ইসলাম নলেজইসলামিক নাম

আল্লাহর ৯৯ নাম বাংলায় অর্থসহ ও মুখস্থ করার সহজ উপায়

আল্লাহর ৯৯ নাম বাংলায় অর্থসহ ও মুখস্থ করার সহজ উপায় জানুন। (99 names of allah) আল্লাহতায়ালার সত্ত্বাবোধক ও গুণবাচক নাম ইংলিশ উচ্চারণসহ।

আল্লাহর 99 নাম গুলো ইসলাম ধর্ম মত অনুসারে কুরআন ও হাদিস দ্বারা বর্ণিত আল্লাহ্‌র গুণবাচক নামের একটি তালিকা বা সংকলন। ইসলাম ধর্ম মতে ভিত্তি নাম একটিই আর তা হলো ‘আল্লাহ্’। কিন্তু বিভিন্ন হাদীস অনুসারে আল্লাহ’র ৯৯টি নামের একটি তালিকা পাওয়া যায়।

এর মধ্যে এই নামের সুনির্দিষ্ট কোনো ধারাবাহিকতা নেই। তাছাড়া বিভিন্নভাবে যানা যায় কুরআন এবং হাদিসের বর্ণনা অনুসারে আল্লাহ্’র সর্বমোট নামের সংখ্যা ৯৯টিরও বেশি। যা প্রায় ৪,০০০ (চারহাজার)ও হতে পারে।

বিশেষ করে বলতে হয়- আল্লাহর গুণবাচক নামের যথাযথ বাংলা অনুবাদ করা কঠিন। এখানে কেবলমাত্র ইঙ্গিতপূর্ণ বাংলা অনুবাদ করা হয়েছে। আল্লাহ আমাদেরকে নামের অর্থগুলো বুঝার তৌফিক দান করুন।

নিম্নে আল্লাহ তায়ালার সত্ত্বাবোধক ও গুণবাচক নাম সমূহ গুলোর অর্থসহ ইংরেজিতে উচ্চারণসহ দেখে নিন। (99 names of allah bangla)

