কিভাবে ভয়েস রেকর্ড করব, প্রফেশনাল মানের ভয়েস রেকর্ড করুন

প্রফেশনাল মানের নিজের কণ্ঠ রেকর্ড কিভাবে করতে পারবেন
আমাদের বিভিন্ন প্রয়োজনে নিজের ভয়েস রেকর্ড করার প্রয়োজন পড়ে, তখন আমরা কিভাবে নিজের কণ্ঠটি রেকর্ড করব এবং এই রেকর্ডটি কিভাবে ইডিট করব? audacity নামের একটি সফটওয়্যার আছে এই সফটওয়ার কম্পিউটারে ইন্সটল করে তারপর এই সফটওয়ার দিয়ে আমরা আমাদের কণ্ঠ রেকর্ড করতে পারব এবং ভয়েসকে যেকোন ধরনের ইডিটও করতে পারব। আমাদের যদি কোন কিছু দিয়ে কোন ধরনের রেকর্ড করা অডিও থাকে সে অডিওতে যদি কোন ধরনের কথা ছাড়াও বাহিরের শব্দ থাকে বা নয়েজ থাকে সেগুলো কিভাবে রিমুভ করব এবং সাউন্ডকে প্রফেশনাল মানের তৈরি করতে পারব।
প্রথমেই audacity সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আউডাসিটি ওয়েবসাইটে যান তারপর সর্বশেষ ভার্ষনটি ডাউনলোড করে নিন এখানে উইনডোস এবং ম্যাক দুইটার জন্যই পাবেন আপনার যেই কম্পিউটার সেটার জন্য ডাউনলোড করুন। ডাউনলোড হওয়ার পর ইন্সটল করে নিন।

এভার সফটওয়ারটি ওপেন করুন তারপর মাইক্রোফোন পিসির সাথে কানেক্ট করে থাকলে সফটওয়ারের উপরের বারে দেখবেন লাল কালারের রেকর্ড বাটন আছে সেখানে ক্লিক করলে রেকর্ড হবে এবং পজ এর এখানে ক্লিক করলে রেকর্ড করা থেমে থাকবে এবং স্টপ এর বাটনে ক্লিক করলে রেকর্ড করা থেমে যাবে।
রেকর্ড করা শেষ হলে এখন ইডিটের পালা এবং সেভ দেওয়ার পালা।
কিভাবে প্রফেশনাল ভাবে ভয়েস রেকর্ড করবেন এবং এডিট করবেন তার জন্য এই ভিডিওটি দেখতে পারেন।
আরো বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখতে পারেন।