চারিত্রিক সনদপত্র লেখার নিয়ম, চারিত্রিক সনদপত্র ডাউনলোড করুন

আসসালামু আলাইকুম, আজকের পোষ্টটির মাধ্যমে জানতে পারবেন কিভাবে চারিত্রিক সনদপত্র তৈরি করতে হয় (character certificate writing rules) বা কিভাবে চারিত্রিক সনদপত্র বিজয় ফন্টের ডকুমেন্টটি ডাউনলোড করবেন। নিচে চারিত্রিক সনদপত্রটি অভ্র লেখায় পোষ্ট করা হলো এবং তার নিচে ফাইল ডাউনলোড এর লিংক দেওয়া হলো।
character certificate writing
চারিত্রিক সনদপত্র
এই মর্মে প্রত্যায়ন করা যাইতেছে যে, মোঃ ফখরুল আলম, পিতা-খুরশেদ আলম, মাতা-…… বেগম, ঠিকানাঃ গ্রাম- ……, পোঃ …………., থানাঃ …………., জেলাঃ ……….। আমি তাহাকে ব্যক্তিগত ভাবে চিনি ও জানি। আমার জানা মতে সে অত্যান্তসৎ ও ভাল চরিত্রের অধিকারী। সে কোন রাষ্ট্রদ্রহী কোন কার্যকলাপের সাথে জড়িত নয়। তাহার বিরুদ্ধে কোন অসামাজিক কার্যকলাপের অভিযোগ নাই এবং কোন প্রকার মামলা মোকদ্দমা নাই।
আমিতাহার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।
চারিত্রিক সনদপত্র ডাউনলোড করুন
আশা করি যাদের চারিত্রিক সনদপত্র ফরমেটটি দরকার বা জানার দরকার ছিল কিভাবে তৈরি করে তারা এই পোষ্টটির মাধ্যমে জানতে পারলেন। যদিও চারিত্রিক সনদপত্র করাটা একদম সহজ তারপরও যাদের দরকার বা কাজে লাগবে তাদের জন্যই আজকের এই পোষ্টটি।
পোষ্টটি পরার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।