অবিবাহিত ঘোষনা দিয়ে হলফনামা করার নিয়ম (নমুনা)
এই পোষ্টে অবিবাহিত ঘোষনা দিয়ে হলফনামা করার নিয়ম (নমুনা) জানতে পারবেন। অনেকের এই হলফ নামাটি দরকার হয়ে থাকে যার কারণে আজকের আর্টিকেলটি।
অনেক সময় কাউন্সিল অফিস থেকে বিশেষ প্রয়োজনে অনেকের অবিবাহিত সার্টিফিকেট নিতে হয়। তো দেখা গেছে শহর কেন্দ্রীক এই কাউন্সিলর তার এরিয়ার জনগনের ফ্যামিলিগত তথ্য জানা থাকে না। কিন্তু তিনির কাছে গেলে সার্টিফিকেট ঠিকই দিতে হয় যার কারনে কাউন্সিলর বা তার অফিসের কেউ যেন পরবর্তীতে অবিবাহিত সার্টিফিকেট দেওয়ার কারনে কোন প্রবলেমে পরতে না হয় এই কারনে ষ্ট্যাম্পের মধ্যে হলফ নামা তৈরি করে এনে দিতে বলে। তাই আজকে আমরা জানব কিভাবে অবিবাহিত ঘোষনা দিয়ে হলফনামা তৈরি করতে হয়।
নিচে অবিবাহিত ঘোষনা দিয়ে হলফনামা করার নিয়ম (নমুনা)ঃ
হলফ নামা
আমি ফখরুল আলম, পিতা- মোঃ খুরশেদ আলম, মাতা-মিসেস রানুয়ারা , স্থায়ী ঠিকানাঃ বাড়ি নং-৫৪, রোড নং-৪৪, ব্লক-এ, বনানী, বর্তমান ঠিকানাঃ বাড়ি নং-৫৪, রোড নং-৪৪, ব্লক-এ, বনানী, ঢাকা। আমার পাসপোর্ট নং-ইঋ০০৭০৩৫, জাতীয় পরিচয়পত্র নং-২৮২৯৭২০, জাতীয়তা-বাংলাদেশী।
চলমান পাতা-০২
পাতা নং-০২
এ মর্মে ঘোষনা ও অঙ্গীকার করছি যে, বর্তমানে আমি অবিবাহিত রয়েছি এবং আমি আরো অঙ্গীকার করছি যে, বাংলাদেশ বা অন্য কোন রাষ্ট্রে আমার কোন স্ত্রী নাই। আমি যদি কোন মিথ্যার আশ্রয় নিয়ে থাকি তাহলে আইনত দায়ি থাকিব এর জন্য কাউন্সিলার বা অত্র অফিসের কেউ দায়ি থাকিবে না।
চলমান-০৩
পাতা নং-০৩
এতদ্বার্থে আমি হফলকারী স্বেচ্ছায়, সুস্থ্য শরীরে, সুস্থ্য মস্তিস্কে অন্যের বিনা প্ররোচনায় হলফনামা পড়িয়া ও পড়াইয়া , শুনিয়া ও শুনাইয়া, বুঝিয়া ও বুঝাইয়া ইহার মর্ম ভালভাবে অবগত হইয়া শুদ্ধ স্বীকার অত্র হলফ নামায় নিজ নাম সহি স্বাক্ষর প্রদান করিলাম। ইতি তাং-
উপরোক্ত ঘোষনা সত্য ও র্নিভৃল।
হলফকারীর পক্ষে স্বাক্ষর-
আরো জানুন-
- ডকুমেন্ট হারিয়ে গেলে এফিডেভিট করার নিয়ম
- ফ্ল্যাট বন্ধকী দলিল লেখার নিয়ম, ফ্ল্যাট বন্ধক চুক্তিপত্র
- পারিবারিক সনদ পত্র, ফ্যামিলি সার্টিফিকেট নমুনা ফরমেট
- জন্ম তারিখ সংশোধনের হলফনামা তৈরি করার নিয়ম
- জমির মালিকানা সংক্রান্ত হলফনামা করার নিয়ম