আল্লাহর ৯৯ নাম বাংলায় অর্থসহ

ক্রমিকনামনামের অর্থ
১।আল্লাহ (Allah)আল্লাহ
২।আর রাহমান (Ar-Rahman)পরম দয়ালু
৩।আর-রাহ়ীম (Ar-Rahim)পরম করুণাময়, অতিশয়-মেহেরবান
৪।আল-মালিক (Al-Malik)সর্বকর্তৃত্বময়
৫।আল-কুদ্দুস (Al-Quddus)অতি পবিত্র, নিষ্কলুষ
৬।আস-সালাম (As-Salam)শান্তিদাতা, নিরাপত্তা-দানকারী
৭।আল-মুমিন (Al-Mu’min)নিরাপত্তাদাতা, ঈমান দানকারী
৮।আল-মুহাইমিন (Al-Muhaymin)রক্ষাকারী, পরিপূর্ণ রক্ষণাবেক্ষণকারী
৯।আল-আজীজ (Al-Aziz)পরাক্রমশালী, অপরাজেয়
১০।আল-জাব্বার (Al-Jabbar)বিক্রমশালী, দুর্নিবার
১১।আল-মুতাকাব্বিইর (Al-Mutakabbir)মহা গৌরবান্বিত, মহান
১২।আল-খালিক (Al-Khaliq)সৃষ্টিকর্তা
১৩।আল-বারী (Al-Bari)ক্রটিহীনস্রষ্টা, সঠিকভাবে সৃষ্টিকারী
১৪।আল-মুসাওয়ের/মুসাব্বির (Al-Musawwir)আকৃতি-দানকারী
১৫।আল-গফ্ফার (Al-Ghaffar)মহা ক্ষমাশীল
১৬।আল-কাহহার (Al-Qahhar)মহা শাস্তিদাতা
১৭।আল-ওয়াহ্হাব (Al-Wahhab)পুরস্কারদাতা, মহাদানশীল
১৮।আর-রাজ্জাক (Ar-Razzaq)রিযিকদাতা, জীবিকাদানকারী
১৯।আল ফাত্তাহ (Al-Fattah)বিজয়ী, প্রকাশকারী, মীমাংসাকারী
২০।আল-আলীম (Al-Alim)সর্বজ্ঞ, মহাজ্ঞানী
২১।আল-কাবিদ (Al-Qabid)পরাভৃতকারী, নিয়ন্ত্রণকারী
২২।আল-বাসিত (Al-Basit)প্রশস্ততাদানকারী, বিস্তারণকারী
২৩।আল-খাফিদ (Al-Khafid)অবতরণকারী, যিনি হতবল করেদেন
২৪।আর-রাফি (Ar-Rafi)মহান উন্নত, সম্মান বৃদ্ধিকারী
২৫।আল-মুয়িয (Al-Muiz)সম্মান ও শক্তিদানকারী
২৬।আল-মুযিল (Al-Muzil)বেইজ্জতকারী (অবিশ্বাসীদের)
২৭।আস-সামি (As-Sami)মহা শ্রবণকারী, সর্বশ্রোতা
২৮।আল-বাসীর (Al-Basir)সর্ববিষয়-দর্শনকারী, মহাদ্রষ্টা
২৯।আল-হাকাম (Al-Hakam)মহা প্রজ্ঞাবান, সুবিচারক
৩০।আল-আদল (Al-Adl)পরিপূর্ণ-ন্যায়বিচারক
৩১।আল-লতীফ (Al-Latif)সুক্ষদর্শী, সকল গোপন বিষয়ে অবগত, অনুগ্রহশীল
৩২।আল-খাবীর (Al-Khabir)সম্যক অবগত, সকল ব্যাপারে জ্ঞাত
৩৩।আল-হালীম (Al-Halim)মহা ধৈর্যশীল
৩৪।আল-আজীম (Al-Azim)সুমহান, সর্বোচ্চ-মর্যাদাশীল
৩৫।আল-গফুর (Al-Ghafur)অতি ক্ষমাশীল
৩৬।আশ-শাকুর (Ash-Shakur)কৃতজ্ঞতা ভাজন, গুনগ্রাহী
৩৭।আল-আলী (Al-Ali)মহান, উচ্চ-মর্যাদাশীল
৩৮।আল-কাবীর (Al-Kabir)বিরাট, সুমহান
৩৯।আল-হাফিজ (Al-Hafiz)রক্ষাকর্তা, সংরক্ষণকারী, অভিভাবক
৪০।আল-মুকীত (Al-Muqit)দৈহিক ও আত্নিক শক্তিদাতা, প্রতিপালক
৪১।আল-হাসীব (Al-Hasib)হিসাব-গ্রহণকারী
৪২।আল-জালীল (Aj-Jalil)গৌরবান্বিত, মহিমান্বিত
৪৩।আল-কারীম (Al-Karim)অনুগ্রহকারী, অত্যন্ত মহৎ
৪৪।আর-রাকীব (Ar-Raqib)পর্যবেক্ষণ, রক্ষক
৪৫।আল-মুজীব (Al-Mujib)কবুলকারী, জবাব-দানকারী
৪৬।আল-ওয়াসি (Al-Wasi)সম্প্রসারণকারী, সর্ব-ব্যাপী, সর্বত্র-বিরাজমান
৪৭।আল-হাকীম (Al-Hakim)পরম-প্রজ্ঞাময়
৪৮।আল-ওয়াদুদ (Al-Wadud)প্রেমময়, অত্যন্ত স্নেহশীল, সদয়
৪৯।আল-মাজীদ (Al-Majid)মহা সম্মানিত, সকল-মর্যাদার-অধিকারী
৫০।আল-বায়িস (Al-Bais)পুনরুত্থানকারী, পুনুরুজ্জীবিতকারী
