ইউটিউব নলেজটিউটোরিয়াল ভিডিওটেক নলেজ

ইউটিউব চ্যানেল নিরাপদ রাখার উপায়, Secure youtube channel

ইউটিউব চ্যানেল নিরাপদ রাখার উপায় এবং সুরক্ষিত করার সম্পর্কে এই আর্টিকেলে বলা হয়েছে। যাতে করে আপনার চ্যানেলের ক্ষতি করতে না পারে।

আমাদের ইউটিউব চ্যানেলটি কিভাবে হ্যাকারদের হাত থেকে রক্ষা করব। বা কিভাবে চ্যানেলটি সিকিউর করে রাখব? চ্যানেলটি যেন কেউ হ্যাক করতে না পারে সে পদ্ধতি গুলির সম্পর্কে বলবো, কিছু দিন আগেও একটি বড় চ্যানেল হ্যাকাররা হ্যাক করে ফেলে এবং পরবর্তীতে তা অনেক কষ্টে ফিরিয়ে আনতে সক্ষম হয়।

তবে আজ আমরা জানবো আমাদের চ্যানেলটি যেন কেউ হ্যাক করতে না পারে ৪টি পদ্ধতির অবলম্বন করে আমাদের সাধের চ্যানেলটিকে সিকিউর করে রাখতে পারি। কিভাবে ইউটিউব চ্যানেল নিরাপদ রাখা যায় জেনে নিন (how to secure your youtube channel)।

ইউটিউব চ্যানেল নিরাপদ রাখার উপায় হিসেবে কি কি পদক্ষেপ গুলো নিতে তা একনজরে জেনে নিনঃ-

1. Turn on 2-Step Verification

2. Set your channel -Level permissions

3. Create a strong password

4. Be aware of and report potential scams

ইউটিউব চ্যানেল নিরাপদ রাখার উপায় হিসেবে নিচের ৪টি পদক্ষেপ দেখুন

১. Turn on 2-Step Verification

Turn on 2-Step Verification মানে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফিকেশন করে রাখা। যখন আপনি বা অন্য কেউ মেইল ওপেন করতে যাবেন তখনই মোবাইলে আসা পিন নাম্বার দিয়ে ভেরিফাই করতে বলবে।

চলুন দেখা যাক কিভাবে 2-Step Verification  করবো, আমাদের ব্রাউজারের উপরের বারের মধ্যে লিখব myaccount.google.com/secure এটা লিখলেই আপনাকে 2-Step Verification  করার অপশনটিতে নিয়ে যাবে তবে আপনার ব্রাউজারের মধ্যে আপনার চ্যানেলটি লগিং অবস্থায় থাকতে হবে, এছাড়াও আরেকটি ভাবে এই অপশনে যেতে পারেন তা হলো প্রথমে আপনার চ্যানেলটি লগিং করে নিন তারপর উপরে করনারের মধ্যে আপনার চ্যানেল এর আইকনটিতে ক্লিক করুন এরপর নিচে দেখুন লেখা আছে Manage your Google Account এটাতে ক্লিক করুন এরপর Security অপশনটিতে ক্লিক করুন

এরপর নিচের দিকে দেখুন 2-Step Verification নামের একটি অপশন আছে। সেখানে আপনার যদি 2-Step Verification করা না থাকে তাহলে Off দেখাবে কিন্তু ভেরিফিকেশন করা থাকলে On দেখাবে।

ভেরিফিকেশন করার জন্য 2-Step Verification লেখাটির উপর ক্লিক করুন এবং তারপর আরেকটি পেইজে নিয়ে যাবে তারপর Get Stated লেখাটিতে ক্লিক করুন তারপর আপনার মেইলটির পাসওয়ার্ড দিতে বলবে। পাসওয়ার্ড দিয়ে নেক্স এ ক্লিক করুন এবং তারপর আপনার মোবাইলের ডিভাইসটি দেখাবে যদি এই মোবাইলটি আপনার নাম্বারটি থাকে তাহলে try it now ক্লিক করবেন।

আর অন্য কোন মোবাইল হয় তাহলে don’t see your device সিলেক্ট করবেন বা Chose another option এর এখান থেকে text message of voice call অপশনটি সিলেক্ট করে দিন তারপর try it now ক্লিক করুন।

এরপরের মোবাইল নাম্বার দিয়ে text message সিলেক্ট করে নেক্সট এ ক্লিক করলে মোবাইলে একটি ভেরিফিকেশন কোড আসবে সে কোডটি পরের অপশনটিতে বসাতে হবে।

