ডকুমেন্ট ফরমেট

চাকরির জন্য দরখাস্ত লেখার নিয়ম, Cover Letter For Job, Cover Letter Format

আমরা যখন কোন চাকরির প্রয়োজন হয় তখন আমরা প্রথমেই একটি CV ও একটি আবেদনপত্র লিখতে হয়। বেশিরভাগই ভাল চাকরির ক্ষেত্রে ইংলিশে সিভি এর সাথে ইংলিশে একটি কভার লেটারও CV এর উপরে দিয়ে দিতে হয়। আমাকের এই পোষ্টের মাধ্যমে জানতে পারবেন সিভির সাথে কিভাবে cover letter টি লিখতে হয়। মানে সিভির সাথে কিভাবে একটি দরখাস্তও লিখে দিতে পারেন। আজকের এই cover letter টি একদম সহজ একটি cover letter যা ইচ্ছে করলে যেকেউ বুঝতে পারবে এবং লিখতে পারবে। খুব অল্প কথায় একদম সহজেই একটি cover letter তৈরি করে নিতে পারেন।

  • প্রথমেই Date কথাটি থাকবে এখানে আপনার তারিখ টি বসাবেন।
  • তারপর To শব্দটি আছে এর পরের লাইনে আপনি যে অফিসে চাকরির জন্য আবেদন করবেন সেখানে কে আবেদনপত্রটি পাবে তার নাম ও অফিসের ঠিকানাটি দিতে হবে।
  • এরপর Subject এর এখানে For the post of “Computer Operator” লেখা আছে এখানে কম্পিউটার অপারেটর এর জায়গায় আপনি যে পদে চাকুরী করবেন সেই পদবীটি বসাবেন।
  • তারপর Dear Sir, অথবা Dear Sir /Madam, লেখাটি থাকবে।
  • এর পরের লাইনে The post of “Computer Operator” interests me কথাটি লিখা আছে এটার বাংলা হলো আমি পোষ্টের জন্য আগ্রহী প্রার্থী।এখান থেকে Computer Operator লেখাটির এখানে আপনার যে পদবিটি আছে সেটাতে দিবেন। এর পর এই লাইনেই I would like to be considered for the post. find enclosed a copy of my CV লেখা গুলো আছে, এই ইংলিশ লেখাটি বাংলা অর্থ দ্বারায় আমি চাই আমাকে এই পোষ্টের জন্য বিবেচনা করা হওক। এরপর বুঝানো হয়েছে আমার সিভিটি দেওয়া হয়েছে খুজে দেখুন।
  • এরপর লেখা If you feel me as the right person, I would request for an interview at your convenience এই লেখা গুলো অর্থ দ্বারায় যদি আমাকে সঠিক ব্যক্তি হিসেবে পছন্দ করেন, তাহলে আমি অনুরোধ করব আপনার সুবিধার্থে সাক্ষাতের জন্য।
  • এরপর Yours sincerely কথাটি লিখতে হবে মানে আপনার বিশ্বস্ত।
  • এরপর স্বাক্ষর করবে এবং এর নিচে নামটি থাকবে।

নিচে cover letter টির নমুনা তুলে ধরা হলোঃ-

Date:

To,

………………………

………………………

Subject: For the post of “Computer Operator”.

Dear Sir,     

The post of “Computer Operator interests me. I would like to be considered for the post. find enclosed a copy of my CV.


If you feel me as the right person, I would request for an interview at your convenience.

Yours sincerely

……………………

Fakhrul A Rasel

Quick Bangla

এই ওয়েবসাইটে সবচাইতে প্রাধান্য দেওয়া হয় টেক বিষয় গুলোকে তবে পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় বাংলা ব্লগ বিষয়ও পেয়ে যাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button