৫১।আশ্-শাহীদ (Ash-Shahid)      সর্বত্র প্রত্যক্ষকারী ও বিরাজমান, স্বাক্ষী
৫২।আল-হাক্ব (Al-Haqq)সত্যনিষ্ঠ / পরম সত্য
৫৩।আল-ওয়াকিল (Al-Wakil)অভিভাবক, বিশ্বাস ভাজন
৫৪।আল-কাবিউ (Al-Qawee)পরম-শক্তির-অধিকারী, মহা শক্তিমান
৫৫।আল-মাতীন (Al-Matin)সুদৃঢ়, অটল, সক্ষম
৫৬।আল-ওয়ালিইউ (Al-Walee)অভিভাবক, সাহায্যকারী
৫৭।আল-হামীদ (Al-Hamid)সকল প্রশংসার অধিকারী, প্রশংসিত
৫৮।আল-মুহসী (Al-Muhsi)সকল সৃষ্টির ব্যাপারে অবগত, পরিসংখ্যক
৫৯।আল-মুবদি (Al-Mubdi)প্রকাশকারী, প্রথমসৃজনকারী
৬০।আল-মুঈদ (Al-Muid)পুনরুত্থানকারী
৬১।আল-মুহয়ী (Al-Muhi)জীবন-দানকারী
৬২।আল-মুমীত (Al-Mumit)মৃত্যু-দানকারী, ধ্বংসকারী
৬৩।আল-হাই (Al-Hai)অমর, চিরঞ্জীব
৬৪।আল-কাইউম (Al-Qayyum)চিরস্থায়ী, সমস্তকিছুর ধারক ও সংরক্ষণকারী
৬৫।আল-ওয়াজিদ (Al-Wajid)সকলবস্তুর মালিক, সর্বত্তপ্রাপ্ত
৬৬।আল-মুহিত (Al-Muhit)পরিবেষ্টনকারী, সর্ব বেষ্টনকারী
৬৭।আল-ওয়াহিদ (Al-Wahid)এক ও অদ্বিতীয়
৬৮।আস-সামাদ (As-Samad)অমুখাপেক্ষী, শাশ্বত
৬৯।আল-কাদির (Al-Qadir)মহাশক্তিশালী, সামার্থবান
৭০।আল-মুকতাদির (Al-Muqtadir)সার্বভোম শক্তির অধিকারী, নিরঙ্কুশ-সিদ্বান্তের-অধিকারী
৭১।আল-মুকাদ্দিম (Al-Muqaddim)সূচনাকারী, অগ্রায়নকারী
৭২।আল-মুয়াখখির (Al-Muakhkhir)অনন্ত, অবকাশ দানকারী
৭৩।আল-আউয়াল (Al-Awwal)অনাদি
৭৪।আল-আখির (Al-‘Akhir)অনন্ত, সর্বশেষ
৭৫।আয-যাহির (Az-Zahir)প্রকাশমান, সম্পূর্নরূপে-প্রকাশিত
৭৬।আল-বাতিন (Al-Batin)গোপন, দৃষ্টি হতে অদৃশ্য
৭৭।আল-ওয়ালি (Al-Wali)অধিপতি,সমস্ত-কিছুর-অভিভাবক
৭৮।আল-মুতাআলি (Al-Mutali)সর্বউন্নত, সর্বোচ্চ, সৃষ্টির গুনাবলীর উর্দ্ধে
৭৯।আল-বার্ (Al-Barru)মহাপূণ্যময়,পরম-উপকারী
৮০।আত-তাওয়াব (At-Tawwab)তাওবা কবুলকারী
৮১।আল-মুনতাকিম (Al-Muntaqim)দণ্ড বিধায়ক, প্রতিশোধ-গ্রহণকারী
৮২।আল-আফুউ (Al-Afuww)ক্ষমাশীল, পরম-উদার
৮৩।আর-রউফ (Ar-Rauf)করুনাময়, পরম-স্নেহশীল
৮৪।মালিকুল-মুলক (Malik Al-Mulk)মহান অধিপতি, সমগ্র জগতের বাদশাহ্
৮৫।যুল-জালালি-ওয়াল-ইকরাম (Zul-Jalal wal-Ikram)প্রতাপশালী
৮৬।আল-মুকসিত (Al-Muqsit)ন্যায় বিচারক, হকদারের হক-আদায়কারী
৮৭।আল-জামি (Aj-Jami)একত্রকারী, সমবেতকারী
৮৮।আল-গণি (Al-Ghani)আত্মনির্ভর
৮৯।আল-মুগণি (Al-Mughni)অমুখাপেক্ষী
৯০।আল-মানিই (Al-Mani)বাধাপ্রদানকারী,অকল্যাণরোধক
৯১।আদ-দার (Ad-Darr)অমঙ্গলদাতা, ক্ষতিসাধনকারী
৯২।আন্-নাফিই (An-Nafi)উপকারী, কল্যাণকারী
৯৩।আন্-নূর (An-Nur)      পরম-আলো
৯৪।আল-বাদী (Al-Badi)সৃষ্টিকারী, অতুলনীয়
৯৫।আল-হাদী (Al-Hadi)মহান পথ-প্রদর্শক
৯৬।আল-বাকী (Al-Baqi)চিরন্তন, চিরস্থায়ী
৯৭।আল-ওয়ারিস (Al-Warith)সত্বাধিকারী, উত্তরাধিকারী
৯৮।আর-রাশীদ (Ar-Rashid)সৎনির্দেশক, সঠিক পথ-প্রদর্শক
৯৯।আস-সবুর (As-Sabur)ধৈর্যশীল, অত্যধিক ধৈর্যধারণকারী
আল্লাহর ৯৯ নাম বাংলায় অর্থসহ

