোতা |
২৭। | আল-বাছীর (Al-Basir) | সর্ববিষয়-দর্শনকারী |
২৮। | আল-হা’কাম (Al-Hakam) | অটল বিচারক |
২৯। | আল-আ’দল (Al-‘Adl) | পরিপূর্ণ-ন্যায়বিচারক |
৩০। | আল-লাতীফ (Al-Latif) | সকল-গোপন-বিষয়ে-অবগত |
৩১। | আল-খ’বীর (Al-Khabir) | সকল ব্যাপারে জ্ঞাত |
৩২। | আল-হা’লীম (Al-Halim) | অত্যন্ত ধৈর্যশীল |
৩৩। | আল-আ’জীম (Al-‘Azim) | সর্বোচ্চ-মর্যাদাশীল |
৩৪। | আল-গফুর (Al-Ghafoor) | পরম ক্ষমাশীল |
৩৫। | আশ্-শাকুর (Ash-Shakur) | গুনগ্রাহী |
৩৬। | আল-আ’লিইউ (Al-‘Ali) | উচ্চ-মর্যাদাশীল |
৩৭। | আল-কাবিইর (Al-Kabir) | সুমহান |
৩৮। | আল-হা’ফীজ (Al-Hafiz) | সংরক্ষণকারী |
৩৯। | আল-মুক্বীত (Al-Muqit) | সকলের জীবনোপকরণ-দানকারী |
৪০। | আল-হাসীব (Al-Hasib) | হিসাব-গ্রহণকারী |
৪১। | আল-জালীল (Aj-Jalil) | পরম মর্যাদার অধিকারী |
৪২। | আল-কারীম (Al-Karim) | সুমহান দাতা |
৪৩। | আর-রক্বীব (Ar-Raqib) | তত্ত্বাবধায়ক |
৪৪। | আল-মুজীব (Al-Mujib) | জবাব-দানকারী, কবুলকারী |
৪৫। | আল-ওয়াসি’ (Al-Wasi’) | সর্ব-ব্যাপী, সর্বত্র-বিরাজমান, অসীম, ব্যাপক |
৪৬। | আল-হাকীম (Al-Hakim) | পরম-প্রজ্ঞাময় |
৪৭। | আল-ওয়াদুদ (Al-Wadud) | (বান্দাদের প্রতি) সদয় |
৪৮। | আল-মাজীদ (Al-Majid) | সকল-মর্যাদার-অধিকারী |
৪৯। | আল-বাই’ছ (Al-Ba’ith) | পুনুরুজ্জীবিতকারী |
৫০। | আশ্-শাহীদ (Ash-Shahid) | সর্বজ্ঞ-স্বাক্ষী |
৫১। | আল-হা’ক্ব (Al-Haqq) | পরম সত্য |
৫২। | আল-ওয়াকিল (Al-Wakil) | পরম নির্ভরযোগ্য কর্ম-সম্পাদনকারী |
৫৩। | আল-ক্বউইউ (Al-Qawee) | পরম-শক্তির-অধিকারী |
৫৪। | আল-মাতীন (Al-Matin) | সুদৃঢ় |
৫৫। | আল-ওয়ালিইউ (Al-Walee) | অভিভাবক ও সাহায্যকারী |
৫৬। | আল-হা’মীদ (Al-Hamid) | সকল প্রশংসার অধিকারী |
৫৭। | আল-মুহছী (Al-Muhsi) | সকল সৃষ্টির ব্যপারে অবগত |
৫৮। | আল-মুব্দি (Al-Mubdi) | প্রথমবার-সৃষ্টিকর্তা |
৫৯। | আল-মুঈ’দ (Al-Mu’eed) | পুনরায়-সৃষ্টিকর্তা |
৬০। | আল-মুহ’য়ী (Al-Muhyee) | জীবন-দানকারী |
৬১। | আল-মুমীত (Al-Mumeet) | মৃত্যু-দানকারী |
৬২। | আল-হাইয়্যু (Al-Hayy) | চিরঞ্জীব |