এখন থেকে আপনার মেইলটি যেখানেই ওপেন করা হবে আপনার মোবাইল নাম্বারে ৬ডিজিটের একটি কোড আসবে সে কোড দেওয়ার পরই মেইল ওপেন করা সম্ভব হবে। মোবাইল থেকে কোড দিতে না পারলে কেউ আপনার মেইলে কেউ লগিং করতে পারবে না।  


২. Set your channel -Level permissions

Set your channel-Level permissions মানে হল আপনার চ্যানেল এ অন্য আরেকটি চ্যানেলকে এক্সেস দিয়ে দেওয়া, ম্যানেজার, ইডিটর এ ধরনের দায়িত্বে রাখা যার মাধ্যমে যদি কেউ আপনার চ্যানেল হ্যাক করেই ফেলে সে ক্ষেত্রে এ এক্সেস এর মাধ্যমে ফিরিয়ে আনতে পারবেন বা চ্যানেল মুজবুত হয়ে গেল।

এই অপশনটি চালু করার জন্য প্রথমে আপনার চ্যানেলে যেতে হবে তারপর customize channel বা manage videos অপশনে যাব তারপর Settings এ যাব।

তারপর Permissions অপশনে যাব এরপর invite এ ক্লিক করব তাহলে মেইল নাম্বার দিতে বলবে ও Access অপশন থেকে কি ধরনের পারমিশন দিতে চায় সেটি সিলেক্ট করতে হবে, যেমন- Manager, Editor, Editor (limited), Subtitle editor, Viewer, Viewer (limited) আপনি যে এক্সেসটি দিতে চান সেটি সিলেক্ট করে dane দিয়ে দিন।

৩. Create a strong password

Create a strong passwordমানে হলো আপনি আপনার একাউন্ট এর পাসওয়ার্ডটি স্ট্রুং করে রাখুন, যেন কেউ আপনার পাসওয়ার্ড হ্যাক করতে না পারে। পাসওয়ার্ড স্ট্রুং করার জন্য ইংরেজি অক্ষর ক্যাপিটাল লেটার দিন স্মল লেটার দিন সিম্বল দিন এবং কিছু সংখ্যা দিয়ে পাসওয়ার্ড তৈরি করুন।

উদাহরণ সরূপ- Bd#@566170 এভাবে পাসওয়ার্ড দিলে আপনার পাসওয়ার্ড মুজবুত হয়ে যাবে।  

৪. Be aware of and report potential scams

Be aware of and report potential scams মানে হল আপনার মেইল এ আসা যে কোন মেইল স্পাম হলে তা রিপোর্ট করুন এবং এর থেকে বেচে থাকুন। আমরা সবাই জানি মেইলের একাউন্টে বিভিন্ন মেইল এসে থাকে।

সেখানে অনেক সময় হ্যাকাররা মেইলকে হ্যাক করার জন্য বিভিন্ন অফার দিয়ে লোভ দেখিয়ে মেইল পাঠায় সে মেইল এ যখই আমরা ক্লিক করব তখনই আমাদের মেইল এর যাবতীয় ইনফরমেশন চলে যায় তাদের হাতে ঠিক তখনই আমাদের মেইলটি হ্যাক হয়ে যায় আর মেইল হ্যাক হওয়া মানেই চ্যানেলও হ্যাক হয়ে যাওয়া। আমরা অবশ্যই বুঝে শুনে মেইল ওপেন করব।

শেষ কথাঃ

আশা করি যাদের ইউটিউব চ্যানেল আছে তিনিরা আজকের এই লেখার মাধ্যমে ইউটিউব চ্যানেল নিরাপদ রাখার উপায় সম্পর্কে জানতে পারলেন। আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ।

ইউটিউব চ্যানেল হ্যাক থেকে বাচাঁর উপায়

Related Tag: how to secure your youtube channel from hackers, how to protect your youtube channel from hackers, how to protect your youtube channel, how to keep secure youtube channel, how to protect youtube channel, youtube security concerns

আরো জানুন-

Quick Bangla

বাংলা তথ্যভিত্তিক ওয়েবসাইট হিসেবে পরিচালিত এই সাইটটি। তাই বাংলায় অনেক ধরনের তথ্যই এখানে পেয়ে যাবেন। আশা করি সঠিক তথ্য বিষয়বস্তু জানতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please Turn off ad blocker