উপরোক্ত নিরানব্বটি নাম ব্যতীত পবিত্র কুরআন ও হাদীসের বিভিন্ন জায়গায় আল্লাহ পাকের আরো কতিপয় গুণবাচক নামের উল্লেখ রয়েছে। এই নামগুলোও আল্লাহ বিশেষণ। যেমন-

১। আর-রাব্বু (Rab) প্রতিপালক, প্রভু, লালনকর্ত।

২। আশ-শাফি/শাফী (Shafi) রোগ আরোগ্যদানকারী।

৩। আল-হান্নান (Hannan) স্নেহশীল, সহানুভূতিশীল।

৪। আল-মান্নান (Mannan) অনুগ্রহশীল, করুণাময়।

৫। আস-সাত্তার (Sattar) দোষ আচ্ছাদনকারী।

৬। আল-মুনইম (Manyem) উপকারক, হিতৈষী।

৭। আল-মুতি (Moti) পরমদাতা, দয়াশীল।

৮। আল-মুহসিন (Mohsin) দানশীল, দয়ালু।

৯। মাওলা (Moula) প্রভু, অভিভাবক, সর্দার।

১০। আন-নাসীর (Nasir) অধিক সাহায্যকারী।

আল্লাহর ৯৯টি নাম মুখস্ত করার সহজ উপায়

আল্লাহ তায়ালার সত্ত্বাবোধক ও গুণবাচক নাম সমূহ গুলো পড়লে অনেক ফজিলত রয়েছে। আল্লাহর ৯৯ নাম মুখস্ত করাটাও আমাদের কর্তব্য। যারা এই নাম গুলো মুখস্ত করতে চান সহজভাবে কিভাবে মুখস্ত করতে পারেন তার কিছু টেকনিক বলার চেষ্টা করব।

  • শব্দ ভেঙ্গে ভেঙ্গে পড়তে পারেন।
  • নাম দেখে দেখে কিছু কিছু করে পড়ে মুখস্ত করতে পারেন।
  • একসাথে দশটি নাম মুখস্ত করতে পারেন। পরে আবার দশটি করে পড়তে পারেন।
  • পড়ার সাথে সাথে লিখতে পারেন।
  • দশটি নাম শেখার পর না দেখে মুখে বলে বলে লিখতে পারেন।