৬৩। | আল-ক্বাইয়্যুম (Al-Qayyum) | সমস্তকিছুর ধারক ও সংরক্ষণকারী |
৬৪। | আল-ওয়াজিদ (Al-Wajid) | অফুরন্ত ভান্ডারের অধিকারী |
৬৫। | আল-মাজিদ (Al-Muhit) | শ্রেষ্ঠত্বের অধিকারী |
৬৬। | আল-ওয়াহি’দ (Al-Wahid) | এক ও অদ্বিতীয় |
৬৭। | আল আহাদ (Al-Ahad) | এক |
৬৮। | আছ্-ছমাদ (As-Samad) | অমুখাপেক্ষী |
৬৯। | আল-ক্বদির (Al-Qadir) | সর্বশক্তিমান |
৭০। | আল-মুক্ব্তাদির (Al-Muqtadir) | নিরঙ্কুশ-সিদ্বান্তের-অধিকারী |
৭১। | আল-মুক্বদ্দিম (Al-Muqaddim) | অগ্রসারক |
৭২। | আল-মুয়াক্খির (Al-Mu’akhkhir) | অবকাশ দানকারী |
৭৩। | আল-আউয়াল (Al-‘Awwal) | অনাদি |
৭৪। | আল-আখির (Al-‘Akhir) | অনন্ত, সর্বশেষ |
৭৫। | আজ-জ’হির (Az-Zahir) | সম্পূর্নরূপে-প্রকাশিত |
৭৬। | আল-বাত্বিন (Al-Batin) | দৃষ্টি হতে অদৃশ্য |
৭৭। | আল-ওয়ালি (Al-Wali) | সমস্ত-কিছুর-অভিভাবক |
৭৮। | আল-মুতাআ’লি (Al-Muta’ali) | সৃষ্টির গুনাবলীর উর্দ্ধে |
৭৯। | আল-বার্ (Al-Barr) | পরম-উপকারী, অণুগ্রহশীল |
৮০। | আত্-তাওয়াব (At-Tawwab) | তাওবার তাওফিক দানকারী এবং কবুলকারী |
৮১। | আল-মুনতাক্বিম (Al-Muntaqim) | প্রতিশোধ-গ্রহণকারী |
৮২। | আল-আ’ফঊ (Al-‘Afuww) | পরম-উদার |
৮৩। | আর-রউফ (Ar-Ra’uf) | পরম-স্নেহশীল |
৮৪। | মালিকুল-মুলক (Malik Al-Mulk) | সমগ্র জগতের বাদশাহ্ |
৮৫। | যুল-জালালি-ওয়াল-ইকরাম (Zul-l-Jalal wal-Ikram) | মহিমান্বিত ও দয়াবান সত্তা |
৮৬। | আল-মুক্ব্সিত (Al-Muqsit) | হকদারের হক-আদায়কারী |
৮৭। | আল-জামিই (Aj-Jami) | একত্রকারী, সমবেতকারী |
৮৮। | আল-গণিই (Al-Ghanee) | অমুখাপেক্ষী ধনী |
৮৯। | আল-মুগণিই (Al-Mughnee) | পরম-অভাবমোচনকারী |
৯০। | আল-মানিই (Al-Mani) | অকল্যাণরোধক |
৯১। | আয্-যর (Ad-Darr) | ক্ষতিসাধনকারী |
৯২। | আন্-নাফিই (An-Nafi) | কল্যাণকারী |
৯৩। | আন্-নূর (An-Nur) | পরম-আলো |
৯৪। | আল-হাদী (Al-Hadi) | পথ-প্রদর্শক |
৯৫। | আল-বাদীই (Al-Badi) | অতুলনীয় |
৯৬। | আল-বাক্বী (Al-Baqi) | চিরস্থায়ী, অবিনশ্বর |
৯৭। | আল-ওয়ারিস (Al-Warith) | উত্তরাধিকারী |
৯৮। | আর-রাশীদ (Ar-Rashid) | সঠিক পথ-প্রদর্শক |
