ওয়েবসাইট নলেজটেক নলেজ

ওয়েবসাইটের জন্য ছবির সাইজ কিভাবে দিতে হয়

এই পোষ্টের মাধ্যমে ওয়েবসাইটের জন্য ছবির সাইজ কিভাবে দিতে হয় জানতে পারবেন। কিভাবে image optimization techniques জানতে পারবেন।

ওয়েবসাইট অথবা কোনো ব্লগ এ সুন্দর করে তোলার জন্য পোষ্টের মধ্যে ছবির দেওয়ার কোন বিকল্প নেই। তবে একই পোষ্টে বেশি বেশি ছবি দেওয়াও ঠিক নয় আবার বড় সাইজের ছবি দেওয়াও ওয়েবসাইটের জন্য ক্ষতিকর হয়ে থাকে কারন বড় সাইজের ছবি ব্যবহার করলে ওয়েবসাইটটি ভারী হয়ে যায় যা পরবর্তীতে যে কেউ ওয়েবসাইট ভিজিট করলে তখন ওয়েবসাইট ওপেন হতে সময় বেশি নেয়। আবার একদম খারাপ কোয়ালিটির ছবিও দেওয়া যাবে না কারন সেটিকে আবার ভিজিটররা পছন্দ করবে না। মানুষ যখন গুগলে ছবি সার্চ করে তখন যদি আপনার ওয়েবসাইটের ছবি আসে আর সে ছবিতে ক্লিক করে তাহলে ঐ ভিজিটর আপনার ওয়েবসাইটে এসে পরবে এভাবে ছবির মাধ্যমে ভিজিটরও পাওয়া যায়, যার কারনে একটি ওয়েবসাইটের জন্য ছবির গুরুত্ব অনেক বেশি।

আজকে আমরা ওয়েবসাইটের জন্য ছবি নির্বাচনের আগে কি করণীয় বা ওয়েবসাইটে ছবি সাইজ করার নিয়ম সম্পর্কে জানব। ওয়েবসাইটের জন্য ছবি কিভাবে search engine optimization সংক্ষেপে ‍seo করবেন এবং image optimization techniques জানতে পারবেন।

ওয়েবসাইটে জন্য ছবি নির্বাচন করার কৌশল গুলো হলোঃ

১. ওয়েবসাইটে ছবি পোষ্টের সময় বিষয়ের সাথে মিল রেখে ছবি নির্বাচন করতে হবে। আপনার লেখাটি যদি কম্পিউটার নিয়ে হয় তাহলে কম্পিউটার এর ছবি দিতে হবে যেন যে কেউ ছবি দেখেই বুঝতে পারে লেখাটি কিসের।

২. একদম নতুন ছবি দিতে হবে যা আগে কখনো কোন জায়গায় ব্যবহার করা হয়নি। নতুন কোন ছবি ব্যবহার করলে বেশি বেশি ভিজিটর পাওয়া যায়, যদি অন্যের থেকে ছবি কপি করে নেন তাহলে সমস্যা হতে পারে কারন গুগলে কপি করা কোন কিছু পছন্দ করে না। যদি কোন জায়গা থেকে ছবি সংগ্রহ করেনই তাহলে অবশ্যই ছবিকে ফটোশপ দিয়ে ইডিট মডিফাই করে নিতে হবে। 

৩. ওয়েবসাইটে ছবি আপলোড করার আগে ছবির নাম পোষ্টের লেখার সাথে মিল রেখে দিয়ে দিতে হবে। এক্ষেত্রেও আপনার ছবিটির সার্চ র‌্যাংকিং ভাল হয়, এটাও একটা এসইও হয়ে যায় ওয়েবসাইটের জন্য যা image optimization techniques যাকে বলে search engine optimization সংক্ষেপে ‍seo। যেমন- কোন ছবির নাম যদি 556.jpg  থাকে তাহলে এই নামটি পরিবর্তন করে পোষ্টের সাথে মিল করে দিতে হবে, যেমন এরকমটা হতে website-photo-upload-size.png এভাবে করে দিতে হবে, দেখে নিতে হবে যেন শব্দগুলোর মধ্যে ফাকা না থাকে হাইপেন (-) দিয়ে দিয়ে একসাথে করে দিতে হবে।

৪. ছবির সাইজ Width 1200 Pixels, Height 628 Pixels এবং Resolution 72 Pixels/inch দিতে পারেন।

৪. ওয়েবসাইটের ছবি আপলোডের আগে ছবির ফরম্যাট কি ফরম্যাট ব্যবহার করবেন। যেমন-.jpg, .png অথবা .gif  ফর‌ম্যাট করা উচিত। .png অথবা .gif  করলেই ভাল হয়। তবে আমি jpg ফরমেটই দিয়ে থাকি।

৫. ওয়েবসাইটের জন্য ছবির সাইজ সব সময় যতটুকু সম্ভব ছোট রাখা যায় ততই ভাল, কারন ছবির সাইজ বেশি হলে হোস্ট সার্ভারে জায়গা বেশি খায় এবং পেইজ লোডিং টাইম বেশি নেয়। যার কারনে ছবির সাইজ কম রাখা ভাল। ছবি 30 KB থেকে 40 KB রাখলে ভাল তবে ১০০ কেবির নিচে রাখতে পারেন।

নিম্নে ছক থেকে ওয়েবসাইটের ইমেজ সাইজ গুলো দেখে নিনঃ-

ওয়েবসাইট ইমেজ টাইপইমেজ ডাইমেনশন (W x H)ইমেজ অ্যাসপেক্ট রেশিও
ব্যাকগ্রাউন্ড ইমেজ1920 x 1080 পিক্সেল16:9
হিরো ইমেজ1280 x 720 পিক্সেল16:9
ওয়েবসাইট ব্যানার250 x 250 পিক্সেল1:1
ব্লগ ইমেজ1200 x 630 পিক্সেল3:2
লোগো (Rectangle)250 x 100 পিক্সেল2:3
লোগো (স্কোয়ার)100 x 100 পিক্সেল1:1
ফেভিকন16 x 16 পিক্সেল1:1
সোশ্যাল মিডিয়া আইকন32 x 32 পিক্সেল1:1
লাইটবক্স ইমেজ (পূর্ণ স্ক্রীন)1600 x 500 পিক্সেল16:9
থাম্বনেইল ইমেজ150 x 150 পিক্সেল1:1

শুধুমাত্র ইমেজ পিক্সেলই গুরুত্বপূর্ণ নয়, ইমেজ সাইজও গুরুত্বপূর্ণ। যত সম্ভব সাইজ কমানোর চেষ্টা করুন। আপনার ওয়েবসাইটের ছবি কম্প্রেস করতে ভুলবেন না।

এই পোষ্টে উপরের কথা গুলো সবগুলোই ছবির জন্য যে seo দরকার সেগুলো বলা হয়েছে।

আশা করি ওয়েবসাইটের জন্য কি ধরনের বা কিভাবে ছবি পোষ্ট করব এই পোষ্টের মাধ্যমে জানতে পারলাম। যদি পোষ্টটি ভাল লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন এবং শেয়ার করতে পারেন। আল্লাহ হাফেজ।

আরো জানুন–  

Quick Bangla

বাংলা তথ্যভিত্তিক ওয়েবসাইট হিসেবে পরিচালিত এই সাইটটি। তাই বাংলায় অনেক ধরনের তথ্যই এখানে পেয়ে যাবেন। আশা করি সঠিক তথ্য বিষয়বস্তু জানতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please Turn off ad blocker