আল্লাহর ৯৯ নাম বাংলায় আরবিতে যেভাবে ডাকা হয়

ক্রমিকনামনামের অর্থ
১।ইয়া আল্লাহুহে আল্লাহ
২।ইয়া রাহমানুহে পরম দয়ালু
৩।ইয়া রাহ়ীমুহে পরম করুণাময়
৪।ইয়া মালিকুহে সর্বকর্তৃত্বময়
৫।ইয়া কুদ্দুসুহে অতি পবিত্র
৬।ইয়া সালামুহে শান্তিদাতা
৭।ইয়া মুমিনুহে নিরাপত্তাদাতা
৮।ইয়া মুহাইমিনুহে রক্ষাকারী
৯।ইয়া আজীজুহে পরাক্রমশালী
১০।ইয়া জাব্বারুহে বিক্রমশালী
১১।ইয়া মুতাকাব্বিইরুহে মহা গৌরবান্বিত
১২।ইয়া খালিকুহে সৃষ্টিকর্তা
১৩।ইয়া বারীউহে ক্রটিহীনস্রষ্টা
১৪।ইয়া মুসাওয়ের/মুসাব্বিরুহে আকৃতি-দানকারী
১৫।ইয়া গফ্ফারুহে মহা ক্ষমাশীল
১৬।ইয়া কাহহারুহে মহা শাস্তিদাতা
১৭।ইয়া ওয়াহ্হাবুহে পুরস্কারদাতা
১৮।ইয়া রাজ্জাকুহে রিযিকদাতা
১৯।আল ফাত্তাহুহে বিজয়ী
২০।ইয়া আলীমুহে সর্বজ্ঞ
২১।ইয়া কাবিদুহে পরাভৃতকারী
২২।ইয়া বাসিতুহে প্রশস্ততাদানকারী
২৩।ইয়া খাফিদুহে অবতরণকারী
২৪।ইয়া রাফিউহে সম্মান বৃদ্ধিকারী
২৫।ইয়া মুয়িযউহে সম্মান ও শক্তিদানকারী
২৬।ইয়া মুযিলুহে বেইজ্জতকারী (অবিশ্বাসীদের)
২৭।ইয়া সামিউহে মহা শ্রবণকারী
২৮।ইয়া বাসীরুহে সর্ববিষয়-দর্শনকারী
২৯।ইয়া হাকামুহে মহা প্রজ্ঞাবান
৩০।ইয়া আদলুহে পরিপূর্ণ-ন্যায়বিচারক
৩১।ইয়া লতীফুহে সকল গোপন বিষয়ে অবগত
৩২।ইয়া খাবীরুহে সম্যক অবগত
৩৩।ইয়া হালীমুহে মহা ধৈর্যশীল
৩৪।ইয়া আজীমুহে সুমহান
৩৫।ইয়া গাফুরুহে অতি ক্ষমাশীল
৩৬।আশ-শাকুরুহে কৃতজ্ঞতা ভাজন
৩৭।ইয়া আলীউহে উচ্চ-মর্যাদাশীল
৩৮।ইয়া কাবীরুহে বিরাট ও সুমহান
৩৯।ইয়া হাফিজুহে রক্ষাকর্তা অভিভাবক
৪০।ইয়া মুকীতুহে দৈহিক ও আত্নিক শক্তিদাতা
৪১।ইয়া হাসীবুহে হিসাব-গ্রহণকারী
৪২।ইয়া জালীলুহে গৌরবান্বিত, মহিমান্বিত
৪৩।ইয়া কারীমুহে অনুগ্রহকারী, অত্যন্ত মহৎ
৪৪।ইয়া রাকীবুহে পর্যবেক্ষণ, রক্ষক
৪৫।ইয়া মুজীবুহে কবুলকারী, জবাব-দানকারী
৪৬।ইয়া ওয়াসিউহে সম্প্রসারণকারী, সর্ব-ব্যাপী
৪৭।ইয়া হাকীমুহে পরম-প্রজ্ঞাময়
৪৮।ইয়া ওয়াদুদুহে প্রেমময়, অত্যন্ত স্নেহশীল
৪৯।ইয়া মাজীদুহে মহা সম্মানিত, সকল-মর্যাদার-অধিকারী
৫০।ইয়া বায়িসুহে পুনরুত্থানকারী
৫১।ইয়া শাহীদু       হে সর্বত্র প্রত্যক্ষকারী ও বিরাজমান
৫২।ইয়া হাক্বউহে সত্যনিষ্ঠ / পরম সত্য
৫৩।ইয়া ওয়াকিলুহে অভিভাবক, বিশ্বাস ভাজন
৫৪।ইয়া কাবিউহে পরম-শক্তির-অধিকারী, মহা শক্তিমান
৫৫।ইয়া মাতীনুহে সুদৃঢ়, অটল, সক্ষম
৫৬।ইয়া ওয়ালিইউহে অভিভাবক, সাহায্যকারী
৫৭।ইয়া হামীদুহে সকল প্রশংসার অধিকারী, প্রশংসিত
৫৮।ইয়া মুহসীউহে সকল সৃষ্টির ব্যাপারে অবগত, পরিসংখ্যক
৫৯।ইয়া মুবদিউহে প্রকাশকারী, প্রথমসৃজনকারী
৬০।ইয়া মুঈদুহে পুনরুত্থানকারী
৬১।ইয়া মুহয়ীউহে জীবন-দানকারী
৬২।ইয়া মুমীতুহে মৃত্যু-দানকারী, ধ্বংসকারী
৬৩।ইয়া হাইউহে অমর, চিরঞ্জীব
৬৪।ইয়া কাইউমুহে চিরস্থায়ী, সমস্তকিছুর ধারক ও সংরক্ষণকারী
৬৫।ইয়া ওয়াজিদুহে সকলবস্তুর মালিক, সর্বত্তপ্রাপ্ত
৬৬।ইয়া মুহিতুহে পরিবেষ্টনকারী, সর্ব বেষ্টনকারী
৬৭।ইয়া ওয়াহিদুহে এক ও অদ্বিতীয়
৬৮।ইয়া সামাদুহে অমুখাপেক্ষী, শাশ্বত
৬৯।ইয়া কাদিরুহে মহাশক্তিশালী, সামার্থবান
৭০।ইয়া মুকতাদিরুহে সার্বভোম শক্তির অধিকারী
৭১।ইয়া মুকাদ্দিমুহে সূচনাকারী, অগ্রায়নকারী
৭২।ইয়া মুয়াখখিরুহে অনন্ত, অবকাশ দানকারী
৭৩।ইয়া আউয়ালুহে অনাদি
৭৪।ইয়া আখিরুহে অনন্ত, সর্বশেষ
৭৫।আয-যাহিরুহে প্রকাশমান, সম্পূর্নরূপে-প্রকাশিত
৭৬।ইয়া বাতিনুহে গোপন, দৃষ্টি হতে অদৃশ্য
৭৭।ইয়া ওয়ালিউহে অধিপতি,সমস্ত-কিছুর-অভিভাবক
৭৮।ইয়া মুতাআলিউহে সর্বউন্নত, সর্বোচ্চ, সৃষ্টির গুনাবলীর উর্দ্ধে
৭৯।ইয়া বাররুহে মহাপূণ্যময়,পরম-উপকারী
৮০।আত-তাওয়াবুহে তাওবা কবুলকারী
৮১।ইয়া মুনতাকিমুহে দণ্ড বিধায়ক, প্রতিশোধ-গ্রহণকারী
৮২।ইয়া আফুউহে ক্ষমাশীল, পরম-উদার
৮৩।ইয়া রউফুহে করুনাময়, পরম-স্নেহশীল
৮৪।মালিকুল-মুলকুহে মহান অধিপতি, সমগ্র জগতের বাদশাহ্
৮৫।যুল-জালালি-ওয়াল-ইকরামুহে প্রতাপশালী
৮৬।ইয়া মুকসিতুহে ন্যায় বিচারক, হকদারের হক-আদায়কারী
৮৭।ইয়া জামিউহে একত্রকারী, সমবেতকারী
৮৮।ইয়া গণিউহে আত্মনির্ভর
৮৯।ইয়া মুগণিউহে অমুখাপেক্ষী
৯০।ইয়া মানিইউহে বাধাপ্রদানকারী,অকল্যাণরোধক
৯১।ইয়া দারউহে অমঙ্গলদাতা, ক্ষতিসাধনকারী
৯২।ইয়া নাফিইউহে উপকারী, কল্যাণকারী
৯৩।ইয়া নূরু           হে পরম-আলো
৯৪।ইয়া বাদীউহে সৃষ্টিকারী, অতুলনীয়
৯৫।ইয়া হাদীউহে মহান পথ-প্রদর্শক
৯৬।ইয়া বাকীউহে চিরন্তন, চিরস্থায়ী
৯৭।ইয়া ওয়ারিসুহে সত্বাধিকারী, উত্তরাধিকারী
৯৮।ইয়া রাশীদুহে সৎনির্দেশক, সঠিক পথ-প্রদর্শক
৯৯।ইয়া সবুরুহে ধৈর্যশীল, অত্যধিক ধৈর্যধারণকারী
আল্লাহর ৯৯ নাম বাংলায় আরবিতে যেভাবে ডাকা হয়

