চাকরিতে যোগদান পত্র লেখার নিয়ম, Job Joining Letter Format

এই পোষ্টটিতে চাকরিতে যোগদান পত্রের নমুনা বা চাকরিতে যোগদান পত্র লেখার নিয়ম (Job Joining Letter Format) সম্পর্কে জানতে পারবেন।
আমাদের চাকুরী ক্ষেত্রে অনেক পারপাসে যোগদান পত্র (Joining Letter) লিখতে জানতে হয় যেমন- স্কুলে যোগদান পত্র লেখার নিয়ম, শিক্ষক পদে যোগদান পত্র লেখার নিয়ম, চাকরির নিয়োগ পত্র লেখার নিয়ম, কোম্পানিতে যোগদান পত্র লেখার নিয়ম, সরকারি চাকরির জয়েনিং লেটার বা যোগদান পত্র লেখার নিয়ম, প্রভাষক পদে যোগদান পত্র লেখার নিয়ম, পুনরায় চাকরিতে যোগদানের জন্য আবেদন পত্র লেখার নিয়ম আবার যোগদান পত্র ইংরেজি লেখার নিয়ম ও যোগদানপত্র বাংলা লেখার নিয়মও জানতে হয়। আমরা যারা যেকোন কিছুতেই যোগদান করিনা কেন, বেশিরভাগই ওইসব কোম্পানী বা অফিসে একটি যোগদান পত্র লিখে দিতে হয়। তার মধ্যে আমাদের মধ্যে যদি কেউ জীবনের প্রথম কোন যোগদানপত্র লিখতে হয় তখন যদিও আমরা যদি পেরেও থাকি তারপরও অন্যরা কিভাবে যোগদান পত্র লিখে থাকে তা একবার হলেও জানার ইচ্ছা থাকতেও পারে।
চাকরিতে যোগদান পত্র লেখার নিয়ম
আজকে এই পোষ্টের মাধ্যমে দুইটি বাংলা যোগদান পত্র ও দুইটি ইংলিশ জয়েনিং লেটার ফরমেট বা চাকরিতে যোগদান পত্রের নমুনা নিম্নে দেওয়া হবে। যেগুলো দেখে আপনারা বুঝতে পারবেন কিভাবে একটি যোগদান পত্র লিখতে হয় বা কিভাবে জয়েনিং লেটার লিখতে হয়। যোগদানপত্রটি মাইক্রোসফট ওয়ার্ড এ লিখে তারপর প্রিন্ট করতে হবে। নিম্নের যোগদানপত্র নমুনা ফরমেট থেকে তথ্য পরিবর্তন করে নিজের একটি যোগদানপত্র তৈরি করে নিতে পারবেন।
নিচে চাকরিতে যোগদান পত্রের নমুনা ফরমেট দেওয়া হলোঃ-
বরাবর,
ব্যবস্থাপক (হিসাব)
সোহাগ পরিবহন (প্রাঃ) লিঃ।
৬৩, ডি, আই,টি রোড,
মালিবাগ, ঢাকা।
বিষয়ঃ নিয়োগ প্রাপ্ত কাজে যোগদানপত্র।
জনাব,
যথাবিহীত সম্মান পূর্বক নিবেদন এই যে, আপনাদের নিয়োগ পত্র নং এসপিএল/ এডমিন (আরইসিআর এমটি)-১৬.০১/২০১১/১৭ তারিখ ১৬/০১/২০১১ইং মোতাবেক আমি মোঃ জসিম উদ্দিন অদ্য ০১/০২/২০১১ (পূর্বাহ্নে) আপনাদের প্রতিষ্ঠানে আমার নিয়োগকৃত কাজে যোগদান করিলাম।
অনুগ্রহ পূর্বক আমার কাজে যোগদানপত্র খানা গ্রহণ করিবার জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হইল।
আপনার বিশ্বস্ত
(মোঃ জসিম উদ্দিন)
এসিসটেণ্ট একাউন্টস্ অফিসার
সোহাগ পরিবহন প্রাঃ লিঃ
৬৩, ডি, আই,টি রোড,
মালিবাগ, ঢাকা।
যোগদান পত্র লেখার নিয়ম –
তারিখঃ ২৫/০৪/২০১৮ইং
বরাবর,
পরিচালক
জেনারেল ফ্যান কোম্পানী
পল্টন, ঢাকা।
বিষয়ঃ যোগদান পত্র।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি মোঃ আব্দুল আলিম, পদবীঃ- সহকারী প্রকৌশলী হিসেবে ০১/০৫/২০১৮ইং তারিখ পূর্বাহ্নে আপনার দপ্তরে যোগদান করতে ইচ্ছুক।
অতএব, মহাত্মন সমীপে আমার বিনীত আরজ এই যে, আমার যোগদান পত্রখানা গ্রহণ করে বাধিত করতে আপনার মর্জি হয়।
আপনার বিশ্বস্ত
(মোঃ আব্দুল আলিম)
সহকারী প্রকৌশলী
মোবাঃ ০১৮
নিম্নে ইংরেজিতে যোগদানপত্রের নমুনা
Date: January 27, 2019
To,
The Head Master
Monomia Secondary School
Tejgaon, Dhaka.
Sub: Joining Letter.
Dear Sir,
In response to your appointment letter, Ref. No.
I am joining under your kind disposal as an “Asstt. Teacher (English) “ conforming the rules and regulations of the Institution.
Therefore, I hope that you would kindly accept my joining letter as prayed for and thus provide me an opportunity to prove my potentiality.
Yours faithfully,
(Md. Rajibul Islam)
Asstt. Teacher (English)
নিম্নে ইংরেজিতে যোগদান পত্র লেখার নিয়ম
Date: November 13, 2017
To,
The General Manager
Uttara Bank Ltd.
Local Office
Dhaka-1000.
Sub: Joining Letter.
Dear Sir,
In terms of Uttara Bank Ltd. Head Office Human Resources Division, Personnel Department Office Order No. HO/HRD/PD/PF/2017/532, Dated 10.11.2017 and subsequent release order no. UBL/FEX-BR/OO/2017/217, Dated 10.11.2017. I the undersigned join at your office as on 13.11.2017.
Kindly accept my Joining and obliged thereby.
Yours faithfully,
(Masuda Akter)
Senior Officer
how to write joining letter for job
08th April 2019
To
HR
Italian Thai Development Pvt. Ltd.
Sher-E-Bangla Nagar
Agargaon, Dhaka.
Subject: Joining Letter
Dear Sir,
I am pleased to accept your offer and I have honor to inform you that I am joining the company from 08th April 2019 as Office Assistant of in respect to your appointment letter dated 08th April 2019. I understand and accept the conditions of employment that you explained in your appointment letter.
The position is ideally suited to my educational background and interest. I confidently feel that I can make a significant contribution to your company, and I am grateful for the opportunity you have given me. I humbly request you to accept my joining/acceptance letter.
Thank you
Sincerely Yours
Md. Jahidul Islam
শেষ কথাঃ
আশা করি চাকরিতে যোগদান পত্র লেখার নিয়ম হিসেবে বাংলা এবং ইংরেজি দুই ভাবে জানতে পারলেন। যদি কারো প্রয়োজন হয় সে এটি তৈরি করতে সেক্ষেত্রে এখানের ফরমেট গুলো ফলো করতে পারেন। অথবা লেখা গুলো কপি করে নিজের মত করে পরিবর্তন করে নিতে পারেন। ধন্যবাদ লেখাটি পড়ার জন্য।
আরো ফরমেট সম্পর্কে জানুনঃ-