৯৯। | আস-সবুর (As-Sabur) | অত্যধিক ধৈর্যধারণকারী |
আল্লাহর ৯৯টি নাম ও মুখস্ত করার সহজ উপায়
আল্লাহ তায়ালার সত্ত্বাবোধক ও গুণবাচক নাম সমূহ গুলো পড়লে অনেক ফজিলত রয়েছে। আল্লাহর ৯৯ নাম মুখস্ত করাটাও আমাদের কর্তব্য। যারা এই নাম গুলো মুখস্ত করতে চান সহজভাবে কিভাবে মুখস্ত করতে পারেন তার কিছু টেকনিক বলার চেষ্টা করব।
- শব্দ ভেঙ্গে ভেঙ্গে পড়তে পারেন।
- নাম দেখে দেখে কিছু কিছু করে পড়ে মুখস্ত করতে পারেন।
- একসাথে দশটি নাম মুখস্ত করতে পারেন। পরে আবার দশটি করে পড়তে পারেন।
- পড়ার সাথে সাথে লিখতে পারেন।
- দশটি নাম শেখার পর না দেখে মুখে বলে বলে লিখতে পারেন।
নিম্নে আল্লাহর ৯৯টি নাম (99 Names Of Allah) সাজিয়ে দেওয়া হলো যাতে পড়তে বা মুখস্ত করতে সহজ হয়ঃ
১। আর রাহমান (Ar-Rahman)=নামের অর্থ= পরম দয়ালু।
২। আর-রাহ়ীম (Ar-Rahim) =নামের অর্থ= অতিশয়-মেহেরবান।
৩। আল-মালিক (Al-Malik) =নামের অর্থ= সর্বকর্তৃত্বময়।
৪। আল-কুদ্দুস (Al-Quddus) =নামের অর্থ= নিষ্কলুষ, অতি পবিত্র।
৫। আস-সালাম (As-Salam) =নামের অর্থ= নিরাপত্তা-দানকারী, শান্তি-দানকারী।
৬। আল-মু’মিন (Al-Mu’min)=নামের অর্থ= নিরাপত্তা ও ঈমান দানকারী।
৭। আল-মুহাইমিন (Al-Muhaymin) =নামের অর্থ= পরিপূর্ণ রক্ষণাবেক্ষণকারী।
৮। আল-আ’জীজ (Al-‘Aziz) =নামের অর্থ= পরাক্রমশালী, অপরাজেয়।
৯। আল-জাব্বার (Al-Jabbar) =নামের অর্থ= দুর্নিবার।
১০।আল-মুতাকাব্বিইর (Al-Mutakabbir) =নামের অর্থ= নিরঙ্কুশ শ্রেষ্ঠত্বের অধিকারী।
১১। আল-খালিক্ব (Al-Khaliq) =নামের অর্থ= সৃষ্টিকর্তা।
১২। আল-বারী (Al-Bari) =নামের অর্থ= সঠিকভাবে সৃষ্টিকারী।
১৩। আল-মুছউইর (Al-Musawwir) =নামের অর্থ= আকৃতি-দানকারী।
১৪। আল-গফ্ফার (Al-Ghaffar) =নামের অর্থ= পরম ক্ষমাশীল।
১৫।আল-ক্বাহার (Al-Qahhar) =নামের অর্থ= কঠোর।
১৬। আল-ওয়াহ্হাব (Al-Wahhab) =নামের অর্থ= সবকিছু দানকারী।
১৭। আর-রজ্জাক্ব (Ar-Razzaq) =নামের অর্থ= রিযিকদাতা।
১৮। আল ফাত্তাহ (Al-Fattah) =নামের অর্থ= বিজয়দানকারী।
১৯। আল-আ’লীম (Al-‘Alim) =নামের অর্থ= সর্বজ্ঞ।