শেষ কথাঃ আল্লাহ নামের

আশা করি আপনারা যারা আল্লাহর ৯৯টি নাম ও নামের অর্থ এবং ইংরেজি উচ্চারণসহ জানতে চাইছেন তারা এই পোষ্টের মাধ্যমে জানতে পারলেন।

এখান থেকে নাম গুলো মুখস্ত করতে পারেন। চাইলে বাচ্চাদের জন্য নাম রাখতে পারেন। তবে নাম রাখার সময় অবশ্যই আদবের সাথে ও সুন্দর ভাবে নাম রাখুন, যেমন-আব্দুর রাজ্জাক, আব্দুর রহিম, আব্দুল ওহাব এভাবে করে নাম রাখুন। এভাবে নাম রাখা আল্লাহর পছন্দের ছেলেদের নাম হয়ে থাকে। নাম রাখার সময় অবশ্যই মসজিদের ইমাম সাহেবের সাথে পরামর্শ করে নিন। জাযাকাল্লাহ খায়রান।

আরো জানুন-

তথ্যসূত্রেঃ উইকিপিডিয়া+ইসলামিক বুক+অনলাইন রিসার্স।

Quick Bangla

বাংলা তথ্যভিত্তিক ওয়েবসাইট হিসেবে পরিচালিত এই সাইটটি। তাই বাংলায় অনেক ধরনের তথ্যই এখানে পেয়ে যাবেন। আশা করি সঠিক তথ্য বিষয়বস্তু জানতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please Turn off ad blocker