বাংলা ব্লগসোশ্যাল মিডিয়া

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর জন্য কিছু পরামর্শ

এই পোষ্টে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর জন্য কিছু পরামর্শ রয়েছে। যে পরামর্শগুলো অনেক গুণীজনরা দিয়ে থাকে সতর্কতামূলক।

আজকের এই লেখাটি কিছু ভিন্ন রকম হতে পারে। কারণ এই আর্টিকেলটি একটি পরামর্শমূলক, যে উপদেশগুলো অনেক গুণীজনরা দিয়ে থাকে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জন্য।

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর জন্য কিছু পরামর্শ তুলে ধরা হলোঃ-

  • সামাজিক যোগাযোগ মাধ্যম (সোশ্যাল মিডিয়া) আপনার আয়-রোজগারের মাধ্যম না হলে অ্যাকাউন্ট খুলে বেশি একটা ব্যবহার করা খুব একটা দরকার আছে বলে মনে হয় না।

  • কেউ যদি  মারা  যায় নিজের সঙ্গে তার ছবি জড়িয়ে স্ট্যাটাস আপডেট করাও ঠিক নয়। এই কাজটি মূলত মূল্যবোধহীন কাজের মধ্যে একটি হয়ে থাকে।

  • দামী রেস্তুরায় খাবার খেতে গেলে খাবার খান ভাল কথা কিন্তু ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়ায় সেই ছবি দিয়ে শো অফ করার দরকার আছে বলে মনে করি না। (Real Man Never Showoff)

  • দামী চাকরি টাকরি করলেই অফিস অফিসের টেবিল চেয়ার ধরে ছবি তুলে ঘণ্টায় ঘণ্টায় স্ট্যাটাস আপডেট করা থেকে বিরত থাকতে পারেন কারন অযোগ্য লোক খুব সহজে বড় কিছু পেয়ে গেলে বেশি খুশিয়ে এইরকম করে।

  • সোশ্যাল মিডিয়ায় যদি যুক্ত হনই তবে প্রয়োজনীয় তথ্যের যেসব গ্রুপ আছে সেগুলোতে যুক্ত হয়ে থাকবেন অবশ্যই, কারণ জ্ঞান আহরণের বিকল্প কিছুই নেই।

  • মাঝে মধ্যে লেখালেখির জন্যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন অবশ্যই। ভাল কিছু নিয়ে অবশ্যই কিছু লিখালিখি করবেন অবশ্য কাউকে ছোট করার জন্য বা প্রতিহিংসা পরায়ন লেখালেখি থেকে বিরত থাকবেন।

  • ছেলেরা মেয়েদের মেসেজে হাই হ্যালো একটু কম পাঠাতে পারেন যদি কেউ ইগনোর করে তাহলে থেমে যাওয়াই ভালো।

  • সুন্দরী বউয়ের সিঙ্গেল ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করা থেকে বিরত থাকতে পারেন। আশা করি বাকীটা বুঝে গিয়েছেন।

  • যেকোন কমেন্ট বক্সে মন্তব্য করার আগে চিন্তা ভাবনা করে কমেন্ট করবেন, নূন্যতম সম্মানবোধ বজায় রাখবেন অবশ্যই। আপনার কমেন্টের মাধ্যমেই আপনার পরিচয় এবং বংশ পরিচয়, জন্ম, নাম ফুটে উঠবে। কথায় আছে-ব্যবহারে বংশের পরিচয়।

  • মাঝে মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম সোশ্যাল মিডিয়া ব্যবহার থেকে বিরতি নিন কারন অ্যাডিকশন বিষয়ে সচেতন থাকবেন। আপনি যেন সোশ্যাল মিডিয়া ছাড়া বাচবেনই না এরকম যেন না হয়।

অনুপ্রেরণা সূত্র : কোয়ারা

আরো জানুন-

Quick Bangla

বাংলা তথ্যভিত্তিক ওয়েবসাইট হিসেবে পরিচালিত এই সাইটটি। তাই বাংলায় অনেক ধরনের তথ্যই এখানে পেয়ে যাবেন। আশা করি সঠিক তথ্য বিষয়বস্তু জানতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please Turn off ad blocker