২০। আল-ক্ববিদ্ব (Al-Qabid) =নামের অর্থ= নিয়ন্ত্রণকারী, সরল পথ প্রদর্শনকারী।
২১। আল-বাসিত (Al-Basit) =নামের অর্থ= প্রশস্তকারী।
২২। আল-খফিদ্বু (Al-Khafid) =নামের অর্থ= অবনতকারী (কাফির ও মুশরিকদের)।
২৩। আর-রফীই (Ar-Rafi) =নামের অর্থ= উন্নতকারী।
২৪। আল-মুই’জ্ব (Al-Mu’iz) =নামের অর্থ= সম্মান-দানকারী।
২৫। আল-মুদ্বি’ল্লু (Al-Muzil) =নামের অর্থ= (অবিশ্বাসীদের) বেইজ্জতকারী।
২৬। আস্-সামি (As-Sami) =নামের অর্থ= সর্বশ্রোতা।
২৭। আল-বাছীর (Al-Basir) =নামের অর্থ= সর্ববিষয়-দর্শনকারী।
২৮। আল-হা’কাম (Al-Hakam) =নামের অর্থ= অটল বিচারক।
২৯। আল-আ’দল (Al-‘Adl) =নামের অর্থ= পরিপূর্ণ-ন্যায়বিচারক।
৩০। আল-লাতীফ (Al-Latif) =নামের অর্থ= সকল-গোপন-বিষয়ে-অবগত।
৩১। আল-খ’বীর (Al-Khabir) =নামের অর্থ= সকল ব্যাপারে জ্ঞাত।
৩২। আল-হা’লীম (Al-Halim) =নামের অর্থ= অত্যন্ত ধৈর্যশীল।
৩৩। আল-আ’জীম (Al-‘Azim) =নামের অর্থ= সর্বোচ্চ-মর্যাদাশীল।
৩৪। আল-গফুর (Al-Ghafoor) =নামের অর্থ= পরম ক্ষমাশীল।
৩৫। আশ্-শাকুর (Ash-Shakur) =নামের অর্থ= গুনগ্রাহী।
৩৬। আল-আ’লিইউ (Al-‘Ali) =নামের অর্থ= উচ্চ-মর্যাদাশীল।
৩৭। আল-কাবিইর (Al-Kabir) =নামের অর্থ= সুমহান।
৩৮। আল-হা’ফীজ (Al-Hafiz) =নামের অর্থ= সংরক্ষণকারী।
৩৯। আল-মুক্বীত (Al-Muqit) =নামের অর্থ= সকলের জীবনোপকরণ-দানকারী।
৪০। আল-হাসীব (Al-Hasib) =নামের অর্থ= হিসাব-গ্রহণকারী।
৪১। আল-জালীল (Aj-Jalil) =নামের অর্থ= পরম মর্যাদার অধিকারী।
৪২। আল-কারীম (Al-Karim) =নামের অর্থ= সুমহান দাতা।
৪৩। আর-রক্বীব (Ar-Raqib) =নামের অর্থ= তত্ত্বাবধায়ক।
৪৪। আল-মুজীব (Al-Mujib) =নামের অর্থ= জবাব-দানকারী, কবুলকারী।
৪৫। আল-ওয়াসি’ (Al-Wasi’) =নামের অর্থ= সর্ব-ব্যাপী, সর্বত্র-বিরাজমান, অসীম, ব্যাপক।
৪৬। আল-হাকীম (Al-Hakim) =নামের অর্থ= পরম-প্রজ্ঞাময়।
৪৭। আল-ওয়াদুদ (Al-Wadud) =নামের অর্থ= (বান্দাদের প্রতি) =নামের অর্থ= সদয়।
৪৮। আল-মাজীদ (Al-Majid) =নামের অর্থ= সকল-মর্যাদার-অধিকারী।
৪৯। আল-বাই’ছ (Al-Ba’ith) =নামের অর্থ= পুনুরুজ্জীবিতকারী।
৫০। আশ্-শাহীদ (Ash-Shahid) =নামের অর্থ= সর্বজ্ঞ-স্বাক্ষী।
