কম্পিউটার নলেজটিউটোরিয়াল ভিডিওটেক নলেজ
Trending

কম্পিউটার মনিটর কেনার আগে জেনে নিন, Monitor Buying Guide

কম্পিউটার মনিটর কেনার আগে যা আমাদেরকে জানতে হয় তার কিছু তথ্য জানানোর চেষ্টা করা হয়েছে এই আর্টিকেলের মাধ্যমে। (Computer Monitor Buying Guide)

আমরা যখন নতুন কোন কম্পিউটার কিনতে যাই তখন আমরা যে পরিমান চিন্তা করি পিসি বেপারে সে পরিমান কিন্তু চিন্তাই করি না মনিটর কেনার বেপারে। আমরা মনে করি যে কোন একটি মনিটর কিনলেই হয়ে যাবে। কিন্তু এটাও আমাদের জানার দরকার আছে কোন মনিটর কি রকম হয়। সব মনিটর দেখতে একই রকম হলেও একেক মনিটর একেক এরকম সাপোর্ট বা পারফরমেন্স দিয়ে থাকে ।মনিটর হচ্ছে পিসির যাবতীয় কাজের ফলাফল প্রদর্শন করবে ডিসপ্লে আকারে বা ছবি আকারে। তবে চলুন জেনে নেই মনিটর কেনার আগে কি কি বিষয় আমাদের মাথায় রাখা উচিত।

কম্পিউটার মনিটর কেনার আগে যা জানতে হবে

কানেকশন টাইপ দেখে নিন

মনিটর কেনার এটা অবশ্যই জানতে হবে আপনার যে, যে মনিটরটি কিনছেন তা আপনার সিপিউ গ্রাফিক্সকার্ড এর পোর্ট এর সাথে মিল রয়েছে কিনা বা সামঞ্জস্যপূর্ণ কিনা, যদি কানেকশন সাপোর্টটেট না হয় সেক্ষেত্রে আপনি অযথা হয়রানি হতে হবে। তো মুনিটর কেনার আগে অবশ্যই সিপিউর কানেকশন পোর্ট Monitor সামঞ্জস্যপূর্ন কিনা দেখে নিবেন।

সাইজ দেখে নিন

মনিটর কেনার আগে আমাদের আগে থেকেই মনস্থির করে নিতে হবে কি ধরনের সাইজের Monitor কিনব। আপনি যদি গ্রাফিক্স এর কাজ করেন সে ক্ষেত্রে বড় সাইজের Monitor কেনায় সুবিধা উপভোগ করতে পারেন। কিন্তু নরমাল কাজের জন্য বা অফিসিয়াল কাজের জন্য বড় সাইজের মনিটর দরকার পরে না। ১৮ থেকে ১৯ ইঞ্চির মনিটর নিতে পারেন।

এ্যাসপেক্ট রেশিও সম্পর্কে জেনে নিন

আমাদের মনিটর এর সাইজ নির্ভর করে এ্যাসপেক্ট রেশিওর উপর। এ্যাসপেক্ট রেশিও প্রকাশ পায় মনিটর এর প্রশস্ততা ও উচ্চতার উপর। আগেকার মনিটর গুলো ৪:৩ রেশিও হতো এখনকার মনিটর গুলো ১৬:০৯ রেশিও বেশিরভাগই দেখা যায়। এরপরও এর চেয়ে বেশি রেশিওর মনিটরও বাজারে এসে গেছে।

কালার ডিসপ্লে দেখে নিন

মনিটর কিনার আগে মনিটরের কালার ডিসপ্লে নিয়ে বেশি একটা চিন্তা করারও প্রয়োজন পরে না কারন এখনকার মনিটর গুলো ১৬.৭ মিলিয়ন (২৪ বিট) কালার দেখাতে সক্ষম হয়ে থাকে।

রেজুলেশন দেখে নিন

আমাদের জানতে হবে মনিটর এর সাইজ ও রেজুলেশন দুইটা ভিন্ন বিষয়, আমরা অনেকেই সাইজ ও রেজুলেশন দুইটাকেই একই মনে করে থাকি। মনিটর এর রেজুলেশন যত ভাল হবে মনিটর ততবেশি ছবি ভিডিও ক্লিয়ার দেখাবে ও নিখুত দেখাবে। মনিটর কেনার আগে আপনার বাজেট অনুযায়ী হাই রেজুলেশনের মনিটর কিনবেন।

পরিশেষে বলতে চাই মনিটর কেনার আগে এই বিষয়গুলো মাথায় রাখবেন এবং কেনার আগে দোকানে গিয়ে বা সেলস রিপরেজিনটিপকে বলতে পারেন আপনার কি ধরনের কাজের জন্য মনিটর কিনছেন, সে অনুযায়ী মনিটর দিতে, তাদের সাথেও পরামর্শ করতে পারেন।

কম্পিউটার মনিটর কেনার আগে আরো ভালভাবে জানতে নিচের ভিডিওটি দেখুন-

কম্পিউটার মনিটর কেনার আগে জেনে নিন

আরো পড়ুন-

Quick Bangla

এই ওয়েবসাইটে সবচাইতে প্রাধান্য দেওয়া হয় টেক বিষয় গুলোকে তবে পাশাপাশি অন্যান্য প্রয়োজনীয় বাংলা ব্লগ বিষয়ও পেয়ে যাবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button