ডকুমেন্ট ফরমেট

চারিত্রিক সনদপত্র লেখার নিয়ম (ওয়ার্ড ফাইল ডাউনলোড)

এই পোষ্টটির মাধ্যমে জানতে পারবেন চারিত্রিক সনদপত্র লেখার নিয়ম। এবং ওয়ার্ড ফাইল ডাউনলোড করে নিজের মত ইডিট করে নিতে পারবেন।

চারিত্রিক সনদপত্র কি?

চারিত্রিক সনদপত্র হলো কারো চরিত্র বা ব্যক্তিগত ভাবে মানুষ হিসেবে কেমন এটার সার্টিফিকেট। যা কেউ একজন দিয়ে থাকে। ব্যক্তি জীবনে মানুষটি কি চরিত্রের অধিকারী সে সম্পর্কে একটি সনদ দেওয়া যেকোন বিশেষ ব্যক্তি। যেমন- ইউনিয়ন চেয়ারম্যান সাব দিতে পারেন। কাউন্সিলর দিতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানের চারিত্রিক সনদপত্র দিতে পারেন। আবার বিশেষ প্রয়োজন অনুসারে অন্য কেউও দিতে পারে।

যদি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর চারিত্রিক সনদপত্র দেয় তাহলে তিনিদের অফিসিয়াল প্যাডের মধ্যে সনদটি প্রিন্ট করতে হবে এবং সহি স্বাক্ষর করে নিতে হবে।

চারিত্রিক সনদপত্র লেখার নিয়ম

কিভাবে চারিত্রিক সনদপত্র তৈরি করতে হয় (character certificate writing rules)। যদি জানতে চান তাহলে বলব- প্রথমে একটি মাইক্রোসফট ওয়ার্ড ফাইল ওপেন করুন। তারপর চারিত্রিক সনদপত্র কথাটি বড় করে লিখুন নিচে নমুনা আছে দেখে নিন। তারপর যার চারিত্রিক সনদ তার নাম ঠিকানা দিতে হবে এবং তার ব্যক্তি জীবনে ভাল গুনাবলি রয়েছে উল্লেখ করতে হবে।

আপনারদের বুঝার বা প্রয়োজন চিন্তা করে এই আর্টিকেলেই চারিত্রিক সনদপত্র বিজয় ফন্টের ডকুমেন্টটি ডাউনলোড করার জন্য লিংক দেওয়া হয়েছে সবশেষে। নিচে চারিত্রিক সনদপত্রটি অভ্র লেখায় পোষ্ট করা হলো এবং তার নিচে ফাইল ডাউনলোড এর লিংক দেওয়া হলো।

চারিত্রিক সনদপত্র নমুনা ফরমেট নিম্নে দেওয়া হলোঃ-

চারিত্রিক সনদপত্র

এই মর্মে প্রত্যায়ন করা যাইতেছে যে, মোঃ ফখরুল আলম, পিতা-খুরশেদ আলম, মাতা-…… বেগম, ঠিকানাঃ গ্রাম- ……, পোঃ …………., থানাঃ …………., জেলাঃ ……….। আমি তাহাকে ব্যক্তিগত ভাবে চিনি ও জানি। আমার জানা মতে সে অত্যান্তসৎ ও ভাল চরিত্রের অধিকারী। সে কোন রাষ্ট্রদ্রহী কোন কার্যকলাপের সাথে জড়িত নয়। তাহার বিরুদ্ধে কোন অসামাজিক কার্যকলাপের অভিযোগ নাই এবং কোন প্রকার মামলা মোকদ্দমা নাই।

আমি তাহার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।

চারিত্রিক সনদপত্র লেখার নিয়ম ইংলিশে

নিম্নে আরেকটি চারিত্রিক সনদপত্র নমুনা ইংলিশ ফরমেট (character certificate) দেওয়া হলোঃ-

TO WHOM IT MAY CONCERN

This is to certify that Md. Mainul Islam, Father’s name: Md. Nur Islam, Mother’s name: Rabiya Begum, of House- 101/1-D, South Madertek, Sarkerpara, P.O. Basabo, Ward No-7, P.S. Sabujbagh, Dist. Dhaka-1214 is personally known to me. He bears a good moral character. To the best of my knowledge, he did not take part in any activity subversive of the state or of discipline.

I wish him every success in life.

শেষ কথাঃ

আশা করি যাদের চারিত্রিক সনদপত্র ফরমেটটি দরকার বা জানার দরকার ছিল বা কিভাবে তৈরি করে এই পোষ্টটির মাধ্যমে জানতে পারলেন। যদিও চারিত্রিক সনদপত্র করাটা একদম সহজ তারপরও যাদের দরকার বা কাজে লাগবে তাদের জন্যই আজকের এই পোষ্টটি। এবং ইংরেজিতেও কিভাবে করে থাকে তারও একটি নমুনা ফরমেট তুলে ধরা হয়েছে। আপনাদের কাছে আরো তথ্য বহুল করার জন্য।

পোষ্টটি পরার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।

👉👉চারিত্রিক সনদপত্র ডাউনলোড করুন

আরো জানুন-

Quick Bangla

বাংলা তথ্যভিত্তিক ওয়েবসাইট হিসেবে পরিচালিত এই সাইটটি। তাই বাংলায় অনেক ধরনের তথ্যই এখানে পেয়ে যাবেন। আশা করি সঠিক তথ্য বিষয়বস্তু জানতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close

Adblock Detected

Please Turn off ad blocker