৫১। আল-হা’ক্ব (Al-Haqq) =নামের অর্থ= পরম সত্য।
৫২। আল-ওয়াকিল (Al-Wakil) =নামের অর্থ= পরম নির্ভরযোগ্য কর্ম-সম্পাদনকারী।
৫৩। আল-ক্বউইউ (Al-Qawee) =নামের অর্থ= পরম-শক্তির-অধিকারী।
৫৪। আল-মাতীন (Al-Matin) =নামের অর্থ= সুদৃঢ়।
৫৫। আল-ওয়ালিইউ (Al-Walee) =নামের অর্থ= অভিভাবক ও সাহায্যকারী।
৫৬। আল-হা’মীদ (Al-Hamid) =নামের অর্থ= সকল প্রশংসার অধিকারী।
৫৭। আল-মুহছী (Al-Muhsi) =নামের অর্থ= সকল সৃষ্টির ব্যপারে অবগত।
৫৮। আল-মুব্দি (Al-Mubdi) =নামের অর্থ= প্রথমবার-সৃষ্টিকর্তা।
৫৯। আল-মুঈ’দ (Al-Mu’eed) =নামের অর্থ= পুনরায়-সৃষ্টিকর্তা।
৬০। আল-মুহ’য়ী (Al-Muhyee) =নামের অর্থ= জীবন-দানকারী।
৬১। আল-মুমীত (Al-Mumeet) =নামের অর্থ= মৃত্যু-দানকারী।
৬২। আল-হাইয়্যু (Al-Hayy) =নামের অর্থ= চিরঞ্জীব।
৬৩। আল-ক্বাইয়্যুম (Al-Qayyum) =নামের অর্থ= সমস্তকিছুর ধারক ও সংরক্ষণকারী।
৬৪। আল-ওয়াজিদ (Al-Wajid) =নামের অর্থ= অফুরন্ত ভান্ডারের অধিকারী।
৬৫। আল-মাজিদ (Al-Muhit) =নামের অর্থ= শ্রেষ্ঠত্বের অধিকারী।
৬৬। আল-ওয়াহি’দ (Al-Wahid) =নামের অর্থ= এক ও অদ্বিতীয়।
৬৭। আল আহাদ (Al-Ahad) =নামের অর্থ= এক।
৬৮। আছ্-ছমাদ (As-Samad) =নামের অর্থ= অমুখাপেক্ষী।
৬৯। আল-ক্বদির (Al-Qadir) =নামের অর্থ= সর্বশক্তিমান।
৭০। আল-মুক্ব্তাদির (Al-Muqtadir) =নামের অর্থ= নিরঙ্কুশ-সিদ্বান্তের-অধিকারী।
৭১। আল-মুক্বদ্দিম (Al-Muqaddim) =নামের অর্থ= অগ্রসারক।
৭২। আল-মুয়াক্খির (Al-Mu’akhkhir) =নামের অর্থ= অবকাশ দানকারী।
৭৩। আল-আউয়াল (Al-‘Awwal) =নামের অর্থ= অনাদি।
৭৪। আল-আখির (Al-‘Akhir) =নামের অর্থ= অনন্ত, সর্বশেষ।
৭৫। আজ-জ’হির (Az-Zahir) =নামের অর্থ= সম্পূর্নরূপে-প্রকাশিত।
৭৬। আল-বাত্বিন (Al-Batin) =নামের অর্থ= দৃষ্টি হতে অদৃশ্য।
৭৭। আল-ওয়ালি (Al-Wali) =নামের অর্থ= সমস্ত-কিছুর-অভিভাবক।
৭৮। আল-মুতাআ’লি (Al-Muta’ali) =নামের অর্থ= সৃষ্টির গুনাবলীর উর্দ্ধে।
৭৯। আল-বার্ (Al-Barr) =নামের অর্থ= পরম-উপকারী, অণুগ্রহশীল।
৮০। আত্-তাওয়াব (At-Tawwab) =নামের অর্থ= তাওবার তাওফিক দানকারী এবং কবুলকারী।
৮১। আল-মুনতাক্বিম (Al-Muntaqim) =নামের অর্থ= প্রতিশোধ-গ্রহণকারী।
৮২। আল-আ’ফঊ (Al-‘Afuww) =নামের অর্থ= পরম-উদার।
৮৩। আর-রউফ (Ar-Ra’uf) =নামের অর্থ= পরম-স্নেহশীল।
৮৪। মালিকুল-মুলক (Malik Al-Mulk) =নামের অর্থ= সমগ্র জগতের বাদশাহ্।
৮৫। যুল-জালালি-ওয়াল-ইকরাম (Zul-l-Jalal wal-Ikram) =নামের অর্থ= মহিমান্বিত ও দয়াবান সত্তা।
৮৬। আল-মুক্ব্সিত (Al-Muqsit) =নামের অর্থ= হকদারের হক-আদায়কারী।
৮৭। আল-জামিই (Aj-Jami) =নামের অর্থ= একত্রকারী, সমবেতকারী।
৮৮। আল-গণিই (Al-Ghanee) =নামের অর্থ= অমুখাপেক্ষী ধনী।
৮৯। আল-মুগণিই (Al-Mughnee) =নামের অর্থ= পরম-অভাবমোচনকারী।
৯০। আল-মানিই (Al-Mani) =নামের অর্থ= অকল্যাণরোধক।
৯১। আয্-যর (Ad-Darr) =নামের অর্থ= ক্ষতিসাধনকারী।
৯২। আন্-নাফিই (An-Nafi) =নামের অর্থ= কল্যাণকারী।
৯৩। আন্-নূর (An-Nur) =নামের অর্থ= পরম-আলো।
৯৪। আল-হাদী (Al-Hadi) =নামের অর্থ= পথ-প্রদর্শক।
৯৫। আল-বাদীই (Al-Badi) =নামের অর্থ= অতুলনীয়।
৯৬। আল-বাক্বী (Al-Baqi) =নামের অর্থ= চিরস্থায়ী, অবিনশ্বর।
৯৭। আল-ওয়ারিস (Al-Warith) =নামের অর্থ= উত্তরাধিকারী।
৯৮। আর-রাশীদ (Ar-Rashid) =নামের অর্থ= সঠিক পথ-প্রদর্শক।
৯৯। আস-সবুর (As-Sabur) =নামের অর্থ= অত্যধিক ধৈর্যধারণকারী।
শেষ কথাঃ আশা করি আপনারা যারা আল্লাহার ৯৯টি নাম ও নামের অর্থ এবং ইংরেজি উচ্চারণসহ জানতে চাইছেন তারা এই পোষ্টের মাধ্যমে জানতে পারলেন।
এখান থেকে নাম গুলো মুখস্ত করতে পারেন। চাইলে বাচ্চাদের জন্য নাম রাখতে পারেন। তবে নাম রাখার সময় অবশ্যই আদবের সাথে ও সুন্দর ভাবে নাম রাখুন, যেমন-আব্দুর রাজ্জাক, আব্দুর রহিম, আব্দুল ওহাব।
***নাম রাখার সময় অবশ্যই মসজিদের ইমাম সাহেবের সাথে পরামর্শ করে নিন। জাযাকাল্লাহ খায়রান।***
আরো জানুন-
- কোরআন থেকে মেয়েদের নাম অর্থসহ (880+ Quranic girl Names)
- কোরআন থেকে ছেলেদের নাম অর্থসহ (1055+ Quranic Boy Names)
- কোরআন থেকে ছেলে ও মেয়েদের নাম অর্থসহ |1580+Quranic Names
- হ দিয়ে ছেলেদের ইসলামিক নাম ও নামের বাংলা অর্থ
- ফ দিয়ে ছেলেদের ইসলামিক নাম ও নামের বাংলা অর্থ
- শ দিয়ে ছেলেদের ইসলামিক নাম ও নামের বাংলা অর্থ